Railway Group-D GK 2022| 90 Top Daily GK for upcoming Railway Exam

Railway Group-D GK 2022 Question Answer

Railway Group-D GK 2022:90 Top Daily GK for upcoming Railway Exam 2022. For each competitive (like Railway, Banking, WBSC, etc) examination General Knowledge is one of the important topics for question selection.

Keeping up in mind the requirement of the aspirants we are providing this article. Here we have discussed some mixed types of General Knowledge  Our today’s article is based on especially 90 questions – answers based on the competitive exam series. These topics are most relevant for the upcoming govt. job exams.

Railway Group-D GK 2022 Question Answer:

১. কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত? টেমস

২. পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?  ম্যান্ডারিন

৩. ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি?  দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন।

৪. দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়? ব্ল্যাক ফরেস্ট থেকে

৫. ভলগা নদী কোথায় পতিত হয়েছে?  ক্যাম্পিয়ান সাগর

৬. শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন? ফারসি

৭. পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি? ডগার্স ব্যাংক

৮. ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি? রাশিয়া

৯. ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন? আর্দ্র

১০. ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত? পিরেনীজ পর্বত

১১. ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়? ভলদাই পর্বত (রাশিয়া)

১২. The City of Thousand Windows নামে পরিচিত কোন শহর? বেরাত, আলবেনিয়া

১৩. বর্তমানে আফ্রিকার ব্রিহত্তম অর্থনীতির দেশ কোনটি? দক্ষিন আফ্রিকা

১৪. বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয় কবে থেকে? ১৮৮০ সাল থেকে

১৫. এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান ঘাটি কোনটি? ওকিনাওয়া

১৬. যুক্তরাষ্ট্রে দেশের জন্য প্রাণ উতসর্গকারীদের পরিবারকে কি বলা হয়? গোল্ড স্টার পরিবার

১৭. জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ‘যুব বয়সের ব্যাপ্তিকাল কত বছর? ১৫-২৪ বছর

১৮. কোন দেশ অলিম্পিকে প্রথম ১০০০ স্বর্ণপদক লাভের মাইলফলক স্পর্শ করে? যুক্তরাষ্ট্র

১৯. বর্তমানে কোন দেশে সর্বাধিক ওষুধ রফতানি হয়? মিয়ানমার

২০. ৫ আগস্ট ২০১৬ টেস্ট ক্রিকেটে ৪২ তম হ্যাট্রিক করেন কে? রঙ্গনা হেরাথ (শ্রীলংকা)

২১. স্বর্ণের পরমাণুর আকার কত? 0.3nm

২২. ফরাসী বিপ্লব সংঘটিত হয়? ১৭৮৯ সালে

২৩. হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড

২৪. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে? জিব্রালটার প্রণালী

২৫. গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য

২৬. তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? মিশর

২৭. বর্তমান দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? ৫টি

২৮. লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল

২৯. এপিকালচার কি? মৌমাছি পালন বিদ্যা

৩০. সিস্মগ্রাফ কি?  ভুমিকম্প মাপন যন্ত্র

৩১. ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি? ভিসুভিয়াস (ইটালি), ইটনা (সিসিলি)

৩২. আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি.মি.)

৩৩. লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি? রাশিয়া

৩৪. বর্তমানে আফ্রিকা মহাদেশের ব্রিহত্তম অর্থনীতির দেশ কোনটি? দক্ষিন আফ্রিকা

৩৫. বিশ্বে আবিষ্কৃত এবং স্বীকৃত মৌল বা মৌলিক পদার্থের সংখ্যা কতটি? ১১৮ টি

৩৬. ১১৮ তম মৌলের নাম কি? এগনিসন (Og)

৩৭. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? দক্ষিন কোরিয়া

৩৮. ২০১৬ সালে ICT উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? শাদ

৩৯. ২০১৬ সালে ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১৪৪ তম

৪০. ২০১৬ সালের সুখি দেশের তালিকায় সবচেয়ে সুখি দেশ? কোস্টারিকা

৪১. ২০১৬ সালের সুখি দেশের তালিকায় সবচেয়ে অসুখি দেশ? শাদ

৪২. ২০১৬ সালের সুখি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? ৮ম

৪৩. ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি?  সুইজারল্যান্ড

৪৪. ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন

৪৫. ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ১১৭ তম

৪৬. রিও অলিম্পিকে দ্রুততম মানবী কে? এলেইন থম্পসন (জ্যামাইকা)

৪৭. অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক(২৮টি) পদকজয়ী কে? মাইকেল ফেলপস

৪৮. অলিম্পিকে মাইকেল ফেলপস কতটি স্বর্নপদক জয় করেন? ২৩ টি

৪৯. অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে শর্বোচ্চ সংখ্যক পদকজয়ী কে? মাইকেল ফেলপস

৫০. রিও অলিম্পিকের প্রথম স্বর্নপদক জয়ী কে? ভার্জিনিয়া থারেসা (যুক্তরাষ্ট্র)

৫১. অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে স্বর্ণজয়ী সাঁতারু কে? এন্থনি ইরভিন

৫২. এশিয়ার নোবেল নামে পরিচিত কে? রেমন ম্যাগসেসে পুরস্কার

৫৩. মুখ ও মখোশ” সিনেমার পরিচালক কে? আব্দুর জব্বার খান৷

৫৪. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল

৫৫. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন

৫৬. কিসের অভাবে গলগন্ড রোগ হয়? আয়োডিন

৫৭. রিও অলিম্পিক এর আদর্শ কি ছিল? একটি নতুন পৃথিবী

৫৮. ২০১৬ সালের রিও অলিম্পিকে নতুনভাবে অন্তর্ভুক্ত হয় দুটি পুরানো খেলা কি কি? গলফ ও রাগবি৷

৫৯. কোপা আমেরিকা ২০১৬ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কোন দল? চিলি

৬০. বিশ্বের শীতলতম মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা৷

৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি? রিংগিত

৬২. হিউম্যান পেপিলোমা কি? ভাইরাস

৬৩. ন্যাটো ভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? তুরস্ক

৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন? ফ্রেডরিক বেন্টিং(সঠিক উত্তর নেই)

৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে? ব্রেন্ডন ম্যাককালাম

৬৬. ২০১৫ সালে ‘World Food Prize’ কে পেয়েছেন? স্যার ফজলে হাসান আবেদ

৬৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়? ২ বছর

৬৮. রাষ্ট্রের উপাদান নয় কোনটি? সামাজিক ন্যায়বিচার

৬৯. “ছিয়াত্তরের মন্বন্তর” নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে? বাংলা ১১৭৬ সনে

৭০. হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়? হুগলী

৭১. জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ? দ্বিতীয়

৭২. ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ? ১৫.৭%

৭৩. আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম? তৃতীয়

৭৪. আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান?পাঁচ ভাগের একভাগ।

৭৫. ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান? ক্যাম্পিয়ান সাগর

৭৬. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা

৭৭. সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে জল কত ডিগ্রি? ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড

৭৮. সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী কোন ধাতু? রুপা

৭৯. কোন গ্যাস অগ্নি নির্বাপক? কার্বন ডাই অক্সাইড

৮০. দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি? বঙ্গবন্ধু সেতু

৮১. বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর নেই। Railway Group-D GK 2022

৮২. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে? হামিদুর রহমান

৮৩. তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু কোনটি? নিকোটিন

৮৪. ‘Statue of Peace’ কোথায় অবস্থিত? নাগাসাকি

৮৫. বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন কে? গিরীশ চন্দ্র সেন

৮৬. বিশ্বের প্রথম মহিলা প্রধা্নমন্ত্রী কে? শ্রীমাভো বন্দরনায়েক

৮৭. যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? ১৮৬৩

৮৮. ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ডিরোজিও

৮৯. পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? এমিবা

৯০. GMT কি? পৃথিবীর মধ্যভাগের সময়

Read More: GK For Govt. Exam 2022|50 Questions for Upcoming Govt Exam 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles