Top 60 Current Affairs | Daily Current Affairs 2022 |(6 & 7th May) Competitive Exam Based Updates

Top 60 Current Affairs | Daily Current Affairs 2022 |(6 & 7th May) Competitive Exam Based Updates:- In this Article Smart Knowledge is here to provide you with the most recent Top 60 Current Affairs. Most of the highly ambitious participants are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, and CORPORATE SECTOR. they have to attain their PRELIMINARY in which Current Affairs plays an important role in the Examination.

Top 60 Current Affairs

Collect Current Affairs questions to attain all CA without any negative marks. To think about those near and dear participants we are providing Top 60 Current Affairs. You make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart
Knowledge is presented with a huge bunch of Top 60 Current Affairs on the 6th & 7th Of May.

1. বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন। স্থুলতা কমানো এবং সুস্থ থাকার জন্য অনেকেই নির্দিষ্ট ডায়েট মেনে চলেন।

  • তবে আজ ‘নো ডায়েট ডে’। এই একটি দিনে ডায়েট ভুলে সব পছন্দসই খাবার খাওয়াই যায়।
  • প্রতি বছরের ৬ মে ‘নো ডায়েট ডে’ হিসেবে পালন করা হয়। চেহারা যেমনই হোক না কেন, সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলা
  • এবং ডায়েট মেনে চলার ঝুঁকির বিষয়ে সচেতন করার বিষয়ে সচেতন করার জন্য বিশ্বজুড়ে প্রচার চালানো হচ্ছে।  (Top 60 Current Affairs)

2. চালু হচ্ছে নতুন ফিচার, সবার মেসেজ ডিলিট করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন।

  • কিছুদিনের মধ্যেই নতুন ফিচার আপডে হতে চলেছে হোয়াটসঅ্যাপে।
  • এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার মেসেজ ডিলিট করতে পারবেন।
  • গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে এই ফিচার আপডেট করা যাবে।

 


 

3. আলাপ করুন পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুর, জিউসের সঙ্গে।

  • ধূসর ও বাদামী রঙের এই পুরুষ গ্রেট ডেন কুকুরটি, দাঁড়ানো অবস্থায় ১.০৪৬ মিটার লম্বা। নাম জিউস।
  • মাত্র ৮ সপ্তাহ বয়সে জিউসকে নিয়ে আসেন তার মালকিন বেডফোর্ডের বাসিন্দা ব্রিটনি ডেভিস।

4. খোলস ছেড়ে বেরনোর পালা, গাড়ির স্টিয়ারিংয়ে মহিলা নয়, আফগানিস্তানে নয়া নিদান তালিবানের।

  • আফগানিস্তানে তালিবান পুনরায় ক্ষমতা দখলের আগের কয়েক বছর যদিও সেখানে মেয়েদের গাড়ি চালানোর উপর কোনও রকম নিষেধাজ্ঞা ছিল না।

5. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পন্টে ভেদরা উচ্চ বিদ্যালয়ের বাইরে ঝুলন্ত অবস্থায় একটি মৃত হাঙর উদ্ধার করা হয়েছে।  (Top 60 Current Affairs)

  • এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

6. পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

  • তার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
  • তিনি চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের জন্য বিলাওয়ালকে আমন্ত্রণ জানিয়েছেন।

7. এক বছরে রিলায়্যান্সের আয় ১০ হাজার কোটি ডলার।

  • সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
  • এক বছরে এই কোম্পানি ১০ হাজার কোটি ডলার আয় করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ লাখ ৯২ হাজার ৭০০ কোটি রুপি।
  • এক বছরে এমন রেকর্ড আয়ের কোনো নজির নেই দেশের অন্য কোনো সংস্থার।

 


 

8. শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে।

  • দেশটিতে পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বাড়ানো হয়েছে।  (Top 60 Current Affairs)

9. পশ্চিমবঙ্গ সফরে সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত নিজেই।

  • এরপর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়।
  • অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে অংশ নিলেন অমিত শাহ।

10. চলতি বছরের এপ্রিলে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে। এর আগে মার্চ মাসে খাদ্যর দাম রেকর্ড পরিমাণ বাড়ে।

  • যদিও খাদ্য নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ বিরাজ করছে। জাতিসংঘের খাদ্য সংস্থা (এফএও) এ তথ্য নিশ্চিত করেছে।

11. একসঙ্গে ৩ প্রেমিকাকে বিয়ে করলেন সাবেক পঞ্চায়েতপ্রধান।

  • যেখানে অনেকেই একজনের সঙ্গে সংসার করতে হিমশিম খান,
  • সেখানে তিন তিনজনের সঙ্গে ঘর বাঁধলেন ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার বাসিন্দা সাবেক পঞ্চায়েত প্রধান সমর্থ মৌর্য।  (Top 60 Current Affairs)
  • তিন প্রেমিকাকে পাশে বসিয়ে একই মঞ্চে বিয়েও করলেন বছর বিয়াল্লিশের সমর্থ।

12.টুইটারের এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের।

  • রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
  • তবে এখনও মালিকানা বুঝে পাননি তিনি। তবে এর আগেই বিশ্বের এই শীর্ষ ধনীর বেশ কিছু পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে।
  • যার মধ্যে রয়েছে, টুইটারের এক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনাও।
  • এছাড়া সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানের আয় পাঁচগুণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে মাস্কের।
  • শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

13. ইউক্রেনের সাথে লড়াইটা আসলে নেটোর সাথেও, বলছে রাশিয়া।

  • সামনেই রাশিয়ার বিজয় দিবস। প্রতি বছর ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়োৎসব পালন করে মস্কো।
  • কিন্তু এ বারে দিনটিকে নিয়ে নানা আশঙ্কা, আতঙ্ক ও জল্পনা বাসা বাঁধছে।

14. চলন্ত বিমানের জরুরি দরজা খুলে ডানায় পৌঁছলেন যাত্রীযাত্রী।

  • ক্যালিফর্নিয়ার বাসিন্দা ৫৭ বছরের র‌্যান্ডি ফ্র্যাঙ্ক দাভিলাও।
  • আচমকাই দেখা গেল, বিমানের জরুরি দরজা খুলে গটগট করে হাঁটতে হাঁটতে ডানায় চলে গেলেন তিনি

15. ৬ মাস পর দরজা খুলল কেদারনাথের।

  • অবশেষে অপেক্ষার অবসান। খুলে গেল কেদারনাথের মন্দির। প্রতিবছরের মতোই শীতের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের মন্দির।
  • তার ৬ মাস পর শুক্রবার সকাল ৬টা বেজে ২৫মিনিটে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা।

16. রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়াতেই স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিল এই দুই ব্যাঙ্ক।

  • এবার থেকে আরও ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) আরও বেশি হারে সুদ পাবেন গ্রাহকরা।

17. ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সতর্কতা জারি আবহাওয়া দফতরের।

  • ইতিমধ্যেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রভাব দেখিয়েছে কালবৈশাখী (Kalbaisakhi)।
  • ঝড় ও বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে তীব্র গরমের থেকে। এরই মাঝে আসতে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone)।
  • আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। চিন্তায় সাধারণ মানুষ।

18. চলন্ত ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে ছবি, ভয়াবহ পরিণতি কলকাতার যুবকের।

  • ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

19. টাটা স্টিল প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ।  (Top 60 Current Affairs)

  • শনিবার টাটা স্টিল প্ল্যান্টে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে তিনজন আহত হলেন। কোম্পানির এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।
  • বিস্ফোরণটি সকাল ১০.২০ মিনিটের দিকে ঘটে এবং আহত কর্মচারীদের টাটা মেইন হাসপাতালে ভর্তি করা হয়।

20. বিরিয়ানির সঙ্গে প্রায় দেড় লক্ষ টাকার গয়না গলাধঃকরণ করল চোর।

  • মানুষ সর্বভুক। এটাই সবাই ছোট বেলা থেকে জেনে এসেছি। তা বলে সোনার গয়না!
  • এক্কেবারে বিরিয়ানি সমেত তা গলাধঃকরণ করলেন এক ব্যক্তি। এর আগে যে এমন ঘটনা শোনা যায়নি তা নয়।
  • কিন্তু বিরিয়ানির সঙ্গে গয়না গিলে ফেলা এমন ঘটনা শোনা যায়নি। তাও ঈদের পার্টিতে।
  • তবে জানা গিয়েছে এটি ভুল করে খেয়ে ফেলার ঘটনা ছিল না। চুরি করতে এই কাণ্ড ঘটিয়ে বসায় ওই ব্যক্তি।

21. সংস্থার কর্মীকে বিয়ে করলেই বাড়বে বেতন , অভিনব পরিকল্পনা ভারতীয় সংস্থার।

  • করোনা পরিস্থিতির জেরে কর্মীদের বেতন বাড়ানো সম্ভব হয়নি। এদিকে কর্মীদের ধরে রাখতেও হবে কারণ ওই কর্মীদের ছাড়া কাজ উদ্ধার হবে না।
  • যারা বেতন বৃদ্ধির আশা করছেন তাঁরা গত পাঁচ বছর ধরে সংস্থাকে সার্ভিস দিয়ে আসছেন।
  • দুটোই প্রয়োজন। কর্মীকে ধরে রাখতেও হবে আবার বেতন বৃদ্ধি করাও দরকার।
  • এক্কেবারে নতুন চাল চালল সংস্থা।
  • বলা হয়েছে যে নতুন খুব ভালো অফার না আসা পর্যন্ত আপনারা সংস্থায় আপনাদের পছন্দ মতো নিজেদের মধ্যে বিয়ে করে নিন তাহলেই টাকাও বেড়ে গেল আবার আপনিও খুশি হয়ে গেলেন।

22. ঝাড়খণ্ডের IAS পুজা সিংঘলের বিরুদ্ধে তদন্ত! CA-র বাড়ি থেকে ১৮ কোটি উদ্ধার করল ইডি।

23. ৩ বছর পরে ফের ডানা মেলল জেট এয়ারওয়েজ, আবেগপ্রবণ পাইলটের বার্তা।

  • মাঝে দীর্ঘ তিনটি বছরের ব্যবধান। ফের আকাশের বুকে ডানা মেলল জেট এয়ারওয়েজ (Jet Airways)।
  • বৃহস্পতিবার হায়দরাবাদের পরীক্ষামূলক উড়ানের পরে মিলেছে অপারেটরের শংসাপত্র।
  • মাঝ আকাশে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে কথোপকথনের সময় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় বিমানের পাইলটকে।

24. সব ধর্মের পড়ুয়াকেই ইদে ফেজ টুপি পরার নির্দেশ দিয়ে বিপাকে স্কুলের প্রিন্সিপাল।

  • কর্ণাটকের হিজাব বিতর্ক এখনও পুরোপুরি শেষ হয়নি। এবার প্রয়াগরাজে (Prayagraj) মাথাচাড়া দিল আরেক বিতর্ক।
  • একটি স্কুলে সব পড়ুয়াকে ইদের (Eid) সময় ফেজ টুপি ও কুর্তা পরে ভিডিও করার নির্দেশ দিয়ে বিতর্কে স্কুলের প্রিন্সিপাল।
  • যদিও স্কুল কর্তৃপক্ষ ওই প্রিন্সিপালের নির্দেশের সমর্থনে জানিয়েছে, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশে ওই নির্দেশ দেওয়া হয়নি।
  • এর আগে দিওয়ালি, দসেরা কিংবা স্বাধীনতা দিবসেও বিশেষ পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছিল পড়ুয়াদের।
  • কিন্তু এতেও বিতর্ক থামার নাম নেই।  (Top 60 Current Affairs)

25. এভাবে বিয়ে করার অধিকার নেই দলিতদের! উত্তরাখণ্ডে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হল বরকে

26. রেস্তরাঁ থেকে কেনা পরোটায় মিলল সাপের খোলস! কেরলে বন্ধ খাবারের দোকান।

  • কেরলের তিরুঅনন্তপুরমের একটি খাবারের দোকানে পরোটা কিনতে গিয়েছিলেন এক মহিলা।
  • পরোটা কিনে বাড়ি এসে খাওয়ার সময় দেখা যায় তাতে রয়েছে সাপের খোলস!

27. ডেলিভারি বয়দের স্বার্থরক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে জোমাটো।

  • খাবার ডেলিভারি সংস্থাটি ডেলিভারি বয়দের সন্তানের পড়াশোনার খরচ তুলে নিয়েছে নিজের কাঁধে।
  • প্রতিটি সন্তান এক বছরের জন্য 50 হাজার টাকা করে পড়াশোনার জন্য পাবে।
  • এছাড়া, ডেলিভারি বয় যদি 10 বছর ধরে Zomato-র সঙ্গে থাকেন, তবে তাঁর সন্তান বছরে 1 লাখ টাকা করে পাবেন।
  • Zomato-র এই সিদ্ধান্তে দারুণ খুশি নেটপাড়া।

28. পবিত্র গাছের নীচে নগ্ন হয়ে ছবি! সংস্কৃতির অপমানের অভিযোগে বহিষ্কৃত দম্পতি ।

  • বালির গভর্নর ওয়ান কস্টার জানিয়েছেন, যেখানে ধর্মীয় আবেগ এবং সংস্কৃতি জড়িয়ে আছে।
  • সেখানে এই ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টির জন্য অনুতপ্ত আলিনাও।
  • ইনস্টাগ্রামে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

29. প্রয়াত বাচিক শিল্পী পার্থ ঘোষ; আবৃত্তি-জগতে বিষাদের ছায়া।

  • ৮৩টি বসন্ত পেরিয়ে এসে এই বৈশাখে বিদায় নিলেন বাচিক শিল্পী পার্থ ঘোষ।
  • এক বছর আগেই প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী বাচিক শিল্পী গৌরী ঘোষও।

 


 

Read More:- B.Ed. First Semester Result 2021 | OUT BY WBUTTEPA | Please Check Your Result & SGPA

30. মধ্যবিত্তের হেঁশেলে আগুন, কলকাতায় হাজার পেরলো রান্নার গ্যাসের দাম।

  • এক ধাক্কায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা। কলকাতায় এখন ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য দাম দিতে হবে ১০২৬ টাকা।
  • মাথায় হাত মধ্যবিত্তের। শুক্রবার মধ্যরাতে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বেড়ে গেল আরও ৫০ টাকা।

31. দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি; ‘শুধু বাংলা নয়, দেশের গর্ব’, বললেন Amit Shah।

  • UNESCO-র কালচারাল হেরিটেজের তালিকায় বাঙালির শারদোৎসব।
  • গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় ‘কলকাতার দুর্গাপুজো’-কে।
  • কৃতিত্ব কার?
  • রাজ্যে পুরভোটের প্রচারে যখন ‘ইউনেস্কো স্বীকৃতি’কে হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী, তখন টুইট করেছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডিও।
  • টুইটে লিখেছিলেন, ‘টানা ২ বছর ধরে সংস্কৃতি মন্ত্রকের পরিশ্রমের ফলেই দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

32. রাজ্যে এখনই প্রয়োজন নেই ৩৫৬ ধারা লাগুর; ‘লড়াই চালিয়ে যেতে হবে’, বার্তা শাহের।

33.2022 World press freedom index এ ভারতের স্থান কত ?
Ans: 150th.

34. Indigo Airline এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
Ans: ভেঙ্কটারমনি সুমন্ত্রন ।

35. কোন রাজ্য সরকার Mukhyamantri Mitaan Yojana লঞ্চ করলো ?
Ans: ছত্তিশগড় ।

36. ভারতের আবহাওয়া বিভাগ (IMD) weather forecasting app তৈরীর জন্য কোন আইআইটির সঙ্গে MoU সাক্ষর করল ?
Ans: আইআইটি বোম্বাই ।

37. Coal Miners Day কবে পালিত হয় ?
Ans: ৪ মে ।  (Top 60 Current Affairs)

38. IWF junior world championship এ প্রথম ভারতীয় হিসেবে হর্ষদা শারদ গরুড় কোন পদক পেলেন ?
Ans: সোনা ।

39. আন্তর্জাতিক দমকলকর্মী দিবস (International firefighters day) কবে পালিত হয় ?
Ans: ৪ মে ।

40. World snooker championship title 2022 কে জিতেছেন?
Ans: Ronnie O’Sullivan.

41. কোন রাজ্য e-Proposal System এর জন্য জাতিসংঘের থেকে পুরস্কার পেল ?
Ans: মেঘালয় ।

42. করবেট টাইগার রিজার্ভ এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?
Ans: নরেশ কুমার ।

43. India Justice report এ পশ্চিমবঙ্গ কততম স্থানে রয়েছেন ?
Ans: ১৭ তম ।

44. 2022 Wimbledon Championship অংশগ্রহনের ক্ষেত্রে কোন দুটি দেশের খেলুয়ার দের ব্যান্ড করা হল?
Ans: রাশিয়া ও বেলারুশ ।

45. কোন দেশের রাষ্ট্রপতি গনতন্ত্র রক্ষা করার জন্য John F Kennedy Profile in Courage award পেলেন?
Ans: ইউক্রেন ।

46. Invictus Games 2022 কোন দেশে অনুষ্ঠিত হলো ?
Ans: নেদারল্যান্ড ।  (Top 60 Current Affairs)

47. বিশ্বের প্রথম দেশ হিসেবে স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ব্যান্ড করলো কে ?
Ans: আমেরিকা ।

48.NCRTC সালভিতে সেট করা ভারতের প্রথম আঞ্চলিক র‌্যাপিড ট্রানজিট সিস্টেম ট্রেন গ্রহণ করতে চলেছে

49. ভারত ‘বিশ্বের বৃহত্তম‘ চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প শুরু করেছে

50. হরিয়ানা সরকার ‘ভেহিক্যাল মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম’ মোবাইল অ্যাপ চালু করেছে ।

  • হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বালি
  • এবং অন্যান্য খনির সামগ্রী বহনকারী যানবাহনগুলিকে ট্র্যাক করতে একটি Vehicle Movement Tracking System (VMTS) মোবাইল অ্যাপ চালু করেছেন ৷
  • হরিয়ানার সমস্ত জেলার বিভিন্ন চেকপয়েন্টে অ্যাপটি ব্যবহার করা হবে ।
  • গাড়ির ধরন, গাড়ির নম্বর, কোথা থেকে আসছে, কোথা থেকে যাচ্ছে এবং ড্রাইভারের বিবরণ সহ সমস্ত যানবাহনের বিবরণ এতে সংরক্ষিত থাকবে।
  • অ-নিবন্ধিত ব্যক্তিকে বালি খননের অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ।
  • এই অ্যাপটি হরিয়ানার ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছে।

51. দক্ষতা উন্নয়ন মন্ত্রক ISRO এর সাথে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য MoU স্বাক্ষর করেছে

52. সুদর্শন ভেনুকে TVS মোটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে

53. NSEL defaulters দের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের জন্য SC একটি প্যানেল নিযুক্ত করেছে

54. ফিটনেসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে

  • এবং খেলাধুলা, বিশেষ করে অ্যাথলেটিক্স খেলতে উত্সাহিত করার জন্য বিশ্ব অ্যাথলেটিক্স দিবস প্রতি বছর 7ই মে বিশ্বব্যাপী পালিত হয়।
  • বিশ্ব অ্যাথলেটিক্স দিবসের মূল উদ্দেশ্য হল অ্যাথলেটিক্সে যুবক-যুবতীদের অংশগ্রহণ বাড়ানো

55. চীনে এশিয়ান গেমস 2023 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে

56. এয়ার মার্শাল সঞ্জীব কাপুর ডিজি (পরিদর্শন এবং নিরাপত্তা) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন

57. :আগামী ২ দিন পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়েই চলবে ঝড় বৃষ্টি।

  • ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খানিক কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বাংলার জারি থাকবে বৃষ্টির পরিবেশ।
  • এক লাফে অনেকটাই কমেছে রাজ্যের তাপমাত্রা। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
  • আগামী ৪ দিন আবহাওয়া সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই গোটা রাজ্যের কোথাওই

58. কাল আইপিএল ২০২২-এর ৫১তম গুজরাট টাইটান্সকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

  • যদিও প্লে অফের দৌড় আগেই ছিটকে যাওয়া মুম্বাই এই ম্যাচে জয় পেয়েছে ৫ রানে।
  • এই ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত দেখতে পান দর্শকরা যার মধ্যে একটি ছিল রোহিত শর্মার মারা একটি ছক্কা,
  • যার জন্য তাকে ৫ লাখ টাকা পুরস্কারও দেওয়া

59. ক্যানসার যখন চেপে বসেছিল শরীরে, কেমোথেরাপি নিয়েও একটু সুস্থ থাকলেই নেচে উঠেছিলেন গানের ছন্দে।  (Top 60 Current Affairs)

  • নাচই যে প্রাণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। আর এখন তো তিনি অনেকটাই সুস্থ।
  • তাই প্রাণ খুলে নেচে উঠেছেন অভিনেত্রী। পেয়ে গিয়েছেন তাঁর ‘জিয়ন কাঠি’।
  • ‘মেঘের পালক চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে’… শ্রেয়া ঘোষালের গানের ছন্দে নেচে উঠেছেন ঐন্দ্রিলা

60. কথায় আছে ‘লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে।’

  • কিন্তু আজকালকার দিনে কথাটি নিছকই প্রবাদে পরিণত হয়েছে।
  • কারণ আমাদের দেশের সফল ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এমন কয়েকজন যাদের কাছে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এমনকি পিএইচডির ডিগ্রিও রয়েছে।
  • উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও ক্রিকেটকেই তারা ভবিষ্যত হিসাবে বেছে নিয়েছেন। তাদের নিয়েই প্রকাশিত আজকের এই প্রতিবেদন।

Read More:- Daily Current Affairs 2022 | For Competitive Exam (5th May) | Latest & Top Selected Bengali News

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles