Five Changes From Today | There are Some Changes in Rules that may affect the Middle- Class Family

Five Changes From Today

Five Changes From Today | There are Some Changes in Rules that may affect the Middle-Class Family:- Today is the 1st day of this month. And from this day there may be some changes in rules which may affect the daily lifestyle of General People in our Country.

Five Changes From Today

পয়লা জুলাই থেকেই পরিবর্তন হচ্ছে একাধিক নিয়ম। সরকারের প্রভাব পড়বে দেশবাসীর পকেটে । গতকাল ছিল মাসের শেষ দিন । আর আজ শুক্রবার পয়লা জুলাই মাসের প্রথম দিন থেকেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি সরকারি নিয়মে। যার ফলে জনগণের পকেটে আমূল পরিবর্তনের প্রভাব দেখা যেতে পারে। আর এর ফলে মানুষের জীবনযাত্রার মানের অনেক পরিবর্তন করতে পারে বলে আশা করা যায় । বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে চলেছে আমজনতার জীবনযাত্রার মানও।


 

কিন্তু কি সেইসব পরিবর্তন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে নিম্নে দেওয়া বিবরণী থেকে ।
চলতি মাসের প্রথম দিন থেকেই যে সমস্ত পরিবর্তন জনসাধারণের অর্থনীতিতে প্রভাব ফেলবে ।  সেগুলি হল-

1. আধার কার্ডের সাথে প্যান লিংক সম্পর্কিত পরিবর্তন
2. ক্রিপ্টো কারেন্সিতে TDS এর পরিবর্তন
3. রান্নার জ্বালানি গ্যাসের দামের পরিবর্তন
4. দেশজুড়ে নিষিদ্ধ করা হলো প্লাস্টিকের ব্যবহার
5. চলতি মাসে দাম বাড়বে এয়ারকন্ডিশনগুলোর

চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক,

1. আধার কার্ডের সাথে প্যান লিংক সম্পর্কিত পরিবর্তন

গত জুন মাস পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা জন্য ৫০০ টাকা করে জরিমানা দেওয়ার রীতি ছিল ।  কিন্তু এই মাস অর্থাৎ জুলাই মাস থেকে সেই ব্যবস্থা পরিবর্তন ঘটেছে অর্থাৎ ৫০০ টাকার পরিবর্তে
১০০০ টাকা জরিমান া হিসাবে ধার্য হয়েছে।
আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার পদ্ধতি | Aadhaar card and pan card link process - YouTube

2. ক্রিপ্টো কারেন্সিতে TDS এর পরিবর্তন

Virtual Digital Assets এবং Crypto Currency এর উপর TDS ( Tax Deducted At Source) এর নয়া নিয়ম চালু হচ্ছে আজ 1লা জুলাই থেকে। পয়লা জুলাই থেকে ক্রিপটো কারেন্সির ক্ষেত্রে লেনদেনের বিষয়ে 1%  করে চার্জ কাটা যাবে প্রতি 10,000 টাকার জন্য। ইউনিয়ন বাজেট ২০২২- ২৩ এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি ঘোষনা করেন । ইনকাম ট্যাক্স আইনের নতুন ধারা ৪৭ এ অনুযায়ী VDA নির্ধারণ করা হয় যেকোনো তথ্য, কোড নাম্বার বা টোকেন এর মাধ্যমে।

This Turkish crypto exchange plans to foray in Indian market; welcomes 30%  tax, 1% TDS rule | Mint

 

3. রান্নার জ্বালানি গ্যাসের দামের পরিবর্তন

গত কয়েক মাস ধরে প্রত্যেক মাসেই বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম সুতরাং ধরে নেওয়া যেতে পারে এ মাসেও সেরকমই কোন পরিবর্তন ঘটতে চলেছে । 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারে 182 টাকা করে দাম কমানো হয়েছে তবে 14 কেজি সিলিন্ডারে দামের কোন পরিবর্তন হয়নি বলে জানা গেছে। আগে যেখানে বাণিজ্যিক রান্নার গ্যাসে সিলিন্ডারের দাম ছিল 2322 টাকা এখন সেটা কমে হয়েছে 2140 টাকা।এর ফলে উৎসবে মরশুমে হোটেল রেস্তোরার খাবার এর দাম কিছুটা হলেও কমবে বলে আশা করা যায় আর এতে মধ্যবিত্তের পকেটে কিছুটাও সুরাহা হতে পারে বলে মনে করা যায়।

মাসের শুরুতেই কত টাকা হল রান্নার গ‍্যাসের দাম দেখুন ।। Gas Cylinder price today - YouTube

Read More:- Ecology And Ecosystem Questions | For WB Primary Tet, Upper Primary And SLST | Selective EVS Set

4. দেশজুড়ে নিষিদ্ধ করা হলো প্লাস্টিকের ব্যবহার

আজ থেকে ভারতে নিষিদ্ধ হলো, সিঙ্গেল ইউজ প্লাস্টিক । পরিবেশ বাঁচাতে এর ব্যবহার নিষিদ্ধ হতে পারে বলে বহুদিন ধরেই জল্পনা কল্পনা হয়ে চলেছিল । সেই নিষেধাজ্ঞায় সরকারিভাবে কার্যকরী হলো আজ থেকে । বর্তমানে পরিবেশ দূষণের অন্যতম মূল কারণ হলো প্লাস্টিক যত বর্জ্য এবং প্লাস্টিক যত পণ্যের অতিরিক্ত ব্যবহার ।

  • যার ফলে এর ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা চলছিল অনেকদিন আগে থেকেই তবে আজ সেটি কার্যকারী ভাবে ঘোষিত হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ একবার ব্যবহারের কাজে যে সমস্ত প্লাস্টিক গুলি ব্যবহার করা হয় সেগুলি আর আজ থেকে ব্যবহার করা যাবে না এর পরিবর্তে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানা গেছে এতে পরিবেশ দূষণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভবপর হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মোট 19 ধরনের ব্যবহার লক্ষ্য করা যায় সেগুলি হল প্লাস্টিকের চামচ কাটা চামচ প্লাস্টিকের কাপ প্লাস্টিকের পতাকা, প্লাস্টিকের ইয়ার বার্ডস প্লাস্টিকের ছুরি ট্রে, প্রভৃতি । সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর নিষেধাজ্ঞা জারি করার পর এই নিয়ম ভঙ্গ করলে হতে পারে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা জরিমানা ।

প্লাস্টিক বর্জন প্রতিবেদন রচনা। - YouTube

5. চলতি মাসে দাম বাড়বে এয়ারকন্ডিশনগুলোর

এই জুলাই মাস থেকে আরো একটি বিশেষ বিষয়ে গুরুত্ব চোখে পড়ার মতো । সেটি হল বর্তমানে ব্যবহূত প্রসাধন সামগ্রীগুলির মধ্যে উল্লেখযোগ্য এয়ারকন্ডিশনারের দাম আগে থেকে অনেকটাই বাড়তে পারে বলে আশা করা যায় । দাম বৃদ্ধি পেতে পারে প্রায় ১২% এর কাছাকাছি।

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ এবং তারপর চীনে আবার করোনার প্রকোপ বৃদ্ধি এসবের কারণেই মধ্যবিত্তের এবং নিম্নবিত্তের মানুষদের জীবনযাত্রার মান আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, দিনের পর দিন। জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি এরই কারণ যার ফলে ভুগতে হচ্ছে দেশের সাধারণ মানুষজনকে ।

AMANA PTAC Tour - YouTube

Read More:- Purba Bardhaman District | A Details Description | Most Important Daily GK 2022 for all Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles