25th April Current Affairs Daily Current Affairs| WBCS Preliminary Exam

For all competitive exam

25th April Current Affairs | Daily Current Affairs for WBCS Preliminary Exam 2022: Most of the highly ambitious participants who are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, CORPORATE SECTOR JOBS have to attain their PRELIMINARY MCQ Examination – Current Affairs (25th April Current Affairs) along with General Knowledge or English or Mathematics, and the minimum number of such types of current affairs is 10-15 marks out of 100 overall.

So, if you start a little and read and collect CA questions then you can attain all CA without any negative marks. To think about those near and dear participants we are providing Bengali Current Affairs daily,(25th April Current Affairs) you make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

25th April Current Affairs |Daily Current Affairs:

1.প্রতি বছর 25শে এপ্রিল, ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে বিশ্বব্যাপী ম্যালেরিয়া দিবস পালিত হয় |

  • ম্যালেরিয়া সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষকে প্রভাবিত করে |
  • দরিদ্র দেশে বসবাসকারী মানুষদের এই রোগের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

2.শান্তির জন্য বহুপাক্ষিকতা ও কূটনীতির আন্তর্জাতিক দিবস 2022 12 ডিসেম্বর, 2018, শান্তির জন্য বহুপাক্ষিকতা ও কূটনীতির আন্তর্জাতিক দিবস পালিত হয় ।

  • জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকারের তিনটি স্তম্ভের প্রচার ও রক্ষণাবেক্ষণের জন্য বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মূল্যবোধ সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ
  • যা জাতিসংঘের চার্টার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য 2030 এজেন্ডাকে ভিত্তি করে গড়ে উঠেছে ।

3. WEF’s 2022 class of Young Global Leaders তালিকায় স্থান পেলেন ৭ জন ভারতীয়; মানসী যােশী, রাধিকা গুপ্ত, রিতেশ মালিক, সুহেল সমীর, বিনীতা সিং, জয়দীপ বানসাল এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাধা (25th April Current Affairs)

4. সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডে অন্তর্ভুক্ত হওয়া জাহাজটির নাম ‘উর্যা প্রবাহ’

5.১৮ই ডিসেম্বর দিনটিকে প্রতিবছর মাইনােরিটিস রাইটস ডে হিসাবে পালনের ঘােষণা করলাে তামিলনাড়ু সরকার

6. সম্প্রতি Khelo India University Games 2021 শুরু হলাে বেঙ্গালুরুর শ্রী কান্তিরা ইনডাের স্টেডিয়ামে

7. Aditya Birla capital-এর পরবর্তী CEO পদে নিযুক্ত হচ্ছেন বিশাখা মুল্যে

8.মেক্সিকোর গুয়াডালাজারা শহরটিকে World Book Capital 2022 হিসাবে ঘােষনা করেছে UNESCO

9. ভারতের প্রথম সম্পূর্ন ডিজিটাল বাস পরিষেবা লঞ্চ করা হলাে মুম্বাইয়ে

10. সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার নির্বাচন জিতলেন Emmanuel Macron

11. Serbia Open 2022 টাইটেল জিতলেন রাশিয়ান টেনিস খেলােয়াড় Andrey Rublev ।

12.পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেডের (পোসোকো) নর্দার্ন রিজিওনাল লোড ডেসপ্যাচ সেন্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি

  • দিল্লির (IIT Delhi) সাথে একটি সমঝোতা স্মারক(MoU) স্বাক্ষর করেছে যাতে ভারতের পাওয়ার সেক্টর সম্পর্কিত বিষয়গুলির উপর গবেষণাকে উৎসাহিত করা যায় এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা যায়।

13.ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NMDC) পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া’স (PRSI) পাবলিক রিলেশনস অ্যাওয়ার্ডস 2022-এ চারটি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ।

14. মহারাষ্ট্র ভারতের প্রথম রাজ্য যেখানে সম্পূর্ণ ডিজিটাল টিকিট সিস্টেম সহ একটি বাস পরিষেবা চালু করা হয়েছে ।

15.’Def Connect 2.0′ কোথায় সংগঠিত হয়েছে? নতুন দিল্লি (25th April Current Affairs)

16. ধনলক্ষ্মী ব্যাঙ্ক কর আদায়ের জন্য CBIC এবং CBDT এর সাথে চুক্তি করেছে।

17. ‘উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার’ মানদণ্ড জিতেছেন তারিণী গয়াল ।

18. ভারতের জাতীয় তদন্ত সংস্থা ‘কলম্বো ডিফেন্স কনক্লেভ ভার্চুয়াল কনফারেন্স’ আয়োজন করেছে।

19. আদিত্য বিড়লা ক্যাপিটালের পরবর্তী সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিশাখা মুল্যে

20. সম্প্রতি, ‘RBI’ কার উপর 17 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে ? Manappuram Finance

21. কোন সংস্থা গ্লোবাল এপিডেমিক ফান্ড গঠনে সম্মত হয়েছে ? G20

22.কে আন্তর্জাতিক ডেটা সেন্টার স্থাপনের জন্য NIXI-CSC এর সাথে চুক্তি করেছে? ত্রিপুরা

23. নতুন জাহাজ ‘এনার্জি প্রবাহ’ কোথায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে? ভারুচ

24. সম্প্রতি, সরকার ২০২২-২৩ সালের জন্য কত মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ?  328

25. “জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস” কবে পালিত হয় ?  24 এপ্রিল

26. জাতিসংঘের চারটি ECOSOC সংস্থায় কোন দেশ নির্বাচিত হয়েছে? ভারত

25. বর্জ্যকে শক্তিতে রূপান্তর করার জন্য কে দিল্লি জল বোর্ডের সাথে চুক্তি করেছে? NTPC

26. Hurun Healthcare Rich List 2022 ব্যক্তিolaqu অনুসারে, সালে হেলথকেয়ার সেক্টরে সবচেয়ে ধনী সাইরাস পুনাওয়ালা

• তিনি একজন ভারতীয় বিলিওনার। তার মোট সম্পদ রয়েছে ২৬ বিশ্বব্যাপী www.ap লথকেয়ন ডলার।

  • সেক্টরের দ্বিতীয় ধনী ব্যক্তি টমাস ফ্রিস্ট জুনিয়র। তৃতীয় এবং চতুর্থ হলেন চীনের লি জিটিং এবং মিন্ড্রেয়ের জু হ্যাং।

27. Procter & Gamble India সম্প্রতি কাকে তার নতুন CEO হিসেবে নিযুক্ত করেছে? এল. ভি. . বৈদ্যনাথ

তিনি মধুসূদন গোপালনের স্থলাভিষিক্ত হয়েছেন। বৈদ্যনাথন এর আগে US ASEAN Business Council এর ইন্দোনেশিয়া চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

28. কোন রাজ্যে, ১৬৫ ফুট লম্বা ভারতীয় জাতীয় পতাকা (উত্তরপূর্ব অঞ্চলে উচ্চতম) স্থাপন করা হবে মণিপুর

  • পতাকাটি মনিপুরের মইরাং-এ ভারতীয় জাতীয় সেনা সদর ফতর কমপ্লেক্সে স্থাপন করা হবে। ১৬৫ ফুট লম্বা ভারতীয় জাতীয় পতাকার খুঁটি তৈরি করা হয়ে গেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং ও রাজধানী ইম্ফল।

29. কোন IIT গবেষকরা Covid 19 রোগের বিরুদ্ধে একপ্রকার ব্যাথানাশক ঔষধকে কার্যকরী খুঁজে পেয়েছেন?  IIT মাদ্রাজ

30.বিশ্বের নিষ্ঠুর দেশগুলোর থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের পারমাণবিক সক্ষমতা প্রয়োজন।

  • এ কারণে আমরা যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র প্রস্তুত কর্মসূচি শুরু করতে যাচ্ছি বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।
  • সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
  • প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ের এক স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

31. পাকিস্তানকে অতিরিক্ত ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)।

  • শাহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ঋণ ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।
  • বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ এবং প্রবাসী আয় কমে যাওয়ায় পাকিস্তানের ব্যালেন্স অব পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধাক্কা খায়। জ্বালানির বৈশ্বিক মূল্যবৃদ্ধি অর্থনীতির ওপর চাপ আরও বাড়ায়।

32. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা কূটনীতিক ব্রিজেট ব্রিঙ্ক।

  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কিয়েভ সফরের মধ্যে সোমবার (২৫ এপ্রিল) এ ঘোষণা দেওয়া হয়। খবর আলজাজিরার।

33. পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ওভারে জিততে হলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ২৭ রান।

  • প্রথম বলে ছয় হাঁকিয়ে জয়ের আশা দেখিয়েছেন আগের ম্যাচের নায়ক ফিনিশার মাহেন্দ্র সিং ধোনি।
  • তবে শেষ পর্যন্ত আর পারেননি তিনি। জয়ের আশা জাগিয়েও চেন্নাই পারেনি জেতার স্বাদ নিতে।

34. আগামী ১৫ জুন ১৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি), ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • একই সঙ্গে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন।
  • সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এসব তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিকেলে তালিকা প্রকাশ করা হয় নির্বাচনি এলাকাগুলোর।

35. শ্রম ও কর্সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, আগামী ২০২৫ সালের মধ্যে চামড়া রপ্তানিতে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার লক্ষে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

  • সরকার চামড়া শিল্পকে অন্যতম অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করেছে এবং এই শিল্পটি ২০১৭ সালে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

36.ঈদ এলে শেকড়ের টানে বেশির ভাগ মানুষই ছোটে তাদের জন্মস্থানে।

  • সারা বছরের ব্যস্ততাকে ছাপিয়ে অন্তত ঈদের সময়টি সবাই প্রিয়জনদের সঙ্গে কাটাতে পছন্দ করে।
  • তাই ঈদের মৌসুমে বেশির ভাগ মানুষকেই ভ্রমণ করতে হয়।

37. জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পুলইয়ানস্কি বলেছেন, ইউক্রেনে যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া তা আপাতত বন্ধ করা সম্ভব নয়।

  • স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে এক বক্তব্যে এ কথা জানান তিনি।
  • উপ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া যুদ্ধবিরতির কোনো প্রস্তাব বিবেচনা করছে না।
  • এর কারণ হলো, এখন যুদ্ধবিরতি ঘোষণা করলে ইউক্রেন তার বাহিনীকে পুনর্গঠিত করার সুযোগ পাবে।

38. ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ।

  • শনিবার (২৩ এপ্রিল) ভূমধ্যসাগরের ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

39. ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

  • আজ মঙ্গলবার দেয়া হচ্ছে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত।
  • কমলাপুরে একযোগে ১৮টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে।

40. পটুয়াখালীর তিনটি উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিন হতে যাচ্ছে।

  • সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল এ ভোট গ্রহণের তারিখ উল্লেখ করা হয়েছে।
  • ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলায় ৫টি, কলাপাড়া উপজেলায় দু’টি ও দশমিনা উপজেলায় ১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

41. আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পর যখন মানুষের মুখে হাসি ফোটে তখন বেশি ভালো লাগে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সব থেকে ভালো লাগে যখন দেখি একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসিটি। জাতির পিতা তো দুঃখী মানুষের মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন’। দেশের কেউই ঠিকানাবিহীন থাকবে না।

42.মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় ধাপে আজ প্রায় ৩৩ হাজার মানুষকে জমির মালিকানাসহ আশ্রয়ণের ঘর ঈদের উপহার হিসেবে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

43.সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ক্রয় নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

  • অবশেষে টুইটার কিনলেন তিনি।
  • মার্কিন এই ধনকুবের টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
  • মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তাঁর খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।

44. তীব্র গরমে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ অতিষ্ঠ।

  • তবে সহসাই গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  • দেশের বিভিন্ন স্থানে চলমান এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

45. এখন রোদের প্রচন্ড উত্তাপ। সারাদেশেই প্রচুর গরম পড়েছে।

  • এই সময় নানা অসুখ-বিসুখের পাশাপাশি গরমজনিত হিট স্ট্রোকে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে।
  • হিট স্ট্রোক গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা যাতে সাবধান থাকা উচিত।

46.পশ্চিমা শক্তিধর দেশগুলোকে সতর্ক করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং বিষয়টিকে ছোট করে দেখা উচিৎ নয়।

  • রুশ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতে ন্যাটো এরই মধ্যে কিয়েভে অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ার সঙ্গে পরোক্ষভাবে ‘প্রক্সি যুদ্ধে’ জড়িয়ে গেছে। খবর রয়টার্স।

47. সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে নাগরিকত্ব সংশোধন আই

  • সিএএ হল একটি সীমিত এবং সংকীর্ণভাবে তৈরি করা আইন যা নির্দিষ্ট দেশের কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট কাট-অফ তারিখ সহ নাগরিকত্ব দেওয়ার বিষয় নিয়ে তৈরি করা হয়েছে ৷
  • স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক প্রতিবেদন অনুসারে বলা হয়েছে যে সিএএ-এর মাধ্যমে কোনও ভারতীয়ের নাগরিকত্ব কাড়া হবে না ৷
  • বরং কিছু নিপিড়িত শ্রেণির মানুষকে নাগরিকত্ব দেওয়ার পদ্ধতিকে সহজ করার প্রচেষ্টা হল নাগরিত্ব সংশোদন আইন৷

48. করোনা একটা সময় ভয়াবহ আকার ধারণ করেছিল।

  • সেই সময় অনেক সময় এই ভাইরাসের জেরে মারা গেচ্ছিলেন।
  • আবার অনেকে আক্রান্তও হয়েছিলেন। জানেন সেই সময় কত মানুষ ভারতে এসেছিলেন?
  • যখন লকডাউন ও বিধিনিষেধ চলছিল সেই সময় অর্থাৎ ২০২০ সালে ৬১ হাজারেও বেশ আমেরিকান-সহ ৩২.৭৯ লক্ষের বেশি বিদেশী ভারতে এসেছিলেন। এখানেই শেষ নয়!
  • ৪ হাজার ৭৫১ জন পাকিস্তানি নাগরিকও কিন্তু ভারতের মাটিতে পা রেখেছিলেন।

49.আইপিএলে টানা চারটি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।

  • গত আইপিএলে প্রথম ৭ ম্যাচে কেকেআর জিতেছিল ২টিতে। তবে শেষ ৭টি ম্যাচের ৫টিতে জিতে প্লে অফে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স।
  • শেষ অবধি ফাইনালে পরাস্ত হয় চেন্নাই সুপার কিংসের কাছে।
  • এবারের আইপিএলেও তেমনটা করতে মুখিয়ে আছে গোটা নাইট শিবির।
  • ইডেনে প্লে অফ হবে, এটাই কেকেআরের বাড়তি মোটিভেশন।

Read More :- WBJEE 2022 Exam Pattern | Admit Card Download Link, Exam Date

50. তীব্র দহনে বেহাল বাংলা।

  • পড়ুয়াদের রক্ষার্থে অবিলম্বে চালু করা হোক ‘মর্নিং স্কুল’, নির্দেশ শিক্ষা দফতরের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles