Twitter to Charge Fee | Big Breaking News to Indians | Owner Elon Musk Announced

twitter to charge fee

Twitter to Charge Fee | Big Breaking News to Indians | Owner Elon Musk Announced:-
This is a piece of big breaking news for all Indians.
For Some Twitter to Charge Fee.
Declared Twitter’s new CEO American Elan Musk Twitter is the digital town square where matters vital to the future of humanity are debated.
He also wants to make Twitter better than ever by enhancing the product with new features.

Twitter to Charge Fee

আর ফ্রি নয় টুইটার! এরকমই ইঙ্গিত নতুন মালিক ইলন মাস্কের

এতদিন সবস্তরের মানুষের জন্য ফ্রি ছিল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইট টুইটার৷ কিন্তু আগামীতে হয়ত আর সবার জন্য ফ্রি থাকবে না টুইটার৷

  • এরকমটাই ইঙ্গিত দিলেন মাইক্রোব্লগিং সাইটটির নতুন মালিক ইলন মাস্ক৷ ব্যবসায়ী প্রধান ও সরকারি ব্যবহারকারীদের কাছ থেকে সামান্য কিছু ফি নেওয়ার কথা ভাবছে টুইটার!

কী বলছেন ইলন মাস্ক?

টেক বিলিয়নেয়ার এবং সম্প্রতি টুইটারে বস এলন মাস্ক বলেছেন যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি আগামী দিনে বাণিজ্যিক এবং সরকারী ব্যবহারকারীদের জন্য সামান্য ফি নিতে পারে।
  • যদিও একই সঙ্গে তিনি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, প্ল্যাটফর্মটি নৈমিত্তিক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে।
  • মঙ্গলবার একটি টুইটে মাস্ক লিখেছেন, ‘টুইটার সর্বদা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারের জন্য সামান্য খরচ করতে হতে পারে।
  • তিনি মঙ্গলবার প্রসঙ্গত মাস্ক গত মাসে প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে প্রায় ৩৩৬৫ কোটি টাকা) টুইটার কিনেছেন।     (Twitter to Charge Fee)

টুইটারে একাধিক পরিবর্তন করছেন মাস্ক!

টুইটার কেনার পর থেকেই মাস্ক প্ল্যাটফর্মটিকে নতুন বৈশিষ্ট্যের সঙ্গে উন্নত করতে,

  • টুইটারের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে, স্প্যাম বটগুলিকে পরাস্ত করতে
  • এবং সমস্ত মানুষের সঠিক তথ্য সংগ্রহে রাখার জন্য টুইটারের অ্যালগরিদমগুলিকে ওপেন সোর্স করতে বেশ কয়েকটি পরিবর্তনের পরামর্শ দিয়ল আসছেন৷
  • টুইটারের দায়িত্ব নেওয়ার পর মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুলিশিং বিষয়বস্তুতে আরও সংবেদনশীল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷
  • তিনি যোগ করেছেন যে তিনি বিশ্বকে জানতে চান যে, ‘টুইটার ভালোর জন্য পরিবর্তন হচ্ছে।’
  • এমনকি গত মাসে টুইটারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আগে, তিনি টুইটার ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার দাম কমানো সহ বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।

এবার টুইটারেরও আসতে চলছে ফেসবুকের মতো এডিট অপশন!

মাস্ক টুইটারকে স্বচ্ছ ও আরও ইউজার ফ্রেন্ডলি করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন৷ সোমবার, নিউইয়র্কের বার্ষিক মেট গালায় মাস্ক বলেছেন যে

  • তিনি টুইটারকে স্বচ্ছ করে তুলবেন এবং চান যে এর সফ্টওয়্যার সমালোচনার জন্য সর্বজনীনভাবে উপলব্ধ হোক।
  • ইতিমধ্যে, টুইটার তার ব্যবহারকারীদের টুইটে ত্রুটিগুলি সংশোধন করতে সহায়তা করার জন্য তার একটি সম্পাদনা (এডিট বটন) বোতাম দেওয়ার পরিকল্পনা করছে।
  • মাস্কের টেকওভারের পরে, টুইটার ঘোষণা করেছে যে এটি ব্যবহারকারীদের টাইপো
  • এবং ত্রুটিগুলি ঠিক করে পোস্ট করার পরে তাদের টুইটগুলিতে সম্পাদনা করার অনুমতি দেওয়ার জন্য কাজ করছে।   (Twitter to Charge Fee)

তিনি আরও বলেছেন,

মাস্কের হাতে টুইটারের মালিকানা হস্তান্তর সম্পন্ন হলেই বরখাস্ত হতে পারেন বিজয় গাড্ডে!

  • সংবাদমাধ্যম সূত্রের খবর যে মাস্ক টুইটারের জন্য একজন নতুন চিফ এক্সসিকিউটিভ নির্বাচিত করেছেন
  • যিনি এই বছরের শেষের দিকে ৪৪ বিলিয়নে টুইটার বিক্রয় চুক্তি সম্পন্ন হলে পরাগ আগরওয়ালকে জায়গাতে বসতে চলেছেন!
  • সূত্রের খবর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টুইটারের বর্তমান মালিক এলন,
  • মাইক্রোব্লগিং সাইট টুইটারের বর্তমান আইনি প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন।

♦ গতমাসেই গোটা টুইটার সংস্থাকে কিনে নিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক।

  • এরপরই সংস্থার বিভিন্ন পদ্ধতি এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নানারকম পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি।
  • ট্যুইটার ইউজারদের টুইট করার জন্য অর্থ দিতে হবে কিনা এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। এবার তা নিয়ে মুখ খুললেন টেসলা কর্তা।
  • মঙ্গলবার টুইটার মালিক জানান যে এবার থেকে টুইট করতে হলে দিতে হবে মূল্য।
  • যদিও এই নিয়ম সকলের জন্য নয়। মাস্ক মঙ্গলবার নিজস্ব টুইটে জানান যে,
  • “সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার ফ্রী হলেও, সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার কাজে ব্যবহারের জন্য সামান্য খরচ বহন করতে হতে পারে।”
  • কিন্তু টুইটারের তরফে এই ব্যাপারে এখনও অবধি কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং মাস্কও এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করেছেন।   (Twitter to Charge Fee)

তবে মাস্ক জানান,

টুইটারের মত একটি বিশেষ সোশ্যাল মাধ্যমকে আরও উন্নত করতে একাধিক ফিচার্স আনার পরিকল্পনা আছে তাঁর।

  • সেই কারণেই টুইটার ব্লু প্রিমিয়াম সার্ভিসের ফি কমানো থেকে শুরু করে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা মেটানোর কথা তিনি বলেছিলেন।

♦ অপরদিকে মালিকানা বদলের ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা টুইটার সংস্থায়।

  • সূত্রের খবর অনুযায়ী ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার সংস্থাকে কিনে নেওয়ার পর টাকা আদায়ের ব্যাপারে বিশেষ নজর দিচ্ছেন টেসলাকর্তা।
  • সেই কারণেই উদ্বেগ তৈরি হয়েছে টুইটারমহলে। জানা যাচ্ছে, প্রয়োজন হলে সংস্থার সিইও থেকে কর্মী ছাঁটাই এবং বোর্ড অফ ডিরেক্টরদের বেতন কমানো হতে পারে।
  • তবে টাকার অঙ্ক খুব বেশি হবে না বলে ইঙ্গিত দিলেন ট্যুইটারের নতুন মালিক ও আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।   (Twitter to Charge Fee)

‘Free speech, need to defeat spam bots’

He wrote, “Free speech is the bedrock of a functioning democracy,

  • and Twitter is the digital town square where matters vital to the future of humanity are debated.
  • I also want to make Twitter better than ever by enhancing the product with new features,
  • making the algorithms open source to increase trust, defeating the spambots, and authenticating all humans.
  • Twitter has tremendous potential – I look forward to working with the company and the community of users to unlock it.”

এবার থেকে ট্যুইটার হ্যান্ডল ব্যবহারের জন্য দিতে হবে টাকা !

এবার থেকে ট্যুইটার হ্যান্ডল ব্যবহারের জন্য টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা ট্যুইটার (Twitter)।

  • তবে টাকার অঙ্ক খুব বেশি হবে না বলে ইঙ্গিত দিলেন ট্যুইটারের নতুন মালিক ও আমেরিকার ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)।   (Twitter to Charge Fee)

ট্যুইট করে মাস্ক জানিয়েছেন,

সাধারণ ব্যবহারকারীদের ট্যুইটার ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না।

  • আগের মতোই তাঁরা বিনামূল্যে এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন।
  • তবে সরকার, সরকারি সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ট্যুইটার ব্যবহারকারীদের সামান্য খরচ দিতে হতে পারে। ট্যুইটে জানান ইলন মাস্ক।

 

Read More:- Latest Current Affairs 2022 | Daily Current Affairs (4th May) | For Competitive Exam & WBCS

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles