How was the Cosmic Before the Born Of Earth? | NASA Shows the Details Description With Image

How was the Cosmic

How was the Cosmic Before the Born Of Earth? | NASA Shows the Details Description With Image:- The Primal condition Of Cosmic when the Earth has not born was totally different from present condition. Today in this topic Smart Knowledge us presenting and describing the details in view. National Aeronautics and Space Administration ( NASA) has sent that picture. Web Telescope ” SMACS – 723″ clicked the image of Galaxy where the Milky Way was before 470 Crore Years before.

How was the Cosmic Before the Born Of Earth?

পৃথিবীর জন্মেরও আগের গভীর মহাশূন্যের হাজারো ছায়াপথের ছবি তুলে পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা গ্যালাক্সিগুলোর এমন ছবি এই প্রথম প্রকাশ করা হলো।

নাসা জানিয়েছে,

ওয়েব টেলিস্কোপ ‘এসএমএসিএস -৭২৩’-এর যে ছবিটি তুলেছে, ছায়াপথ গুচ্ছটি সেই অবস্থায় ছিল ৪৬০ কোটি বছর আগে। মজার বিষয় হচ্ছে, বিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর বয়স আনুমানিক ৪৫৪ কোটি বছর (কম-বেশি পাঁচ কোটি বছর)।

ছবিটি উদ্বোধনের পর জো বাইডেন বলেন, এসব ছবি সারা বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চায় যে যুক্তরাষ্ট্র বড় বড় কাজ করতে পারে। আর যুক্তরাষ্ট্রের নাগরিক, বিশেষ করে শিশুদের মনে করিয়ে দিতে চায়, কোনো কিছুই আমাদের জন্য দুরূহ নয়।

নাসা জানিয়েছে, ছবিটি তুলেছে ওয়েব টেলিস্কোপের ‘নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (এনআইআরক্যাম)’। সাড়ে ১২ ঘণ্টায় বিভিন্ন তরঙ্গের ইনফ্রারেড আলো নিয়ে ‘কম্পেজিট’; ছবিটি ধারণ করেছে এনআইআরক্যাম।

মহাবিশ্ব নিয়ে আমাদের উৎসাহের অন্ত নেই

প্রশ্নের পর প্রশ্ন, এখনো প্রশ্নের শেষ নেই। আর বিজ্ঞানীরাও মাঝেমাঝে আমাদের একেবারে চমকে দিচ্ছেন। রহস্যে ঘেরা মহাবিশ্ব, আর সেই রহস্যের উদঘাটনের জন্যই একের পর এক গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এবার সম্প্রতি উন্নত প্রযুক্তির সাহায্যে নাসার (NASA) বিজ্ঞানীরা মহাকাশে এমন কিছু দেখেছেন, যা আগে দেখা যায়নি কখনো।  (How was the Cosmic)

নাসার হাতে এসেছে মহাবিশ্বের একটি দুরন্ত ছবি। জানা যাচ্ছে, নাসার নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের প্রথমদিকের সবচাইতে স্পষ্ট, পরিষ্কার আর রঙিন ইনফ্রারেড ছবি তুলতে সক্ষম হয়েছে। মনে করা হচ্ছে, ওই ছবিতে সম্ভবত ১৩ বিলিয়ন বছর আগের মহাবিশ্বের ছবি ফুটে উঠেছে।

নাসা বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস স্যাটেলাইটের তোলা ‘গহীন মহাশূন্যের’ ছবির অ্যালবাম প্রকাশ করার একদিন আগে অ্যালবামের একটি ছবি হোয়াইট হাউজে দেখিয়ে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।ছবিটি উদ্বোধনের পর রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, এসব ছবি সারা বিশ্বকে মনে করিয়ে দিতে চায়, যুক্তরাষ্ট্র বড় কাজ করতে পারে। আর যুক্তরাষ্ট্রের নাগরিক, বিশেষ করে শিশুদের মনে করিয়ে দিতে চায়, কোনো কিছুই আমাদের জন্য আর দুরূহ নয়।অর্থাৎ সবকিছু সম্ভব।

ছবিটি তুলেছে ওয়েব টেলিস্কোপের ‘নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIR CAM)’

উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, এই প্রথমবার এমন ছবি সামনে এসেছে যেখানে এত দূরের আর এত আগের ছবি দেখা গিয়েছে। ১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা এই ছবিটির নাম “ডিপ ফিল্ড” দেয়া হয়েছে। ছবিটি তুলতে টেলিস্কোপের সময় লেগেছে ১২.৫ ঘন্টা। (How was the Cosmic)

 উল্লেখ করা জরুরি যে,

নাসার জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েবের ডেপুটি প্রজেক্ট সায়েন্টিস্ট জনাথন গার্ডনার জানিয়েছেন, “এই টেলিস্কোপের মাধ্যমে আমরা কয়েক বিলিয়ন বছর পেছনে ফিরে যেতে পেরেছি। এটি সম্ভব হয়েছে কারণ সেইসকল আকাশগঙ্গা থেকে নির্গত আলো আমাদের টেলিস্কোপে পৌঁছতে বিলিয়ন বছর সময় নেয়। এখন জ্যোতির্বিজ্ঞানীরা এই আকাশগঙ্গাগুলির কত বয়স সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। মহাবিশ্বের অনন্য জিনিসের রহস্য উদঘাটনের চেষ্টাও থাকবে। পাশাপাশি আমাদের নিজস্ব সৌরজগত সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়া যাবে।”

Read More:- Nadia District Details Description | Know your District | Daily Gk 2022 For competitive Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles