Physical Science Study Material | WBCS PRELIMINARY EXAM 2022

Physical Science Study Material | WBCS PRELIMINARY EXAM 2022: One of the Respective Govt. jobs in Our State is the West Bengal Civil Service Executive Examination. To crack the Exam is due to the hard labor of each aspirant. And we are here to support you. Our Channel Smart Knowledge is ready every day with a huge quantity of qualitative Study Materials.

Dear friends today we are providing suggestive notes from Physical Science Study Material. We know very well that WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects ( each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is one subject topic from Physical science containing 25 marks.

To think about my dear WBCS Aspirants we are posting important Physical Science Study Material so that all of you can proceed with your preparation. We do have not much time as our Exam is coming soon. Today’s topic contains about 100 most important Physical Science Questions – Answer.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from Physical Science.

 

Physical Science Study Material 

প্রশ্নঃ বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে
উত্তর: রঙের উপর ।

প্রশ্নঃ পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয়
উত্তর: ১৮৮৬ ইং সালে ।

প্রশ্নঃ ফ্রেয়নের রাসায়নিক নাম
উত্তর: ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন ।

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ
উত্তর: ১৫ পাউন্ড । (Physical Science Study Material)

প্রশ্নঃ থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ
উত্তর: অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় ।

প্রশ্নঃআলো এক প্রকার
উত্তর: শক্তি ।

প্রশ্নঃ প্রতিফলনের সূত্র
উত্তর: দুইটি ।

প্রশ্নঃ প্রতিসরণের সূত্র
উত্তর: দুইটি ।

প্রশ্নঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত
উত্তর: দুটি ।

প্রশ্নঃ তরঙ্গ দৈর্ঘ্য বেশি
উত্তর: লাল আলোর ।

প্রশ্নঃ তরঙ্গ দৈর্ঘ্য কম
উত্তর: বেগুনী আলোর ।

প্রশ্নঃ সূর্য রশ্মি শরীরে পড়লে
উত্তর: ভিটামিন ডি তৈরী হয় ।

প্রশ্নঃ সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ
উত্তর: গামা রশ্মি ।

প্রশ্নঃ সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ
উত্তর: বেগুণী রশ্মি ।

প্রশ্নঃ আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল
উত্তর: ০.১ সেকেন্ড ।

প্রশ্নঃ যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে
উত্তর: চম্বুক পদার্থ ।

প্রশ্নঃ চৌম্বকের চুম্বকত্ব একটি
উত্তর: ভৌত ধর্ম ।

প্রশ্নঃ চৌম্বক পদার্থ
উত্তর: টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি

প্রশ্নঃ মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ
উত্তর: সবচেয়ে বেশী ।

প্রশ্নঃ পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে
উত্তর: পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।

প্রশ্নঃ আমদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে দিক পরিবর্তন করে
উত্তর: ৫০ বার ।

প্রশ্নঃ ডি. সি. প্রবাহ পাওয়া যায়
উত্তর: ব্যাটারি থেকে ।

প্রশ্নঃ ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু
উত্তর: ট্রানজিস্টরের আবিস্করের সময় ।

প্রশ্নঃ ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয়
উত্তর: সিজিয়াম দিয়ে ।

প্রশ্নঃ ভর হচ্ছে পদার্থের
উত্তর: জড়তার পরিমাণ।

প্রশ্নঃ নিউটনের গতি সূত্র
উত্তর: তিনটি।  (Physical Science Study Material)

প্রশ্নঃ নিউটনের বিখ্যাত বই
উত্তর: ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।

প্রশ্নঃ বিদ্যুৎ শক্তির হিসাব করা হয়
উত্তর: কিলোওয়াট / ঘন্টা kw/h

প্রশ্নঃ মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল
উত্তর: মহাকর্ষ বল।

প্রশ্নঃ পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল
উত্তর: অভিকর্ষ বল।

প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণ g এর মান
উত্তর: পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী।

প্রশ্নঃ পৃথিবীর মুক্তিবেগ
উত্তর: ১১.২ কি.মি./সে.।

প্রশ্নঃ মঙ্গল গ্রহের মুক্তি বেগ
উত্তর: ৫.১ কি.মি./সে.।

প্রশ্নঃ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি
উত্তর: তিনটি।

প্রশ্নঃ ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক
উত্তর: ইস্পাত।

প্রশ্নঃ বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়
উত্তর: শব্দ

প্রশ্নঃ পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো
উত্তর: অনুপ্রস্থ বা আড় তরঙ্গ।

প্রশ্নঃ পানিতে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয়
উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ

প্রশ্নঃ টানা তারের সূত্র কয়টি
উত্তর: তিনটি।

প্রশ্নঃ শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন
উত্তর: জড় মাধ্যমের।

প্রশ্নঃ শুন্য মাধ্যমে শব্দের বেগ
উত্তর: শুন্য

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি
উত্তর: ৩৩২ মি./সে.

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি
উত্তর: ১৪৫০ মি./সে.

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি
উত্তর: ৫২২১ মি./সে.

প্রশ্নঃ শব্দের বেগের উপর প্রভাব আছে
তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।

প্রশ্নঃ শ্রাব্যতার সীমা
উত্তর: ২০-২০০০০ Hz

প্রশ্নঃ ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ
উত্তর: ২০ Hz

প্রশ্নঃ আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ
উত্তর: ২০০০০ Hz এর বেশী।

প্রশ্নঃ প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন
উত্তর: ০.১ সে.

প্রশ্নঃ প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব
উত্তর: ১৬.৬ মিটার।

প্রশ্নঃ কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয়
উত্তর: ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ।

প্রশ্নঃ বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে
উত্তর: প্রতিধ্বনি।

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে
উত্তর: স্ফুটনাংক।

প্রশ্নঃ CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে
উত্তর: ওজন স্তর

প্রশ্নঃ ডুবোজাহাজ হতে পানির উপরে দেখার জন্য ব্যবহৃত হয়
উত্তর: পেরিস্কোপ

প্রশ্নঃ ব্যাটারি হতে পাওয়া যায়
ডিসি কারেন্ট

প্রশ্নঃ ডিনামাইট আবিস্কার করেন
উত্তর: আলফ্রেড নোবেল

♦(Physical Science Study Material)

প্রশ্নঃ পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়
উত্তর: গ্রাফাইট

প্রশ্নঃ শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে
উত্তর: সুপারসনিক বিমান

প্রশ্নঃ কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট
উত্তর: চুম্বক পদার্থ

প্রশ্নঃ আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে
উত্তর: দর্পনে

প্রশ্নঃ স্টিফেন হকিন্স একজন
উত্তর: পদার্থবিদ

প্রশ্নঃ পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি
উত্তর: জীবাস্ম জালানি

প্রশ্নঃ জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি
উত্তর: অতি বেগুণী রশ্মি

প্রশ্নঃ এক্সরে এর একক
উত্তর: রনজেন

প্রশ্নঃ তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক
উত্তর: হেনরী বেকুইরেল

প্রশ্নঃ রেডিয়াম আবিস্কার করেন
উত্তর: মাদাম কুরি

প্রশ্নঃ পারমাণবিক বোমা উৎপন্ন হয়
উত্তর: ফিশন পদ্ধতিতে।

প্রশ্নঃ হাইড্রোজেন বোমা উৎপন্ন হয়
উত্তর: ফিউশন পদ্ধতিতে।

প্রশ্নঃ পারমানবিক ওজন –
উত্তর: প্রোটন ও নিউট্রনের ওজন।

প্রশ্নঃ দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন
উত্তর: গ্যালিলিও।

প্রশ্নঃ গতির সূত্র আবিস্কার করেন
উত্তর: নিউটন।    (Physical Science Study Material)

প্রশ্নঃ আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন
উত্তর: আলবার্ট আইনস্টাইন।

প্রশ্নঃ মৌলিক রাশিগুলো হলো
উত্তর: দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।

প্রশ্নঃ লব্ধ রাশি
উত্তর: বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি।

প্রশ্নঃ ভেক্টর রাশি
উত্তর: সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি।

প্রশ্নঃ স্কেলার রাশি
উত্তর: দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি।

প্রশ্নঃ পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল
উত্তর: এস. আই. S. I.

প্রশ্নঃপদার্থের ক্ষুদ্রতমা কণা কি?
উত্তর: অণু।

প্রশ্নঃ পদার্থের স্থায়ী মূল কণিকা
উত্তর: ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন।

প্রশ্নঃ তেজস্ক্রিয় রশ্মিতে থাকে
উত্তর: আলফা, বিটা ও গামা কনিকা।

প্রশ্নঃ পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা
উত্তর: পরস্পর সমান।

প্রশ্নঃ পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে
উত্তর: অভিকর্ষ বল।

প্রশ্নঃ বরফ গলনের সুপ্ত তাপ
উত্তর: ৮০ ক্যালরি।

প্রশ্নঃ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি
উত্তর: ৩৩২ মিটার/সেকেন্ড।

প্রশ্নঃ সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায়
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে।

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি
উত্তর: সৌর রশ্মি।

প্রশ্নঃ পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না
উত্তর: মধ্যাকর্ষণের জন্য।

প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

প্রশ্নঃ সে: তাপমাত্রায় পানির ঘনত্ব
উত্তর: সর্বোচ্চ | (Physical Science Study Material)

প্রশ্নঃ ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ।

প্রশ্নঃ উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন
উত্তর: আলফ্রেড নোবেল।

প্রশ্নঃ ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ
উত্তর: ডিজিটাল সিগনাল ডেটাবেজ।

প্রশ্নঃ পীট কয়লা –
উত্তর: ভিজা ও নরম।

প্রশ্নঃ তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে
উত্তর: গ্রীনহাউজ ইফেক্ট।

প্রশ্নঃ পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে
উত্তর: ফিউশন বিক্রিয়া।

প্রশ্নঃ বায়ু এক প্রকার
উত্তর: মিশ্র পদার্থ।

প্রশ্নঃ লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে
উত্তর: গ্যালভানাইজিং।

প্রশ্নঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
উত্তর: মরিচিকায়

প্রশ্নঃ পানি বরফে পরিণত হলে
উত্তর: আয়তনে বাড়ে।

প্রশ্নঃ বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী
উত্তর: টাংস্টেন দিয়ে।

Read More: 25th April Current Affairs Daily Current Affairs| WBCS Preliminary Exam

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles