Science GK MCQ 2022 | Daily General Knowledge MCQ | Latest Updates for Different types of Exams

Science GK MCQ 2022

Science GK MCQ 2022 | Daily General Knowledge MCQ | Latest Updates for Different types of Exams:-  Science plays an important role in our everyday life. Today in this topic Smart Knowledge is presenting a huge number of MCQs. Nowadays, cracking the exam is not easy. To think about the interesting Aspirants and to make the preparation easier we have posted 135 selective Multiple Choice Questions with Answers.

Science GK MCQ 2022:

Hello, Participates welcome back to our channel “Smart Knowledge”. We are always here to help you. So, make your preparation more serious without any hesitation. Do learn freely and study attentively to crack the upcoming exams.


 

1. ভারতে কোন্ দ্বীপে আগ্নেয়গিরি আছে?

(A) ব্যারেন

(B) ব্যারন

(C) ব্যারিকেন

(D) ব্যারন্স

উত্তর:- A

2. পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি, তাকে বলে

(A) ফোকাস

(C) অ্যান্টিসেন্টার

(B) এপিসেন্টার

(D) সেন্টার

উত্তর:- A

3. ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলা হয়

(A) ফোকাস

(B) এপিসেন্টার

(C) অ্যান্টিসেন্টার

(D) সেন্টার

উত্তর:- B

4. ভূগোলকের ওপরে উপকেন্দ্র বা এপিসেন্টারের ঠিক বিপরীত স্থানটিকে বলা হয়

(A) ফোকাস

(B) এপিসেন্টার

(C) অ্যান্টিসেন্টার

(D) সেন্টার

উত্তর:- C

5. গ্রিক শব্দ “সিমোস” কথাটির অর্থ হল –

(A) অগ্ন্যুৎপাত

(B) উষ্ণ প্রস্রবণ

(C) ভূকম্পন

(D) জলোচ্ছ্বাস

উত্তর:- C

6. মান্নার উপসাগর, কচ্ছ উপসাগর, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের এই চারটি অঞ্চলেই নিম্নলিখিত কোটি দেখা যায়?

(A) প্রবাল

(B) নুড়ি পাথর

(C) আগ্নেয়গিরি

(D) সুনামি

উত্তর:- A

7. একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয় হল

(A) ধস

(B) বন্যা

(C) খরা

(D) সন্ত্রাসবাদ

উত্তর:- D

৪. মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের কারণ হল

(A) বনহনন

(B) পশুচারণ

(C) অশিক্ষা ও উদাসীনতা

(D) অনাস্থা

উত্তর:- C

9. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল যে দুর্যোগের জন্য পরিচিত

(A) ধস

(B) বন্যা

(D) পর্যটন

(C) দুর্ঘটনা

উত্তর:- A

10. ভারতের প্রায় কত শতাংশ এলাকা খরাপ্রবণ?

(A) 10 শতাংশ

(B) 20 শতাংশ

(C) 29 শতাংশ

(D) 48 শতাংশ

উত্তর:- C

11. আরবি কোন্ শব্দ থেকে ‘Hazard’ কথাটি এসেছে, যার বাংলা অর্থ হল দুর্যোগ?

(A) Az-zahr

(B) Ha-zahr

(C) Az-zard

(D) Haz-zard

উত্তর:- A

12. সুনামি কোন্ দেশের শব্দ?

(A) ইন্দোনেশিয়া

(B) জাপান

(C) অস্ট্রেলিয়া

(D) শ্রীলঙ্কা

উত্তর:- B

13. ইনটারন্যাশনাল ডে ফর ন্যাচারাল ডিজাস্টার রিডাক্‌সন এবং ভারতে ডিজাস্টার রিডাক্‌সন ডে (Disaster Reduction Day) অর্থাৎ বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালিত হয়?

(A) 10 জানুয়ারি

(B) 30 এপ্রিল

(C) 15 মে

(D) 13 অক্টোবর

উত্তর:- D

14. ভারতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট (Disaster Management Act) কোন্ সাল থেকে চালু করা হয়?

(A) 1995

(B) 2001

(C) 2005

(D) 2010

উত্তর:- C

15. BPR ও DART পদ্ধতি ও যন্ত্রটি কোন্ দুর্যোগের ওপর লক্ষ রাখার জন্য ব্যবহার করা হয়?

(A) অগ্ন্যুৎপাত

(B) সুনামি

(C) ধস

(D) দাবানল

উত্তর:- B

16. বন্যা যে ধরনের বিপর্যয় –

(A) প্রাকৃতিক

(B) আধা-প্রাকৃতিক

(C) মনুষ্যসৃষ্ট

(D) মহাজাগতিক

উত্তর:- B

17. যে ল্যাটিন শব্দ থেকে ইংরেজি Disaster কথাটি এসেছে

(A) Astrum

(B) Disastri

(C) Diastere

(D) Disestri

উত্তর:- A

18. ভারতে কোন্ সালে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি (National Flood Control Programme) চালু করা হয়?

(A) 1947

(B) 1954

(C) 1976

(D) 1996

উত্তর:- B

19. চেনোবিল ও ফুকুসিমা দুর্ঘটনায় পরিবেশে কী বিপদ ঘটেছে?

(A) বহু মৃত্যু

(B) তেজস্ক্রিয় বিকিরণ

(C) সম্পত্তির ক্ষতি

(D) পুনর্বাসনের সমস্যা

উত্তর:- B

20. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল?

(A) 2-3 ডিসেম্বর 1986

(B) 12-13 ডিসেম্বর 1984

(C) 22-23 জানুয়ারি 1996

(D) 2-3 ডিসেম্বর 1984

উত্তর:- D

21. ভারতের ভূমিকম্পের তীব্রতাবোধক অঞ্চল অনুযায়ী কলকাতা যে অঞ্চলের অন্তর্গত

(A) জোন-I

(B) জোন-II

(C) জোন-III

(D) জোন-IV

উত্তর:- C

22. ভারতের ভূমিকম্পের তীব্রতাবোধক অঞ্চল অনুযায়ী সমগ্র উত্তর-পূর্ব ভারত যে অঞ্চলের অন্তর্গত

(A) জোন-II

(B) জোন-V

(C) জোন-IV

(D) জোন-I

উত্তর:- B

23. ভূমিকম্পের ‘ফোকাস’-এর অন্য নাম কী?

(A) এপিসেন্টার

(B) অ্যান্টিসেন্টার

(C) সেন্টার

(D) হাইপোসেন্টার

উত্তর:- D

24. 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা হল

(A) 509.6 কোটি

(B) 417-2 কোটি

(C) 213-5 কোটি

(D) 121-02 কোটি

উত্তর:- D

25. 2011 সালের জনগণনা অনুসারে পৃথিবীর জনসংখ্যা হল

(A) 690 কোটি

(B) 700 কোটি

(C) 710 কোটি

(D) 810 কোটি

উত্তর:- C

26. স্থূল জন্মহার (CBR) অনুসারে যত জন মানুষ পিছু সদ্যোজাত জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয় –

(A) 100 জন

(B) 500 জন

(C) 1000 জন

(D) 5000 জন

উত্তর:- C

27. স্থূল জন্মহার (CBR) অনুসারে যে সময়ের সাপেক্ষে সদ্যোজাত জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয়

(A) 1 দিন

(C) 1 মাস

(B) 1 সপ্তাহ

(D) 1 বছর

উত্তর:- D

28. স্থূল মৃত্যুহার (CDR) অনুসারে যত জন মানুষ পিছু মৃত লোকের সংখ্যা নির্দেশ করা হয়

(A) 100 জন

(B) 500

(C) 1000 জন

(D) 5000 জন

উত্তর:- C

29. স্থূলমৃত্যু হার (CDR) অনুসারে যে সময়ের সাপেক্ষে মৃত মানুষের সংখ্যা নির্দেশ করা হয়

(A) 1 দিন

(B) 1 সপ্তাহ

(C) 1 মাস

(D) 1 বছর

উত্তর:- D

30. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে গড় সম্ভাব্য আয়ু কত বছর?

(A) 67-46 বছর

(B) 72-61 বছর

(C) 69.89 বছর

(D) 65-32 বছর

উত্তর:- C

31. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষের সম্ভাব্য আয়ু কত বছর?

(A) 67-46 বছর

(B) 72.61 বছর

(C) 69-89 বছর

(D) 65-32 বছর

উত্তর:- A

32. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে নারীর সম্ভাব্য আয়ু কত বছর?

(A) 67.46 বছর

(B) 72-61 বছর

(C) 69.89 বছর

(D) 65-32 বছর

উত্তর:- A

33. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট ৫ জনসংখ্যার কত শতাংশ 0 – 14 বছর বয়সি শিশু ও কিশোর জনসংখ্যা ?

(A) 31-1

(B) 63-6

(C) 5-3

(D) 45-7

উত্তর:- A

34. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ হল 15-64 বছর বয়সি যুবক ও প্রৌঢ় জনসংখ্যা?

(A) 31-1

(B) 63-6

(C) 5-3

(D) 45-7

উত্তর:- A

35. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট  জনসংখ্যার কত শতাংশ হল 65 বছর বা তার বেশি বয়সি বৃদ্ধ জনসংখ্যা।

(A) 31.1

(B) 63.6

(C) 5.3

(D) 45.7

উত্তর:- B

36. পরিবেশ বিষয়ে রাষ্ট্রসংঘ প্রথম বিশ্বসম্মেলন কোন্ সালে আয়োজন করেন?

(A) 1967

(B) 1972

(C) 1977

(D) 1983

উত্তর:- C

37. মিনামাটা বিপর্যয় কোথায় হয়েছে?

(A) কানাডা

(B) অস্ট্রেলিয়া

(C) জাপান

(D) ইরাক

উত্তর:- B

38. জনঘনত্ব প্রকাশের একক কী?

(A) মাইল

(B) কিলোমিটার

(C) বর্গমাইল অথবা বর্গ কিলোমিটার

(D) নটিক্যাল মাইল

উত্তর:- C

39. সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায়

(A) অধিক পুরুষসংখ্যা

(B) অধিক নারীসংখ্যা

(C) প্রায় সমান অনুপাতে পুরুষ এবং নারীসংখ্যা

(D) কোনোটিই নয়

উত্তর:- C

40. বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ মরু অঞ্চল এবং আধা শুষ্ক অঞ্চলে বসবাস করে

(A) 8

(B) 15

(C) 25

(D) 20

উত্তর:- A

41. তৃতীয় বিশ্বের কত জন মানুষ দারিদ্র্যসীমার নী বসবাস করে?

(A) 100 কোটি

(B) 120 কোটি

(C) 400 কোটি

(D) 50 কোটি

উত্তর:- B

42. বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ প্রা বিশ্বে বসবাস করে?

(A) 20%

(C) 10%

(B) 40%

(D) 5%

উত্তর:- A

43. মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দি ভাগ করলে পাওয়া যায়

(A) মানুষ-জমির অনুপাত

(B) Density

(C) জন্মহার

(D) বৃদ্ধিহার

উত্তর:- B

44. বাস্তব্যবিদ্যা বা ইকোলজি অনুসারে যে-কে প্রজাতির জীবের মোট সংখ্যাকে বলে

(A) নাম্বার

(B) সম্প্রদায়

(C) জনসংখ্যা বা পপুলেশন

(D) প্রজাতি ঘনত্ব

উত্তর:- C

45. দীর্ঘদিন ধরে জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে, জনসংখ্যার ওই অবস্থাকে বলে

(A) স্থিতিশীল জনসংখ্যা

(B) জনাধিক্য

(C) জনবিরলতা

(D) কাম্য জনসংখ্যা

উত্তর:-A

46. দেশের মোট সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যাকে বলে

(A) স্থিতিশীল জনসংখ্যা

(B) জনাধিক্য

(C) জনবিরলতা

(D) কাম্য জনসংখ্যা

উত্তর:- D

47. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট পুরুষের সংখ্যা কত?

(A) 58-65 কোটি

(B) 62-37 কোটি

(C) 68-70 কোটি

(D) 61-47 কোটি

উত্তর:- B

48. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট নারীর সংখ্যা কত?

(A) 58-65 কোটি

(B) 62-37 কোটি

(C) 68-70 কোটি

(D) 61-47 কোটি

উত্তর:- A

49. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে জন্মহার প্রতি হাজারে কত জন?

(A) 22-22 জন

(B) 15-32 জন

(C) 7.94 জন

(D) 1-4 জন

উত্তর:- A

50. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মৃত্যুহার প্রতি হাজারে কত জন?

(A) 22-22 জন

(B) 15-32 জন

(C) 7-94 জন

(D) 1-4 জন

উত্তর:- D

51. বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় যত শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন

(A) 60

(B) 65

(C) 70

(D) 75

উত্তর:-C

52. বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় যত শতাংশ মানুষ শহরে বসবাস করেন

(A) 15

(B) 20

(C) 30

(D) 35

উত্তর:- C

53. পরিবেশের ওপর বর্তমানে মানুষের প্রভাব

(A) বাড়ছে

(B) দ্রুতহারে বাড়ছে

(C) কমছে

(D) বাড়ছে না কমছে না

উত্তর:- B

54. আদিমকালে পরিবেশের ওপর মানুষের প্রভাব ছিল

(A) খুব কম

(B) কম

(C) বেশি

(D) খুব বেশি

উত্তর:- A

55. আয় ও ভোগের মধ্যে অসাম্য রয়েছে বলে পৃথিবীর মোট আয়ের প্রায় ৪০ শতাংশ ভোগ করে মাত্র যত শতাংশ মানুষ –

(A) 5

(B) 15

(C) 25

(D) 35

উত্তর:- B

56. উন্নত দেশগুলিতে শহরে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ হল প্রায়

(A) 55%

(B) 65%

(C) 75%

(D) 90%

উত্তর:- C

57. মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির আয়তন দিয়ে ভাগ করলে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়?

(A) মানুষ-জমির অনুপাত

(B) জনঘনত্ব

(C) জন্মহার

(D) বৃদ্ধিহার

উত্তর:- A

58. 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্বের পরিমাণ প্রতি বর্গকিলোমিটারে কত?

(A) 272 জন

(B) 393 জন

(C) 382 জন

(D) 402 জন

উত্তর:- C

59. জুম চাষ হল

(A) আদিম কৃষিকাজ

(B) পশুচারণের কাজ

(C) বনসম্পদ সংগ্রহের কাজ

(D) মাছ ধরার কাজ

উত্তর:- A

60. কুজনেৎস বক্ররেখার আকৃতি

(A) ওলটানো ‘U’-এর মতো

(B) অনুভূমিক সরলরেখা

(C) ‘U’-এর মতো

(D) অনুভূমিক ঢেউ খেলানো

উত্তর:- A

61. সময়ের সঙ্গে জনসংখ্যা সম্পর্কবোধক লেখচিত্র হল

(A) কুজনেৎস বক্ররেখা

(B) সিগময়েড বক্ররেখা

(C) কালিনান বক্ররেখা

(D) আলফ্রেড বক্ররেখা

উত্তর:- B

62. ভারতের জনগণনা দপ্তরের মতে খুব গ্রামের জনসংখ্যা হল

(A) 500 জনের কম

(B) 400 জনের কম

(C) 300 জনের কম

(D) 250 জনের কম।

উত্তর:- A

63. ভারতের জনগণনা দপ্তরের মতে খুব বড়ো গ্রামের জনসংখ্যা হল

(A) 25000 জনের বেশি

(B) 15000 জনের বেশি

(C) 12000 জনের বেশি

(D) 10000 জনের বেশি

উত্তর:- D

64. ভারতের জনগণনা দপ্তরের মতে শহরের শেফার হল বর্গ কিলোমিটারে

(A) 500

(B) 472

(D) 279

(C) 400

উত্তর:- C

65. ভারতের জনগণনা দপ্তরের মতে প্রথম শ্রেণির শহরের জনসংখ্যা হল

(A) 1,00,000 জনের বেশি

(B) 1,50,000 জনের বেশি

(C) 2,00,000 জনের বেশি

(D) 2,50,000 জনের বেশি

উত্তর:- A

66. ভারতের জনগণনা দপ্তরের মতে ষষ্ঠ শ্রেণির শহরের জনসংখ্যা হল

(A) 1000 জনের কম

(B) 2000 জনের কম

(C) 3000 জনের কম

(D) 5000 জনের কম

উত্তর:- D

67. পৃথিবী থেকে প্রতিবছর আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে?

(A) 170 লক্ষ হেক্টর

(B) 200 লক্ষ হেক্টর

(C) 50 লক্ষ হেক্টর

(D) এদের কোনোটিই নয়

উত্তর:- A

68. ভারতবর্ষে প্রতিবছর আনুমানিক কত পরিমাণ মৃত্তিকা ক্ষয় হয়?

(A) 60,000 লক্ষ টন

(B) 7,50,000 লক্ষ টন

(C) 10,000 লক্ষ টন

(D) এদের কোনোটিই নয়

উত্তর:- B

69. পৃথিবী থেকে প্রতিবছর আনুমানিক কত আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে?

(A) 110 লক্ষ হেক্টর

(B) 170 লক্ষ হেক্টর

(C) 50 লক্ষ হেক্টর

(D) 10 লক্ষ হেক্টর

উত্তর:- A

7. সাংস্কৃতিক অগ্নিশরণ বা কালচারাল হার্থ-এর উদাহরণ হল

(A) সিন্ধু সভ্যতা

(B) আগুন আবিষ্কার

(C) উনুন

(D) সোলার কুকার

উত্তর:- A

71. মানব সভ্যতার ইতিহাসে পশুপালন ও কৃষিকাজ প্রায় কত বছরের পুরোনো?

(A) 1 হাজার

(B) 2 হাজার

(C) 5 হাজার

(D) 10 হাজার

উত্তর:- D

72. দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সর্বপ্রথম কোন্ ধরনের প্রাণীকে গৃহপালিত করা হয়?

(A) উট

(B) ঘোড়া

(C) গবাদি পশু

(D) বল্গা হরিণ

উত্তর:- C

73. জুমচাষ বা ঝুমচাষ হল

(A) যাযাবরী পশুপালন

(B) যাযাবরী কৃষি

(C) স্থায়ী কৃষি

(D) বাণিজ্যিক পশুপালন

উত্তর:- B

74. নদীতে বড়ো বাঁধ দিলে

(A) বন্যা হয়

(B) পাড় ভাঙে

(C) নদীর বাস্তুতন্ত্র ব্যাহত হয়।

(D) নদীখাত পরিবর্তন করে

উত্তর:- C

75. বড়ো বাঁধ নির্মাণের ফলে যে নদী প্রতি বছর বন্যা সৃষ্টি করে

(A) দামোদর

(B) হুগলি

(C) তিস্তা

(D) কাবেরী

উত্তর:- A

76. পরিবেশের পরিবর্তনের ফলে প্রথম স্তরের প্রভাব যেক্ষেত্রে পড়ে

(A) প্রশাসন

(B) স্বাস্থ্য

(C) নাগরিক স্বাচ্ছন্দ্য

(D) বাস্তুতন্ত্র

উত্তর:- B

77. পরিবেশের পরিবর্তনের ফলে দ্বিতীয় স্তরের প্রভাব যেক্ষেত্রে পড়ে

(A) প্রশাসন

(B) স্বাস্থ্য

(C) নাগরিক স্বাচ্ছন্দ্য

(D) বাস্তুতন্ত্র

উত্তর:- C

78. পরিবেশের পরিবর্তনের ফলে তৃতীয় স্তরের প্রভাব যেক্ষেত্রে পড়ে –

(A) প্রশাসন

(B) স্বাস্থ্য

(C) নাগরিক স্বাচ্ছন্দ্য

(D) বাস্তুতন্ত্র

উত্তর:- D

79. প্রদত্ত কোন্ দেশটিতে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক?

(A) ইউ এস এ

(B) রাশিয়া

(C) ভারত

(D) কানাডা

উত্তর:- B

80. প্রদত্ত কোন্ মহাদেশে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধিহার সবচেয়ে বেশি?

(A) এশিয়া

(B) ইউরোপ

(C) আফ্রিকা

(D) উত্তর আমেরিকা

উত্তর:- C

81. প্রদত্ত কোন্ দেশে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধিহার সবচেয়ে বেশি?

(A) পাকিস্তান

(B) ওমান

(C) ভারত

(D) আফগানিস্তান

উত্তর:- B

82. প্রদত্ত কোন্ দেশে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধিহার সবচেয়ে কম?

(A) ইউক্রেন

(B) বাংলাদেশ

(C) ইউ এস এ

(D) ভারত

উত্তর:- A

83. জনঘনত্ব নির্ণয়ের সূত্র হল –

(A) জনসংখ্যা × স্থানের আয়তন

(B) জনসংখ্যা + স্থানের আয়তন

(C) (জনসংখ্যা × স্থানের আয়তন)

(D) (জনসংখ্যা + স্থানের আয়তন)

উত্তর:- B

84. পৃথিবীতে 1 কোটি থেকে 100 কোটি জনসংখ্যায় পৌঁছোতে প্রায় কত বছর সময় লেগেছে?

(A) 155

(B) 85

(C) 37

(D) 11

উত্তর:- A

85. পৃথিবীতে 600 কোটি থেকে 700 কোটি জনসংখ্যায় পৌঁছোতে প্রায় কত বছর সময় লেগেছে?

(A) 55

(B) 37

(C) 11

(D) 06

উত্তর:- D

86. নিম্নলিখিত কোন্ হিসেবে নারীর বয়স গণ্য করা হয় না?

(A) স্থূল জন্মহার (CBR)

(B) মোট প্রজনন হার (TFR)

(C) সাধারণ প্রজনন হার (GFR)

(D) প্রজননের অনুপাত (FR)

উত্তর:- A

87.2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যার বৃদ্ধি হার সবচেয়ে বেশি?

(A) বিহার

(B) উত্তর প্রদেশ

(C) মধ্যপ্রদেশ

(D) অরুণাচল প্রদেশ

উত্তর:- A

৪৪. প্রতিবছর বিশ্বের আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে?

(A) 170 লক্ষ হেক্টর

(B) 70 লক্ষ হেক্টর

(C) 150 লক্ষ হেক্টর

(D) কোনোটিই নয়

উত্তর:- A

89. তৃতীয় বিশ্বের দেশগুলির বর্তমান আনুমানিক জনসংখ্যা হল

(A) 450 কোটি

(B) 100 কোটি

(C) 500 কোটি

(D) 300 কোটি

উত্তর:- A

90. গত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে আনুমানিক

(A) 800 বর্গকিলোমিটার

(B) 250 বর্গকিলোমিটার

(C) 650 বর্গকিলোমিটার

(D) কোনোটিই নয়

উত্তর:- C

91. 2004-এর তথ্য অনুযায়ী নীচের কোন্ দেশটির মাথাপিছু নিঃসৃত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সর্বাধিক?

(A) কানাডা

(B) ভারতবর্ষ

(C) জাপান

(D) কোনোটিই নয়

উত্তর:- A

92. সারা বিশ্বের মোট জলের আনুমানিক কত শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়?

(A) 69%

(B) 23%

(C) 8%

(D) এদের কোনোটিই নয়

উত্তর:- A

93. ভারতীয় উপমহাদেশে কোন্ মরুভূমির আয়তন বাড়ছে?

(A) সাহারা

(B) কালাহারি

(C) থর

(D) মোজাভে

উত্তর:- C

94. ভারতের শহরে কর্মজীবী মানুষের ন্যূনতম যত শতাংশ অকৃষিকাজের সঙ্গে যুক্ত

(A) 60 শতাংশ

(B) 70 শতাংশ

(C) 75 শতাংশ

(D) 80 শতাংশ

উত্তর:- C

95. মানব সভ্যতার আদি এলাকা বা সাংস্কৃতিক অগ্নিশরণ বা কালচারাল হারূদ্ধ-এর উদাহরণ হল

(A) নীল নদ উপত্যকা

(B) কঙ্গো নদী উপত্যকা

(C) টেমস নদী উপত্যকা

(D) টেনেসি নদী উপত্যকা

উত্তর:- A

96. 5 জুন কোন দিবস হিসেবে উদ্যাপিত

(A) বিশ্ব পরিবেশ

(B) মানবাধিকার

(C) বিশ্ব সাক্ষরতা

(D) শিক্ষক

উত্তর:- A

97. 4 সেপ্টেম্বর কোন্ দিবস হিসেবে উদ্‌ঘা

(A) বিশ্ব পরিবেশ

(B) মানবাধিকার

(C) বিশ্ব সাক্ষরতা

(D) শিক্ষক

উত্তর:- C

98. ওজোনস্তর ধ্বংসকারা মুখ্য গ্যাসের নাম হল—

(A) CFC

(B) অ্যামোনিয়া

(C) নাইট্রোজেন ডাইঅক্সাইড

(D) সালফার ডাইঅক্সাইড

উত্তর:- A

99. ‘থ্রি-মাইল আইল্যান্ড বিপর্যয় কোথায় ঘটেছিল?

(A) জাপানে

(B) ইরানে

(C) চিনে

(D) কোনোটিই নয়।

উত্তর:- D

Read More:- Indian Navy Agniveer (SSR) recruitment 2022| Total 2800 posts |Unmarried Male & Female| Apply online and Check all details

100. কোন্ নদীটি মৃত বলে ঘোষিত হয়েছে?

(A) ইছামতী

(B) রায়মঙ্গল

(C) বিদ্যাধরী

(D) হলদি

উত্তর:- C

101. ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশদূষণের কারণ হল

(A) শিক্ষার অভাব

(B) জনবিস্ফোরণ

(C) সচেতনতার অভাব

(D) সংস্কৃতির অভাব

উত্তর:- B

102. ভূমিক্ষয়ের প্রধান কারণ হল

(A) অধিক বৃষ্টিপাত

(B) অধিক বায়ুপ্রবাহ

(C) জমির অধিক ঢাল

(D) সবকটিই ঠিক

উত্তর:- D

103. সেন্ট্রাল ওয়াটার কমিশনের মতে স্বাধীনতার পরে ভারতে প্রায় কতগুলি নদীবাঁধ নির্মাণ করা হয়েছে?

(A) 509

(B) 10,312

(C) 792

(D) 3.300

উত্তর:- D

104. ইনটারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেপ্টার-এর হিসেব অনুসারে স্বাধীনতার পরে ভারতে বড়ো উন্নয়নমূলক কাজের জন্য প্রায় কত জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন?

(A) 1 কোটি

(B) 3 কোটি

(C) 5 কোটি

(D) 10 কোটি

উত্তর:- C

105. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব পাবলিক। মতে ভারতে কতগুলি বড়ো অ্যাডমিনিস্ট্রেশনের নদী বাঁধ নির্মাণ করা হয়েছে?

(A) 54

(B) 37

(C) 25

(D) 9

উত্তর:- A

106. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে ভারতে প্রতিটি বড়ো নদী বাঁধ নির্মাণের কারণে গড়ে কতজন করে  মানুষ বাস্তুচ্যুত হয়েছেন?

(A) 5 হাজার

(B) 13 হাজার

(C) 44 হাজার

(D) 61 হাজার

উত্তর:- C

107. হিমাচল প্রদেশে পং বাঁধ ও পং জলাধার (মহারাণা প্রতাপ সাগর) নির্মাণের ফলে প্রায় কত পরিবার বাস্তুহারা হয়েছে?

(A) 21 হাজার

(B) 25 হাজার

(C) 5 হাজার

(D) 13 হাজার

উত্তর:- A

108. ভাগীরথী নদীতে উত্তরাখণ্ডে ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ নির্মাণের ফলে প্রায় কত পরিবার বাস্তহারা হয়েছে?

(A) 21 হাজার

(B) 25 হাজার

(C) 5 হাজার

(D) 13 হাজার

উত্তর:- D

109. রামসার সম্মেলন কোন্ সালে অনুষ্ঠিত হয়?

(A) 1971

(B) 1982

(C) 1995

(D) 2001

উত্তর:- A

110. নিম্নলিখিত কোনটি রামসার সাইট

(A) পূর্ব কলকাতা জলাভূমি

(B) ফারাক্কা বাঁধের জলাশয়

(C) ব্রহ্মপুত্র নদ

(D) গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি

উত্তর:- A

111. অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম কারণ হল

(A) ভূমিক্ষয়

(B) পারমাণবিক চুল্লি স্থাপন

(C) বন্দর নির্মাণ

(D) অতিরিক্ত ভৌমজলের ব্যবহার

উত্তর:- A

112. সাইমেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছে?

(A) কাশ্মীরে

(B) কেরালাতে

(C) রাজস্থানে

(D) মণিপুরে

উত্তর:- B

113. বনবিনাশের ফলে যা নষ্ট হয়

(A) জীববৈচিত্র্যা

(B) পাখি

(C) কীটপতঙ্গ

(D) প্রাণী

উত্তর:- A

114. বনভূমি বিনষ্ট হলে যে দুর্যোগের আশঙ্কা বাড়ে

(A) হড়পা বান

(B) দাবানল

(C) শিলাবৃষ্টি

(D) ঘূর্ণিঝড়

উত্তর:- A

115. নদীতে বাঁধ দিলে যাদের প্রজনন চক্র বিঘ্নিত হয়

(A) মানুষ

(B) সাপ

(C) মাছ

(D) ব্যাং

উত্তর:- C

116. উপজাতি মানুষেরা অরণ্যের ওপর নির্ভরশীল কারণ অরণ্য তাদের দেয়

(A) বাসভূমি

(B) দূষণহীন পরিবেশ

(C) গাছের ফলমূল

(D) বিশ্রাম ও বিনোদনের সুযোগ

উত্তর:- A

117. বনবাসী উপজাতি মানুষ কখন পরিবেশগত শরণার্থীতে পরিণত হয়?

(A) হাতে টাকা পয়সা না থাকলে

(B) চিকিৎসার জন্য শহরে এলে

(C) গৃহত্যাগী হলে

(D) বনবিনাশ, খনি ও বাঁধ নির্মাণের ফলে নিজ বাসভূমি থেকে উৎখাত হলে

উত্তর:- D

118. ভারতের কোন্ নদী দুটি জলবিরোধ প্রবণ?

(A) যমুনা ও ঘর্ঘরা

(B) কুশী ও রায়ডাক

(C) কৃষ্ণা ও কাবেরী

(D) ইছামতী ও চূর্ণী

উত্তর:- C

119. হিমালয়ান গারল্যান্ড ক্যানেল কোন্ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত?

(A) হিমালয়ে মোটর র‍্যালি

(B) নদী সংযুক্তিকরণ

(C) হিমালয়ের নদীসমূহের বন্যা

(D) হিমালয়ের ভেতর দিয়ে খাল খনন

উত্তর:- B

120. নিম্নলিখিত কোটি ভারতের স্বাদু জলের জলাভূমি?

(A) মানস সরোবর

(B) সম্বর হ্রদ

(C) চিলিকা হ্রদ

(D) লোকটাক হ্রদ

উত্তর:- D

121. জলাভূমিকে মানবদেহের যে অংশের সঙ্গে তুলনা করা হয়?

(A) মাথা

(B) বুক

(C) কিডনি

(D) লিভার

উত্তর:- C

122. পূর্ব কলকাতার জলাভূমি একটি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত পরিবেশগত সম্পদ কারণ এটি একটি

(A) রামসার সাইট

(B) মেট্রোপলিস

(C) ওয়েস্টল্যান্ড

(D) ল্যান্ডফিল

উত্তর:- A

123. সাসটেনেব্‌ল এগ্রিকালচার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

(A) র‍্যাচেল কারসন

(B) গ্যারেট হার্ডিন

(C) গর্ডন ম্যাকক্লাইমন্ট

(D) ডেসমন্ড টুটু

উত্তর:- C

124. চিপকো আন্দোলনের নেতা হলেন –

(A) চন্ডীপ্রসাদ ভাট

(B) পানডুরং হেগড়ে

(C) মেধা পটেকর

(D) অমর সিং

উত্তর:- A

125. আপ্পিকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন

(A) চন্ডীপ্রসাদ ভাট

(B) পানডুরং হেগড়ে

(C) মেধা পাটেকর

(D) অমর সিং

উত্তর:- B

126. নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন

(A) চন্ডীপ্রসাদ ভাট

(B) পানডুরং হেগড়ে

(C) মেধা পটেকর

(D) অমর সিং

উত্তর:- C

127. সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) উত্তরাখণ্ড

(B) অরুণাচল প্রদেশ

(C) কেরালা

(D) কর্নাটক

উত্তর:- C

128. তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে?

(A) উত্তরাখণ্ড

(B) অরুণাচল প্রদেশ

(C) কেরালা

(D) কর্নাটক

উত্তর:- A

129. গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন্ সালে গৃহীত হয়?

(A) 1986

(B) 1992

(C) 1997

(D) 2001

উত্তর:- A

130. বিষ্ণোই কারা?

(A) রাজস্থান-পাঞ্জাব-হরিয়ানার মানুষ

(B) অরুণাচল-নাগাল্যান্ডের মানুষ

(C) পশ্চিমবঙ্গ-বিহার-ওড়িশার মানুষ

(D) তামিলনাড়ু-কর্ণাটকের মানুষ

উত্তর:- A

131. বিষ্ণোই আন্দোলন কী কারণে বিখ্যাত?

(A) সতীদাহের বিরুদ্ধে আন্দোলন

(B) গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন

(C) বিধবা বিবাহের পক্ষে আন্দোলন

(D) শিশুশ্রম বন্ধ করার পক্ষে আন্দোলন

উত্তর:- B

132. খেজারলি হত্যাকাণ্ড কবে ঘটেছে?

(A) 1942 সালে

(B) 1945 সালে

(C) 1730 সালে

(D) 1757 সালে

উত্তর:- C

133. খেজারলি হত্যাকাণ্ড কোথায় ঘটেছে?

(A) হিরোসিমাতে

(B) রাজস্থানে

(C) চেনোবিলে

(D) ভূপালে

উত্তর:- B

134. খেজারলি হত্যাকাণ্ডের কারণ কী?

(A) পলাশীর যুদ্ধ

(B) নাৎসিদের ইহুদি নিধন

(C) নাগাসাকিতে আণবিক বোমার বিস্ফোরণ

(D) গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষের আন্দোলন

উত্তর:- D

135. বিষ্ণোই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন?

(A) অমৃতা দেবী

(B) ইন্দিরা গান্ধি

(C) মার্গারেট থ্যাচার

(D) সিরিমাভো বন্দরনায়েক

উত্তর:- A

Read More:- How was the Cosmic Before the Born Of Earth? | NASA Shows the Details Description With Image

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles