Natural Resources MCQ 2022 | Special Practice Set On WB Primary Tet, Upper Tet & SLST

Natural Resources MCQ 2022

Natural Resources MCQ 2022 | Special Practice Set On WB Primary Tet, Upper Tet & SLST:- Natural Resources are those resources that are taken from Nature. One part of these types of resources is taken as Biological Resources whereas the other is from Plant. Fuel from the various forests is such as. Another part may be included viz. Marine and Coastal Resources including Aquatic Resources.

Natural Resources MCQ 2022

Hello Aspirants, welcome back to our channel. Today Smart Knowledge is here with a bouquet of 100 MCQ from the topic Natural Resources MCQ 2022. So, don’t waste the time rather let us start to practice the chapter to make our preparation sharpen.

Natural Resources - YouTube


 

1. ভারতে গবাদি পশুর মল থেকে বছরে প্রায় যত লক্ষ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা আছে

(A) 2-3 লক্ষ

(B) 3-2 লক্ষ

(C) 4-3 লক্ষ

(D) 3-4 লক্ষ

উত্তর:- A

2. জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয়

(A) 90%

(B) 80%

(C) 70%

(D) 60%

উত্তর:- A  (Natural Resources MCQ 2022)

3. শক্তির উৎস হিসেবে ভারতে কয়লার ব্যবহার শতকরা

(A) 85 ভাগ

(C) 65 ভাগ

(B) 75 ভাগ

(D) 55 ভাগ

উত্তর:- D

4. শক্তির উৎস হিসেবে ভারতে খনিজ তেলের ব্যবহার শতকরা

(A) 21 ভাগ

(B) 31 ভাগ

(C) 41 ভাগ

(D) 51 ভাগ

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

5. শক্তির উৎস হিসেবে ভারতে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার শতকরা

(A) 5 ভাগ

(B) 10 ভাগ

(C) 15 ভাগ

(D) 20 ভাগ

উত্তর:- A

6. শক্তির উৎস হিসেবে ভারতে পারমাণবিক শক্তির ব্যবহার শতকরা

(A) 01 ভাগ

(B) 1-0 ভাগ

(C) 10 ভাগ

(D) 12 ভাগ

উত্তর:- B

7. বিশ্বে উৎপাদিত মোট শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়—

(A) 80%

(B) 70%

(C) 60%

(D) 50%

উত্তর:- A  (Natural Resources MCQ 2022)

8. 1900-2000 সালের মধ্যে বিশ্বে শক্তির চাহিদা বেড়েছে প্রায়—

(A) 4 গুণ

(B) 14 গুণ

(C) 24 গুণ

(D) 40 গুণ

উত্তর:- A

9. হালকা জ্বলনশীল গ্যাস হল

(A) মার্শ গ্যাস

(B) কার্বন ডাইঅক্সাইড

(C) নাইট্রোজেন

(D) সালফার ডাইঅক্সাইড

উত্তর:- A

10. জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হল—

(A) জাট্টোপা গাছ

(B) জিনট্রোপা গাছ

(C) জয়ট্রোপা গাছ

(D) জালট্রোপা গাছ

উত্তর:- A

How to care Jatropha flower plant (Hindi) - YouTube

11. জাতীয় সম্পদ হল

(A) পাঠাগার

(B) বিদ্যালয়

(C) মন্দির

(D) কয়লা খনি

উত্তর:- D  (Natural Resources MCQ 2022)

12. আন্তর্জাতিক সম্পদ হল

(A) স্ট্যাচু অব লিবার্টি

(B) আইফেল টাওয়ার

(C) কুমেরু মহাদেশ

(D) এশিয়া মহাদেশ

উত্তর:- C

13. সমুদ্রজলকে অলবর্ণীকরণের পদ্ধতি কী?

(A) ডাইজেসটার

(B) ডিস্যালিনেশন

(C) কেমোথেরাপি

(D) মিয়োসিস

উত্তর:- B

14. ভারতের KG বেসিন কোন্ সম্পদের উৎস?

(A) প্রাকৃতিক গ্যাস

(B) ইউরেনিয়াম-235

(C) জলবিদ্যুৎ

(D) গোবর গ্যাস

উত্তর:- A

15. হোয়াইট কোল কোনটি?

(A) অ্যানথ্রাসাইট

(B) জলবিদ্যুৎ

(C) চুন

(D) ক্যালসিয়াম কারবাইড

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

16. ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি?

(A) দক্ষিণ পূর্ব ভারত

(B) পশ্চিম ভারত

(C) উত্তর ভারত

(D) উত্তর-পূর্ব ভারত

উত্তর:- D

17. ভারতের কুড়ানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত –

(A) কেরালা

(B) অন্ধ্রপ্রদেশ

(C) তামিলনাড়ু

(D) কর্ণাটক

উত্তর:- C

কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র - উইকিপিডিয়া

18. বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে বলে

(A) সান ফার্ন

(B) ফোটন ফার্ম

(C) সুরিয়া পার্ক

(D) সোলার পার্ক

উত্তর:- D

19. বিদ্যুৎ উৎপাদনের জন্য PV ও CSP পদ্ধতি কোন্ ক্ষেত্রে কাজে লাগে?

(A) সৌরশক্তি

(B) সমুদ্র তরঙ্গশক্তি

(C) ভূতাপীয় শক্তি

(D) সমুদ্র তাপশক্তি

উত্তর:- A

20. বিদ্যুৎ উৎপাদনের জন্য WEC পদ্ধতি কোন্ ক্ষেত্রে কাজে লাগে?

(A) সৌরশক্তি

(B) সমুদ্র তরসশক্তি

(C) তৃতাপীয় শক্তি

(D) সমুদ্র তাপশক্তি

উত্তর:- B

21. বিদ্যুৎ উৎপাদনের জন্য OTEC পদ্ধতি কোন্ ক্ষেত্রে কাজে লাগে?

(A) সৌরশক্তি

(B) সমুদ্র তরঙ্গ শক্তি

(C) ভূতাপীয় শক্তি

(D) সমুদ্র তাপশক্তি

উত্তর:- D

22. ভারতের প্রাচীনতম পরমাণু শক্তিকেন্দ্র কোন্টি?

(A) তামিলনাড়ুর কালপক্কম

(B) কর্ণাটকের কৈগা

(C) মহারাষ্ট্রের তারাপুর

(D) উত্তরপ্রদেশের নারোরা

উত্তর:- C

23. গন্ডোয়ানা যুগের কোন্ সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি?

(A) কয়লা

(B) আকরিক লোহা

(C) সোনা

(D) খনিজ তেল

উত্তর:- A

24. কয়লাখনি থেকে পাওয়া কোন্‌ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়?

(A) অক্সিজেন

(B) হাইড্রোজেন

(C) নাইট্রোজেন

(D) মিথেন

উত্তর:- D

25. কোন্ সম্মেলনে সম্পদের পরিবেশভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়?

(A) ভিয়েনা সম্মেলন

(B) প্রথম বসুন্ধরা সম্মেলন

(C) কানকুন সম্মেলন

(D) আটলান্টিক কোস্ট সম্মেলন

উত্তর:- B

26. কয়লা কী ধরনের সম্পদ?

(A) পুরণশীল সম্পদ

(B) অপুরণশীল সম্পদ

(C) আন্তর্জাতিক সম্পদ

(D) দুষ্প্ৰাপ্য সম্পদ

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

27. নিম্নলিখিত কোন্‌টি অফুরন্ত সম্পদ?

(A) খনিজ সম্পদ

(B) জল সম্পদ

(C) সৌরশক্তি

(D) বন সম্পদ

উত্তর:- C

28. ভারতে সৌরশক্তি কী ধরনের সম্পদ?

(A) সম্ভাব্য সম্পদ

(B) দুর্মূল্য সম্পদ

(C) অপূরণশীল সম্পদ

(D) জাতীয় সম্পদ

উত্তর:- A

29. দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার?

(A) 70%

(B) 50%

(C) 45%

(D) 33%

উত্তর:- D

30. ভারতে কী ধরনের অরণ্য বেশি?

(A) চিরসবুজ

(B) কাঁটা ঝোপ

(C) ম্যানগ্রোভ

(D) পাতা ঝরা

উত্তর:- D

31. আমাজন অববাহিকায় কী ধরনের অরণ্য রয়েছে?

(A) চিরসবুজ

(B) কাঁটা ঝোপ

(C) ম্যানগ্রোভ

(D) পাতা ঝরা

উত্তর:- A

32. সুন্দরবনের অরণ্য কোন প্রকারের?

(A) চিরসবুজ

(B) কাঁটা ঝোপ

(C) ম্যানগ্রোভ

(D) পাতা ঝরা

উত্তর:- C

33. পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়?

(A) চিরসবুজ

(B) কাঁটা ঝোপ

(C) ম্যানগ্রোভ

(D) পাতা ঝরা

উত্তর:- D  (Natural Resources MCQ 2022)

34. ঘর মরুভূমিতে কী ধরনের উদ্ভিজ্জ পাওয়া যায়?

(A) চিরসবুজ

(B) কাঁটা ঝোপ

(C) ম্যানগ্রোভ

(D) পাতা ঝরা

উত্তর:- B

35. অরণ্য বলে গণ্য হওয়ার জন্য কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার?

(A) 0.08 হেক্টর

(B) 0.06 হেক্টর

(C) 0.07 হেক্টর

(D) 0.05 হেক্টর

উত্তর:- D

36. সরলবর্গীয় বনভূমি কোন্ ধরনের অরণ্য?

(A) তুন্দ্রা

(B) তৈগা

(C) সাভানা

(D) সেলভা

উত্তর:- B

37. সরলবর্গীয় বনভূমি থেকে নিম্নলিখিত কোনটি পাওয়া যায় না?

(A) রজন

(B) নরম কাঠ

(C) কাগজের মণ্ড (পাল্প)

(D) শক্ত কাঠ

উত্তর:- D

38. বনভূমির পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে বলা হয়

(A) সিলভিকালচার

(B) সেরোকালচার

(C) থিনিং

(D) নেটিং

উত্তর:- A

39. জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয়

(A) ল্যান্ড ইউজ

(B) ল্যান্ড কভার

(C) ল্যান্ড কেপেবিলিটি

(D) ল্যান্ড ফিল

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

40. মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে, তাকে বলে –

(A) ল্যান্ড ইউজ

(B) ল্যান্ড কভার

(C) ল্যান্ড কেপেবিলিটি

(D) ল্যান্ড ফিল

উত্তর:- A

41. জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে বলে

(A) ল্যান্ড ইউজ

(B) ল্যান্ড কভার

(C) ল্যান্ড কেপেবিলিটি

(D) ল্যান্ড ফিল

উত্তর:- C

42. বর্জ্যপদার্থ যে জমিতে জমা করা হয়, সেই স্থানকে কী বলে?

(A) ল্যান্ড ইউজ

(B) ল্যান্ড কভার

(C) ল্যান্ড কোপবিলিটি

(D) ল্যান্ড ফিল

উত্তর:- D

43. অরণ্য ধ্বংসের জন্য কোন্‌টি সবচেয়ে দায়বদ্ধ?

(A) দারিদ্র

(B) অশিক্ষা

(C) জ্বালানির অভাব

(D) অনিয়ন্ত্রিত কাঠ কাটা

উত্তর:- D

44. ভারতে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ?

(A) স্কুলের ছাত্রছাত্রী

(B) স্থানীয় মানুষ

(C) পরিবেশবিদ

(D) পরিকল্পনাবিদ

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

45. পশ্চিমবঙ্গের কোন্ প্রকল্পে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে?

(A) জঙ্গলমহল প্রকল্প

(B) গাজলডোবা প্রকল্প

(C) আরাবাড়ি প্রকল্প

(D) সুন্দরবন প্রকল্প

উত্তর:- C

46. ভারতে কোন্ ব্যবহারে (ল্যান্ড ইউজ) জমির পরিমাণ সবচেয়ে বেশি?

(A) কৃষি

(B) অরণ্য

(C) বসতি

(D) নদীনালা

উত্তর:- A

47. ভূমি কোন্ ধরনের সম্পদ?

(A) অপুরণশীল সম্পদ

(B) দুষ্প্ৰাপ্য সম্পদ

(C) জাতীয় সম্পদ

(D) পুনর্ভব সম্পদ

উত্তর:- D

48. জমির ব্যবহারের কোন্‌টি প্রাকৃতিক কারণ নয়?

(A) মানুষের চাহিদা

(B) ভূপ্রকৃতি

(C) জলবায়ু

(D) উদ্ভিজ্জ

উত্তর:- A

49. জমির ব্যবহার কোন কাজের জন্য সবচেয়ে তাড়াতাড়ি বদলে যায়?

(A) দাবানল

(B) চাষ ও বসতির জন্য বনহনন

(C) জলবায়ু পরিবর্তন

(D) সরকারি নীতি

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

50. নিম্নলিখিত কোনটির সঙ্গে জলের সম্পর্ক আছে?

(A) সবুজ বিপ্লব

(B) শ্বেত বিপ্লব

(C) নীল বিপ্লব

(D) হলুদ বিপ্লব

উত্তর:- C

51. পশ্চিমবঙ্গের আরাবাড়ি প্রকল্পের সঙ্গে কোন্ জেলাটি জড়িয়ে রয়েছে?

(A) জলপাইগুড়ি

(B) উত্তর দিনাজপুর

(C) দক্ষিণ 24 পরগনা

(D) পশ্চিম মেদিনীপুর

উত্তর:- D

52. সোস্যাল ফরেস্ট্রি অর্থাৎ সামাজিক বনসৃজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

(A) ব্রুটল্যান্ড

(B) ওয়েসটোবি

(C) জন কেনেডি

(D) সর্বপল্লী রাধাকৃষ্ণণ

উত্তর:- B

53. পৃথিবীতে ব্যবহারযোগ্য জল কোন্ কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

(A) পানীয় হিসেবে

(B) শিল্পক্ষেত্রে

(C) নৌ পরিবহনে

(D) কৃষিকাজে

উত্তর:- D

54. কোন্ নদীর জলের ভাগ নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলছে?

(A) কৃষ্ণা

(B) কাবেরী

(C) গোদাবরী

(D) শরাবর্তী

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

55. কাবেরী জল বণ্টন বিবাদ মেটানোর উদ্দেশ্যে কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইবিউনাল যে সালে গঠন করা হয়েছে ?

(A) 1947

(B) 1951

(C) 1990

(D) 2007

উত্তর:- C

56. কাবেরী জলবণ্টন বিবাদে নিম্নলিখিত কোন্‌টির প্রকৃত ভূমিকা নেই?

(A) আঞ্চলিক বনহনন

(B) জলাশয় সেচে অবহেলা

(C) জল বেশি লাগে এমন চাষের প্রবর্তন

(D) জনসংখ্যা বৃদ্ধি

উত্তর:- D

57. তিস্তা জলবণ্টন বিবাদে কোন্ দেশগুলি যুক্ত?

(A) ভারত, সিকিম, বাংলাদেশ

(B) ভারত, নেপাল

(C) ভারত, বাংলাদেশ

(D) ভারত, ভুটান, বাংলাদেশ

উত্তর:- C

58. কোন ধরনের নদী জলবণ্টন বিবাদপ্রবণ?

(A) আন্তর্জাতিক নদী

(B) আন্তঃরাজ্য নদী

(C) আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য নদী

(D) প্রচুর জলবাহী নদী

উত্তর:- C

59. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত কোন্ নদীটি নিয়ে জলবস্টন বিবাদ সবচেয়ে বেশি?

(A) গঙ্গা

(B) তিস্তা

(C) ইছামতী

(D) ব্রহ্মপুত্র

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

60. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত যৌথ নদীর সংখ্যা কত?

(A) 54

(B) 300

(C) 75

(D) 16

উত্তর:- A

61. ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি করে?

(A) 1947

(B) 1951

(C) 1960

(D) 1971

উত্তর:- C

62. ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কোন্ নদীর জলবণ্টনের ব্যাপারে বিবাদ আছে?

(A) গোদাবরী

(B) বংশধারা

(C) মহানদী

(D) নর্মদা

উত্তর:- B

63. মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে কোন্ নদীর জলবণ্টন নিয়ে বিবাদ আছে?

(A) লুনি ও তান্ত্রী

(B) নর্মদা ও চম্বল

(C) তান্ত্রী ও চম্বল

(D) নর্মদা ও তান্তী

উত্তর:- D

64. উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীতে জলবণ্টনের বিবাদ বেশি কেন?

(A) দাক্ষিণাত্যে বৃষ্টিপাত কম

(B) দাক্ষিণাত্যে নদীর সংখ্যা কম

(C) দাক্ষিণাত্যে জলসেচ ব্যবস্থা দুর্বল

(D) দাক্ষিণাত্যে জলের চাহিদা বেশি

উত্তর:- A

65. স্বাভাবিকের তুলনায় ন্যূনতম কত শতাংশ কম বৃষ্টিপাত হলে খরা হয়?

(A) 50

(B) 60

(C) 65

(D) 75

উত্তর:- D  (Natural Resources MCQ 2022)

66. নির্দিষ্ট চাষের জন্য মাটিতে প্রয়োজনীয় জলের অভাবকে বলে

(A) হাইড্রোলজিক্যাল ড্রাউট

(B) এগ্রিকালচারাল ড্রাউট

(C) ফিজিওলজিক্যাল ড্রাউট

(D) সোসিও ইকনমিক ড্রাউট

উত্তর:- B

67. মাটিতে ও জলে লবণের পরিমাণ উদ্ভিদের সহ্য সীমার চেয়ে বেশি হলে কোন্ ধরনের খরা হয়?

(A) হাইড্রোলজিক্যাল ড্রাউট

(B) এগ্রিকালচারাল ড্রাউট

(C) ফিজিওলজিক্যাল ড্রাউট

(D) সোসিও-ইকনমিক ড্রাউট

উত্তর:- C

68. ভূপৃষ্ঠ ও ভূগর্ভে যতটা জল থাকার কথা, তার চেয়ে জল কমে গেলে কী ধরনের খরা হয়?

(A) হাইড্রোলজিক্যাল ড্রাউট

(B) এগ্রিকালচারাল ড্রাউট

(C) ফিজিওলজিক্যাল ড্রাউট

(D) সোসিও ইকনমিক ড্রাউট

উত্তর:- A

69. প্রয়োজনের তুলনায় জল কম পাওয়ার ফলে মানুষের পেশাগত কাজকর্মের ক্ষতিকে কোন্ খরা বলে?

(A) হাইড্রোলজিক্যাল ড্রাউট

(B) এগ্রিকালচারাল ড্রাউট

(C) ফিজিওলজিক্যাল ড্রাউট

(D) সোসিও-ইকনমিক ড্রাউট

উত্তর:- D

Read More:- Energy Flow In Ecosystem | Environmental Science question answer for WB Primary Tet, CTET

 

70. পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবণ?

(A) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

(B) বাঁকুড়া ও পুরুলিয়া

(C) ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর

(D) পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া

উত্তর:- B

71. ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ বেশি?

(A) কর্ণাটক ও তামিলনাড়ু

(B) গুজরাট ও রাজস্থান

(C) কর্ণটিক ও তেলঙ্গানা

(D) মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড

উত্তর:- C

72. বহু উদ্দেশ্যসাধক নদী পরিকল্পনা কেন করা হয়েছে?

(A) বন্যা ও খরার মোকাবিলা

(B) বন্যার মোকাবিলা

(C) জলবিদ্যুৎ উৎপাদন

(D) পর্যটনের বিস্তার

উত্তর:- A

73. কোন্ নদীর ওপর ভারতে প্রথম বহু উদ্দেশ্যসাধক নদী পরিকল্পনা গ্রহণ করা হয়?

(A) গঙ্গা

(B) ব্রহ্মপুত্র

(C) সিন্ধু

(D) দামোদর

উত্তর:- D

74. কয়েক ঘণ্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন্ দুর্যোগ ঘটে?

(A) হড়পা বান

(B) ভূমিক্ষয়

(C) জলদূষণ

(D) বাঁধের ক্ষতি

উত্তর:- A  (Natural Resources MCQ 2022)

75. শহরে জলনিকাশি ব্যবস্থা উত্তরোত্তর খারাপ হওয়ার কারণ কী?

(A) পলি ও বর্জ্য প্লাস্টিকের সঞ্চয়

(B) অতিরিক্ত পলির সঞ্চয়

(C) জনসংখ্যার চাপ

(D) নগরায়ণ

উত্তর:- A

76. ভারতের মোট আয়তনের কত শতাংশ বন্যাপ্রবণ?

(A) 68

(B) 60

(C) 12

(D) 8

উত্তর:- C

77. ভারতের মোট আয়তনের কত শতাংশ ভূমিকম্পপ্রবণ?

(A) 68

(B) 60

(C) 12

(D) 8

উত্তর:- B

78. ভারতের মোট আয়তনের কত শতাংশ খরাপ্রবণ?

(A) 68

(B) 60

(C) 12

(D) 8

উত্তর:- A

79. ভারতের মোট আয়তনের কত শতাংশ ঘূর্ণিঝড়প্রবণ?

(A) 68

(B) 60

(C) 12

(D) 8

উত্তর:- D

80. FAO-এর মতে বেঁচে থাকার জন্য মানুষের দৈনিক কী পরিমাণ খাদ্যশক্তি দরকার?

(A) 2770 ক্যালোরি

(B) 5500 ক্যালোরি

(C) 3920 ক্যালোরি

(D) 2030 ক্যালোরি

উত্তর:-A

81. ভারতে সবুজ বিপ্লব কোন্ শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে সফল হয়েছে?

(A) ধান

(B) গম

(C) ভুট্টা

(D) ডাল

উত্তর:- B  (Natural Resources MCQ 2022)

82. ধানের উৎপাদন বৃদ্ধিতে কোন্ বিজ্ঞানীর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে?

(A) নরম্যান বোরলগ

(B) ভার্নিস কুরিয়েন

(C) এম এস স্বামীনাথন

(D) গোবিন্দ বল্লভ পন্থ

উত্তর:- C

83. ভারতে দুধের উৎপাদন বৃদ্ধিতে কোন্ বিজ্ঞানীর অবদান বেশি?

(A) নরম্যান বোরলগ

(B) ভার্গিস কুরিয়েন

(C) এম এস স্বামীনাথন

(D) গোবিন্দ বল্লভ পন্থ

উত্তর:- B

84. নিম্নলিখিত কোন্ বিজ্ঞানী উচ্চফলনশীল গমের বাঁজ আবিষ্কার করে সবুজ বিপ্লবকে সফল করেছেন?

(A) নরম্যান বোরলগ

(B) ভার্গিস কুরিয়েন

(C) এম এস স্বামীনাথন

(D) গোবিন্দ বল্লভ পন্থ

উত্তর:- A

85. উদ্যান কৃষিতে ফলের চাষকে বলে

(A) ওলেরিকালচার

(B) ফ্লোরিকালচার

(C) পোমামকালচার

(D) হর্টিকালচার

উত্তর:- C

86. উদ্যান কৃষি হল

(A) ওলেরিকালচার

(B) ফ্লোরিকালচার

(C) পোমামকালচার

(D) হর্টিকালচার

উত্তর:- D

87. উদ্যান কৃষিতে ফুলের চাষকে বলে

(A) ওলেরিকালচার

(B) ফ্লোরিকালচার

(C) পোমামকালচার

(D) হর্টিকালচার

উত্তর:- B

88. উদ্যান কৃষিতে সবজির চাষকে বলে

(A) ওলেরিকালচার

(B) ফ্লোরিকালচার

(C) পোমামকালচার

(D) হটিকালচার

উত্তর:- A

89. অ্যালুমিনিয়ামের আকরিক হল

(A) হেমাটাইট

(B) চ্যালকোপাইরাইট

(C) বক্সাইট

(D) মাসকোভাইট

উত্তর:- C  (Natural Resources MCQ 2022)

90. লোহার আকরিকের নাম হল

(A) হেমাটাইট

(B) চ্যালকোপাইরাইট

(C) বক্সাইট

(D) মাসকোভাইট

উত্তর:- A

91. তামার আকরিককে বলে

(A) হেমাটাইট

(B) চ্যালকোপাইরাইট

(C) বক্সাইট

(D) মাসকোভাইট

উত্তর:- B

92. অভ্রের আকরিকের নাম হল

(A) হেমাটাইট

(B) চ্যালকোপাইরাইট

(C) বক্সাইট

(D) মাসকোভাইট

উত্তর:- D

93. ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য হল

(A) কেরালা

(B) অসম

(C) সিকিম

(D) ঝাড়খণ্ড

উত্তর:- D

94. কোন্ নদী উপত্যকায় ভালো জাতের কয়লা পাওয়া যায়?

(A) ময়ূরাক্ষী

(B) অজয়

(C) দামোদর

(D) সুবর্ণরেখা

উত্তর:- C

95. তরল জ্বালানি খনিজ কোনটি?

(A) পেট্রোল

(B) পেট্রোলিয়াম

(C) ডিজেল

(D) কেরোসিন

উত্তর:- B

96. ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল?

(A) বাংলাদেশকে জল দেওয়া

(B) গঙ্গায় বন্যা নিবারণ

(C) হুগলি নদীর নাব্যতা রক্ষা

(D) নদী পাড়ের ক্ষয় নিয়ন্ত্রণ

উত্তর:- C

97. কোন্ বাঁধ পাঞ্জাবে সবুজ বিপ্লব সফল করেছে?

(A) ফারাক্কা বাঁধ

(B) ভাকরা নাঙ্গাল

(C) সর্দার সরোবর

(D) নাগার্জুন সাগর

উত্তর:- B

98. পেস্টিসাইড (Pesticide)-এর অসুবিধা কী?

(A) রোগ ছড়ায়

(B) শুধু পতঙ্গ মারতে পারে

(C) দুর্মূল্য

(D) দূষণ ঘটায় ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে

উত্তর:- D

99. প্রয়োজন মতো খাদ্যের জোগান ও খাদ্যে মানুষের অধিকারকে কী বলে?

(A) রেশন ব্যবস্থা

(B) মিড ডে মিল

(C) খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি

(D) মানবাধিকার

উত্তর:- C

100. দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে বলে

(A) অপুষ্টি

(B) খাদ্য সংকট

(C) দুর্ভিক্ষ

(D) দারিদ্র্য

উত্তর:- A

Read More:- Murshidabad District Details Description | Know Your District | Most Important Daily GK 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles