Latest Current Affairs 2022 | Daily Current Affairs (4th May) | For Competitive Exam & WBCS

Latest Current Affairs 2022

Latest Current Affairs 2022 | Daily Current Affairs (4th May) | For Competitive Exam & WBCS:-Today Smart Knowledge is here to provide you with the most recent CA. Most of the highly ambitious participants are looking for a secure Govt.

jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, CORPORATE SECTOR JOBS have to attain their PRELIMINARY MCQ Examination – Current Affairs along with General Knowledge or English or Mathematics, and the minimum number of such types of current affairs is 10-15 marks out of 100 overall. (Current Affairs 2022)

So, if you start a little and read and collect CA questions then you can attain all CA without any negative marks. To think about those near and dear participants we are providing Current Affairs 2022 you make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Current Affairs 2022 on the 4th Of May.

 

 

Current Affairs 2022

1. তৃতীয় সন্তানের জন্মে উৎসাহ! প্রতিবেশী দেশে দেওয়া হচ্ছে লক্ষ-লক্ষ টাকার নগদ ও এক বছরের ছুটি।

  • গত বছরের মে মাসে চিনে (china) তিন সন্তানের (three child) নীতিতে অনুমোদন দিয়েছে সেখানকার কমিউনিস্ট সরকার।
  • এখন নাগরিকদের আরও সন্তান নিতে উৎসাহিত করতে বেসরকারিভাবে উদ্যোগ শুরু হয়েছে।
  • সেক্ষেত্রে ওই কোম্পানি তাদের কর্মীদের তৃতীয় সন্তানের জন্য নগদ (cash) টাকা দেবে। পাশাপাশি নগদও দেওয়া হবে।
  • এর আগে সরকারের পক্ষ থেকে দম্পতিদের শিশু ঋণ দেওয়ার কাজও শুরু হয়েছে।

2. মোদীর তিন দেশের সফরের শেষ গন্তব্য ফ্রান্স। ইতিমধ্যেই ডেনমার্ক সফর সেরে ফরসি রাজধানী প্যারিসে পৌঁছেছেন তিনি।

  • বুধবার সেখানে পৌঁছেই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • দ্বিপাক্ষিক ইস্যুতে নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও হয়েছে ম্যাকরঁর।

3. ‘ভারতের অন্যতম শক্তিশালী সহযোগী ফ্রান্স’, প্যারিসে নেমেই বার্তা প্রধানমন্ত্রী মোদীর।

4. চরম প্রতিকূল আবহাওয়াতে বিশ্বের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্টে আবহাওয়া স্টেশন স্থাপনের নজির গড়লেন চিনের বিজ্ঞানীরা!

  • বিজ্ঞানীদের নেতৃত্বে একটি চিনা অভিযাত্রী দল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৩০ মিটার উচ্চতায় মাউন্ট এভারেস্টে আবহাওয়া স্টেশন স্থাপন করেছে। (Current Affairs 2022)

5. পূর্ব ইউক্রেনে রাশিয়ার বাহিনী তাদের লক্ষ্যবস্তুগুলোর ওপর আঘাত হানছে, এবং সেখানে তীব্র যুদ্ধ চলছে।

  • এর পাশাপশি ইউক্রেনের পশ্চিমে বিশেষ করে লাভিভ শহরের বিদ্যুৎকেন্দ্র এবং ৬টি রেল স্টেশনের ওপরও আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী।

6. ইলন মাস্কের টুইটার কিনে নেওয়ার খবর ইতিমধ্যেই বেশ পুরনো৷

  • আবার গত বছর ভারতের পরাগ আগরওয়ালের টুইটারের সিইও হওয়ার খবরও অনেকেই জানেন!
  • পরাগের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছিলেন অনেকেই৷ কিন্তু টুইটারে পরাগের দিন কি শেষ?
  • অন্তত সেরকমই আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে!
  • অনেকেই বলছেন, ঘোষণা হয়ে গেলেও টুইটারের অফিসিয়াল মালিকানা পেতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইলন মাস্ককে

7. মাত্রা ছাড়াচ্ছে কোভিড, সংক্রমণ ঠেকাতে মেট্রো রেল, বাস পরিষেবা বন্ধ করছে বেজিং

8. রাশিয়া ইউক্রেনের উপর হামলা এখনও থামায়নি। এর প্রভাব সারা বিশ্বের উপর পড়ছে।

  • এই যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন পোপ ফ্রান্সিস। চাইছেন পুতিনের সঙ্গে মস্কো গিয়ে কথা বলতে।
  • কিন্তু কে কার কথা শোনে। রাশিয়ার পক্ষ থেকে এর কোনও উত্তর আসেনি। এমনটাই জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

9. এতদিন সবস্তরের মানুষের জন্য ফ্রি ছিল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইট টুইটার ৷

  • কিন্তু আগামীতে হয়ত আর সবার জন্য ফ্রি থাকবে না টুইটার৷ এরকমটাই ইঙ্গিত দিলেন মাইক্রোব্লগিং সাইটটির নতুন মালিক ইলন মাস্ক৷
  • ব্যবসায়ী প্রধান ও সরকারি ব্যবহারকারীদের কাছ থেকে সামান্য কিছু ফি নেওয়ার কথা ভাবছে টুইটার

10. ‘বেলারুশের সামরিক মহড়াকে ফাঁদ হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া’

11. পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • বৃহস্পতিবার এবং শুক্রবার দু’দিন ওই রাজ্যে থাকবেন তিনি।  (Current Affairs 2022)

12. রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভিন্ন সুর জাপানের।

13. নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ তালেবানের।

  • আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাতে নারীদের গাড়ি চালানোর লাইসেন্স না দিতে ড্রাইভিং প্রশিক্ষকদের নির্দেশ দিয়েছেন তালেবানের কর্মকর্তারা।

14. ইউক্রেনের খারকিভের অঞ্চালে গেলে উন্মুক্ত মর্গের অনুভূতি হবে।

  • সেখানে লাশগুলো পড়ে আছে। কেউ তাদের খোঁজ করছে না।
  • কখনো কখনো লাশগুলো কয়েক সপ্তাহ ধরে পড়ে আছে, যেহেতু ইউক্রেনীয় ও রুশ বাহিনী ভূমি দখলের লড়াইয়ে ব্যস্ত আছে।

15. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  (Current Affairs 2022)

  • মঙ্গলবার তাদের মধ্যে এ আলাপ হয় বলে জানিয়েছে ক্রেমলিনের প্রেস সার্ভিস।

16. ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

  • তবে তিনি যেকোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন পশ্চিমা কয়েকজন কর্মকর্তা।
  • তাদের আশঙ্কা ইউক্রেনে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণার জন্য আগামী ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন।

17. সুইডেনের নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইরান

18. নিষিদ্ধঘোষিত ফিলিস্তিনি সংগঠনকে উল্টো ক্ষতিপূরণ দিচ্ছে ফ্রান্স

19. আলিয়ার বৃহস্পতি তুঙ্গে। ২০২২ সালটা যেন আলিয়া ভাটের। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তি পেয়েছে এ বছর।

  • ছবিটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। এমন কঠিন একটি চরিত্রে নায়িকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তার সহকর্মীরা।
  • এই বলিউড সেনসেশন ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে প্রবেশ করেছে চলতি বছর।
  • এপ্রিলে দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন আলিয়া।
  • বহুল আলোচিত এই বিয়ে নিয়ে বিটাউনে আলোচনা এখনও থেমে যায়নি।

20. করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বুধবার তার শরীরে এ কোভিড-১৯ শনাক্ত হয়।  (Current Affairs 2022)

  • রিপোর্ট পাওয়ার পর থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক।

21. নিলামে বিশ্বরেকর্ড গড়ে বিক্রি হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সেই জার্সি।

  • শুধু কোনো ফুটবলারের জার্সি হিসেবেই নয়, ক্রীড়া জগতে এর আগে এত দামে আর কারও জার্সি বিক্রি হয়নি।
  • আন্দুলো এজেন্সি জানিয়েছে, ম্যারাডোনার জার্সিটি বিক্রি হয়েছে ৯.৩ মিলিয়ন ইউএস ডলারে ।

22. করাচী বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী হামলাকারী নারী কে এই শারি বেলুচ ?

23. মূল্যবৃদ্ধি রুখতে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক:

  • মূল্যবৃদ্ধি রুখতে ৪ বছর বাদে প্রথম বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ধস শেয়ারবাজারে।
  • রিজার্ভ ব্যাঙ্ক হঠাৎ রেপো রেট বাড়ানোর ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই

24. বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড:

  • ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড

25. আজ লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বিতরণ করবেন মুখ্যমন্ত্রী:

  • আজ ‘লক্ষ্মীবারে’ লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বিতরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

26. সুস্থ হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়:

  • অবশেষে সুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ছ’দিন পর ছাড়া পেলেন হাসপাতাল থেকে

27. NATO-র Defender Europe 2022 এবং Swift Response 2022 এক্সারসাইজ শুরু হয়েছে
উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) এক্সারসাইজ,

  • Defender Europe 2022(DE22) এবং Swift Response 2022(SR22) 01 মে, 2022-এ শুরু হয়েছে,
  • যার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র (US) এবং NATO-র মিত্র এবং অংশীদারদের মধ্যে প্রস্তুতি এবং আন্তঃকার্যক্ষমতা তৈরি করা ।
  • এক্সারসাইজগুলি 01 মে থেকে 27 মে, 2022 পর্যন্ত নির্ধারিত হয়েছে।

28. ছত্তিশগড় সরকার ‘মুখ্যমন্ত্রী মিতান যোজনা’ চালু করেছে

29. এপ্রিল 2022-এর GST রাজস্ব: সর্বকালের সর্বোচ্চ 1.68 লক্ষ কোটি টাকা

30. IRDAI BFSI সেক্টরে সম্পদের 25% থেকে 30% বিনিয়োগের জন্য বীমা সংস্থাগুলিকে অনুমোদন দিয়েছে  (Current Affairs 2022)

31. প্রাক্তণ পেট্রোলিয়াম সেক্রেটারি তরুণ কাপুরকে প্রধানমন্ত্রী মোদির উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে

Read More:- India Post GDS Recruitment 2022|Application Start for 38,926 Post of Gramin Dak Sevaks

32. নিওব্যাঙ্ক “ওপেন” ভারতের 100তম ইউনিকর্ন স্টার্টআপ পেয়েছে

33. HDFC Life জাতিসংঘে স্বাক্ষরকারী হিসেবে যোগদান করেছে

34. প্রকল্প WAVE-এর অধীনে, ভারতীয় ব্যাঙ্ক একটি পূর্ব-অনুমোদিত ব্যক্তিগত ঋণ প্রকল্প চালু করেছে

35. বিশ্ব প্রেস ফ্রিডম ডে 2022: 3রা মে পালন করা হয়  (Current Affairs 2022)

36. বিশ্বে হাঁপানি জনিত সচেতনতা ও যত্ন ছড়ানোর উদ্দেশ্যে প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্ব হাঁপানি দিবস পালন করা হয় ।

  • এই বছর এটি 3রা মে 2022-এ পালিত হয়েছে । গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা দ্বারা একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
  • এ বছরের থিম ‘Closing Gaps in Asthma Care’।
  • হাঁপানি, শ্বাসনালীর দীর্ঘস্থায়ী inflammatory রোগ, যা বিশ্বব্যাপী প্রায় 300 মিলিয়ন মানুষকে প্রভাবিত করে এবং শুধুমাত্র ভারতেই 15 মিলিয়ন হাঁপানি রোগী রয়েছে ।

(Current Affairs 2022)

37. 35তম স্প্যানিশ লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ

38. পশ্চিমবঙ্গকে হারিয়ে সপ্তম সন্তোষ ট্রফির শিরোপা জিতেছে কেরালা

40. নীরজ চোপড়ার নিজ শহরে স্টেডিয়াম তৈরি করবে হরিয়ানা সরকার

41. ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার INS Vikrant ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে

42. রাশেদ কিদওয়াই “Leaders, Politicians, Citizens”নামে একটি বই লিখেছেন

43. রাজস্থানের ‘Miyan ka Bada’ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘Mahesh Nagar Halt’

44. সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে ভারতীয় সিনেমার জাতীয় মিউসিয়াম আয়োজন করবে চলচ্চিত্র উৎসব

45. 2022 সালে অনুষ্ঠিত Khelo India University Games এ কোন বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সোনার পদক জিতলো ?

Ans: জৈন বিশ্ববিদ্যালয় ।

46. 2022 সালে World laughter day কবে পালিত হল ?

Ans: ১ মে ।

47. 2 মে ২০২১ সালে ভারতের মহান চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্ম বার্ষিকী পালন হল ?

Ans: ১০১ তম ।

48. আসামের কোন শহরে অসুস্থ ও আহত গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করা হলো ?

Ans: দিব্রুগড় ।  (Current Affairs 2022)

49. 2022 সালে কবে বিশ্ব হাপানি দিবস পালিত হলো ?

Ans: ৩ মে ।

50. Leaders, Politicians, Citizens: Fifty Figures Who Influenced India’s Politics শিরোনামে বইটির লেখক কে?

Ans: রশিদ কিরবাই ।

51. Elon Mask কত বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে Twitter কিনেছেন ?

Ans: $44 বিলিয়ন মার্কিন ডলার ।

52. পৃথিবীর বৃদ্ধতম ব্যাক্তি কে যিনি মারা গেছেন ১১৯ বছর বয়সে এপ্রিল ২০২২ সালে ।

Ans: Kane Tanaka

53. কার দ্বারা ” লিডার, পলিটিশিয়ান, সিটিজন্স,” নামক এক নতুন লেখা গেছে ?

Ans: Rasheed Kidwai.

54. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস কত তারিখ পালন করা হয় ?

Ans: 3 May.

55. জাতীয় প্রযুক্তি দিবস পুরো ভারতে কবে পালন করা হয় ?

Ans: 11 May.

56. কতজন ভারতের বাইরের ব্যাক্তিকে ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে সন্মানিত করা হয় ?

Ans: 2 জন ।  (Current Affairs 2022)

57. IPL কোন বছর শুরু হয়?

Ans: 2008 সালে ।

58. ক্রকাটোয়া আগ্নেয়গিরি কোথায় পাওয়া যায় ?

Ans: Indonesia.

59. ভারতে দ্বিতীয় পঞ্চবর্ষিয় যোজনার অবধি ।

Ans: 1956 – 61 সাল ।  (Current Affairs 2022)

60. আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

  • মুষলধারে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত থাকবে ঝোড়া হওয়ার দাপটও।
  • শহর কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির হাত ধরে আবহাওয়া মনোরম হবে।

 

read More:- Child Development & Psychology | WB PRIMARY TET 2022 | TOP SELECTIVE QUESTIONS

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles