24th April Current Affairs | Daily Current Affairs for upcoming WBCS Preliminary Exam 2022

24th April Current Affairs | Daily Current Affairs for upcoming WBCS Preliminary Exam 2022: Most of the highly ambitious participants who are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, CORPORATE SECTOR JOBS have to attain their PRELIMINARY MCQ Examination – Current Affairs (24th April Current Affairs) along with General Knowledge or English or Mathematics, and the minimum number of such types of current affairs is 10-15 marks out of 100 overall.

So, if you start a little and read and collect CA questions then you can attain all CA without any negative marks. To think about those near and dear participants we are providing Bengali Current Affairs daily,(24th April Current Affairs) you make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

24th April Current Affairs |Daily Current Affairs:

1.জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়

  • প্রতি বছর ২৪শে এপ্রিল

2.সম্প্রতি দিল্লির নতুন ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন

  •  বিজয় কুমার দেব

3.এস্তোনিয়ায় Locked Shields নামে সাইবার ডিফেন্স এক্সারসাইজ অনুষ্ঠিত করলাে

  •  NATO

4.Invictus Games 2022 হােস্ট করছে

  • নেদারল্যান্ডস

5.সম্প্রতি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হলেন

  •  Patrick Achi

6.NITI Aayog-এর ভাইস চেয়ার পদে নিযুক্ত হলেন

  •  ড. সুমন বেরি

7.গণতন্ত্র রক্ষা করার জন্য Profile in Courage Award পেলেন

  • ইউক্রেনের রাষ্ট্রপতি Volodymyr Zelensky

8. বিশ্বের প্রথম দেশ হিসাবে স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ব্যান করলাে

  • আমেরিকা

9. বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক ৩ চাকা গাড়ি ফ্যাক্টরি তৈরি করা হলাে

  • তেলেঙ্গানায়।

10. ভারতের প্রথম International Cruise Conference হােস্ট করবে

  •  মুম্বাই ।

11. কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং কর্ণাটকের রাজ্যপাল টিসি গেহলট 01 এপ্রিল, 2022-এ

  • বেঙ্গালুরু স্টেডিয়ামে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021 (KIUG 2021) এর লোগো, জার্সি, মাসকট এবং সঙ্গীতের উন্মোচন করেছেন ।
  • থিম সংটির কম্পোজ করেছেন কন্নড় র‌্যাপার চন্দন শেঠি । KIUG 2021 কর্ণাটকে 24 এপ্রিল থেকে 3 মে, 2022 এর মধ্যে অনুষ্ঠিত হবে।

12. উত্তরপ্রদেশ সবজির শীর্ষ উৎপাদক হয়ে উঠেছে | এই তালিকায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থান করেছে |

  • 2021-22 সালের তথ্য অনুসারে, অন্যান্য শীর্ষ সবজি উৎপাদনকারীর মধ্যে মধ্যপ্রদেশ (20.59 মেট্রিক টন), বিহার (17.77 মেট্রিক টন) এবং মহারাষ্ট্র (16.78 মেট্রিক টন) যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ।

13. ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, মহেশ ভার্মাকে হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের (NABH) জন্য জাতীয় স্বীকৃতি বোর্ডের নতুন চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করা হয়েছে 

  • NABH হল ভারতের কোয়ালিটি কাউন্সিলের (QCI) একটি গঠনমূলক বোর্ড । এটি হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধার গুণমান এবং শংসাপত্রের জন্য মানদণ্ড নির্ধারণের জন্য দায়ী থাকে । NABH এশিয়ান সোসাইটি ফর কোয়ালিটি ইন হেলথ কেয়ার (ASQua)-এর বোর্ডের সদস্য।

14. ডাঃ এস রাজু 01 এপ্রিল, 2022 থেকে কার্যকরীভাবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) এর       মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ।

  • তিনি আরএস গড়খালের স্থানে নিযুক্ত হন, যিনি 31 শে মার্চ, 2022-এ গ্রহণ করেন । এর আগে, ডাঃ রাজু এই পদে অতিরিক্ত মহাপরিচালক হিসাবে অধিষ্ঠিত ছিলেন |

15. 1967 সাল থেকে প্রতি বছর 2রা এপ্রিল ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়াং পিপল (IBBY) দ্বারা ইন্টারন্যাশনাল চিলড্রেনস বুকস ডে (ICBD) আয়োজন করা হয় |

  • IBBY হল একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা পড়ার প্রতি অনুপ্রাণিত করতে এবং শিশুদের বইয়ের প্রতি মনোযোগ বাড়াতে পালন করা হয় ।

16. বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতি বছর 2রা এপ্রিল জাতিসংঘের সদস্য দেশগুলি দ্বারা পালন করা হয়।

  • সারা বিশ্বে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।
  • অটিস্টিক সেল্ফ অ্যাডভোকেসি নেটওয়ার্ক, গ্লোবাল অটিজম প্রজেক্ট এবং স্পেশালিস্টার ফাউন্ডেশন সহ নাগরিক সমাজের অংশীদারদের সহায়তায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি জাতিসংঘের বিশ্বব্যাপী যোগাযোগ বিভাগ এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ দ্বারা সংগঠিত হয় ।

17. মীরাবাই চানু এখন ভারতের সবচেয়ে সুপরিচিত ভারোত্তোলকদের একজন ।

  • টোকিও অলিম্পিকে, মণিপুরের পূর্ব ইম্ফল জেলার একটি মেয়ে সাইখোম মিরাবাই চানু মহিলাদের 49 কেজি ভারোত্তোলন ইভেন্টে রৌপ্য পদক জিতে ইতিহাস গড়েছিলেন ।

18. ভারতের প্রথম International Cruise Conference হোস্ট করবে কোন শহর?
মুম্বাই।

19. বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক তিন চাকার গাড়ি ফ্যাক্টরি প্রথম কোথায় নির্মাণ করা হলো

  • তেলেঙ্গানা, রাজধানী – হায়দ্রাবাদ

20. গণতন্ত্র রক্ষা করার জন্য Profile in Courage Award পেলেন কোন দেশের রাষ্ট্রপতি Volodymyr Ze lensky ?

  • ইউক্রেন

21.বিশ্বের প্রথম দেশ হিসাবে স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ব্যান করলো কে?

  • আমেরিকা । রাষ্ট্রপতি- জো বাইডেন

22. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে? ২৪শে এপ্রিল । ২০১০ সাল থেকে এই দিবসটি পালন হয়ে আসছে।

23. NITI Aayog-এর ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

  • ড. সুমন বেরি , হেড কোয়ার্টার- নিউ দিল্লি , প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ১লা জানুয়ারি CEO- অমিতাভ কান্ত ও চেয়ার পারসন- নরেন্দ্র মোদী

24. সম্প্রতি Patrick Achi কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হলেন?

  • আইভরি কোস্ট। রাজধানী- Yamoussoukro এবং Abidjan * মুদ্রার নাম- ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক।

25. Invictus Games 2022 হোস্ট করছে কোন দেশ?

  •  নেদারল্যান্ডস (24th April Current Affairs)

26. কোথায় Locked Shields নামে সাইবার ডিফেন্স এক্সারসাইজ অনুষ্ঠিত করলো NATO?

  •  এস্তোনিয়া , রাজধানী- তাল্লিন , মুদ্রার নাম- ইউরো NATO-র হেড কোয়ার্টার- ব্রাসেলস, বেলজিয়াম
    প্রতিষ্ঠা সাল- ১৯৪৯ সালের ৪ঠা এপ্রিল সদস্য দেশ সংখ্যা- ৩০টি

27. সম্প্রতি দিল্লির নতুন ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?

  •  বিজয় কুমার দেব

28. বৃষ্টির দেখা নেই। গত ১৬ বছরে এই প্রথম কালবৈশাখীহীন চৈত্র দেখলে বাংলা।

  • এই পরিস্থিতিতে রবিবার কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে তাপমাত্র ছুঁল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে দোসর তাপপ্রবাহ। নাজেহাল সাধারণ মানুষ।

29. গত ১৩ মার্চের পর ফের আগুন ট্যাংরায়। ট্যাংরায় ক্রিস্টোফার রোডের একটি বস্তি সংলগ্ন কারখানায় লেগে যাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায়।

  • এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্য়ে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন।

30.দেশের ফের উর্ধ্বমুখী করোনা (Covid 19) গ্রাফ। স্রেফ দিল্লিতে নয়, আরও বেশ কয়েক রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • পরিস্থিতি দেখে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। রাজ্যজুড়ে এবার সেন্টিনেল সার্ভে (Sentinel Survey) করার সিদ্ধান্ত নিল সরকার।
  • ইতিমধ্যেই প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী, সতর্ক থাকতে বলা হয়েছে চিকিৎসকদেরও। খবর তেমনই।

31.শুধুমাত্র দিনের বেলায় নয়, এবার থেকে রাতেও জাহাজ চলবে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট তথা কলকাতা বন্দরে। অত্যাধুনিক নাইট নেভিগেশন পদ্ধতির মাধ্যমে এটি সম্পাদন করা হবে।

  • এর ফলে সময়ের পাশাপাশি খরচও বাঁচবে। প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পের আওতায় অভিনব এই ব্যবস্থার কাজ শুরু হয়েছে। আগামী তিনমাসের মধ্যেই শুরু হবে রাতে জাহাজ চলাচল।
  • এ বিষয়ে বিশেষ ট্রেনিংয়ের জন্য বন্দরের পাঁচ পাইলটকে পাঠানো হচ্ছে বেলজিয়ামে। মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের বিশেষজ্ঞরা আসবেন বন্দরে।এর ফলে কী কী সুবিধা পাওয়া যাবে?
  • কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ভিনীত কুমার বিষয়টি ব্যাখ্যা করেন।
  • তিনি বলেন, ‘এতদিন একটি জাহাজের জন্য গোটা একটি দিন অপেক্ষা করতে হত।
  • যার ফলে সময় লাগত অনেক। এবার থেকে আর তা লাগবে না। দিনের আলো চলে গেলে একটি জাহাজকে ড্রাই ডকে দাঁড়িয়ে পড়তে হত।
  • যার জন্য জাহাজ পিছু খরচ হত ৭ লক্ষ টাকা। এর পর থেকে সেটা আর লাগবে না। পাশাপাশি, কন্টেইনার হ্যান্ডেলিং-এর পরিমাণও বাঁচবে।

32. ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। রিখটার স্কেলে মাত্রা ৪.২

33.ভারত সফরে আর্জেন্টাইন বিদেশমন্ত্রী। রবিবার হায়দরাবাদে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করলেন স্যান্টিয়াগো ক্যাপিয়েরো

34.হনুমান চলিশা নিয়ে বিবাদ অব্যাহত। মুম্বইয়ে বিধায়কের বাড়ির বাইরে শিবসেনার বিক্ষোভ।

35.কলকাতা পুলিসের এসটিএফ ও কাটোয়া পুলিসের তত্পরতায় উদ্ধার হল বিপুল বিস্ফোরক।

  • বিহার থেকে বোমা তৈরির ওই মশলা আসছিল বীরভূম হয়ে। কিন্তু গন্তব্য পৌঁছনোর আগেই তা বাজেয়াপ্ত করল পুলিস।
  • রবিবার কাটোয়া থেকে গড়াগাছা গামী একটি বাসে চাপিয়ে আনা হচ্ছিল বোমা তৈরির মোট ৬ কেজি মশলা। দুটি প্যাকেটে ছিল ওইসব রাসায়নিক।
  • গোপন সূত্রে খবর পেয়ে কাটোয়া পুলিসকে নিয়ে অভিযান চালায় এসটিএফ। বাসটিকে দাঁড় কারানো হয় দাঁইহাট মোড়ে। এরপর গাড়ি থেকে নামিয়ে আনা হয় ২টি প্যাকেট।
  • ওইসব রাসায়নিক নিয়ে যাওয়ার অভিযোগে আটক করা হয় এজবুল ও রবিউল নামে দুই যুবককে।
  • পুলিস সূত্রে জানা গিয়েছে বিহার থেকে আনা হচ্ছিল ওইসব বিস্ফোরক রাসায়নিক। বিহার থেকে বীরভূম হয়ে কখনও সড়ক পথে, কখনও আবার নদী পেরিয়ে তা আনা হত কাটোয়ায়।
  • পুলিস সূত্রে আরও খবর, একটি খুনের মামলায় সন্দেহভাজনদের তালিকায় রয়েছে এজবুলের নাম। এদের বোমার মশলা আনার খবর আগে থেকেই ছিল এসটিএফের কাছে।
  • ফলে আগে থেকে এর জন্য অপেক্ষা করছিল এসটিএফ ও কাটোয়া পুলিস। বাসে বিস্ফোরক মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্য়ে।

36. চৈত্র পেরিয়ে বৈশাখ এলেও দেখা নেই কালবৈশাখীর।

  • বরং প্রচন্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আকাশ সামান্য মেঘলা হলেও বৃষ্টির দেখা পাওয়া যায়নি।
  • আগামী ৪ দিনেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে

37. চিনের কড়া কোভিড লকডাউনে প্রভাব ভারতের অর্থনীতিতে, দাম বাড়বে বিভিন্ন জিনিসের

38. মহেন্দ্র সিং ধোনি ৭ জুলাই পূর্ণ করবেন ৪১ বছর।

  • আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। আজ ধোনির বয়স ৪০ বছর ২৯২ দিন।
  • এই বয়সেও আইপিএলে ফিনিশার হিসেবে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
  • যেভাবে শেষ চার বলে ১৬ রান তুলে নিয়ে ধোনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকে-র জয় নিশ্চিত করেছেন, সেই আত্মবিশ্বাস সম্বল করেই পাঞ্জাব কিংস ম্যাচে নামবে রবীন্দ্র জাদেজার দল। 

39. বর্তমান বিদ্যুতের সংকট মূলত বিভিন্ন জ্বালানী উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে তীব্র হ্রাসের কারণে এবং দেশীয় কয়লার অনুপলব্ধতার কারণে নয়,

  • রবিবার একজন শীর্ষ কর্মকর্তা এমনটাই বলেছেন।
  • মহারাষ্ট্র সহ অনেক রাজ্যের রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপরের বিবৃতিটি তাৎপর্য অনুমান করে, কয়লার ঘাটতির কারণে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন।

40.“জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”, সমস্ত জীবজগতের প্রতি সমান ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যেই যুগনায়ক স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন এই অগ্নিমন্ত্রটি। 

Read More :- WBJEE 2022 Exam Pattern | Admit Card Download Link, Exam Date

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles