SSC Recruitment 2022 Notification | For Assistant Teachers and Headmaster Post | Check Details Here

SSC Recruitment 2022 Notification

SSC Recruitment 2022 Notification For Assistant Teachers and Headmaster Post.  Check Details Here:- WBSSC Assistant Teacher Notification and WBSSC Headmaster Notification will be published soon on the official website.

The Assistant Teachers will be recited in Secondary and Higher Secondary school and Headmaster/ Headmistress in Secondary, Higher Secondary, and Junior High school.

Aspirant Candidates are requested to visit the official website of WBSSC for the latest updates about the new recruitment.

SSC Recruitment 2022 Notification

বিশেষ খবর! দীর্ঘ ৬ বছর পর বাংলায় ফের হবে SSC পরীক্ষা, পুজোর আগেই শিক্ষক নিয়োগ

সাত বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগ, নোটিস দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন

  • সাত বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগ (Teachers Recruitment)।
  • রীতিমতো নোটিস দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)।
  • সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণে এই নিয়োগ। এমনটাই কমিশনের নোটিসে উল্লেখ।
  • মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (Secondary and Higher Secondary) স্কুলগুলিতে পরীক্ষা-কাউন্সেলিংয়ের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করবে স্কুল সার্ভিস কমিশন।
  • এমনটাই জানিয়েছে ওই নোটিস।
জানা গিয়েছে,

আগামি দিনে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের বিস্তারিত প্রক্রিয়া জানানো হবে।

  • ফর্ম পূরণ, পরীক্ষা ফিজ, লিখিত পরীক্ষা-কাউন্সেলিংয়ের দিনক্ষণ, শূন্যপদের সংখ্যা উল্লেখ থাকবে সেও বিজ্ঞপ্তিতে।
  • এদিকে, রাজ্যের ২৭% স্কুলে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদেও নিয়োগ করা হবে। পাশাপাশি নবম, দশম, একাদশ এবং দ্বাদশেও নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, দ্রুতই হবে নিয়োগ পরীক্ষা

প্রকাশ হল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি।

  • দীর্ঘ ৬ বছর পর ফের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হল। তবে কবে সেই পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি।
  • সূত্রের খবর মাস খানেকের মধ্যেই প্রকাশ করা হবে বিজ্ঞাপন। কয়েক হাজার শূন্যপদ রয়েছে এ রাজ্যে।
  • এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই শূন্যপদগুলি পূরণ হবে বলে জানা গিয়েছে। দীর্ঘ সময় পর রাজ্যে হবে এসএসসি।
  • এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। খুব দ্রুতই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
  • পাশাপাশি প্রধান শিক্ষক পদেও নিয়োগ খুব দ্রুত হবে বলেই জানানো হয়েছে।
  • কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে।
  • কী পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকাদের মনোনয়ন হবে, সে সম্পর্কে ওই বিজ্ঞপ্তিতেই বিষদে জানাতে চায় কমিশন।
  • এর পাশাপাশি আলাদা একটি নোটিশে সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগের কথাও জানিয়েছে কমিশন।
  • বৃহস্পতিবার এসএসসির তরফে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
  • যাতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, দ্রুত রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুল স্তরের প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।
  • খুব দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে কবে কীভাবে আবেদন করা যাবে সব বিস্তারিত জানিয়ে দেবে SSC।
  • শিক্ষা দপ্তর সূত্রের খবর, আগামী মাস থেকেই প্রধান শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

Read More:- UGC NET 2022 NOTIFICATION (OUT)| APPLICATION FORM (ONLINE), OFFICIAL WEBSITE ALL DETAILS

এবার জানা যাচ্ছে যে,

পরীক্ষার পর শিক্ষকও নিয়োগ হবে। SSC সূত্রের খবর অনুযায়ী, জুন মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

  • পুজোর আগেই প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
  • তবে রাজ্যে যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে, সেই ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
  • বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, দ্রুত শিক্ষক নিয়োগ হবে রাজ্যে।
  • তিনি দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সে ভাবেই এগোচ্ছে শিক্ষা দফতর।
  • আর এবার সেই শিক্ষক নিয়োগেরই বিজ্ঞপ্তি প্রকাশ হল। সারা রাজ্যে বহু যুবক-যুবতী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন।
  • তবে পরপর কয়েক বছর পরীক্ষা না হওয়ায় আশাহত হয়েছিলেন তাঁরা।

(SSC Recruitment 2022 Notification)

 

West Bengal SSC Recruitment 2022 Notification:

Name of Organization West Bengal School Service Commission
State For West Bengal
Exam Name Is  WB SSC Exam 2022 (in detail)
Vacancy For Headmaster/ Headmistress & Assistant Teacher
Official Website http://www.westbengalssc.com

 

 

এই অভিযোগে বারবার বিদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার যে, চাকরি দিতে পারছে না,
  • Tet হচ্ছে না এবং SSC ও না । এমনকি SSC দুর্নীতি নিয়েও আদালতে চলছে মামলা। ২০১৫ সালে রাজ্যে শেষবারের মতো SSC পরীক্ষা হয়েছিল।
  • এরপর রাজ্যে আর SSC হয়নি। আর এবার সেই SSC নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রধান শিক্ষক পদে নিয়ােগ বিধিতে বদল আসছে

বিকাশ ভবনের কর্তারা জানান, সাহায্যপ্রাপ্ত ও পােষিত স্কুলে প্রধান শিক্ষকের পদটি সিঙ্গল ক্যাডার পােস্ট ছিল।

  • কিন্তু দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ােগপত্র দেওয়ার ভার স্কুল পরিচালন সমিতির থেকে মধ্যশিক্ষা পর্ষদের হাতে ন্যস্ত করে।
  • ফলে এক লপ্তে রাজ্যে শয়ে শয়ে প্রধান শিক্ষকের নিয়ােগপত্র দেবে পর্ষদ। তাই পদটি এখন আর সিঙ্গল ক্যাডারের নয়।
  • ফলে সাধারণের পাশাপাশি তফসিলি জাতি, উপজাতি, ওবিসি এবং শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের আসনভিত্তিক সংরক্ষণের হিসাবে নিয়ােগ বিজ্ঞপ্তি বেরােবে।
  • কলকাতায় SSC চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছেন। বারবার প্রতিশ্রুতি দেওয়া স্বত্বেও হয়নি কোনও সুরাহা।
  • এদিকে, SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে।
  • এমনকি CBI-র তরফ থেকে ওনাকে তলবও করা হয়েছিল। কিন্তু মোক্ষম সময়ে স্টে অর্ডার নিয়ে তিনি আর নিজাম প্যালেসের মুখও হননি।  (SSC Recruitment 2022 Notification)
এবার জানা যাচ্ছে যে,

রাজ্যে দীর্ঘ ৭ বছর পর ফের SSC পরীক্ষা হতে চলেছে।

  • পরীক্ষার পর শিক্ষকও নিয়োগ হবে। SSC সূত্রের খবর অনুযায়ী, জুন মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
  • পুজোর আগেই প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
  • বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। রাজ্য সরকারের বর্ষপূর্তিতে রাজ্যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের কথা জানাল এসএসসি।
  •  স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট ৯৯৯০-এর বেশি স্কুলের মধ্যে প্রায় ২১৩০ সংখ্যক স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নেই।
  • দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা নিয়োগ না হওয়ার জেরেই এত সংখ্যক শূন্য পদ বলে মনে করছে শিক্ষামহল।
  • যদিও তা মানতে নারাজ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।
  • স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের উপর সামগ্রিক মনোভাব বদলানোর জন্য প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার।
  • ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তার তালিকা পাঠানো হয়েছে।
  • ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানা গেছে।

আরো বিস্তারিত খবর জানার জন্য Official Website এ  ক্লিক করুন

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/The_WBCSSC_HM_recruitment_information.pdf

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/WBCSSC_AT_information.pdf

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles