Indian Geography Study Material | WBCS Preliminary Exam 2022

Indian Geography Study Material | WBCS Preliminary Exam 2022: Dear friends today we are providing suggestive notes from Indian Geography Study Material. We know very well that WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects ( each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is 1 subject topic from Geography containing 25 marks. To think about my dear WBCS Aspirants we are posting important Geographical Study stuff so that all of you can proceed with your preparation. We do have not much time as our Exam is coming soon. Today’s topic contains the 100 most important Geographical Questions – Answer.

Now is the vital time for us to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims easily and secure the cut-off marks.  ( Indian Geography Study Material)

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from Geography Portion.

This is the Geography-based questions and answers section on “Indian Geography” with an explanation for various interviews, competitive examinations and Daily Uses for Higher Class & Lower classes.

Indian Geography Study Material: ভারতের ভূ-প্রকৃতি

1. ভারতের মোট আয়তন কত?

উঃ ৩২.৮৭ লক্ষ বর্গ কিমি।

2. ভারতের মোট জনসংখ্যা কত?

উঃ ১২১ কোটি (২০১১ সালের আদমসুমারী অনুযায়ী) ।

3. ভারতের রাজধানীর নাম কী?

উঃ দিল্লী। (Indian Geography Study Material)

4. ভারতবর্ষের নবতম রাজ্যের নাম কী?

উঃ তেলেঙ্গানা।

5. LOC কী?

উঃ উত্তর পশ্চিমে অবস্থিত পাকিস্তান ও ভারতের মধ্যে চিহ্নিত সীমান্তকে নিয়ন্ত্রণ রেখা বা (Line of Control)

6. বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?

উঃ ২৮ টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল।

7. কত সালে ভারতের রাজ্য পুর্নগঠন কমিশন গঠিত হয়?

উঃ ১৯৫৩ খ্রীষ্টাব্দে।

8. কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের দৈর্ঘ্য কত কিমি?

উঃ ৩২১৪ কিমি।

9. হিমালয় কী জাতীয় পর্বত?

উঃ ভঙ্গিল পর্বত।

10. হিমালয়ের দৈর্ঘ্য কত?

উঃ ২৫০০ কিমি।

11. হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে কী ছিল?

উঃ টেথিস সাগর।

12. টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল?

উঃ বর্তমানে হিমালয় পর্বতশ্রেণি যে অঞ্চলে অবস্থিত।

13. টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে আগে কী ছিল?

উঃ টেথিস সাগরের উত্তরে আঙ্গারাল্যাণ্ড ও দক্ষিণে গণ্ডোয়ানাল্যাণ্ড।

14. হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)।

15. কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ গডউইন অস্টিন (৮৬১১ মিটার)।

16. পৃথিবীর ছাদ কাকে বলে?

উঃ পামীর মালভূমিকে।

17. হিমালয় পর্বতমালার বিস্তার কত?

উঃ ১৫০ কিমি থেকে ৫০০ কিমি।

18. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

উঃ গডউইন অস্টিন।

19. হিমালয়ের উৎপত্তি কবে হয়েছে?

উঃ ভূ-তাত্ত্বিক সময়ের হিসাবে টারসিয়ারি যুগে অর্থাৎ প্রায় ৭ কোটি বছর আগে হিমালয় ওপরে ওঠা শুরু করে। তারপর বহু যুগ ধরে সেই উত্থানপর্ব চলে।

20. ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?

উঃ আরাবল্লী।

21. ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ গডউইন অস্টিন।

22. দুন কাকে বলে?

উঃ কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমলয় পর্বতশ্রেণি এবং শিবালিক পর্বতশ্রেণির মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলে।

23. শিবালিক পর্বতশ্রেণির গড় উচ্চতা কত?

উঃ ৬০০ মিটার থেকে ১৫০০ মিটার।

24. পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবনের নাম কর।

উঃ কাশ্মীরের ভেরনাগ।

25. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম কর।

উঃ জোজিলা।

26. পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কর।

উঃ নাথুলা।

27. ভারতের সর্বোচ্চ মালভুমি কোনটি?

উঃ লাদাখ মালভূমি।

28. ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম কর।

উঃ হিমালয়।

29. বসুধার ধবল শীর্ষ কাকে বলে?

উঃ কারাকোরাম পর্বতশ্রেণিকে।

30. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

উঃ সিয়াচেন। (Indian Geography Study Material)

31. ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?

উঃ ব্যারেন।

32. ভারতের উচ্চতম পর্বতের নাম কী?

উঃ হিমালয়।

33. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উঃ গেরসোপ্পা।

34. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কী?

উঃ আনাইমোদি (২৬৯৫ মিটার)।

35. পূর্বাচলের অন্তর্গত কয়েকটি পর্বতশ্রেণির নাম কর।

উঃ পাটকাই, নাগা, লুসাই।

36. কাশ্মীর কোন হিমালয়ে অবস্থিত?

উঃ কাশ্মীর পশ্চিম হিমালয়ে অবস্থিত।

37. সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ সান্দাকফু (৩৬৩০ মিটার)।

38. সিপকি-লা, লিপুলেক ও নাথুলা কী?

উঃ হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ।

39. পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত?

উঃ সিঙ্গলীলা।

40. ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে?

উঃ কাশ্মীর উপত্যকাকে।

41. ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখ।

উঃ সাতপুরা পর্বত।

42. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম লেখ।

উঃ আরাবল্লী।

43. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত?

উঃ কারাকোরাম পর্বতে।

44. ভারতের একমাত্র উষ্ণ মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত?

উঃ রাজস্থান রাজ্যে।

45. ভারতের উষ্ণ মরুভূমি কী নামে পরিচিত?

উঃ মরুস্থলি।

46. রাজস্থান সমভূমি বা মরুস্থলির উল্লেখযোগ্য নদী কোনটি?

উঃ লুনি।

47. রাজস্থানের পশ্চিমাংশের চলমান বালিয়াড়িকে কী বলে?

উঃ ধ্রিয়ান।

48. রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী?

উঃ আরাবল্লী।

49. গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?

উঃ ভাঙ্গর।

50. গঙ্গা সমভূমি অঞ্চলে নতুন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?

উঃ খাদর। (Indian Geography Study Material)

51. হিমালয় পাদদেশের নুড়ি-বালি পূর্ণ সছিদ্র ভূমিকে কী বলে?

উঃ ভাবর।

52. ভাবরের দক্ষিণের জঙ্গলে ঢাকা জলাভূমিকে কী বলে?

উঃ তরাই।

53. পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত তরাই ভূমিকে কী বলে?

উঃ ডুয়ার্স।

54. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বা নদীচর কোনটি?

উঃ মাজুলী দ্বীপ।

55. ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে?

উঃ উত্তর ভারতের সমভূমিকে।

56. মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?

উঃ দাক্ষিণাত্য মালভূমির অংশ।

57. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ গুরুশিখর (১৭২২ মিটার)।

58. মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী?

উঃ বিন্ধ্য পর্বতশ্রেণি।

59. সাতপুরা কী জাতীয় পর্বত?

উঃ স্তূপ পর্বত।

60. সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ ধূপগড় (১৩৫০ মিটার)।

61. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ অমরকণ্টক (১০৫৭ মিটার)।

62. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ কলসুবাই (১৬৪৬ মিটার)।

63. পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখ।

উঃ থলঘাট ও ভোরঘাট।

64. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ দোদাবেতা (২৬৩৭ মিটার)।

65. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত?

উঃ আনাইমালাই পর্বতে অবস্থিত।

66. মালনাদ কাকে বলে?

উঃ কানাড়া ভাষায় মালনাদ কথার অর্থ পাহাড়ী দেশ। কর্ণাটক মালভূমির পশ্চিমভাগের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন পাহাড়ী ভূমিকে বলে মালনাদ। (Indian Geography Study Material)

67. ময়দান কী?

উঃ মালনাদের পুর্বে অর্থাৎ কর্ণাটক মালভূমির পূর্বভাগে যে উন্মুক্ত সমতলভূমি আছে তাকে ময়দান বলে।

68. করমণ্ডল উপকূল কাকে বলে?

উঃ বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব উপকূলের দক্ষিণাংশ, বিশেষত কৃষ্ণা নদীর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে করমণ্ডল বলে।

69. উত্তর সরকারস উপকূল কাকে বলে?

উঃ উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদীর ব-দ্বীপ পর্যন্ত পূর্ব উপকূলকে উত্তর সরকারস উপকূল বলে।

70. ভারতের পশ্চিম উপকূলের কোন অংশে অনেক হ্রদ আছে?

উঃ মালাবার উপকূলে অনেক হ্রদ আছে।

71. ভারতের পূর্ব উপকূলের দুটি হ্রদের নাম লেখ।

উঃ চিল্কা এবং পুলিকট।

72. চিল্কা কী জাতীয় জলের হ্রদ?

উঃ লবণাক্ত জলের হ্রদ।

73. কোঙ্কণ উপকূল কাকে বলে?

উঃ মহারাষ্ট্রের উত্তর সীমা থেকে গোয়া পর্যন্ত আরবসাগর পর্যন্ত আরবসাগর সংলগ্ন পশ্চিম উপকূলকে কোঙ্কণ উপকূল বলে।

74. কেরালার উপকূলভূমির নাম কী?কসঙ্গে পূর্বাচল বলে।

উঃ মালাবার উপকূল।

75. রাণ কী?

উঃ গুজরাটের কচ্ছ উপদ্বীপকে বেষ্টন করে আছে যে লবণাক্ত কর্দমময় অগভীর জলাভূমি তাকে বলে রাণ।

76. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?

উঃ স্যাডল পিক (৭৫০ মিটার)।

77. ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কর।

উঃ ব্যারেন দ্বীপ।

78. লক্ষ, মিনিকয় প্রভৃতি আরব সাগরের দ্বীপগুলি কী জাতীয়?

উঃ প্রবাল গঠিত দ্বীপ।

79. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম লেখ।

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

80. ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় শ্রেণিটির নাম কী?

উঃ জাম্পুইটাং।

81. ব্যাক ওয়াটার্স কী?

উঃ কেরালা রাজ্যের মালাবার উপকূলে বহু উপহ্রদ আছে, এগুলিকে ব্যাক ওয়াটার্স বলে।

82. পূর্বাচল কাকে বলে?

উঃ উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত নাগাল্যাণ্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম প্রভৃতি রাজ্যে পাটকাই, নাগা, লুসাই প্রভৃতি নামে যেসব পর্বতশ্রেণি উত্তর-দক্ষিণে প্রসারিত হয়েছে সেগুলিকে একসঙ্গে পূর্বাচল বলে।

ভারতের স্বাভাবিক উদ্ভিদ 

83. তিনটি চিরসবুজ গাছের নাম লেখ।

উঃ শিশু, গর্জন ও তুন।

84. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী জাতীয় অরণ্য আছে?

উঃ চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য।

85. কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখ।

উঃ শাল, সেগুন, পলাশ, শিরীষ, কুসুম, মহুয়া প্রভৃতি।

86. কী থেকে গালা উৎপন্ন হয়?

উঃ লাক্ষা থেকে। (Indian Geography Study Material)

87. ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কী?

উঃ মৌসুমী অরণ্য।

88. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী জাতীয় বৃক্ষ জন্মায়?

উঃ পর্ণমোচী বৃক্ষ।

89. পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতের কোন অঞ্চলে আছে?

উঃ ভারতের পশ্চিম হিমালয়ের ৯০০ থেকে ২০০০ মিটার উচ্চতায়।

90. ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে?

উঃ ২৪.১৬ শতাংশ।(২০১৫)

91. ভারতের জ্বালানীর প্রধান উৎস কী?

উঃ কাঠ।

92. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?

উঃ যথেচ্ছভাবে বন সংহার রোধ এবং বনসৃজন বা বৃক্ষরোপণ।

93. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশের দেরাদুনে।

94. দাবানল কী?

উঃ গাছে গাছে ঘর্ষণের ফলে উৎপন্ন অরণ্য ধ্বংসকারী আগুন।

95. ভারতের সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?

উঃ পূর্ব হিমালয়ে ২৫০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩২০০ মিটার উচ্চতায়।

96 . সুন্দরী গাছের অরণ্য ভারতের কোথায় দেখতে পাওয়া যায়?

উঃ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলের সুন্দরবন অরণ্যে।

97 . ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?

উঃ মধ্যপ্রদেশে।

98 . ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়?

উঃ গাঙ্গেয় ব-দ্বীপে সুন্দরবন অঞ্চলে।

99 . ভারতের মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায়?

উঃ ঘাস, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা প্রভৃতি জেরোফাইটিক প্ল্যান্টস।

100 . ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কর।

উঃ গাঙ্গেয় ব-দ্বীপের দক্ষিণপ্রান্তে অবস্থিত সুন্দরবন।

Read More: Ancient and Modern History | WBCS preliminary Exam 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles