GK For Govt.Exam 2022|50 Questions for Upcoming Govt Exam 2022

GK For Govt.Exam 2022:In each field of all the competitive type MCQ-based exams, a lot of questions are asked from the GK portion. Keeping up in mind the requirement of the aspirants we are providing this article. Here we have discussed some mixed types of General Knowledge,  Our today’s article is based on especially 50 questions – answers based on the competitive exam series. These topics are most relevant for the upcoming govt. job exams.

GK For Govt.Exam 2022: (Question-Answer)

1. ‘The Ascent of Sap’ বইটি কার লেখা ?

উঃ জগদীশচন্দ্র বসু

2. হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

উঃ  বেলিস ও স্টারলিং

3. অলফ্যাক্টরি কোশ কি হিসাবে কাজ করে ?

উঃ ঘ্রাণ গাহক

4. ব্যাকটেরিয়ার দেহে কি ধরণের বিভাজন ঘটে ?

উঃ অ্যামাইটোসিস

5. দেহের বিভিন্ন অংশে ম্যালিগন্যান্ট কোশগুলির ছড়িয়ে পড়াকে কি বলে ?

 উঃ  মেটাস্ট্যাসিস

6. প্রজাপতির দ্বারা পরাগযোগ কে কি বলা হয় ?

উঃ সাইকোফিলি

7. অ্যালবিনিজম কি বাহিত প্রচ্ছন্ন রোগ ?

উঃ অটোজোম

8. যে সব ব্যক্তির লালের প্রতি বর্ণান্ধতা রয়েছে তাদের কে কি বলে ?

উঃ প্রোটোনোপ

9. মানুষের চোখের কোনে লাল রঙের ক্ষুদ্র মাংসল নিষ্ক্রিয় অঙ্গটি হল ?

উঃ প্লিকা সেমিলুনারিস

10. মৌমাছির নৃত্যের আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান ?

উঃ কার্ল ভন ফ্রিশ

11. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উঃ দার্জিলিং

12. ‘ধরিত্রী দিবস’ কবে পালন করা হয় ?

উঃ ২২ শে এপ্রিল

13. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?

উঃ সম্রাট আকবর

14. Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?

উঃ ব্রিটেন

15. রাশিয়ার পার্লামেন্টের নিম্নক্ষের নাম কি?

উঃ ডুমা

16. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?

উঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

17. বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে?

উঃ কামরুল হাসান

18. মুজিবনগর সরকার গঠিত হয় কবে?

উঃ ১০ এপ্রিল ১৯৭১

19. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

উঃ দিনাজপুরে (নিশ্চিত না)

20. তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত কোথায়?

উঃ বেইজিং

21. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?

উঃ ৪৪ তম

22. বিশ্বে প্রথম ব্যাপক মাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয় কবে কোথায়?

উঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় ২২ এপ্রিল ১৯১৫, বেলজিয়ামে

23. Ellora caves কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মহারাষ্ট্র

24. Roger Federer কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ টেনিস

25. কোন গ্যাসকে মার্স গ্যাস বলে ?

উঃ মিথেন

26. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?

উঃ সংবাদ প্রভাকর

27. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উঃ আসাম

28. তিতুমীরের প্রকৃত নাম কী ?

উঃ সৈয়দ মীর নিসার আলী

29. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

উঃ বৈকাল হ্রদ

30 . ONGS এর ফুল ফর্ম কী ?

উঃ Oil and Natural Gas Corporation

31. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

উঃ লর্ড ডালহৌসি

32. কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯৪৪ সালে

33. এবছর (২০২১) বিশ্ব জল দিবস এর থিম কী ছিল ?

উঃ Valuing Water

34 . চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ ছত্রিশগড়

35. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?

উঃ জীবনানন্দ দাশ

36. World Radio Day কবে পালন করা হয় ?

উঃ ১৩ই ফেব্রুয়ারি

37. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৯১৩ সালে

38. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?  

উঃ জন ক্লার্ক মার্শম্যান

39. সাধারণ লবণ হিসেবেও পরিচিত –

উঃ সোডিয়াম ক্লোরাইড

40 . সোডা ক্রিষ্টাল নামে পরিচিত –

উঃ সোডিয়াম কার্বনেট

41 . কত খ্রিস্টাব্দে “অমৃতবাজার পত্রিকা” প্রকাশিত হয় ?

উঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে

42. লোহার রাসায়নিক চিহ্ন হল –

উঃ Fe GK For Govt. Exam 2022

43. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উঃ মুম্বাই

44. কোন নদীর অপর নাম শাল নদী ?

উঃ কোপাই নদী

45. “রামচরিতমানস”– এর রচয়িতা হলেন –

উঃ তুলসীদাস

46. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উঃ জিন্দাগাদা

47. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮০০ সালে

48. Forest Research Institute কোথায় অবস্থিত ?

উঃ দেরাদুন

49 . তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় ?

উঃ ২০০৫ সালে

50 . আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

উঃ রাজস্থান

🍊Vitamins 🍅🥑🍎🌽🍉

রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত রোগসমূহ ➡️

1. ভিটামিন – A
🍐 রাসায়নিক নাম – রেটিনল
উৎস : বাঁধাকপি, পাকা আম, টম্যাটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃত নিঃসৃত তেল
অভাবজনিত রোগ : রাতকানা, সেরোসিস

🍉 2. ভিটামিন – B1
রাসায়নিক নাম – থিয়ামিন
উৎস : ডিমের কুসুম, ঢেঁকিছাটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বীট, লেটুস শাক
অভাবজনিত রোগ : বেরিবেরি, ক্ষুধামান্দ্য, স্নায়ুদৌর্বল্য

🍎 3. ভিটামিন – B2
রাসায়নিক নাম – রাইবোফ্লাভিন
উৎস : যকৃত, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নাটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক
অভাবজনিত রোগ : চেইলোসিস; স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয়, গ্লসাইটিস

🍒 4. ভিটামিন – B3
রাসায়নিক নাম – নিয়ানিস
উৎস : ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর, বিন
অভাবজনিত রোগ : পেলেগ্রা

🍍5. ভিটামিন – B5
রাসায়নিক নাম – প্যান্টোথ্যানিক অ্যাসিড
উৎস : যকৃত, রাঙা আলু, মটর, আখের গুড়
অভাবজনিত রোগ : ডার্মাটাইটিস, অনিদ্রা, স্নায়ুদৌর্বল্য

🍓6. ভিটামিন – B6
রাসায়নিক নাম – পাইরিডক্সিন
উৎস : দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য
অভাবজনিত রোগ : ডার্মাটাইটিস, অ্যানিমিয়া

🥑7. ভিটামিন – B7
রাসায়নিক নাম – বায়োটিন
উৎস : ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম
অভাবজনিত রোগ : বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুলপড়া

🍠8. ভিটামিন – B9
রাসায়নিক নাম – ফোলিক অ্যাসিড
উৎস : ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম
অভাবজনিত রোগ : বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুলপড়া

🍆9. ভিটামিন – B12
রাসায়নিক নাম – সায়ানোকোবালামিন
উৎস : মাছ, মাংস, দুধ, ডিম
অভাবজনিত রোগ : বৃদ্ধি ব্যাহত, পারনিসিয়াস অ্যানিমিয়া

🥔10. ভিটামিন – C
রাসায়নিক নাম – অ্যাসকরবিক অ্যাসিড
উৎস : আমলকী, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ
অভাবজনিত রোগ : স্কার্ভি

🧄11. ভিটামিন – D
রাসায়নিক নাম – আর্গোক্যালসিফেরল ও কোকোক্যালসিফেরল
উৎস : সূর্য কিরণ, উদ্ভিজ্জ তেল, কড, হ্যালিবাট প্রভৃতি মাছের যকৃতের তেল
অভাবজনিত রোগ : রিকেট

🌰12. ভিটামিন – E
রাসায়নিক নাম – টোকোফেরল
উৎস : লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস
অভাবজনিত রোগ : বন্ধ্যাত্ব

🥕🥒13. ভিটামিন – K
রাসায়নিক নাম – ফাইলোকুইনোন

উৎস : পালং শাক, টম্যাটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ মাখন, যকৃত, বৃক্ক
অভাবজনিত রোগ : রক্তক্ষরন বা হেমারেজ

 

GK For Govt. Exam 2022 

Read More: Competitive Exam Based GK 2022| Mixed GK For 2022 Competitive Exam

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles