Cyclone Asani Disaster Today | It May Overflow In Three States | Most Important Update

Cyclone Asani Disaster Today

Cyclone Asani Disaster Today | It May Overflow In Three States | Most Important Update:-  It is very thoughtful news that Cyclone Asani is Overflowing in The Bay Of Bengal. So every People specially Fishermen should be much more careful about this Cyclone. It may become more harmful to all.

Cyclone Asani Disaster Today:- তীব্রতর হতে চলেছে ঘূর্ণিঝড় অশনি। ৩ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া (weather) দফতরের তরফে এদিন সকালেই জানানো হয়েছে অতিপ্রবল নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় অশনি (cyclone asani) তৈরি হয়েছে। সমুদ্রেই যা আরও শক্তি বৃদ্ধি করছে। যার জেরে উপকূলবর্তী তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার তিন জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

 


হলুদ সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অশনির প্রভাবের কারণে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে মঙ্গলবার সন্ধেয় বৃষ্টিপাত শুরু হবে। যার জেরে ওড়িশার গজপতি, গঞ্জাম এবং পুরীতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১১ মে বুধবারের জন্য ওড়িশার ৫ টি জেলা জগৎসিনপুর, পুরী, খুরদা, কটক এবং গঞ্জামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও অন্ধ্র এবং বাংলার উপকূলবর্তী জেলাগুলির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Cyclone Asani Disaster Today)

ঘূর্ণিঝড় আরও তীব্র হবে

এদিন সকলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অতিগভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার নাম হল অশনি। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণিঝড় আরও তীব্র হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সকালের দিকে এর বেগ ছিল ঘন্টায় ১৬ কিমি। বিশাখাপত্তনম থেকে এর অবস্থান ছিল ৯৭০ কিমি দক্ষিণ-পূর্বে এবং পুরী থেকে ১০২০ কিমি দক্ষিণ-পূর্বে।

 


ল্যান্ডফলের সম্ভাবনা নেই

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ঘূর্ণিঝড় তীব্র হলেও তার ল্যান্ডফলের সম্ভাবনা আপাতত নেই। ওড়িশা উপকূল দিয়ে সমান্তরাল ভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে।

ঝড় হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ১১৫ কিমি বেগে

প্রথমের দিকে ঝড়ের বেগ ঘন্টায় ৭০-৮০ কিমি থাকলেও দমকা হাওয়ার বেগ ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিমি পর্যন্ত হতে পারে।

  • এরপর ধীরে ধীরে তা বেড়ে ঘন্টা.য় ৯৫-১০৫ কিমি এবং দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘন্টায় ১১৫ কিমি পর্যন্ত হতে পারে।  (Cyclone Asani Disaster Today)
  • সাগরে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১০০ কিমি সোম ও মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের মধ্যভাগে ঝড়ের বেগ ঘন্টায় ১০০ কিমি ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
  • রবিবার বঙ্গোপসাগরে পূর্ব ও দক্ষিণ-পূর্বের অংশ এবং সোমবার ও মঙ্গলবার মধ্যভাগ থেকে মৎস্যজীবীদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে
  • নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দূরে সরে এলেও এনও সেখানে সতর্কতা জারি রাখা হয়েছে।
  • বলা হয়েছে আপাতত রবিবার সেখানে মাছ ধরা কিংবা পর্যটকদের কোথাও যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।  (Cyclone Asani Disaster Today)

 

Read More:- Indian Polity WBCS 2022 | Articles, Union and Its’ Territory | Most Important for Exam

 


পরিস্থিতি পর্যবেক্ষণে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তারা প্রতিমুহূর্তে ঘূর্ণিঝড়ের ওপরে নজরদারি করছেন, এব্যাপারে কোনও আপডেট হলেই তা জানানো হবে।

  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত! অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপে তা ঠিক কত দূরে, জানাল হাওয়া অফিস
  • বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে (cyclone asani) পরিণত হয়েছে।
  • যা ক্রমেই শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
  • বর্তমান পরিস্থিতিতে রিকার্ভ হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে।
  • আপাতত আবহাওয়া অফিসের অনুমান অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে।  (Cyclone Asani Disaster Today)
  • তবে কোথায় তা আছড়ে পড়বে তা এখনই বলতে পারছেন না আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা।
প্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে প্রতি ঘন্টায় ১৬ কিমি করে অগ্রসর হয়েছিল।

  • ইতিমধ্যেই অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়েছে।
  • যা এদিন সকাল সাড়ে পাঁচটার সময় কার নিকোবর থেকে ৪৫০ কিমি পশ্চিম উত্তর পশ্চিম, পোর্ট ব্লেয়ার থেকে ৩৮০ কিমি পশ্চিম
  • অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিমি দক্ষিণ-পূরেব এবং ওড়িশার পুরী থেকে ১০৩০ কিমি উত্তর-উত্তর-পূর্বে অবস্থান করছিল।
বর্তমান অভিমুখ ওড়িশা উপকূলের দিকে

আবহাওয়া দফতর মনে করছে, ঘূর্ণিঝড় অশনি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এদিনই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

  • ১০ মে বিকেল পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর বয়ে অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
  • ১২ মে-তেও এই পরিস্থিতি থাকবে। ১৩ মে ফের নাম নিম্নচাপে পরিণত হবে।
  • এরপর তা সম্ভবত উত্তর-উত্তর-পূর্বে রিকার্ভ করবে এবং ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।  (Cyclone Asani Disaster Today)
  • ৮ মের পাশাপাশি ৯ ও ১০ মে অতিপ্রবল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই অবস্থান করবে। ১১ মে এর শক্তি হ্রাস পেয়ে ফের তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ল্যান্ডফল নাও হতে পারে

বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নাও হতে পারে। সমুদ্রেই তা আস্তে আস্তে শক্তি হারাতে পারে।

  • ঘূর্ণিঝড়ের বদলে যাওয়া মতিগতির কারণেই ল্যান্ডফলের বিষয়ে এখনই কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর।
  • ল্যান্ডফল না হলেও অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  • বাংলায় উপকূলে ১০ মে থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা থাকলেও ১১ থেকে ১৩ অর্থাৎ বুধ থেকে শুক্রবারের মধ্যে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা
  • এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
  • মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তাঁরা যেন ১০ মে থেকে গভীর সমুদ্রে না যান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

Read More:- WB Librarians Recruitment Notification 2022|Release very soon for 738 posts

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles