Best 110 Ancient History | Important MCQ Question Answers for WBCS Preliminary Exam 2022

Best 110 Ancient History

Best 110 Ancient History | Important MCQ Question Answers for WBCS Preliminary Exam 2022:-  In this Article Smart Knowledge is here to provide you with a bunch of History Questions – Answers which are the best selective for upcoming WBCS Preliminary Exam and other Competitive Exams. This section is selected from Best 110 Ancient History

Best 110 Ancient History

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from History Portion. (Best 110 Ancient History). 

1. নীচের ধর্মসংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন?

(A) কুমারিল ভট্ট
(B) শংকরাচার্য
(C) রামানুজ
(D) মাধবাচার্য

Answer (A) কুমারিল ভট্ট

2. পালবংশের প্রতিষ্ঠাতা কে?

(A) ধর্মপাল
(B) মহীপাল
(C) গােপাল
(D) দেবপাল

Answer (C) গােপাল

3. পালযুগে রচিত “রামচরিতে”র রচয়িতা কে?

(A) শ্রীধর ভট্ট
(B) সন্ধ্যাকর নন্দী
(C) বিগ্রহপাল
(D) কৃত্তিবাস

Answer (B) সন্ধ্যাকর নন্দী

4. কে এগারাে শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন ?

(A) বল্লাল সেন
(B) রামানুজ
(C) শঙ্করাচার্য
(D) মাধবাচার্য

Answer (B) রামানুজ

5. “দানসাগর” ধর্মগ্রন্থের রচয়িতা কে?

(A) বল্লাল সেন
(B) লক্ষ্মণ সেন
(C) জয়দেব
(D) শ্রীধর ভট্ট

Answer (A) বল্লাল সেন

6. ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে?

(A) সেন বংশের শাসনকাল
(B) গুপ্তযুগ
(C) মৌর্যযুগ
(D) পালবংশের শাসনকাল

Answer (B) গুপ্তযুগ

7. সেনবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?

(A) লক্ষ্মণ সেন
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) সামন্ত সেন

Answer (C) বল্লাল সেন  (Best 110 Ancient History)

8. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?

(A) দেবপাল
(B) ধর্মপাল
(C) গােপাল
(D) মহীপাল

Answer (B) ধর্মপাল

9. কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল?

(A) পাল বংশ
(B) সেন বংশ
(C) মৌর্য বংশ
(D) শাহী বংশ

Answer (D) শাহী বংশ

10. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?

(A) শশাঙ্ক মহীপাল
(B) দ্বিতীয় মহীপাল
(C) ধর্মপাল
(D) লক্ষ্মণ সেন

Answer (B) দ্বিতীয় মহীপাল

11. বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয়?

(A) বল্লাল সেন
(B) শশাঙ্ক
(C) দ্বিতীয় মহীপাল
(D) ধর্মপাল

Answer (B) শশাঙ্ক

12. পালযুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন?

(A) শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী
(B) অগ্নিমিত্র ও বসুমিত্র
(C) ধীমান ও বীতপাল
(D) বিগ্রহ পাল ও নারায়ণ পাল

Answer (C) ধীমান ও বীতপাল

13. বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে?

(A) আলাউদ্দীন বাহমনী শাহ
(B) ফিরােজ শাহ
(C) জয়পাল
(D) ব্রহ্মগুপ্ত

Answer (A) আলাউদ্দীন বাহমনী শাহ

14. কোন কোন ঐতিহাসিক কাকে “দাক্ষিণাত্যের আকবর” আখ্যা দিয়ে থাকেন?

(A) ফিরােজ শাহ
(B) আলাউদ্দীন খলজী
(C) দ্বিতীয় পুলকেশি
(D) টিপু সুলতান

Answer (A) ফিরােজ শাহ   (Best 110 Ancient History)

15. নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন?

(A) আহম্মদ শাহ আবদালি
(B) ইলতুতমিস
(C) হুমায়ুন
(D) শেরশাহ

Answer (B) ইলতুতমিস

16. ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে “বৈপরীত্যের মিশ্রণ” বলে আখ্যা দিয়েছেন?

(A) ইব্রাহিম লােদি
(B) মােহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দীন খলজী
(D) গিয়াসুদ্দিন বলবন

Answer (B) মােহম্মদ বিন তুঘলক

17. পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি?

(A) চোল
(B) পল্লব
(C) রাষ্ট্রকুট
(D) পাণ্ড্য

Answer (A) রামানন্দ

18. কোন সুলতান নিজেকে “নইবই-খুদাই” বা “ঈশ্বরের প্রতিনিধি” বলে আখ্যা দিয়েছিলেন?

(A) আলাউদ্দীন খলজী
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) গিয়াসুদ্দিন তুঘলক

Answer (B) বলবন

19. কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তারলাভ করেছিল?

(A) গিয়াসুদ্দিন বলবন
(B) ইলতুতমিস
(C) মােহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দীন খলজী

Answer (D) আলাউদ্দীন খলজী

20. রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নােট দিল্লির কোন সুলতান চালু করেন?

(A) মােহম্মদ বিন তুঘলক
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) ইলতুতমিস
(D) বলবন

Answer (A) মােহম্মদ বিন তুঘলক

21. ইতিহাসের সময় অনুসারে ভারতে নীচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি ?

(A) দাস, খলজী, তুঘলক, লােদি
(B) খলজী, তুঘলক, দাস, লােদি
(C) লােদি, দাস, খলজী, তুঘলক
(D) তুঘলক, লােদি, দাস, খলজী

Answer (A) দাস, খলজী, তুঘলক, লােদি

22. “দুরাণী” বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) ইব্রাহিম লােদি
(B) আহমদ শাহ আবদালি
(C) মুরশিদকুলি খাঁ
(D) সেলিম দুরাণী

Answer (B) আহমদ শাহ আবদালি

23. ইলতুতমিসের পর দাসবংশের সিংহাসনে কে বসেন?

(A) রুকনুদ্দিন ফিরােজ
(B) নাসিরুদ্দিন
(C) কুতুবউদ্দিন
(D) মােহম্মদ ঘােরী

Answer (A) রুকনুদ্দিন ফিরােজ

24. নীচের কোন সুলতানকে তৎকালীন লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন : “লাখ বখ্শ” বা “Giver of Lakhs”?

(A) কুতুবউদ্দীন
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) নাসিরুদ্দিন

Answer (A) কুতুবউদ্দীন  (Best 110 Ancient History)

25. শশাঙ্কের রাজধানীর নাম কী?

(A) সুবর্ণগিরি
(B) কনৌজ
(C) কর্ণসুবর্ণ
(D) গৌড়

Answer (C) কর্ণসুবর্ণ

26. চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন?

(A) জালালউদ্দিন খলজী
(B) ইব্রাহিম লােদি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) গিয়াসুদ্দিন বলবন

Answer (A) জালালউদ্দিন খলজী

27. ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে?

(A) ইব্রাহিম লােদি
(B) শেরশাহ সুরি
(C) বহলােল লােদি
(D) সিকান্দার লােদি

Answer (C) বহলােল লােদি

28. বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নীচের কোন নামটি বিশেষ স্মরণীয়?

(A) তুলসীদাস
(B) শ্রীচৈতন্য
(C) কবির
(D) বিবেকানন্দ

Answer (B) শ্রীচৈতন্য

29. নীচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ-পূজারি এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?

(A) সুরদাস
(B) কবির
(C) রামানন্দ
(D) জয়দেব

Answer (A) সুরদাস

30. শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের গ্রন্থকার কে?

(A) কৃত্তিবাস
(B) ভানুসিংহ
(C) কৃষ্ণদাস কবিরাজ
(D) তুলসীদাস

Answer (C) কৃষ্ণদাস কবিরাজ

31. কবির কার শিষ্য ছিলেন ?

(A) রামানন্দ
(B) শ্রীচৈতন্য
(C) শঙ্করাচার্য
(D) মাধবাচার্য

Answer (A) রামানন্দ

32. “কোন মানুষের অপর কোনও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়ােজন নেই—এই বাণীটি কার?

(A) শ্রীচৈতন্য
(B) রামানন্দ
(C) কবির
(D) রামানুজ

Answer (B) রামানন্দ

33. নীচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন?

(A) কলকাতা
(B) কটক
(C) বিষ্ণুপুর
(D) বালাসোর

Answer (A) কলকাতা

34. কে বলেছিলেন “রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম”?

(A) রামানন্দ
(B) শ্রীচৈতন্য
(C) শ্রীরামকৃষ্ণ
(D) কবির

Answer (D) কবির

35. কাঞ্চি নীচের কোন্ রাজ্যের রাজধানী ছিল?

(A) রাষ্ট্রকূট
(B) পল্লব
(C) চোল
(D) চালুক্য

Answer (B) পল্লব

36. সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?

(A) পুষ্যমিত্র
(B) অজাতশত্রু
(C) অগ্নিমিত্র
(D) বিম্বিসার

Answer (A) পুষ্যমিত্র

37. কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল ?

(A) প্রথম রাজেন্দ্র চোল
(B) দ্বিতীয় রাজেন্দ্র চোল
(C) রাজারাজা
(D) প্রথম পুলকেশি

Answer (A) প্রথম রাজেন্দ্র চোল

38. নীচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত?

(A) কলিঙ্গ
(B) কোঙ্কন অঞ্চল
(C) অন্ধ্র অঞ্চল
(D) মধ্যপ্রদেশ

Answer (C) অন্ধ্র অঞ্চল  (Best 110 Ancient History)

39. নীচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল?

(A) চোল
(B) পল্লব
(C) পুষ্যভূতি
(D) রাষ্ট্রকূট

Answer (A) চোল

40. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

(A) নরসিংহ বর্মন
(B) রাজেন্দ্ৰ চোল
(C) হরিহর ও বুককা
(D) বিজয় সেন

Answer (C) হরিহর ও বুককা

41. মাদুরাই কাদের রাজধানী ছিল?

(A) চোল
(B) পল্লব
(C) রাষ্ট্রকূট
(D) পান্ড্য

Answer (D) পান্ড্য

42. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) হাম্পি
(B) বিজাপুর
(C) থাঞ্জাভুর
(D) কাঞ্চি

Answer (A) হাম্পি

43. পালবংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান?

(A) ধর্মপাল
(B) গোপাল
(C) মহীপাল
(D) দেবপাল

Answer (B) গোপাল

44. 1420 খ্রিস্টাব্দে এক বিদেশী পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। কে তিনি?

(A) ফা-হিয়েন
(B) নিকোলাে কোন্টি
(C) ভাস্কো-ডা-গামা
(D) মার্কোপােলাে

Answer (B) নিকোলাে কোন্টি

45. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

(A) 1526 খ্রিস্টাব্দে
(B) 1556 খ্রিস্টাব্দে
(C) 1191 খ্রিস্টাব্দে
(D) 1192 খ্রিস্টাব্দে

Answer (C) 1191 খ্রিস্টাব্দে

46. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন?

(A) ইলতুতমিস
(B) বলবন
(C) মােহম্মদ ঘােরী
(D) ইব্রাহিম লােদি

Answer (C) মােহম্মদ ঘােরী

47. দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

(A) ইলতুতমিস
(B) কুতুবউদ্দিন
(C) বলবন
(D) ফিরােজ শাহ

Answer (A) ইলতুতমিস

48. মহম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ?

(A) 712 খ্রিস্টাব্দে
(B) 1206 খ্রিস্টাব্দে
(C) 1001 খ্রিস্টাব্দে
(D) 1565 খ্রিস্টাব্দে

Answer (C) 1001 খ্রিস্টাব্দে

49. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন?

(A) মােহম্মদ গজনী
(B) মােহম্মদ ঘােরী
(C) চেঙ্গিস খাঁ
(D) বাবর

Answer (B) মােহম্মদ ঘােরী

50. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি ?

(A) সুরি
(B) খিলজী
(C) তুঘলক
(D) লােদী

Answer (A) সুরি

51. নীচের কোন্ শহরটি লােদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল?

(A) লুধিয়ানা
(B) আজমীর
(C) লখনউ
(D) ভূপাল

Answer (A) লুধিয়ানা

52. নীচের কোন রাজবংশ হায়দরাবাদে ‘চারমিনার’ নির্মাণ করেছিলেন?

(A) কুতুবশাহী
(B) আদিল শাহী
(C) পল্লব
(D) চোল

Answer (A) কুতুবশাহী

53. মােহম্মদ বিন তুঘলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। দেবগিরির বর্তমান নাম কী ?

(A) গিরনার
(B) দৌলতাবাদ
(C) ঔরঙ্গাবাদ
(D) রাজগীর

Answer (B) দৌলতাবাদ

54. নীচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর?

(A) অশােক
(B) কনিষ্ক
(C) ইব্রাহিম লােদি
(D) কুতুবউদ্দীন

Answer (B) কনিষ্ক

55. হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় ?

(A) কনিষ্ক
(B) সমুদ্রগুপ্ত
(C) মহেন্দ্রবর্মণ
(D) প্রথম চন্দ্রগুপ্ত

Answer (B) সমুদ্রগুপ্ত  (Best 110 Ancient History)

56. মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন?

(A) অযােধ্যা
(B) বিদিশা
(C) পাটলিপুত্র
(D) বারাণসী

Answer (C) পাটলিপুত্র

57. কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধগ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন?

(A) হিউয়েন সাঙ
(B) ফা-হিয়েন
(C) দোসাে
(D) চিং

Answer (A) হিউয়েন সাঙ

58. মােহম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরের গােড়াপত্তন করেছিলেন তার নাম কী ?

(A) শাজাহানাবাদ
(B) ফরিদাবাদ
(C) ইন্দ্রপ্রস্থ
(D) জানপনাহ

Answer (A) শাজাহানাবাদ

59. কোন্ মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোকোট্টোস (Sandrocottos) নামে জানা গেছে?

(A) চাণক্য
(B) বিন্দুসার
(C) অশােক
(D) চন্দ্রগুপ্ত

Answer (D) চন্দ্রগুপ্ত

60. কুতুবমিনার নির্মাণ কে শুরু করেন ?

(A) কুতুবউদ্দীন আইবক
(B) ইলতুতমিস
(C) গিয়াসুদ্দীন বলবন
(D) সুলতানা রিজিয়া

Answer (A) কুতুবউদ্দীন আইবক

 

Read More:- Environmental Science Pedagogy | WB Primary Tet MCQ 2022 | Most Important Questions

 

61. দিল্লির কোন সুলতানবংশ মােগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল ?

(A) লােদী
(B) তুঘলক
(C) দাস
(D) খলজি

Answer (A) লােদী

62. কোন বিদেশী মুসলিম ভারতে 17 বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন?

(A) গজনীর মামুদ
(B) তৈমুর লঙ
(C) চেঙ্গিজ খান
(D) নাদির শাহ

Answer (A) গজনীর মামুদ

63. পৃথ্বীরাজ আর মােহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল ?

(A) তালিকোটা
(B) তরাইন
(C) বক্সার
(D) পানিপথ

Answer (B) তরাইন

64. 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিল?

(A) তৈমুর লঙ
(B) নাদির শা
(C) সুলতান মামুদ
(D) চেঙ্গিস খা

Answer (A) তৈমুর লঙ

65. চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন ?

(A) পাটলিপুত্র
(B) শ্রাবণ বেলাগােলা
(C) বারাণসী
(D) রাজগৃহ

Answer (B) শ্রাবণ বেলাগােলা

66. নীচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) চাণক্য
(D) আর্যভট্ট

Answer (C) চাণক্য

67. মৌর্যবংশের কোন শাসক “অমিত্রঘাত” নামেও পরিচিত ছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত
(B) অশােক
(C) সমুদ্র গুপ্ত
(D) বিন্দুসার

Answer (D) বিন্দুসার

68. দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে?

(A) ইব্রাহিম লােদি
(B) সিকান্দর লােদি
(C) বহলােল লােদি
(D) খিজির খাঁ

Answer (A) ইব্রাহিম লােদি  (Best 110 Ancient History)

69. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন?

(A) পুরু
(B) অম্ভি
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) কনিষ্ক

Answer (A) পুরু

70. লােদি বংশের প্রতিষ্ঠাতা কে?

(A) ইব্রাহিম লােদি
(B) খিজির খাঁ
(C) কুতুবউদ্দিন
(D) বহলোল লােদি

Answer (D) বহলোল লােদি

71. সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?

(A) মহারাজ রঞ্জিত সিংহ
(B) গুরু নানক
(C) গুরু গােবিন্দ সিংহ
(D) গুরু তেগবাহাদুর

Answer (A) মহারাজ রঞ্জিত সিংহ

72. আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মােগল সম্রাটের মৃত্যু হয়েছিল?

(A) আকবর
(B) হুমায়ুন
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব

Answer (B) হুমায়ুন

73. কোন্ দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?

(A) মঙ্গোলিয়া
(B) পারস্য
(C) তুরস্ক
(D) আফগানিস্তান

Answer (B) পারস্য

74. নীচের কোন মােগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন?

(A) শাহজাহান
(B) আকবর
(C) বাবর
(D) জাহাঙ্গীর

Answer (D) জাহাঙ্গীর

75. মােগল সম্রাটদের মধ্যে কার মনােভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল?

(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) হুমায়ুন
(D) ঔরঙ্গজেব

Answer (B) আকবর  (Best 110 Ancient History)

76. কোন মােগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?

(A) আকবর
(B) শাহজাহান
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব

Answer (B) শাহজাহান

77. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মােগল সম্রাট জমি বন্টন করেছিলেন?

(A) হুমায়ুন
(B) শাহজাহান
(C) আকবর
(D) জাহাঙ্গীর

 

Answer (C) আকবর

78. কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?
(A) শেরশাহ
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) শাহজাহান

Answer (D) শাহজাহান

79. মােগল যুগে গ্রামগুলির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল ?

(A) পাটোয়ারি
(B) কানুনগাে
(C) মুকাদ্দম
(D) করকুন

Answer (C) মুকাদ্দম

80. নীচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নি?

(A) রাঠোর
(B) প্রতিহার
(C) শিশােদয়
(D) পারমার

Answer (B) প্রতিহার

81. নীচের কোন সম্রাটকে “জিন্দা পীর” আখ্যা দেওয়া হয়েছে ?

(A) ঔরঙ্গজেব
(B) হুমায়ুন
(C) শেরশাহ
(D) আলাউদ্দীন খলজী

Answer (A) ঔরঙ্গজেব

82. নীচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মােগলযুগে কোনটি ছিল-

(A) সুরাট
(B) হুগলি
(C) চট্টগ্রাম
(D) বালাসোর

Answer (A) সুরাট

83. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) ঔরঙ্গজেব
(D) শাহজাহান

Answer (B) আকবর  (Best 110 Ancient History)

84. মহারাজ রঞ্জিত সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল?

(A) পাতিয়ালা
(B) লুধিয়ানা
C) লাহাের
(D) অমৃতসর

Answer (C) লাহাের

85. মােগল যুগে সৈন্য নিয়ােগের দায়িত্ব কার ছিল?

(A) বখশি
(B) দিওয়ান
(C) ওয়াজির
(D) কোতােয়াল

Answer (A) বখশি  (Best 110 Ancient History)

86. পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন। কোন্ অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন ?

(A) কাশ্মীর
(B) সিন্ধু
(C) পাঞ্জাব
(D) রাজস্থান

Answer (C) পাঞ্জাব

87. মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

(A) আকবর
(B) বাবর
(C) ঔরঙ্গজেব
(D) হুমায়ূন

Answer (B) বাবর

88. দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন?

(A) হিমু
(B) আবুল ফজল
(C) ফৈজি
(D) বৈরাম খাঁ

Answer (D) বৈরাম খাঁ

89. মােগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হত?

(A) উর্দু
(B) ফার্সি
(C) আরবী
(D) হিন্দী

Answer (B) ফার্সি

90. নিজেদের জীবনের স্মৃতিকথা দুই মােগল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন। কোন দুই সম্রাট?

(A) জাহাঙ্গীর ও শাহজাহান
(B) বাবর ও জাহাঙ্গীর
(C) হুমায়ুন ও আকবর
(D) শাহজাহান ও ঔরঙ্গজেব

Answer  (B) বাবর ও জাহাঙ্গীর

91. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?

(A) বাবর
(B) আকবর
(C) হুমায়ূন
(D) শাহজাহান

Answer (B) আকবর

92. শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের করপ্রদান। নির্ধারণের নথিপত্রকে কী বলা হত?

(A) জরিমানা
(B) কবুলিয়ৎ
(C) মুচলেকা
(D) পাট্টা

Answer (D) পাট্টা

93. আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

(A) মান সিংহ
(B) টোডরমল
(C) বৈরাম খাঁ
(D) বীরবল

Answer  (B) টোডরমল

94. 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন?

(A) পৃথ্বিরাজ চৌহান
(B) আলাউদ্দীন খলজী
(C) ইব্রাহিম লােদি
(D) রাণা প্রতাপ

Answer (C) ইব্রাহিম লােদি

95. কোন সম্রাট একদিকে মােগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন?

(A) আকবর
(B) হুমায়ুন
(C) ঔরঙ্গজেব
(D) জাহাঙ্গীর

Answer (A) আকবর

96. কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোসলে, মায়ের নাম জীজাবাঈ ?

(A) শিবাজি
(B) বালাজী বাজীরাও
(C) হােলকার
(D) হায়দার আলি

Answer (A) শিবাজি

97. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?

(A) গুরু গােবিন্দ সিং
(B) গুরু তেগবাহাদুর
(C) গুরু অর্জুন দেব
(D) গুরু রামদাস

Answer (B) গুরু তেগবাহাদুর

98. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে?

(A) গুরু গােবিন্দ
(B) গুরু গােবিন্দ সিং
(C) গুরু নানক
(D) গুরু তেগ বাহাদুর

Answer  (B) গুরু গােবিন্দ সিং

99. কে শেষ মােগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন?

(A) ঔরঙ্গজেব
(B) দ্বিতীয় শাহ আলম
(C) মােহম্মদ শাহ
(D) বাহাদুর শা জাফর

Answer (C) মােহম্মদ শাহ  (Best 110 Ancient History)

`100. নীচের মােগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না ?

(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর

Answer (C) আকবর

101. মােগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন ?

(A) হায়দরাবাদ
(B) আন্দামান
(C) মান্দালয়
(D) রেঙ্গুন

Answer (D) রেঙ্গুন

102. প্রথম কোন মােগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ‘ফরমান’ মঞ্জুর করেন ?

(A) আকবর
(B) শাহজাহান
(C) ঔরঙ্গজেব
(D) জাহাঙ্গীর

Answer (D) জাহাঙ্গীর

103. ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন ?

(A) বাবর
(B) ইব্রাহিম লােদি
(C) আকবর
(D) আলাউদ্দিন খলজী

Answer (A) বাবর

104. কোন মােগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন?

(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর

Answer (B) হুমায়ুন

105. মূল্যবান ঐতিহাসিক দলিল “আকবর-ই-নামা” কার লেখা ?

(A) আবুল ফজল
(B) টোডরমল
(C) হুমায়ুন
(D) আকবর

Answer (A) আবুল ফজল

106. কোন সম্রাট “জিজিয়া” করের অবলুপ্তি ঘটান ?

(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) মােহম্মদ বিন তুঘলক
(D) শেরশাহ

Answer (B) আকবর

107. কোন মােগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল ?

(A) ঔরঙ্গজেব
(B) শাহজাহান
(C) জাহাঙ্গীর
(D) হুমায়ুন

Answer (B) শাহজাহান

108. পারস্যের শাহ এবং মােগলদের মধ্যে নীচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ বর্তমান ছিল?

(A) কাবুল
(B) গজনী
(C) কান্দাহার
(D) পাতিয়ালা

Answer (C) কান্দাহার

109. শেরশাহের আসল নাম কি?

(A) ফরিদ
(B) ফৈজী
(C) হিমু
(D) আলম

Answer (A) ফরিদ

110. ভাস্কো-ডা-গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?

(A) 1492
(B) 1498
(C) 1392
(D) 1526

Answer (B) 1498

 

Read More:- Latest 50 Current Affairs 2022 | Daily Current Affairs of 25th & 26th May | For WBCS and Other Exams

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles