WB Primary Tet Bengali | Top 100 Karok- Bivokti MCQ 2022 | Chosen for upcoming Exam

WB Primary Tet Bengali

WB Primary Tet Bengali | Top 100 Karok- Bivokti MCQ 2022 | Chosen for upcoming Exam: পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার সিলেবাস অনুযায়ী মাতৃভাষা হিসেবে বাংলা বিষয়টি রয়েছে । বাংলা বিষয়ের মধ্যে কারক ও বিভক্তি অংশটি অন্তর্ভুক্ত আছে । সেখান থেকে কিছু সিলেক্টিভ mcq প্রশ্ন-উত্তর আজকে এই পোস্টে দেওয়া হল । এখানে বাংলা ব্যাকরণের কারক বিভক্তি অংশটি তুলে ধরা হয়েছে । কারক বিভক্তি সম্পর্কিত একটি সূত্র আজ আমি সবার সাথে শেয়ার করব । সেটা হচ্ছে —–

“কে কর্তা কি কর্ম,

কিসের দ্বারা করণ ধর্ম

হইতে থেকে অপাদান

কিছু দান সম্প্রদান

কোথায় কখন অধিকরণ

এই নিয়ে কারক হরণ ।”

WB Primary Tet Bengali: কারক ও বিভক্তি

অর্থাৎ বাংলা ব্যাকরণের মোট ছয়টি কারক রয়েছে । সেগুলি হল ——

  1. কর্তা কারক,
  2. 2. কর্মকারক,
  3. করণ কারক
  4. নিমিত্ত কারক
  5. সম্প্রদান কারক
  6. অপাদান কারক এবং
  7. অধিকরণ কারক ।

Upcoming Important GOvt. job exams are coming very soon. So, take a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with WB Primary Tet Bengali, a huge bunch of Bengali Grammar from the Karok- Bivokti.

১. কারক নির্ণয় করার সহজ উপায় কী?

ক) শব্দটিকে ভাঙা

খ) বিশেষ্যকে প্রশ্ন করা

গ) বিশেষণকে প্রশ্ন করা

ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা

সঠিক উত্তর: (ঘ)

২. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন আধারাধিকরণ বলে?

ক) ঐকদেশিক

খ) অভিব্যাপক

গ) বৈষয়িক

ঘ) সামীপ্য অর্থে ঐকদেশিক

সঠিক উত্তর: (খ)

৩. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক) পরীক্ষায় নকল করা ভালো নয়

খ) ফুল তুলতে এলেম বনে

গ) পাখিকে ঢিল মারলে কেন

ঘ) রাত শেষ হয়ে এল

সঠিক উত্তর: (গ)  (WB Primary Tet Bengali)

৪. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?

ক) মুখ্য কর্ম

খ) অপ্রধান কর্ম

গ) গৌণ কর্ম

ঘ) বিধেয় কর্ম

সঠিক উত্তর: (গ)

 


 

৫. ‘তিনি কলকাতা থেকে এসেছেন’ – এখানে ‘কলকাতা’ কোন কারক?

ক) কর্তৃকারক

খ) কর্মকারক

গ) অধিকরণ কারক

ঘ) অপাদান কারক

সঠিক উত্তর: (ঘ)

৬. নৌকা ঘাটে বাঁধা – ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ২য়া

খ) করণে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৫মী

সঠিক উত্তর: (গ)

৭. ‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’ – এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?

ক) অসমান কর্তা

খ) এক কর্তা

গ) প্রযোজক কর্তা

ঘ) নিরপেক্ষ কর্তা

সঠিক উত্তর: (ঘ)

৮. স্বত্ব ত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে?

ক) কর্তৃ

খ) কর্ম

গ) সম্প্রদান

ঘ) অপাদান

সঠিক উত্তর: (গ)

 


 

৯. ‘দুধ থেকে দই হয়’ – এখানে ‘দুই থেকে’ কোন অর্থে অপাদান?

ক) গৃহীত

খ) জাত

গ) বিচ্যুত

ঘ) আরম্ভ

সঠিক উত্তর: (ক)    (WB Primary Tet Bengali)

১০. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ – এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে সপ্তমী

খ) কর্তৃকারকে সপ্তমী

গ) অধিকরণে সপ্তমী

ঘ) কর্মে সপ্তমী

সঠিক উত্তর: (ক)

১১. কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?

ক) ফুলে ফুলে বাগান ভরেছে

খ) তাকে গ্রামে যেতে হয়

গ) আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে

ঘ) সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়

সঠিক উত্তর: (গ)

১২. “তিলে তৈল হয়” – এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭মী

খ) অপাদানে ৭মী

গ) করণে ৩য়া

ঘ) অধিকরণে ৫মী

সঠিক উত্তর: (খ)

১৩. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?

ক) মুখ্য কর্তা

খ) গৌণ কর্তা

গ) ব্যতিহার কর্তা

ঘ) প্রযোজ্য কর্তা

সঠিক উত্তর: (গ)

১৪. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?

ক) ‘যে’ বা ‘তে’

খ) ‘এ’ বা ‘এতে’

গ) ‘র’ বা ‘এর’

ঘ) ‘থেকে’ বা ‘চেয়ে’

সঠিক উত্তর: (গ)

১৫. ব্যাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?

ক) সন্ধি

খ) সমাস

গ) কারক

ঘ) বিভক্তি

সঠিক উত্তর: (গ)

১৬. “বনে বাঘ আছে” – ‘বনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) বৈষয়িক অধিকরণ

খ) ভাবাধিকরণ

গ) ঐকদেশিক অধিকরণ

ঘ) অভিব্যাপক অধিকরণ

সঠিক উত্তর: (গ)  (WB Primary Tet Bengali)

১৭. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ – নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক) করণে সপ্তমী

খ) কর্মে দ্বিতীয়া

গ) কর্তায় সপ্তমী

ঘ) অপাদানে সপ্তমী

সঠিক উত্তর: (খ)

১৮. “আমার যাওয়া হয় নি।” – ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী

খ) কর্তৃকারকে ৭মী

গ) অপাদানে ৭মী

ঘ) অধিকরণে ৭মী

সঠিক উত্তর: (খ)

১৯. কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ?

ক) কোন বনেতে ফুটল যে ফুল

খ) পরাজয়ে ডরে না বীর

গ) সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়

ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল

সঠিক উত্তর: (খ)

২০. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ –

ক) কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না

খ) ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না

গ) বিভক্তি যুক্ত হয় না

ঘ) কর্তা নিজে ক্রিয়া সমাধা করে

সঠিক উত্তর: (খ)

২১. অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি?

ক) সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ

খ) পাখিতে বাসা বেঁধেছে

গ) এই মেঘে বৃষ্টি হবে

ঘ) নদীতে অনেক ঢেউ

সঠিক উত্তর: (গ)

২২. “রাজার দুয়ারে হাতি বাঁধা” – এ বাক্যে ‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের অধিকরণ?

ক) ভাবাধিকরণ

খ) ঐকদেশীয় অধিকরণ

গ) অভিব্যাপক অধিকরণ

ঘ) আধারাধিকরণ

সঠিক উত্তর: (খ)

২৩. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।” – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

ক) করণে শূন্য

খ) অপাদানে শূন্য

গ) করণে ষষ্ঠী

ঘ) কর্মে শূন্য

সঠিক উত্তর: (খ)

২৪. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে –

ক) মুখ্য কর্ম

খ) গৌণ কর্ম

গ) সমধাতুজ কর্ম

ঘ) উদ্দেশ্য কর্ম

সঠিক উত্তর: (ক)

২৫. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ – ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

ক) মুখ্য কর্তা

খ) প্রযোজ্য কর্তা

গ) ব্যতিহার কর্তা

ঘ) ভাববাচ্যের কর্তা

সঠিক উত্তর: (গ)  (WB Primary Tet Bengali)

২৬. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?

ক) রাজার রাজ্য

খ) বাটির দুধ

গ) দেশের লোক

ঘ) শরতের আকাশ

সঠিক উত্তর: (ঘ)

২৭. “সমিতিতে চাঁদা দাও।” – এখানে ‘চাঁদা’ কোন কারক?

ক) অপাদান কারক

খ) সম্প্রদান কারক

গ) করণ কারক

ঘ) কর্তৃকারক

সঠিক উত্তর: (খ)

২৮. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’ – এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ?

ক) সামীপ্য

খ) বীপ্সা

গ) পর্যন্ত

ঘ) অতিক্রান্ত

সঠিক উত্তর: (ক)

২৯. “শুক্তি থেকে মুক্তো মেলে” – বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে অপাদান কারক

ক) বিচ্যুত

খ) জাত

গ) গৃহীত

ঘ) রক্ষিত

সঠিক উত্তর: (গ)

৩০. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?

ক) দুই প্রকার

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) পাঁচ প্রকার

সঠিক উত্তর: (গ)

৩১. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?

ক) ৫মী

খ) ৬ষ্ঠী

গ) ৭মী

ঘ) সবগুলো

সঠিক উত্তর: (গ)

৩২. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?

ক) কর্মকারক

খ) করণ কারক

গ) সম্প্রদান কারক

ঘ) কর্তৃকারক

সঠিক উত্তর: (ক)  (WB Primary Tet Bengali)

৩৩. “রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত” – কোন প্রকারের কর্তার উদাহরণ?

ক) ভাববাচ্যের কর্তা

খ) ব্যতিহার কর্তা

গ) কর্মবাচ্যের কর্তা

ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা

সঠিক উত্তর: (খ)

৩৪. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি

গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়

ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

সঠিক উত্তর: (গ)

৩৫. জিজ্ঞাসিবে জনে জনে – নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী?

ক) বীপ্সায়

খ) ব্যতিহারে

গ) অনুকারে

ঘ) সাধারণ অর্থে

সঠিক উত্তর: (ক)

৩৬. “মেঘে বৃষ্টি হয়।” – ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ৭মী

খ) অপাদানে ৭মী

গ) কর্মে ৭মী

ঘ) করণে ৭মী

সঠিক উত্তর: (খ)

৩৭. নিম্নরেখ চিহ্নিত শব্দের কোনটিতে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ?

ক) বাবাকে বড্ড ভয় পাই

খ) বোঁটা আলগা ফল গাছে থাকে না

গ) লোক মুখে শুনেছি

ঘ) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়

সঠিক উত্তর: (ক)

৩৮. ‘জমি থেকে ফসল পাই’ – বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে?

ক) জাত

খ) গৃহীত

গ) রক্ষিত

ঘ) বিচ্যুত

সঠিক উত্তর: (ক)

৩৯. ‘এ দেমে প্রাণ নেই’ – ‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ‘এ’ বিভক্তি

খ) করণে ‘এ’ বিভক্তি

গ) সম্প্রদানে ‘এ’ বিভক্তি

ঘ) অধিকরণে ‘এ’ বিভক্তি

সঠিক উত্তর: (ঘ)

৪০. কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে?

ক) আমি স্কুলে যাচ্ছি

খ) তাড়াতাড়ি রিক্সা ডাকো

গ) ছেলেরা মাঠে বল খেলে

ঘ) সে রাঙ্গামাটি যাবে

সঠিক উত্তর: (গ)

৪১. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?

ক) শূন্য

খ) দ্বিতীয়া

গ) তৃতীয়া

ঘ) চতুর্থী

সঠিক উত্তর: (ক)

৪২. “ঘোড়ায় গাড়ি টানে।” – এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে সপ্তমী

খ) করণে দ্বিতীয়া

গ) কর্মে সপ্তমী

ঘ) অপাদানে শূন্য

সঠিক উত্তর: (ক)

৪৩. ‘এক থালাতে খাব মোরা’ – বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ৭মী

খ) কর্মে ১মা

গ) করণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

সঠিক উত্তর: (ঘ)  (WB Primary Tet Bengali)

৪৪. ‘লাঙলে জমি চাষ করা হয়’ – এখানে ‘লাঙলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে ৭মী

খ) কর্মকারকে ৭মী

গ) করণ কারকে ৭মী

ঘ) সম্প্রদান কারকে ৭মী

সঠিক উত্তর: (গ)

৪৫. ‘আকাশে চাঁদ উঠেছে’ – ‘আকাশে’ কোন অধিকরণ?

ক) অভিব্যাপক

খ) বৈষয়িক

গ) ঐকদেশিক

ঘ) কালাধিকরণ

সঠিক উত্তর: (গ)

৪৬. ‘বাবা বাড়ি নেই’ – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য

খ) কর্তায় শূন্য

গ) অধিকরণে শূন্য

ঘ) অপাদানে ২য়া

সঠিক উত্তর: (গ)

৪৭. ‘ট্রেন মুম্বাই ছাড়লো’ – এখানে ‘মুম্বাই’ কোন কারকে শূন্য বিভক্তি?

ক) অধিকরণে

খ) করণে

গ) কর্মে

ঘ) অপাদানে

সঠিক উত্তর: (ঘ)

৪৮. ‘করণ’ শব্দটির অর্থ –

ক) যা থেকে কিছু বিচ্যুত হয়

খ) যাকে স্বত্বত্যাগ করে দান

গ) যন্ত্র, সহায়ক বা উপায়

ঘ) ক্রিয়া সম্পাদনের সময়

সঠিক উত্তর: (গ)

৪৯. ‘অন্ধজনে দেহ আলো’ – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭মী

খ) কর্মে ২য়া

গ) সম্প্রদানে ৭মী

ঘ) কম্প্রদানে ৪র্থী

সঠিক উত্তর: (গ)

৫০. ‘আমারে তুমি করিবে ত্রাণ’ – এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ২য়া

খ) কর্মে ২য়া

গ) অপাদানে ৫মী

ঘ) সম্প্রদানে ৬ষ্ঠী

সঠিক উত্তর: (খ)  (WB Primary Tet Bengali)

৫১. ‘পাপে বিরত হও।’ – ‘পাপ’ কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী

খ) কর্মে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী

ঘ) কর্তায় সপ্তমী

সঠিক উত্তর: (গ)

৫২. কোন বাক্যের পদে কর্মকারকে সপ্তমী বিভক্তি আছে?

ক) “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”

খ) নতুন ধান্যে হবে নবান্ন

গ) পাখি ডাকে

ঘ) বউ কথা কও

সঠিক উত্তর: (ক)

৫৩. “বসিরকে যেতে হবে।” – ‘বসিরকে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে দ্বিতীয়া

খ) কর্মকারকে দ্বিতীয়া

গ) করণ কারকে দ্বিতীয়া

ঘ) অপাদান কারকে পঞ্চমী

সঠিক উত্তর: (ক)  (WB Primary Tet Bengali)

৫৪. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ – এ বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭মী

খ) করণে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

সঠিক উত্তর: (খ)

৫৫. কোন বাক্যটিতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে?

ক) বাবাকে ভয় পাই

খ) ভিক্ষুককে ভিক্ষা দাও

গ) তাকে ডেকে আনো

ঘ) বেলা যে পড়ে এল, জলকে চল

সঠিক উত্তর: (গ)

৫৬. নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ?

ক) রাজার রাজ্য

খ) ধনের অহংকার

গ) হাতির দাঁত

ঘ) মধুর মিষ্টতা

সঠিক উত্তর: (ক)

৫৭. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

ক) কে, রে

খ) র, এর

গ) এ, য়, তে

ঘ) দ্বারা, দিয়ে, কর্তৃক

সঠিক উত্তর: (খ)

৫৮. “শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।” – এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মকারকে সপ্তমী বিভক্তি

খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি

গ) করণ কারকে সপ্তমী বিভক্তি

ঘ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

সঠিক উত্তর: (গ)

৫৯. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক) তিনি মুম্বাই এ থাকেন

খ) বাবা বাড়ি নেই

গ) সকালে সূর্যওঠে

ঘ) ভোরে মোরগ ডাকে

সঠিক উত্তর: (খ)

৬০. ‘বাবাকে বড্ড ভয় পাই’ – নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক) কর্মে ২য়া

খ) অপাদানে ২য়া

গ) কর্মে ৪র্থী

ঘ) অপাদানে ৫মী

সঠিক উত্তর: (খ)

৬১. “খিলিপান দিয়ে ওষুধ খাবে।” – ‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে তৃতীয়া

খ) কর্তায় তৃতীয়া

গ) কর্মে তৃতীয়া

ঘ) করণে তৃতীয়া

সঠিক উত্তর: (ক)

৬২. রাজার হুকুম – এটি কোন ধরনের সম্বন্ধ?

ক) কর্তৃ সম্বন্ধ

খ) কর্ম সম্বন্ধ

গ) করণ সম্বন্ধ

ঘ) অপাদান সম্বন্ধ

সঠিক উত্তর: (ক)

৬৩. ‘করণ’ কারক ৭মী বিভক্তি কোনটি?

ক) নতুন ধান্যে হবে নবান্ন

খ) কাচের জিনিস সহজে ভাঙে

গ) ছেলেরা বল খেলে

ঘ) টাকায় কিনা হয়/রিকসায় এসেছি

সঠিক উত্তর: (ঘ)

৬৪. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

ক) ঐকদেশিক

খ) অভিব্যাপক

গ) বৈষয়িক

ঘ) ভাবাধিকরণ

সঠিক উত্তর: (ক)

৬৫. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?

ক) চতুর্থী

খ) পঞ্চমী

গ) ষষ্ঠী

ঘ) সপ্তমী

সঠিক উত্তর: (ক)  (WB Primary Tet Bengali)

৬৬. কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান?

ক) লোহার শরীর

খ) বাটির দুধ

গ) রূপার থালা

ঘ) গাছের ফল

সঠিক উত্তর: (গ)  (WB Primary Tet Bengali)

৬৭. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?

ক) রাজার রাজ্য

খ) বাটির দুধ

গ) দেশের লোক

ঘ) রোজার ছুটি

সঠিক উত্তর: (ঘ)

৬৮. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

ক) মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা

খ) ঠান্ডা জলে বাষ্প হয় না

গ) আকাশ মেঘে আচ্ছন্ন

ঘ) দুঃখে যেন করিতে পারি জয়

সঠিক উত্তর: (ঘ)

 

Read More:- Most Recent Current Affairs | Daily Current Affairs (18th & 19th May) | Competitive Exam based

 

৬৯. ‘সোনার খাঁচায় রাখব তোমায়’ – ‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী

খ) অপাদানে সপ্তমী

গ) কর্মে শূন্য

ঘ) অধিকরণে সপ্তমী

সঠিক উত্তর: (ঘ)

৭০. এ কলমে ভালো লেখা হয় – এখানে ‘কলমে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭মী

খ) অধিকরণে ৭মী

গ) করণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

সঠিক উত্তর: (গ)

৭১. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

ক) তারা বল খেলে

খ) আমার যাওয়া হয় নি

গ) বনে বাঘ আছে

ঘ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

সঠিক উত্তর: (ঘ)

৭২. ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’ – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে শূন্য

খ) কর্মকারকে শূন্য

গ) করণ কারকে শূন্য

ঘ) অপাদান কারকে শূন্য

সঠিক উত্তর: (ক)

৭৩. ‘আকাশ মেঘে ঢাকা’ নিম্নরেখ পদটি –

ক) কর্মকারক

খ) করণ কারক

গ) অপাদান কারক

ঘ) অধিকরণ কারক

সঠিক উত্তর: (খ)  (WB Primary Tet Bengali)

৭৪. সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটির দ্বারা ‘অধিকার সম্বন্ধ’ বোঝাচ্ছে?

ক) প্রজার জমি

খ) পুকুরের মাছ

গ) অগ্নির উত্তাপ

ঘ) হাতির দাঁত

সঠিক উত্তর: (ক)

৭৫. অধিকরণ কারক কয় প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

সঠিক উত্তর: (খ)

৭৬. ‘পুকুরে মাছ আছে’ – এখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক?

ক) বৈষয়িক অধিকরণ

খ) ভাবাধিকরণ

গ) অভিব্যাপক অধিকরণ

ঘ) ঐকদেশিক অধিকরণ

সঠিক উত্তর: (ঘ)

৭৭. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

ক) শূন্য

খ) ষষ্ঠী

গ) দ্বিতীয়

ঘ) চতুর্থী

সঠিক উত্তর: (খ)

৭৮. ‘জিজ্ঞাসিব জনে জনে’ – এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?

ক) করণে ৭মী

খ) কর্মে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

সঠিক উত্তর: (খ)  (WB Primary Tet Bengali)

৭৯. কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

ক) ফুলে ফুলে ঘর ভরেছে

খ) পাগলে কি না বলে

গ) তিলে তেল হয়

ঘ) সমিতিতে চাঁদা দাও

সঠিক উত্তর: (ঘ)

৮০. কারক (কৃ + ণক) শব্দটির অর্থ কী?

ক) যা পদকে সম্পাদন করে

খ) যা সমাসকে সম্পাদন করে

গ) যা ক্রিয়া সম্পাদন করে

ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে

সঠিক উত্তর: (গ)

৮১. সম্বোধনের পরে কোনটি বসাতে হয়?

ক) দাঁড়ি

খ) কোলন

গ) কোলন ড্যাশ

ঘ) কমা

সঠিক উত্তর: (ঘ)

৮২. ‘মন্দিরে টাকা দাও’ – বাক্যে ‘মন্দিরে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭মী

খ) সম্প্রদানে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

সঠিক উত্তর: (খ)

৮৩. অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি?

ক) গাঁয়ে মানে না আপনি মোড়ল

খ) কত জায়গায় গাড়ি থামল

গ) বোঁটা-আলগা ফল গাছে থাকে না

ঘ) সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা

সঠিক উত্তর: (গ)  (WB Primary Tet Bengali)

৮৪. অপাদান সম্বন্ধ কোনটি?

ক) রাজার হুকুম

খ) চোখের দেখা

গ) প্রভুর সেবা

ঘ) সাপের ভয়

সঠিক উত্তর: (ঘ)

৮৫. ‘রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড়।” – বাক্যে ‘রোনাল্ডো’ কোন কারক?

ক) কর্তৃকারক

খ) কর্মকারকে শূন্য

গ) করণকারক

ঘ) অপাদান কারকে শূন্য

সঠিক উত্তর: (ক)

৮৬. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্যে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?

ক) সমাস

খ) কারক

গ) বিভক্তি

ঘ) সম্বন্ধ পদ

সঠিক উত্তর: (গ)

৮৭. ‘সৎ পাত্রে কন্যা দাও’ – ‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?

ক) কর্মে সপ্তমী

খ) অপাদানে সপ্তমী

গ) করণে সপ্তমী

ঘ) সম্প্রদানে সপ্তমী

সঠিক উত্তর: (গ)

৮৮. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

ক) শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী

খ) ষষ্ঠী, দ্বিতীয়া

গ) দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য

ঘ) শূন্য, তৃতীয়া, ষষ্ঠী

সঠিক উত্তর: (খ)  (WB Primary Tet Bengali)

৮৯. অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

ক) সব ঝিনুকে মুক্ত নেই

খ) গগনে গরজে মেঘ ঘন বরষা

গ) কূলে একা বসে আছি

ঘ) আজকে তোমায় দেখতে এলেম

সঠিক উত্তর: (ঘ)

৯০. ‘গরুতে দুধ দেয়’ – ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী

খ) কর্তৃকারকে ৭মী

গ) অপাদানে ৭মী

ঘ) অধিকরণে ৭মী

সঠিক উত্তর: (খ)

৯১. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?

ক) উচ্চারণগত

খ) অর্থগত

গ) অবস্থানগত

ঘ) আকৃতিগত

সঠিক উত্তর: (ঘ)

৯২. ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়?

ক) দ্বিতীয়া বিভক্তি

খ) শূন্য বিভক্তি

গ) ষষ্ঠী বিভক্তি

ঘ) সপ্তমী বিভক্তি

সঠিক উত্তর: (ঘ)

৯৩. প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠমি, সপ্তমী – এগুলো –

ক) শূন্য বিভক্তি

খ) বাংলা শব্দ বিভক্তি

গ) ষষ্ঠী বিভক্তি

ঘ) কর্তৃকারকের বিভক্তি

সঠিক উত্তর: (খ)

৯৪. ‘মৃত জনে দেহ প্রাণ’ – নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি?

ক) কর্ম, দ্বিতীয়া

খ) কর্ম, সপ্তমী

গ) সম্প্রদান, চতুর্থী

ঘ) সম্প্রদান, সপ্তমী

সঠিক উত্তর: (ঘ)  (WB Primary Tet Bengali)

৯৫. ‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি?

ক) জমি থেকে ফসল পাই

খ) দুধ থেকে দই হয়

গ) মেঘ থেকে বৃষ্টি হয়

ঘ) শুক্তি থেকে মুক্তো মেলে

সঠিক উত্তর: (ক)

৯৬. “কান্নায় শোক মন্দীভূত হয়” – ‘কান্নায়’ কোন কারক?

ক) অপাদান কারক

খ) কালাধিকরণ

গ) ভাবাধিকরণ

ঘ) আধারাধিকরণ

সঠিক উত্তর: (গ)

৯৭. কোনটিতে কর্মকারকে শূন্য বিভক্তি?

ক) ডাক্তার ডাকো

খ) লোকমুখে শোনা

গ) বিপদে যেন না করি ভয়

ঘ) জলকে চল

সঠিক উত্তর: (ক)

৯৮. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ – ‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে সপ্তমী

খ) ভাবাধিকরণে সপ্তমী

গ) কর্মে দ্বিতীয়া

ঘ) অধিকরণে পঞ্চমী

সঠিক উত্তর: (খ)

৯৯. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’ – ‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে পঞ্চমী

খ) কর্মে পঞ্চমী

গ) করণে পঞ্চমী

ঘ) অধিকরণে পঞ্চমী

সঠিক উত্তর: (ঘ)

১০০. ‘কান্নায় শোক মন্দীভূত হয়’ – ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি?

ক) অপাদান কারক

খ) কালাধিকরণ

গ) ভাবাধিকরণে ৭মী

ঘ) আধারাধিকরণ

সঠিক উত্তর: (গ)

 

Read More:- Indian Geography GK 2022 | WBCS Preliminary Exam and others | Selective Exam Based

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles