Indian National Movement | WBCS Preliminary Exam 2022 | Also for other Competitive Exams

Indian National Movement

Indian National Movement | WBCS Preliminary Exam 2022 | Also for other Competitive Exams:– Today in this Article Smart Knowledge is here to provide you with a bunch of History Questions – Answers which are the best selective for upcoming WBCS Preliminary Exam and other Competitive Exams. This section is selected from Indian National Movement

We know very well that WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects ( each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is 2 subject topic from History. One is Ancient History (25 marks) and Modern History (25 marks).To think about my dear WBCS Aspirants we are posting Modern Historical Study stuff so that all of you can proceed with your preparation.

Indian National Movement

Today’s Modern History Topic contains 100+ top selected Questions. Now is the vital time for us to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims easily and secure the cut-off marks.  (Indian National Movement)

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from History Portion. (WBCS Preliminary 2022 History: Indian Modern History)

 


 

1. প্রথম ভারতীয় মহিলা গ্রাজুয়েট ও মহিলা চিকিৎসকের নাম কী?

উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

2. কে কবে প্রতাপাদিত্য উৎসব শুরু করেন?

উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে সরলা দেবী চৌধুরানী।

3. কে কবে বীরাষ্টমী ব্রত শুরু করেন?

উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সরলাদেবী চৌধুরাণী।

4. কবে অরন্ধন দিবস পালিত হয়?

উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।

 


 

5. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

6. রাওলাট আইন কবে পাশ হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।  (Indian National Movement)

7. ‘দেশবন্ধু নামে কে পরিচিত?

উঃ চিত্তরঞ্জন দাশ।

8. কলকাতায় কবে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে।

 


 

9. ‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ ভূপেন্দ্রনাথ দত্ত।

10. কোন বিল্পবী গোষ্ঠী ‘যুগান্তর’ পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে?

উঃ যুগান্তর গোষ্ঠী।

11. বাংলায় বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর?

উঃ অনুশীলন সমিতি।

12. প্রমথনাথ মিত্র কে?

উঃ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

13. কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯০২ সালের ২৪ শে মার্চ পি এন মিত্র (প্রমথনাথ মিত্র)।

14. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?

উঃ ডিরোজিও।

15. মাস্টারদা নামে কে পরিচিত?

উঃ সূর্য সেন।

16. কার নেতৃত্বে কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?

উঃ ১৯৩০ সালের ১৮ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে।

18. ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়?

উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন।

19. ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়?

উঃ কলকাতার কাছে রিষড়ায়।  (Indian National Movement)

20. ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে।

21. জর্জ অকল্যাণ্ড কে?

উঃ প্রথম পাটকল নির্মাতা

 

Read More:- Indian Geography GK 2022 | WBCS Preliminary Exam and others | Selective Exam Based

22. কাউয়াসজী নানাভাই দাভর কে?

উঃ ভারতে প্রথম কাপড়ের কল নির্মাতা।

23. দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর।

উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।

24. নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৬ সালে।  (Indian National Movement)

25. নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন?

উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন জি রঙ্গ।

26. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর।  (Indian National Movement)

27. সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়?

উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে।

28. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’?

উঃ গান্ধীজী।

28. কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়?

উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়।

29. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে।

30. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?

উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।

31. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।

32. মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।

33. ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।

34. ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা?

উঃ শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজফফর আমেদ।

35. All India Peasants’ and Workers’ Parties – এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল?

উঃ ১৯২৮ সালে কলকাতায়।  (Indian National Movement)

36. AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে?

উঃ বোম্বাই শহরে। লালা লাজপত রায়।

37. রুশ বিপ্লব কবে ঘটে?

উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে।

38. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?

উঃ ১৯২০ সালের ৩১ শে অক্টোবর।

39. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?

উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।

40. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?

উঃ উত্তর প্রদেশের আর্য সমাজের নেতা।

41. ‘I have burnt my boats’ – কার উক্তি?

উঃ মহাত্মা গান্ধীর।

42. গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন?

উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ শে মার্চ।

43. আইন অমান্য আন্দোলন কবে স্থগিত হয়?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৬ই এপ্রিল।

44. গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।

45. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উঃ জওহরলাল নেহেরু।

46. আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?

উঃ লাহোর অধিবেশনে।

47. সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন?

উঃ সাত জন।  (Indian National Movement)

48. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে।

49. লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।

50. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে।

51. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?

উঃ চৌরিচৌরার ঘটনায়।

52. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?

উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।

53. খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর?

উঃ মওলানা মোহাম্মদ আলি, মাওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ।

54. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

55. ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে?

উঃ মহাত্মা গান্ধী।

56. মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?

উঃ বিহারের চম্পারণ জেলায়।

57. রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।

58. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে।

59. দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?

উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।  (Indian National Movement)

60. ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে?

উঃ মহাত্মা গান্ধী।

61. কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দের ২ রা অক্টোবর।

62. হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?

উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন

63. ভারতীয় হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে।

64. বঙ্গভঙ্গ কখন রদ হয়?

উঃ ১৯১১ সালে।

65. কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?

উঃ লর্ড হার্ডিঞ্জ।

66. জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।

67. কে কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি চিত্তরঞ্জন দাশ।

68. গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।

69. গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

70. দেশবন্ধু’ নামে পরিচিত কে?

উঃ চিত্তরঞ্জন দাশ।  (Indian National Movement)

71. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?

উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই।

72. চম্পারণ কৃষিবিল কবে পাশ হয়?

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে পাশ হয়।

73. কে কবে কোথায় ‘অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে বাবা রামচন্দ্র।

74. একা বা একতা বিদ্রোহ কবে কোথায় শুরু হয়?

উঃ উত্তরপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর বারাইচ প্রভৃতি স্থানে।

75. মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়?

উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।

76. কে কবে রায় সমিতি গড়ে তোলেন?

উঃ অধ্যাপক এন জি রঙ্গ ১৯২৩ খ্রীষ্টাব্দে।

77. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।

78. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে?

উঃ কৃষ্ণকুমার মিত্র।

79. কে কবে কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?

উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

80. ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে?

উঃ মজুফফর আহমেদ।

81. ‘সোসালিস্ট’ পত্রিকার সম্পাদক কে?

উঃ এস. এ. ডাঙ্গে।

82. গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।

83. ‘লেনিন বনাম গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?

উঃ শ্রীপদ অমৃত ডাঙ্গে।

84. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?

উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর। (Indian National Movement)

85. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।

উঃ মুজ্‌ফ্‌ফর আহমেদ, পি. সি. যোশী।

86. কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?

উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।

87. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?

উঃ গান্ধীজীর।

88. কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।

89. সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?

উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।

90. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

91. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?

উঃ লালা লাজপৎ রায়।

92. মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?

উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

93. ‘বাঘা যতীন’ কার নাম?

উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের।

94. তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

95. খেদা আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।

96. কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?

উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে ১২ ই ডিসেম্বর।

97. তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল?

উঃ বিহারের চম্পারণে।  (Indian National Movement)

98. কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?

উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।

99. খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।

উঃ মহম্মদ আলি, সৌকত আলি।

100. কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়?

উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।

101. মাতঙ্গিনী হাজরা কোন জেলার মানুষ ছিলেন?

উঃ মেদিনীপুর জেলার।

102. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ উমেশচন্দ্র দত্ত।

103. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

104. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটির লেখক কে?

উঃ কালীপ্রসন্ন সিংহ।

105. মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা নামে কে পরিচিত?

উঃ জ্যোতিরাও ফুলে।

106. কত সালে ছাত্রসভা প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৫ সালে।

107. কবে কার নেতৃত্বে অ্যাণ্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

উঃ শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে ১৯০৫ সালের ৪ নভেম্বর।

108. প্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯০৫ সালের ৮ নভেম্বর রঙপুরে।

109. বি ভি (বেঙ্গল ভলান্টিয়ার্স) দলের প্রতিষ্ঠাতা কে?

উঃ হেমচন্দ্র ঘোষ।

110. পুণা চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ২৫ শে সেপ্টেম্বর।

111. ভারত লেবার পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৫ সালে।

112. ভারতের দলিত আন্দোলনের প্রতীক কে?

উঃ বি আর আম্বেদকর।

113. হিন্দু সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? কী কী?

উঃ চারটি বর্ণে। বাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

114. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন?

উঃ র‍্যামসে ম্যাকডোনাল্ড।  (Indian National Movement)

115. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা কবে ঘোষিত হয়?

উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ১৬ই আগস্ট।

 

Read More:- WB Primary Tet Bengali | Top 100 Karok- Bivokti MCQ 2022 | Chosen for upcoming Exam

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles