“Acharya Satyendranath Bose Memorial Science and Technology Fair: পশ্চিম্বঙ্গ বিজ্ঞানমঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হল “আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা”। প্রতিবছরের ন্যায় এবছরও কলকাতার হেদুয়া পার্কের কাছে এই মেলাটির আয়োজন করা হয়। তবে করোনার কারনে এ বছর মেলাটি অনলাইনে করা হয়েছিল। চলতি বছরের ২০-২৩ পর্যন্ত্য চলেছিল মেলাটি। স্কুল কলেজ স্তরে এই মেলায় সায়েন্স মডেল, এস এন বোস ট্যালেন্ট হান্ট, ক্যুইজ প্রতিযোগিতা, ড্রইং প্রতিযোগিতা ছিল।

এ বছর সায়েন্স মডেল প্রতিযোগিতায় যুগ্মভাবে স্থান অধিকার করে ব্যান্ডেলের মর্ডান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া মোশারফ হোসেন ও স্বস্তিকা পাল। স্বস্তিকা পূর্ব বর্ধমানের কালনা বৈঁচির কুমারপাড়ার বাসিন্দা ও মোশারফ হোসেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিসপুর ব্লকের তিলাবনি গ্রামের বাসিন্দা। এই প্রতিযোগিতায় প্রায় ১০০টি কলেজকে পেছনে ফেলে তাঁরা প্রথম স্থান অধিকার করে।

করোনা আবহে অনলাইনে প্রতিযোগিতাটি হওয়ার জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। তাই চার মাস পর 8মে এই অনুষ্ঠানটি হলো। বিষয়টি ছিল Arduino Based Smart Shoe System for Women Safety, Defense and Integrated Intelligent Tracking অর্থাৎ স্মার্ট জুতো।
Read More : Arduino Based Smart Shoe System for Women Safety, Defense and Integrated Intelligent Tracking