World’s Biggest General Knowledge | Daily GK For 2022 for Miscellaneous Exam Syllabus

World's Biggest; General Knowledge

World’s Biggest General Knowledge | Daily GK For 2022 for Miscellaneous Exam Syllabus:- Today’s in this article, a huge bunch of Questions from G.K. Portion is presented here by Smart Knowledge. These questions are most important for any Competitive Exam. With World’s Biggest General Knowledge, we are providing to all the Serious and Ambitious Aspirants to make their high preparation more progressive. These questions are as important as interesting for those who are starting their preparation.

World’s Biggest General Knowledge: বিশ্বের বৃহত্তম

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, smart knowledge is presented with a huge bunch of Study stuff from the G.K. Portion. This is the general knowledge questions and answers section on World’s Biggest General Knowledge for various interviews, competitive examinations, and Daily Uses for Higher Class & Lower classes.

 


 

১। বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সাগর—ভূমধ্যসাগর।

২। বিশ্বের বৃহত্তম মহাদেশ—এশিয়া।

৩। বিশ্বের বৃহত্তম মহাসাগর—প্রশান্ত মহাসাগর।

৪। বিশ্বের বৃহত্তম দেশ (আয়তন)—রাশিয়া।

৫। বিশ্বের বৃহত্তম দেশ (জনসংখ্যায়)—চিন।

৬। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ (জনসংখ্যায়)—ইন্দোনেশিয়া।

৭। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ (আয়তনে)—কাজাখস্তান।

৮। বিশ্বের বৃহত্তম ঘণ্টা —মস্কোর ঘণ্টা।

৯। বিশ্বের বৃহত্তম পাখি (ওজনে)—উটপাখি (১৫৫ কেজি)।

১০। বিশ্বের বৃহত্তম বদ্বীপ—সুন্দরবন। (World’s Biggest General Knowledge)

১১। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ—রক্সি (নিউইয়র্ক)।

১২। বিশ্বের বৃহত্তম সাগর–দক্ষিণ চিন সাগর।

১৩। বিশ্বের দীর্ঘতম দিন–২১ জুন (উত্তর গোলার্ধে)।

১৪। বিশ্বের বৃহত্তম রাত—২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)।

১৫। বিশ্বের বৃহত্তম মরুভূমি—সাহারা।

১৬। বিশ্বের বৃহত্তম শহর (আয়তনে) – লন্ডন।

১৭। বিশ্বের বৃহত্তম শহর (লোকসংখ্যায়)—টোকিও।

১৮। বিশ্বের বৃহত্তম বাঁধ (আয়তনে)—তারবেলা (পাকিস্তান)।

১৯। বিশ্বের বৃহত্তম বাঁধ (উচ্চতায়)–রগুন (তাজিকিস্তান)।

২০। বিশ্বের বৃহত্তম দ্বীপ—গ্রিনল্যান্ড।

২১। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট—সুন্দরবন।

২২। বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ—সুপিরিয়র হ্রদ।

২৩। বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার—লাইব্রেরি অব দি কংগ্রেস (ওয়াশিংটন)

২৪। বিশ্বের বৃহত্তম জাদুঘর—ব্রিটিশ মিউজিয়াম।

২৫। বিশ্বের বৃহত্তম মসজিদ—শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)।

২৬। বিশ্বের বৃহত্তম পর্বতমালা (উচ্চতায়) – হিমালয়।

২৭। বিশ্বের বৃহত্তম পর্বতমালা (দৈর্ঘ্যে)—আন্দিজ।  (World’s Biggest General Knowledge)

২৮। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি—অ্যালবাট্রস।

২৯। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ—ইন্দোনেশিয়া।

৩০। বিশ্বের বৃহত্তম প্রাণী—নীল তিমি।

৩১। বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী—নীল তিমি।

৩২। বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী—হাতি।

৩৩। বিশ্বের বৃহত্তম প্রাসাদ—ইম্পেরিয়াল প্যালেস (চিন)।

৩৪। বিশ্বের বৃহত্তম উপদ্বীপ—ভারত।

৩৫। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র—তুরখানাস্ক (রাশিয়া)।

৩৬। বিশ্বের বৃহত্তম Disco – Buffalo Convention Center Buffalo, NY

৩৭। বিশ্বের বৃহত্তম পার্ক—ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক (যুক্তরাষ্ট্র)।

৩৮। বিশ্বের বৃহত্তম গির্জা—সেন্ট পিটারস ক্যাথেড্রাল (ভ্যাটিকান)।

৩৯। বিশ্বের বৃহত্তম গিরিখাত—গ্র্যান্ড ক্যানিয়ন। (World’s Biggest General Knowledge)

৪০। বিশ্বের বৃহত্তম হীরক খনি—কিম্বার্লি (দক্ষিণ আফ্রিকা)।

৪১। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান—এয়ারবাস এ-৩৮০।

৪২। বিশ্বের বৃহত্তম ব্যাংক—সিটি ব্যাংক (যুক্তরাষ্ট্র)।

৪৩। বিশ্বের বৃহত্তম জেলখানা—খারকভ জেলখানা (রাশিয়া)।

৪৪। বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট-চায়না ন্যাশনাল কংগ্রেস।

৪৫। বিশ্বের বৃহত্তম মরুভূমি (এশিয়ায়) – গোবি (মঙ্গোলিয়া)।

৪৬। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বন্দর—সাংহাই (চিন)।

৪৭। বিশ্বের বৃহত্তম অরণ্য-তৈগা (রাশিয়া)।

৪৮। বিশ্বের বৃহত্তম তৃণাঞ্চল—প্রেইরি।

৪৯। বিশ্বের বৃহত্তম Indoor Theme Park-Ferrari World, Abu Dhabi.

৫০। বিশ্বের বৃহত্তম লৌহখনি—বুরুকুটুর (ব্রাজিল)।

৫১। বিশ্বের বৃহত্তম গাছ—রেড উড।

৫২। বিশ্বের বৃহত্তম চিত্রকর্ম— প্যানোরামা মিসিসিপি (John Banvard)।

৫৩। বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা— San Diego Zoo, USA I

৫৪। বিশ্বের বৃহত্তম দেয়াল ঘড়ি-Abraj Al Bait Towers Clock in Mecca

৫৫। বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা—আমাজন।

৫৬। বিশ্বের বৃহত্তম জাহাজ (কনটেইনারবাহী)— Maersk Triple-E (400 metres in length)।

৫৭। বিশ্বের বৃহত্তম জাহাজ (ক্রুস) Oasis of the Seas, Allure of the Seas

৫৮। বিশ্বের উচ্চতম পর্বত শুষ্ক—এভারেস্ট।  (World’s Biggest General Knowledge)

৫৯। বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ-কাস্পিয়ান সাগর।

৬০। বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম Rungnado May Day Stadium, North Korea, Capacity 1,50,0001

৬১। বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় (তালিকাভুক্তকরণে)—ইন্দিরা গান্ধি জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২। বিশ্বের বৃহত্তম হোটেল– The Venetian and The Palazzo ( 7,117 কক্ষ)।

৬৩। বিশ্বের বৃহত্তম হীরা-“Sergio” 3167 carats, ব্রাজিল।

৬৪। বিশ্বের বৃহত্তম মঠ—ডুরাং বৌদ্ধ মঠ, তিব্বত।  World’s Biggest; General Knowledge

৬৫। বিশ্বের বৃহত্তম মন্দির—আনকোরভাট, কম্বোডিয়া।

৬৬। বিশ্বের বৃহত্তম বিমানবন্দর-King Abdul Khalid International Airport, Riyadh 1

৬৭। বিশ্বের বৃহত্তম উপসাগর – Hudson Bay, Northern Canada |

৬৮। বিশ্বের বৃহত্তম কবরস্থান — Ohlsdorf Cemetery in Hamburg, Germany

৬৯। বিশ্বের বৃহত্তম বদ্বীপ—গঙ্গা-পদ্মা-ব্রহ্মপুত্র।

৭০। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী-People Army of China, 22,55,000 active

৭১। বিশ্বের বৃহত্তম Gulf-Gulf of Mexico

৭২। বিশ্বের বৃহত্তম Solar Energy Building- Shandong Province, China

৭৩। বিশ্বের বৃহত্তম পাবলিক কোম্পানি—ICBC Bank, China |

৭৪। বিশ্বের বৃহত্তম Complex Inter Change – Interstate 10 Highways In terchange-Houston, Texas!

৭৫। বিশ্বের বৃহত্তম অ্যাকোয়ারিয়াম-Hengqin Ocean Kingdom, China

৭৬। বিশ্বের বৃহত্তম বিল্ডিং-New Century Global Center, Chengdu China |

৭৭। বিশ্বের বৃহত্তম আউটডোর সুইমিং পুল—San Alfonso Del Mar, Algarrobo, Chile 3

৭৮। বিশ্বের বৃহত্তম Land Vehicle-German strip mining machine (Bagger 288 )।

৭৯। বিশ্বের বৃহত্তম Aircraft – Antonov An-225 Mriyal

 

বিভিন্ন নামে পরিচিত শহর

 

1. চিনের দুঃখ–হোয়াংহো নদী।

2.সমুদ্রের বধূ—গ্রেট ব্রিটেন।

3. সাদা হাতির দেশ-থাইল্যান্ড।

4. ভূমিকম্পের দেশ—জাপান।

5. মুক্তার দ্বীপ—বাহরাইন।

6. নিশীথ সূর্যের দেশ—নরওয়ে।

7. পবিত্র ভূমি—প্যালেস্টাইন।

8. সাত পাহাড়ের দেশ—রোম।

9. ইউরোপের ককপিট—বেলজিয়াম ।

10. ব্রিটেনের বাগান—কেন্ট (ইংল্যান্ড)।

11. সাদা শহর—বেলগ্রেড (যুগোস্লাভিয়া)।  (World’s Biggest General Knowledge)

12. ম্যাপল পাতার দেশ—কানাডা।

13. নিষিদ্ধ নগরী—লাসা।

14. বাতাসের শহর—শিকাগো।

15. মন্দিরের শহর—বেনারস।

16. নীরব শহর—রোম।

17. দ্বীপের নগরী—ভেনিস।

18. প্রাচ্যের গ্রেট ব্রিটেন—জাপান।

19. স্বর্ণ নগরী—জোহনেসবার্গ।

20. চির সবুজের দেশ—নাটাল।

21. আফ্রিকার সিংহ—ইথিওপিয়া।

22. ভূ-স্বর্গ—কাশ্মীর।

23. নিষিদ্ধ দেশ—তিব্বত।

24. আগুনের দ্বীপ—আইসল্যান্ড।

25. বজ্রপাতের দেশ—ভুটান।

26. পবিত্র পাহাড়—ফুজিয়ামা (জাপান)।

27. নীল নদের দেশ—মিশর।

28. পান্না দ্বীপ—আয়ারল্যান্ড।

29. স্কাইস্ক্রাপার্সের শহর—নিউইয়র্ক।

30. মসজিদের শহর –ঢাকা।

31. ভূমধ্য সাগরের প্রবেশদ্বার—জিব্রাল্টার।

32. দক্ষিণের রানি—সিডনি।

33. মুক্তার দেশ–কিউবা।

34. হাজার দ্বীপের দেশ–ফিনল্যান্ড।

35. ‘মরুভূমির দেশ—আফ্রিকা।  World’s Biggest; General Knowledge

36. গোলাপি শহর—জয়পুর (ভারত)।

37. দক্ষিণের গ্রেট ব্রিটেন—নিউজিল্যান্ড।

38. উত্তরের ভেনিস—স্টকহোম।

39. ল্যান্ড অব মার্বেল ইতালি।

40. পোপের শহর – রোম।

41. সকাল বেলার শান্তি-কোরিয়া

42. চির বসন্তের নগরী—কিটো (দঃ আমেরিকা)

43. নিষিদ্ধ নগরী—লাসা।

44. প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ।

45. সোনালি তোরণের শহর সানফ্রান্সিসকো।

46. বাজারের শহর কায়রো।

47. শ্বেতাঙ্গদের কবরস্থান—গিনিকোস্ট।

48. সূর্যোদয়ের দেশ–জাপান।

 

কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিপ্লবগুলি কী কী?

 

কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের সঙ্গে বিভিন্ন ধরনের “বিপ্লব” অর্থাৎ কারিগরি উন্নতির ওপর নির্ভর করে উৎপাদন বৃদ্ধির সর্বাঙ্গীণ প্রচেষ্টা যুক্ত হয়ে রয়েছে, যেমন –

(১) সবুজ বিপ্লবঃ খাদ্যশস্য বিশেষত গমের অধিক উৎপাদন।

(২) শ্বেত বিপ্লবঃ দুধের অধিক উৎপাদন।

(৩) নীল বিপ্লবঃ মাছ ও সমুদ্র থেকে আহৃত বিভিন্ন খাদ্যসম্পদের অধিক উৎপাদন।

(৪) হলুদ বিপ্লবঃ তৈলবীজের অধিক উৎপাদন।

(৫) সোনালি বিপ্লবঃ ফল ও মধুর অধিক উৎপাদন।

(৬) রূপালি বিপ্লবঃ ডিম ও পোলট্রিজাত পণ্যের অধিক উৎপাদন।

(৭) গোল ( Round) বিপ্লব ঃ আলুর অধিক উৎপাদন।

(৮) লোহিত বিপ্লব ঃ মাংসের অধিক উৎপাদন।

(৯) রামধনু বিপ্লব ঃ কৃষির বিভিন্ন ক্ষেত্রে অধিকতর উৎপাদন, সবজির অধিক উৎপাদন।

(১০) গোলাপি বিপ্লবঃ চিংড়ির অধিক উৎপাদন।

(১১) স্বর্ণতন্ত্র বিপ্লব : পাটের অধিক উৎপাদন।  (World’s Biggest General Knowledge)

(১২) রূপালিতত্ত্ব বিপ্লবঃ তুলার অধিক উৎপাদন।

(১৩) বাদামি বিপ্লবঃ কোকোর অধিক উৎপাদন।

(১৪) ধূসর বিপ্লবঃ সারের অধিক উৎপাদন।

 

Read More:- Topmost Recent Current Affairs | Daily Current Affairs of 29th May 2022 | For Upcoming All exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles