Environmental Science Questions 2022 | For WB Primary Tet, Upper Primary And SLST | Also For Other Exams

Environmental Science Questions 2022

Environmental Science Questions 2022 | For WB Primary Tet, Upper Primary And SLST | Also For Other Exams: Environmental Science is so important a subject that everyone has to study due to the purpose of the Exam syllabus. We all need to study it well. In previous days Evs was meant for our Atmosphere. But now the meaning has changed. It is the Subject that includes social issues. Today in this chapter Smart Knowledge is here with a huge bunch of Environmental Science Questions 2022To make your preparation smarter keep attached to us.

Environmental Science Questions 2022:

1. হাসপাতালের আর্বজনা পােড়ানাের যন্ত্রটির নাম কি ?
Ans . ইলসিনেটর ,

2 . ভারতে ফ্যাক্টরি আইন চালু হয়েছিল কবে ?
Ans . 1948 সালে ,

3 . National Wasteland Development Board কবে গঠিত হয় ?
Ans . 1945 সালে ,

4 . আর্সেনিক ঘটিত কযেকটি রােগ হলাে ?
Ans . কার্সেনােমা ও মেলানােসিস ,

5 . এক লিটার জলে আর্সেনিকের মাত্রা হওয়া উচিত ?
Ans . 0 . 05 ml .

6 . ফ্লাই অ্যাস নির্গত হয় –
Ans . তাপবিদ্যুত কেন্দ্র থেকে ,

7 . হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয় ?
Ans . অ্যামােনিয়া ,

৪ . ভূগর্ভস্থ জলদূষন ঘটায় দুটি মৌলের নাম হলাে
Ans . আর্সেনিক ও সুরাইড ,

9 . উদ্ভিদদের পাতা ঝরার রােগটির নাম ?
Ans . অবসিমন ,

10 . ধাঁয়াশা সৃষ্টির কারন হলাে
Ans . CO .

11 , পশ্চিমবঙ্গে আর্সেনিক আক্রান্ত জেলার সংখ্যা কতটি ?
Ans . 12 টি ,

12 . পেট্রোলে কোন ধাতু মেশানাে হয় ?
Ans . সীসা

13 . PAN – এর পুরাে নাম কি ?
Ans . Peroxy Acetyl Nituate ,

14 . ভারতে কত শতাংশ বনভূমি আছে ?
Ans . 19 . 47 %

15 . একটি ছত্রাক নাশক হলাে
Ans . কার্বন – বাই – সালফাইড ,

16 . খাদ্যশৃঙ্খলের আকুতি কেমন ?
Ans . সরলরেখার মতাে , (Environmental Science Questions 2022)

17 . পরিবেশ বিষয়ক হিসেব – নিকেশকে কি বলা হয়ে থাকে ?
Ans . Green Accounting .

18 . বাস্তুতন্ত্রে সমস্ত প্রানীগােষ্টীকে একত্রে কি বলা হয়ে থাকে ?
Ans . ফনা ,

19 . বাস্তুতন্ত্রিক বিশৃঙ্খলাকে কি বলা হয়ে থাকে ?
Ans . এনট্রপি ,

20 . উদ্ভিদ শূন্য স্থান তৈরীর কারন কি ?
Ans . অমুৎপাত ,

21 . বাস্তুতন্ত্রে সমস্ত উদ্ভিদগােষ্ঠীকে একত্রে কি বলা হয়ে থাকে ?
Ans . ফ্লোল্লা ,

22 . Ecosystem ‘ – কথাটা প্রথম কে বলেছিল ?
Ans . এ . জি . ট্রান্সলে ,

23 . “ Ecology ‘ – কথাটা প্রথম কে ব্যবহার করে ?
Ans . আর্নস্ট হেকেল ,

24 . ‘ Ecology ‘ – কথাটা এসেছে ‘ oikos ‘ শব্দ থেকে , ‘ oikos ’ শব্দটি হলাে একটি
Ans . গ্রীক শব্দ ,

25 . জীবমন্ডলের বিস্তার কত km পর্যন্ত ?
Ans . 13 kn .

26 . একটি প্রাথমিক খাদকের উদাহরন হলাে ?
Ans . হরিন ,

27 , পরিবেশ বিজ্ঞানে জীবনের ভিত্তি বলা হয় কাকে ?
Ans . সূর্যকে ,

28 . Ecology বা বাস্তুবিদ্যা কিসের শাখা ?
Ans . জীব বিজ্ঞানের ,

29 . একটি উভয়ভােজী প্রাণীর নাম বলাে ?
Ans . বেবুন ,

30 . প্রকৃতিতে মােট প্রজাতির প্রায় কত ?
Ans . 10 মিলিন ,

31 . দেশের আয়তনের কও শতাংশ বনভূমি থাকা প্রয়োজন ?
Ans . 33 %

32 . ভূমির উপর 1cm মাটি সৃষ্টিতে কত সময় লাগে ?
Ans . 500 বছর ,

33 . প্রাকৃতিক গ্যাসে মিথেন গ্যাসের পরিমান কত ?
Ans . 60 – 95 %

34 . পৃথিবীর গড় তাপমাত্রা কত ?
Ans . 15 ডিগ্রী সেলসিয়াস ,

35 . মুত্তিকা যেন একটি কারন লিখাে ?
Ans . ঝুম চাষ ,  (Environmental Science Questions 2022)

36 . আলােক দূষনে ক্ষতিগ্রস্থ একটি প্রানীর নাম
Ans . পেঁচা ,

37 . আর্বজনা কয় প্রকারের ?
Ans . তিন প্রকারের ,

38 . দূষিত জলে ফ্লুরাইডের মাত্রা কত ?
Ans . 1 মিলিগ্রামের বেশী / লিটার ,

39 . কেরাটিন প্রোটিনের অধিক উৎপাদনের ফলে কি রােগ হয় ?
Ans . কেরাটোসিস ,

40 . জুযেলারী দোকানের আবর্জনা কী প্রকৃতির ?
Ans . গ্যাসীয় প্রকৃতির ,

41 . একটি জৈব কীটনাশকের নাম বলাে ?
Ans . নিম নির্যাস ,

42 . ভারত কার্বন – ডাই – অক্সাইড বায়ুমন্ডলে ত্যাগ করে ?
Ans . ৪ % ,

43 . সিসা একটি রােগের নাম হলাে ?
Ans . রক্তাল্পতা ,

44 . একটি সজীব বায়ুদূষকের নাম হলাে ?
Ans . ব্যাকটেরিয়া ,

45 . কোন স্তরকে সঞ্চযন স্বল্প বলা হয়ে থাকে ?
Ans . B স্তর ,

46 . মৃত্তিকায় খনিজ পদার্থের পরিমান কত ?
Ans . 45 %

47 . জীব ভরের একক কি ?
Ans . ক্যালােরি ,

48 . EPA এর পুরাে নাম কি ?
Ans . Environment Protection Act .

49 . এল মিনাে দেখা যায় কোথায় ?
Ans . প্রশান্ত মহাসাগরে ,

50 . চিপকো আন্দোলন কী ?
Ans . ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন ।

Read More:- Daily Current Affairs (August) | Most Recent News Of 22nd & 23rd August | Important For All Upcoming Exams

Human Body: মানবদেহ সম্পর্কিত

51. সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উ: ৩৬.৯ ডিগ্রী  (Environmental Science Questions 2022)

52. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উ: ১৫ পাউন্ড

53. সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
উ: হৃদপিন্ডের সংকোচন চাপ

54. ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
উ: হৃদপিন্ডের প্রসারণ

55.  রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উ: লোহিত রক্তকনিকায়

56. রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?
উ: অস্থিমজ্জায়

57. মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
উ: ৩৩ টি

58. মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
উ: 20 টি

59. রক্ত কতো প্রকার ?
উ: ৩ প্রকার

60.  হিমোগ্লোবিনের কাজ কী ?
উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

61.  পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
উ: অক্সিজেন বাহী রক্ত

62.  মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
উ: চার প্রকোষ্ট বিশিষ্ট

63.  লোহিত রক্ত কণিকার (lifespan) আয়ুষ্কাল কতো দিন ?
উ: 120 দিন

64. অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
উ: ১০ দিন

65. রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

66. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উ: ল্যান্ড ষ্টিনার

67.  বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উ: যকৃত

68.  বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
উ:ডায়াফ্রাম

69.  কিডনীর কার্যকরী একক কী ?
উ: নেফরন

70. মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
উ: এমোনিয়া

71. মুত্র হলুদ দেখায় কেন ?
উঃ বিলিরুবিনের জন্য

72. অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
উ: যকৃত এ

73. মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
উ: হরমোন  (Environmental Science Questions 2022)

74. ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
উ: ইনসুলিন

75. পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
উ: ডিওডেনাম

76. মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
উ: যকৃত

77. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
উ: লেকরিমাল গ্রন্থি থেকে

78. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
উ: ১২৫ মিটার

79. একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
উঃ ০.৪ সেকেন্ড

80. শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
উঃ কিডনি

81. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
উ: ১ টি

82. মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উ: কিডনীতে

83. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
উ: থাইরক্সিন

84. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
উ: রেটিনা

85. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
উ: পেপসিন

86. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
উ: টিস্প্যানিক পর্দা

87. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
উ: কার্বন

88. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
উ: গ্লাইকোজেন রূপে

89. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
উ: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

90. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
উ: প্যারা থরমোন

91. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
উ: অ্যাড্রনালিন

92. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
উঃ টেস্টোস্টেরন

93. জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
উঃ অ্যালডোস্টেরন

94. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
উ: অস্থিতে

95. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
উ: ক্ষুদ্রান্তে

96. মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
উ: ডিম্বাণু

97. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
উ: ২৪ টি

98. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
উঃ ৭২

99. ধমনী শেষ হয় কোথায় ?
উ: লসিকায়

100. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
উ:মেলানিন

Read More:- UGC Recruitment Notification 2022 | For The Posts Of Financial Advisor & Secretary | Age Limit, Eligibility, Salary, Selection Process

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles