Gender Diversity in India | Female – Male High Discrimination | Gender Bias: India is back in Ranking: India proved to be the most highly Gender- Biased Country in the World. This is caused due to sub domination. Most of the Women engage themselves in household chores. No one wants to allow them to do any extraordinary work. In major cases, they are dependable to the male persons.
Gender Diversity in India: নারী পুরুষে ব্যাপক বৈষম্য, লিঙ্গ সমতায় শেষে স্থান ভারতের
পিছিয়ে রয়েছে ভারত লিঙ্গ বৈষম্যে
সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে যে, লিঙ্গ সমতার দিক থেকে ভারতের স্থান একদম শেষের দিকে। যেটি সংখ্যায় দাঁড়িয়েছে ১৩৫ তম। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধা দানের ক্ষেত্রে একটি উন্নত জায়গায় রয়েছে ভারত এবং সেটি গত বছরের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে কিন্তু তাতেও কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ।
- মোট 146 টি দেশকে নিয়ে এই লিঙ্গ বৈষম্যের সমীক্ষাটি করা হয়েছিল যেখানে ভারতের স্থান ১৩৫ তম সুতরাং দেখা যাচ্ছে যে ভারত মোটামুটি অনেকটাই পেছনে চলে গেছে। এমতাবস্থায় ভারতকে কি করা যেতে পারে এই বৈষম্য দূর করার জন্য সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
- The World Economic Forum এ বিষয়ে ভারতকে সতর্কতা জারি করেছে । আর এটাও পূর্ববাণী করেছে যে, এই সমস্যা মেটাতে ভারতকে লেগে যেতে পারে আরো শতাধিক বছর সুতরাং পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ভারতকে অনেকটাই বেক পেতে হবে বলে মনে করা হয়।
এই ধরনের বৈষম্যতার প্রধান কারণ হচ্ছে
ভারতের মতো একটি বৈচিত্র্য শালী দেশেও মহিলাদের পুরুষদের সমান চোখে দেখা এখনো পর্যন্ত সঠিকভাবে সম্ভব হয়নি যার জন্য একটা বিস্তরখানা থেকেই গেছে। কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে নারীদের যথাযথ স্থানে নিযুক্ত করা হচ্ছে না।
- লিঙ্গ সমতার দিক থেকে ভারত একদম শেষের দিকে রয়েছে। ভারত রয়েছে ১৩৫ তম স্থানে। অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে ভারত। গত বছরের থেকে পাঁচ স্থান উপরে উঠে এসেছে ভারত। তারপরেও দেখা যাচ্ছে যে ভারত লিঙ্গ সমতা রক্ষায় বহু বহু পিছনে পড়ে রয়েছে।
সামনের সারিতে থাকা দেশগুলি হল
জেনেভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) এর বার্ষিক জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২২ অনুসারে আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে লিঙ্গ সমতারক্ষাকারী দেশ। তারা প্রথম স্থান ধরে রেখেছে। তারপরে রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড এবং সুইডেন।
লিঙ্গবৈষম্যে ভারতের স্থান
১৪৬টি দেশকে নিয়ে এই সমীক্ষা করা হয় যেখানে শুধুমাত্র ১১ টি দেশ ভারতের নিচে রয়েছে। ভারতের নীচে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, কঙ্গো, ইরান এবং চাদ এর মতো দেশগুলি।
এ বিষয়ে করণীয় কী কী?
‘WEF’ সতর্ক করেছে যে শ্রমশক্তিতে লিঙ্গ ব্যবধান বৃদ্ধির সাথে জীবনযাত্রার সংকট বিশ্বব্যাপী মহিলাদের সবচেয়ে বেশি আঘাত করবে এবং লিঙ্গ ব্যবধান বন্ধ করতে আরও ১৩২ বছর সময় লাগবে। আরও বলা হয়েছে যে কোভিড -১৯ একটি প্রজন্মের মধ্যে লিঙ্গ সমতা ফিরিয়ে এনেছে কিন্তু কিছু কিছু দেশ সেই এক জায়গাতেই রয়েছে ফলে পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না।
ভারতের বিষয়ে, ‘WEF’ বলেছে যে
লিঙ্গ ব্যবধানে গত ১৬ বছরে উন্নতি হলেও যে পরিমাণ উন্নতি হওয়া উচিৎ ছিল সেই তুলনায় কিছুই হয়নি। তাঁরা বলেছেন , ‘আনুমানিক ৬৬২ মিলিয়ন মহিলা জনসংখ্যা রয়েছে ভারতে। সেই অনুযায়ী ভারতের এই সম্পর্কে বিশেষ ভাবে ভাবা উচিৎ ছিল। আরও উন্নত হওয়া উচিৎ ছিল এর মান কিন্তু সেটা হয়নি।’
মহিলা বিধায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবস্থাপকদের অংশ ১৪.৬ শতাংশ থেকে ১৭.৬ শতাংশে হয়েছে এবং পেশাদার এবং প্রযুক্তিগত কর্মী হিসাবে মহিলাদের অংশ ২৯.২ শতাংশ থেকে ৩২.৯ শতাংশে বেড়েছে৷ আনুমানিক অর্জিত আয়ের জন্য লিঙ্গ সমতা স্কোর উন্নত হয়েছে।
রাজনৈতিক ক্ষমতা অধিকারে ভারতের স্থান
রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে, ভারত ৪৮তম স্থানে রয়েছে। স্বাস্থ্য এবং বেঁচে থাকার তালিকায় ভারত ১৪৬ তম স্থানে সর্বনিম্ন স্থানে রয়েছে। ভারতের কাছাকাছি রয়েছে কাতার, পাকিস্তান, আজারবাইজান এবং চিন। দক্ষিণ এশিয়ার মধ্যে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানের পরে সামগ্রিক স্কোরে ভারত ষষ্ঠ সেরা।
ভারতের থেকেও পিছিয়ে থাকা দেশগুলি
ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের স্কোর ভারতের চেয়ে খারাপ। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে লিঙ্গ সমস্তা রক্ষায় ভারতের স্থান যে বেশ তলার দিকে তা স্পষ্ট। সময় এগিয়েছে। সভ্যতা এগিয়েছে। ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে। দেশে ফাইভ জি আসছে কিন্তু পুরুষ – মহিলাকে সমান চোখে দেখার বেলাতেই থেকে যাচ্ছে ফারাক। বিশেষজ্ঞরা বলছে ভারতের মূল সমস্যা মানসিকতায়। সেটাই পরিবর্তন হওয়া দরকার।
Read More:- Science GK MCQ 2022 | Daily General Knowledge MCQ | Latest Updates for Different types of Exams