Indian History GK 2022 | WBCS Preliminary Exam | Best For Competitive Exam Preparation

Indian History GK 2022

Indian History GK 2022 | WBCS Preliminary Exam | Best For Competitive Exam Preparation:- Today in this Article Smart Knowledge is here to provide you with a bunch of History Questions – Answers which are the best selective for upcoming WBCS Preliminary Exam and other Competitive Exams. This section is selected from Indian History GK 2022, Indian National Movement. 

We know very well that WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects ( each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is 2 subject topic from History. One is Ancient History (25 marks) and Modern History (25 marks).To think about my dear WBCS Aspirants we are posting Modern Historical Study stuff so that all of you can proceed with your preparation.

Indian History GK 2022

Today’s Modern History Topic contains 160+ top selected Questions. Now is the vital time for us to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims easily and secure the cut-off marks.  (Indian History GK 2022)

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from History Portion. (WBCS Preliminary 2022 History: Indian Modern History)


 

1.ভারতীয় জাতীয় কংগ্রেসে কবে প্রথম বন্দেমাতরম গাওয়া হয়েছিল?

উত্তর: ১৮৯৬ খ্রীঃ

2.  ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রধান কে ছিল?

উত্তর: বদরুদ্দিন তায়বজি

3. কংগ্রেস শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল?

উত্তর: উত্তর আমেরিকার ইতিহাস

4. কে ভারতীয় অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ছিল?

উত্তর: এস, এন.ব্যানাজী, আনন্দমোহন বোস

5. গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কোন চার্টার অ্যাক্টের দ্বারা ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন?

উত্তর: ১৮৩৩

6. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার দ্বারা পাস হয়েছিল?

উত্তর: লর্ড লিটন

7. কোন জমি রায়তী স্বত্ত্ব লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন?

উত্তর: জমিদারী

8. কোন উপজাতি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল?

উত্তর: ঘোন্দাস  (Indian History GK 2022)

9. লর্ড ওয়ারেন হেস্টিংস কার সাথে যুক্ত ছিলেন না?

উত্তর: আফগান যুদ্ধ

10. কে সতীদাহ প্রথা রদ করেছিলেন?

উত্তর: লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

11. ভারত ভারতীয়দের জন্য এটা কার রাজনৈতিক মতাদর্শ ছিল?

উত্তর: দয়ানন্দ স্বরস্বতী

12. ১৯ শতকে ভারতের হিন্দুত্ববাদের পুনরুজ্জীবনের জন্য কে দায়ী?

উত্তর: স্বামী দয়ানন্দ

 


 

13. স্যার সৈয়দ আহমেদ কোন মুসলিম আন্দোলন শুরু করেছিলেন?

উত্তর: আলিগড়,

14. “বেদে ফিরে যাও” মতবাদ কে প্রবর্তন করেছিলেন?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী

15. রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার যৌথভাবে কি স্থাপন করেছিলেন?

উত্তর: হিন্দু কলেজ

16.  রাধাস্বামী সৎসঙ্গ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: শিব দায়ল সাহেব

17. ঊনবিংশ শতকের প্রথমার্ধে কে কলকাতায় প্রথম আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: রামমোহন রায়

18. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?

উত্তর: মুলা শংকর

19. ১৮৭৫ খ্রীঃ প্রথম বার কোথায় আর্য সমাজ স্থাপিত হয়েছিল?

উত্তর: বোম্বে    (Indian History GK 2022)

20. কংগ্রেসের আগে সবথেকে গুরুত্বপূর্ণ সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান কি ছিল?

উত্তর: কলকাতায় ভারতীয় সমিতি

21. সবথেকে পুরাতন কোন কাগজ ভারতে অনেকদিন চলেছিল?

উত্তর: বোম্বে সমাচার

22.  বোম্বে সমিতির সাথে কে যুক্ত ছিল?

উত্তর: দাদাভাই নওরোজী ও দিনশাও ওয়াচা

23. উনিশ শতকে কে মহিলাদের শিক্ষার জন্য উদ্যেগী হয়ে খ্যাতি অর্জন করেছিলেন?

উত্তর: জে. ডি বেথুন।

24. কে বিধবা বিবাহ প্রথা আইনসিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছিলেন?

উত্তর: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

25. কে প্রথম উর্দু ভাষায় কবিতার ছন্দ লেখেন?

উত্তর: আমীর খসরু

26. শুদ্ধি পরিবর্তন কার দ্বারা শুরু হয়েছিল?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী

27. ইয়ং বেঙ্গাল সোসাইটির প্রধান কে ছিল?

উত্তর: হেনরি ভিভিয়ান ডিরোজিও

28. ভারতে প্রবীণ বুদ্ধ মানুষ বলে কাকে অভিহিত করা হত ?

উত্তর: দাদাভাই নওরোজী

29. ১৮৭০ খ্ৰীঃ প্রতিষ্ঠিত পুণা সার্বজনীন সভার প্রধান কে ছিলেন?

উত্তর: জাষ্টিস রানাডে

 


 

30. “ভারতের নবজাগরণের পথিক” কাকে বলা হয়?

উত্তর: রাজা রামমোহন রায়

31. প্রথম কোন ইউরোপীয়ান ভগবত গীতাকে ইংরেজীতে অনুবাদ করেছিলেন?

উত্তর: চার্লস উইলকিনস  (Indian History GK 2022)

32. কলকাতায় কে এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: স্যার উইলিয়ম জোনস

33. প্রথম সাপ্তাহিক বাঙালী সংবাদপত্র “সমাচার দর্পন কে প্রকাশ করেছিলেন?

উত্তর: মার্শম্যান

34. ভারতে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়?

উত্তর: বোম্বে সমাচার

35.  কোন ভারতীয় প্রথম আইসিএস এর জন্য নির্বাচিত হয়েছিলেন?

উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জী

36.  বাংলার প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন?

উত্তর: ওয়ারেন হেষ্টিংস

37. কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয়?

উত্তর: ১৮৫৮ খ্ৰীঃ

38. ‘দেব সমাজ’ কে স্থাপিত করেছিলেন?

উত্তর: শিবনারায়ন অগ্নিহোত্রী।

39. কে ভারতে প্রথম সংবাদপত্র চালু করেছিলেন?

উত্তর: জেমস এ হিকি

40. কোন ব্রিটিশ শাসক সরাসরি কৃষকদের থেকে রাজস্ব কোন নিয়মে আদায় করত?

উত্তর: রায়তওয়াড়ি

41. ১৮৫৭ খ্রীঃ ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল?

উত্তর: কলকাতা।

42.  কোন ভাইসরয় এর আমলে বাজেট প্রথা চালু হয়েছিল?

উত্তর: ক্যানিং    (Indian History GK 2022)

43. কার আমলে ভারতে জনগণনার নিয়ম চালু হয়েছিল?

উত্তর: লর্ড মায়ো

44. জালিয়ানওয়ালাবাগের যে নারকীয় হত্যাকান্ড ঘটেছিল তার নেতৃত্ব কে দিয়েছিল?

উত্তর: হান্টার

45. “মুদ্রণ যন্ত্রের মুক্তিদাতা হিসেবে কাকে অভিহিত করা হয়?

উত্তর: মেটকাফে

46. ভারতে ইংরাজী ভাষাকে সরকারী ভাষা হিসেবে কে পরিচিত করেছিলেন?

উত্তর: স্যার চালর্স উড

47. প্রথম ভারতীয় কাউন্সিল অ্যাক্ট কবে পাস হয়েছিল?

উত্তর: ১৮৬১ খ্রীঃ

48. ব্রিটিশ ভারতে সুপ্রীম কোর্ট কার নিয়মে স্থাপিত হয়েছিল?

উত্তর: রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩

49. প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন?

উত্তর: দাদাভাই নওরোজী

50. কোন বিশ্ববিদ্যালয় লর্ড ক্যানিং দ্বারা স্থাপিত নয়?

উত্তর: দিল্লী

51. কিসের জন্য ঝাসী ভারতের ব্রিটিশ শাসনের সাথে যুক্ত হয়েছিল?

উত্তর: সহকারী রাষ্ট্রসংঘ নীতি

52. ভারতে ব্রিটিশদের প্রতি ফরাসী চ্যালেঞ্জ শেষ হয়েছিল কোন যুদ্ধের পর?

উত্তর: বন্দীবাসের যুদ্ধ

53. কোন শাসক আলেকজান্ডার বানর্সকে আফগানিস্থানের রাজা দোস্ত আলির কাছে পাঠিয়েছিলেন?

উত্তর: লর্ড অকল্যান্ড

54.  ম্যাঙ্গালোরের চুক্তি কোন যুদ্ধের পর হয়েছিল?

উত্তর: ১৭৫০-৮৪ খ্রীঃ দ্বিতীয় অ্যাংলো-মাইসোর যুদ্ধ

 55. ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কবে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেছিলেন?

উত্তর: ১২ আগষ্ট, ১৭৬৫ খ্ৰীঃ

56. হায়দার আলী পোটো নাড়োতে কোন্ ব্রিটিশ শাসকের কাছে পরাজিত হয়েছিলেন?

উত্তর: স্যার আইরি কুটি

56. রবার্ট ক্লাইভ কাকে বিহারের ডেপুটি দিওয়ান হিসেবে নিয়োগ করেছিলেন?

উত্তর: রাজা সিতাব রাই    (Indian History GK 2022)

58. কোন শাসকের আমলে নপুংসক এবং মহিলাদের রাজত্ব ছিল?

উত্তর: আহমেদ শাহ

59. কোন শাসকের আমলে, গুরু নানক দেব শিখধর্ম প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: সিকান্দার লোদী

60. কে “আদিগ্রন্থ’ বা ‘গুরু গ্রন্থ সাহেব’ সংকলন করেছিলেন?

উত্তর: গুরু অর্জুন দেব।

Read More:- WB Librarians Recruitment Notification 2022|Release very soon for 738 posts

61. মহারাজ রঞ্জিত সিংহের উত্তরাধিকারী কে ছিলেন?

উত্তর: খারক সিংহ

62. কোন শিখগুরু রাজদ্রোহী রাজকুমার খুশরুকে টাকা দিয়ে সর্বতোভাবে সাহায্য করেছিলেন?

উত্তর: গুরু অর্জুনদেব

63. পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংহের রাজধানী কোনটি ছিল?

উত্তর: লাহোর।

64. প্রথম কোন সেনাবাহিনী ভারতে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে নিরাশ করেছিল?

উত্তর: বক্সারের যুদ্ধ

65. ১৭৩৩ খ্ৰীঃ জ্যোতিষি বিদ্যা সম্বন্ধে রচিত, “জিজ মহম্মদ শাহী বইটি কে রচনা করেছিলেন?

উত্তর: জয়পুরের সেওয়াই রাজ সিংহ

66. শিখকে কে যুদ্ধ -দৌড়ে পরিবর্তন করেছিলেন?

উত্তর: গোবিন্দ সিংহ।

67. কে স্বধীন বাংলা স্থাপন করেছিল?

উত্তর: মুর্শিদকুলি খাঁ  (Indian History GK 2022)

68. শিখ সাম্রাজ্য কে আবিষ্কার করেছিল?

উত্তর: নানক

69.  কোন শিখ গুরু সাচ্চা বাদশা’ নাম ধারন করেছিলেন?

উত্তর: গুরু হরগোবিন্দ

70. কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল?

উত্তর: মোহন লাল

71. ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কার থেকে দেওয়ানী নিশ্চিত করেছিলেন?

উত্তর: দ্বিতীয় শাহ আলম

 


 

72. গুরুমুখী লিপি কে রচনা করেছিলেন?

উত্তর: গুরু অঙ্গদ

73. বাংলার শেষ স্বাধীন রাজা বা নবাব কে ছিলেন?

উত্তর: মীরকাশিম

74.  মোঘল সম্রাট জাহান্দার শাহের রাজত্ব কিভাবে ধ্বংসের পথে এগিয়েছিল?

উত্তর: তিনি তার ভাইপোর কাছে একটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন

75. ভারতের ইতিহাসে সর্বপ্রথম কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উত্তর: দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ

76. বক্সারের যুদ্ধে মীরকাশিমের মিত্র কে ছিল?

উত্তর: দ্বিতীয় শাহ আলম

77. রঞ্জিত সিংহ অমৃতসরের সন্ধি কার সাথে করেছিল?

উত্তর: লর্ড মিন্টো

78. ভারতে দ্বৈত শাসনতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৯১৯ খ্রীঃ

79. কে “ ল্যাপস মতবাদ’ এর সাথে যুক্ত ছিলেন?

উত্তর: লর্ড ডালহৌসি

80. ভারতে কাকে “ স্থানীয় স্বায়ত্ত্ব শাসনের পিতা নামে অভিহিত করা হত?

উত্তর: লর্ড রিপন

81. ভারতে প্রথম কত সালে গভর্নর জেনারেল নিয়োগ হয়েছিল?

উত্তর: ১৮৩৩ খ্রীঃ

82. ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

83. কখন মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করেন যে ভারতের ওপর ব্রিটিশ অধিপত্য স্থাপিত হবে?

উত্তর: ১ লা নভেম্বর ১৮৫৮

84. আই.এন.সি চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড ডাফরিন

85.  স্ট্যাফোর্ড ক্রিপস কোথাকার সদস্য ছিলেন?

উত্তর: শ্রমিক সংঘ

86. কোন ভাইসরয়ের আমলে রাজা পঞ্চম জর্জ ভারতে এসেছিলেন?

উত্তর: লর্ড হার্ডিংস

87. কে ১৯১৬ খ্ৰীঃ পুণেতে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?

উত্তর: লর্ড চেমসফোর্ড

88. কোন গভর্নরের আমলে সিমলাতে আর্মি হেডকোয়ার্টার স্থাপিত হয়েছিল?

উত্তর: লর্ড ডালহৌসি

 89. কোন অ্যাক্ট দ্বারা ইষ্ট ইন্ডিয়া কোম্পানী রাজনীতি থেকে বঞ্চিত হয়েছিল?

উত্তর: পিটসএর ভারতীয় অ্যাক্ট, ১৭৮৪    (Indian History GK 2022)

90. ইষ্ট ইন্ডিয়া কোম্পানী পরিচালনার জন্য রবার্ট ক্লাইভের উত্তরাধিকারী কে ?

উত্তর: লর্ড হেষ্টিংস

91. লর্ড কার্জন কিসের জন্য সবথেকে বেশী পরিচিত ছিলেন?

উত্তর: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-১৮৯২

92. ভারতে মুসলমানদের আলাদা সুবিধা দেওয়ার প্রথা কোন অ্যাক্ট দ্বারা চালু হয়েছিল?

উত্তর: গর্ভমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট, ১৯০৯

93. ১৯১২ সালের পাবলিক সার্ভিস ইন ইন্ডিয়া রয়্যাল কমিশনের কে মেম্বার ছিলেন না?

উত্তর: বাল গঙ্গাধর তিলক

94. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন?

উত্তর: লর্ড রিপন

95. দ্বৈত শাসন তন্ত্ৰ” কার দ্বারা প্রবর্তিত হয়েছিল?

উত্তর: মোরলি মিন্টো সংস্কর

96. যখন রাওলাট আইন পাশ হয়েছিল, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড চেমসফোর্ড

97. কোন আইন পাশের ফলে ভারতে ক্রিশ্চিয়ান মিশনারী প্রবেশ করতে পেরেছিল?

উত্তর: চার্টার অ্যাক্ট ১৮৪৩

98. ভারতে কে প্রথম রেলপথস্থাপনে উদ্যেগী হয়েছিলেন?

উত্তর: লর্ড ডালহৌসী

99. ১৯০৯ সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কি নামে পরিচিত ছিল?

উত্তর: চেমসফোর্ড সংস্কার

100. কত সালের দ্বৈত শাসন প্রথার নিয়মানুযায়ী ভারতের প্রাদেশিক সরকার আরোও বেশী ক্ষমতার অধিকারী হয়েছিল?

উত্তর: ১৯১৯

101. ১৯১৯ খ্রীঃ অরাজক এবং রাজনীতিক অপরাধমূলক আইন কি নামে পরিচিত ছিল?

উত্তর: রাওলাট আইন

102.  কোন গর্ভনর জেনারেল ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়ে ছিলেন?

উত্তর: ওয়ারেন হেষ্টিংস

103. উইলিয়াম বেন্টিংক ভারতের পরবর্তী গভর্নর জেনারেল জন্য কোন নীতি নির্ধারন করে গিয়েছিলেন?

উত্তর: ভাড়া-হীন জমি পূর্ণগ্রহন

104. ব্রিটিশ ভারতের রাজধানী যখন কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড ডালহৌসী

105.  কোন ব্রিটিশ আইন গান্ধিজীকে দক্ষিণ আফ্রিকার জন্য ধর্মযুদ্ধে আশ্বাস জানিয়েছিল?

উত্তর: ব্ল্যাক রেজিষ্ট্রেশন আইন

106. ব্রিটিশ ভারতে সুপ্রীম কোর্ট কোন নীতি অনুসারে হয়েছিল?

উত্তর: ১৭৭৩ এর রেগুলেটিং আইন

107. দক্ষিণ আফ্রিকাতে কোন ইংরেজ গান্ধিজীর সহকর্মী ছিলেন?

উত্তর: পোলাক  (Indian History GK 2022)

108. “ ভাল সরকার কখনও স্বায়ত্তশাসিত সরকারের বিকল্প হতে পারে না, উক্তিটি কার?

উত্তর: স্বামী দয়ানন্দ

109. লর্ড ওয়ারেন হেষ্টিংস কোন যুদ্ধে অংশ গ্রহণ করেন

উত্তর: আফগান যুদ্ধ৷

110. দক্ষিণ আফ্রিকাতে বসবাসকালীন মহাত্মা গান্ধী কোন বই প্রকাশ করেছিলেন?

উত্তর: ইন্ডিয়ান ওপিনিয়ন।

111. ‘এ নেশন ইন দি মেকিং” বইটি কে লিখেছিলেন?

উত্তর: নাথ ব্যানার্জী

112.  ভারতে পোষ্টেজ স্ট্যাম্প প্রথা কে চালু করেছিলেন?

উত্তর: লর্ড ডালহৌসী

113. ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিস প্রথা কে স্থাপিত করেছিল?

উত্তর: লর্ড কর্ণওয়ালিস

114. প্রতিযোগীতামুলক সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয়েছিল?

উত্তর: ১৮৫৩ খ্রীঃ

115.  ৬৮৪৮ খ্রীঃ ভারতে ‘পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট কে স্থাপন করেছিলেন?

উত্তর: লর্ড ডালহৌসী

116.  কোন গভর্নর জেনারেল / ভাইসরয় কে ভারতে গোপনে হত্যা করা হয়েছিল?

উত্তর: লর্ড মায়ো

117.  কোন রাজ্য “ডকট্রিন অব ল্যাপস” এর সাথে যুক্ত ছিল না?

উত্তর: ত্রাবানঙ্কুর।

118.  ক্ষুদ্র চাষীরা কিসের দ্বারা জমিতে চাষের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল?

উত্তর: দি পার্মানেন্ট সেটেলমেন্ট

119. কোন ভারতীয় সিভিল সার্ভিস থেকে ইংরাজদের দ্বারা বিতাড়িত হয়েছিল?

উত্তর: সুভাষ চন্দ্র বোস

120.  ব্রিটিশ ভারতে কারখানাগুলি স্বাধীন ভাবে উন্নতি করতে পারত না কেন?

উত্তর: বেশীর ভাগ জিনিস/ক্ষমতা জমিতে কাজে লাগে না

121. কে ব্রিটিশ ভারতে ঠগেদের দমন করেছিলেন?

উত্তর: জেনারেল স্লিম্যান

122. মহাত্মা গান্ধী প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন?

উত্তর: দক্ষিণ আফ্রিকা

123. ভারতে জাতীয় কংগ্রেসে কে তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?

উত্তর: দাদাভাই নওরোজী  (Indian History GK 2022)

124. কোন ভাইসরয়ের আমলে দিল্লী দরবারে মহারানী ভিক্টোরিয়া; “কেশর-ই হিন্দ” উপাধিতে ভূষিত হয়েছিলেন?

উত্তর: লিটন

125. মহারাষ্ট্রের কোন সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন?

উত্তর: গোপাল হরি দেশমুখ

126. ঊনবিংশ শতকের ভারতের নবজাগরণ কাদের মধ্যে সীমাবদ্ধ ছিল?

উত্তর: উচ্চ মধ্যবিত্ত শ্রেণী

127. ১৮৫৭ খ্ৰীঃ বিদ্রোহে কে প্রথম স্বতন্ত্র ভাবে বন্দুক থেকে গুলি ব্যবহার করেছিলেন?

উত্তর: মঙ্গল পান্ডে

128. ১৮৫৭ খ্রঃ সিপাহী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

উত্তর: মীরাট

129. ১৮৫৭ খ্ৰীঃ বিদ্রোহে কে” মেহেক পরী, নামে বেশী পরিচিত ছিলেন?

উত্তর: জিনাত মহল

130. তাঁতিয়া টোপীর আসল নাম কি ছিল?

উত্তর: রামচন্দ্র পাস্তুরঙ্গ

131. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: পামস্টার্ন

132. ব্রিটিশদের সঙ্গে কোন যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ মারা গিয়েছিলেন?

উত্তর: কল্পি

133. ১৮৫৭-র বিদ্রোহ কারা সিন্ধিয়াদের থেকে গোয়ালিয়র ছিনিয়ে নিয়েছিলেন?

উত্তর: রানী লক্ষীবাঈ

134. রাজদ্রোহের হাত থেকে দিল্লীকে কে ব্রিটিশদের জন্য পুনরুদ্ধার করেছিলেন?

উত্তর: জন নিকোলসন

 


 

135. মোঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা কোথায় নির্বাসনে পাঠিয়েছিলেন?

উত্তর: মান্ডালয়

136. নানা সাহেবের সেনাবাহিনীর কোন কম্যান্ডার চিফকে ব্রিটিশরা বন্দী করে ফাঁসিকাঠে ঝুলিয়েছিল?

উত্তর: তাঁতিয়া টোপী

137. সবথেকে সাহসী এবং ভাল রাজদ্রোহী দলনেতা- উক্তিটি স্যার হিউজ রোজ কার বিষয়ে করেছিলেন কে?

উত্তর: ঝাঁসির রানী

138. ধোন্দু পন্থ নামে কে পরিচিত ছিল?

উত্তর: নানা সাহেব

139. অমৃতসরের সন্ধি মহারাজা রঞ্জিত সিংহ আর কাদের মধ্যে হয়েছিল?

উত্তর: লর্ড মিন্টো

140. ১৮৬৬ খ্ৰীঃ দাদাভাই নওরোজী কোথায় ইষ্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন?

উত্তর: লন্ডন

141. ভারতে কে প্রথম ইষ্ট ইন্ডিয়া অ্যাসাসিয়েশন স্থাপন করেছিলেন?

উত্তর: দাদাভাই নওরোজী

142. কে ব্রাহ্মী লিপির অর্থ উদ্ধার করেন?

উত্তর: জেমস্ প্রিন্সেপ

143. মহলওয়াড়ি প্রথার মধ্যে কোন রাজস্ব পড়ত?

উত্তর: পুরো গ্রামের রাজস্ব।

144. ১৭৭৩ সালে প্রতিষ্ঠিত কলকাতা সুপ্রীম কোর্টের প্রথম চিফ জাষ্টিস কে ছিলেন?

উত্তর: এলিয়াজ ইমপে।

145.  প্রার্থনা সমাজের মূল চাহিদা কি ছিল?

উত্তর: নারী শিক্ষা

146.  অ্যাংলো মারাঠা যুদ্ধে, কোন সন্ধি শেষ পর্যন্ত স্থাপিত হয়?

উত্তর: গোয়ালিয়রের সিন্ধিয়ার সাথে সন্ধি

147. ভারতীয় স্বাধীনতা যুদ্ধে সদারসিধু ও কানস্থ এই দুই ব্যক্তিত্ব কোন সম্প্রদায়ের ছিল?

উত্তর: সান্দাল    (Indian History GK 2022)

148. কে “মিত্র মেলা” সমিতিকে শুরু করেছিলেন?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

149. অবোধ সাম্রাজ্য কে স্থাপন করেছিল?

উত্তর: সাদাত খান বুরহান উল মুলক

150. এলাহাবাদের সন্ধির পর রবাট ক্লাইভ কাকে মুর্শিদাবাদের দেওয়ান নিযুক্ত করেছিলেন?

উত্তর: মহম্মদ রেজা খান।

151. ভারতে প্রথম কোথায় সুতীবস্ত্রের কারখানা স্থাপিত হয়েছিল?

উত্তর: মুম্বাই

152. ভারতের সবথেকে পুরানো ট্রেড ইউনিয়ন দল কোন টি?

উত্তর: অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)

153. লোহা এবং স্টীল কারখানা ভারতে কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর: জামশেদপুর।

154. ভারতে কবে প্রথম রেলপথ চালু হয়েছিল?

উত্তর: ১৮৫৩ খ্রীঃ

155. ভারতীয় কারখানা আইন করে স্থাপিত হয়েছিল?

উত্তর: ১৮৮৪ খ্রীঃ

156. ভারতের কোন বিপ্লবী রাজ্যের আর্থিক ব্যাপারটি সুদৃঢ় করতে চেষ্টা করেছিলেন?

উত্তর: দাদাভাই নওরোজী

157.  কে ১৮৪৮ খ্রীঃ ভারতে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট স্থাপন করেছিলেন?

উত্তর: লর্ড কর্ণওয়লিশ

158. বম্বে থেকে থানের মাঝে কবে রেলপথ স্থাপিত হয়েছিল?

উত্তর: ১৮৫৩ খ্রীঃ

159. ৬৮ শতকের বাংলায় কাপড়ের কারখানাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল কেন?

উত্তর: বিদেশে রপ্তানীর জন্য প্রচুর শুল্কমূল্য,

160. রায়ত ওয়াড়ি বন্দোবস্তে ইংরাজী ভাষা প্রথম কোথায় চালু হয়েছিল?

উত্তর: মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সি।

161. Poverty and the un-British Rule in India” কে রচনা করেছিলেন?

উত্তর: দাদাভাই নওরোজী

162. বাংলা এবং বিহারে কে স্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেছিলেন?

উত্তর: লর্ড কর্ণওয়ালিস

163. স্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়?

উত্তর: জমিদারী প্রথা

164. ৬৮৮১ খ্ৰীঃ স্থাপিত ভারতে প্রথম ব্যাঙ্ক কোনটি?

উত্তর: অবোধ কর্মাশিয়াল ব্যাঙ্ক

 

Read More:- Top 60 Current Affairs | Daily Current Affairs 2022 |(6 & 7th May) Competitive Exam Based Updates

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles