Daily Current Affairs (August) | Most Recent News Of 22nd & 23rd August | Important For All Upcoming Exams

Latest Current Affairs Updates

Daily Current Affairs (August) | Most Recent News Of 22nd & 23rd August | Important For All Upcoming Exams: Current Affairs plays an important role in our everyday life. Today in this topic Smart Knowledge is presenting a huge number of Daily Current Affairs (August). Nowadays, cracking the exam is not easy. To think about the interesting Aspirants and to make the preparation easier we have posted some selective latest updates which will help you to be ready for the exams.

Daily Current Affairs (August):

Hello Participants, welcome back to our Channel “Smart Knowledge”. Today in this post We are presenting Some 35 Top & Latest Current Affairs For the Upcoming Competitive Exams.


 

1. ভারতীয় ছাত্রদের জন্যে ফের ভিসা দেওয়ার ঘোষণা করল চিন। সে দেশে করোনার বাড়বাড়ন্তের পরেই আটকে পরে বহু ভারতীয় ছাত্র।

  • প্রায় দীর্ঘ দু’বছরের সময় পর ভিজা দেওয়ার ঘোষণা কমিউনিস্ট চিনের।
  • এছাড়াও ভারতীয়দের জন্য ব্যবসায়িক ভিসা সহ বিভিন্ন বিভাগের ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে চীন।
  • চিনের বিদেশ মন্ত্রকের এশিয়ান বিষয়ক বিভাগের কাউন্সেলর জি রং টুইট করে এমনটাই জানিয়েছে।
  • যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

2. কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের উদ্বোধন করা হয়েছে ।

  • এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা সংস্থার অধীনে সব ধরনের পুরস্কারে যে কোনও ব্যক্তি বা সংস্থাকে মনোনীত করা যাবে।
  • মনোনয়নের ক্ষমতা থাকছে সাধারণ মানুষের হাতে।
  • এই মনোনয়ন ও পুরস্কারের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এবং জনগণের উপস্থিতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • বর্তমানে পোর্টালের তরফে এক বিবৃতি যে পুরস্কারগুলির মনোয়ন গ্রহণ করা হচ্ছে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।

3. ভারতীয় ফুটবলকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার লক্ষ্যে সুপ্রিম কোর্ট আজ যে সিদ্ধান্তের কথা জানিয়েছে তাকে স্বাগত জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

  • তিনি ফেডারেশন সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নও পেশ করেছিলেন।
  • তবে ফিফার নির্দেশকে মান্যতা দিয়ে নতুন সংবিধানে প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার থাকছে না।
  • ফলে ভাইচুংয়ের এআইএফএফ সভাপতি পদে লড়াই বা জয়লাভের বিষয়টি কার্যত শেষই হয়ে গেল।

4. নির্বাচনকে সামনে রেখে দুই দিনের গুজরাত সফরে গেলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

  • সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে দিল্লির মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ভূয়শী প্রশংসা করেন।
  • তিনি বলেন, মনীশ সিসোদিয়াকে ভারত রত্ন দেওয়া উচিত।
  • শিক্ষাক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মনীশ সিসোদিয়ার সঙ্গে আলোচনা করা উচিত।
  • দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে সিবিআই শুক্রবার মনীশ সিসোদিয়ার বাড়ি তল্লাশি চালায়।
  • এই ধরনের মানুষকে ভারতরত্ন পুরস্কার দেওয়া উচিত। শিক্ষাক্ষেত্রে তাঁর সঙ্গে পরামর্শ করা উচিত।

5. আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি নেই। বাতিল হয়ে যাবে ভোটার কার্ড এরকমই হুমকি দিচ্ছেন বুথ স্তরের অনেক অফিসার।

  • তাঁদের কথায় প্রভাবিত হবেন না। কারণ এই প্রক্রিয়া কোনো ভাবেই বাধ্যতামূলক নয়।
  • খোদ আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন সেকথা। কাজেই তাঁদের কথায় ভীত বা আতঙ্কিত হবেন না।
  • ইতিমধ্যেই এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে।  (Daily Current Affairs (August))

6. এই মুহূর্তে সারা দেশে রয়েছে ২৩ টি এইমস। এর মধ্যে বাংলায় এইমস রয়েছে কল্যাণীতে।

  • কেন্দ্রীয় সরকারের তরফে হাসপাতালগুলির নাম শুধু এইমস না রেখে স্বতন্ত্র ভৌগলিক পরিচয়ের ভিত্তিতে স্থানীয় বীর ও স্বাধীনতা সংগ্রামীদের নামে (name) তা করার সিদ্ধান্ত নিয়েছে।
  • ২৩ টি এইমসের বেশিরভাগই প্রস্তাবিত নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রকের কাছে জমা দিয়েছে।
  • প্রসঙ্গত এব্যাপারে এইমসগুলির কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল।
  • সারা দেশে ২৩ টি এইমসের অনেকগুলি চালু হয়েছে। আর কিছু তৈরি হচ্ছে।
  • নতুন যে এইমসগুলি তৈরি হয়েছে. তা হয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে।
  • এইগুলিতে শুধুমাত্র তাদের অবস্থানের মাধ্যমে আলাদা করা হয়।
  • যেমন দিল্লির এইমস। কিংবা বাংলায় কল্যাণী এইমস

7. মহামারীর প্রকোপ ক্রমশ কাটিয়ে উঠছে দেশ। টিকাকরণে জোর দেওয়ার সুফল।

  • করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে গড়ে উঠছে জোরদার প্রতিরোধ।
  • স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা সংক্রমণ নেমে এল সাড়ে আট হাজারে। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৯ হাজারের বেশি।
  • ক্রমশ কমছে অ্যাকটিভ কেস। সবমিলিয়ে দেশের কোভিড (COVID-19) গ্রাফ এই মুহূর্তে যথেষ্ট আশাদায়ক।

8. শিক্ষকপদে নিয়োগে অত্যধিক সময় লাগার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তার ‘শাস্তি’ হিসাবে পেলেন বেধড়ক মার।

  • গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে নিয়ে মাটিতে পড়ে রয়েছেন একজন চাকরিপ্রার্থী।  (Daily Current Affairs (August))
  • লাঠি দিয়ে তাঁকে মারধর করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন সরকারি আধিকারিক।
  • পাটনার (Patna) ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে

9. বিষধর সাপ ঢুকেছিল প্রতিবেশীর বাড়িতে। স্বভাবতই ভয় পান তাঁরা। হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়।

  • এরপরই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরের (Shahjahanpur) বাসিন্দা এক ব্যক্তি হয়ে ওঠেন এলাকার বিপদ ভঞ্জন!
  • প্রতিবেশীর বাড়িতে ঢুকে সাপ ধরেন তিনি, নিমেষে বনে যান হিরো!
  • পড়ে সেই সাপ নিয়ে কায়দা করে ভিডিও করতে গিয়ে বিষধরের ছোবলেই মৃত্যু হল ওই ব্যক্তির।
  • গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

10. করোনামুক্তির পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারত (India)।

  • সপ্তাহের প্রথম দিন দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় পতন তারই ইঙ্গিত।
  • দীর্ঘদিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে।
  • লাখের নিচে অ্যাকটিভ কেস নেমে এসেছিল রবিবারই।
  • সোমবার তা আরও কমেছে দাঁড়িয়েছে সাড়ে ৯৭ হাজারের সামান্য বেশি।

11. মৌসুমী বায়ুর সক্রিয়তার জেরে বৃষ্টি (Rain)শুরু বঙ্গে। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি।

  • তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপটও বেড়েছে। সংলগ্ন জেলাগুলির আকাশের অবস্থা তথৈবচ।
  • কালো মেঘের আড়ালে সূর্যের মুখ দেখা যাচ্ছে না।
  • আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
  • ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে –
  • পূর্ব মেদিনীপুর
    পশ্চিম মেদিনীপুর
    ঝাড়গ্রাম
    হাওড়া
    উত্তর ২৪ পরগনা
    দক্ষিণ ২৪ পরগনা

12. পেটের দায়ে কাঁকড়া ধরতে যাওয়াই কাল। স্ত্রীর চোখের সামনে থেকে মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ।

  • মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের (Sundarban) ৩ নম্বর ঝিলার জঙ্গলে।
  • কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
  • প্রাণের ঝুঁকি প্রতিমুহূর্তে। যে কোনও সময়ে বাঘের কবলে পড়ার আশঙ্কা থাকেই।
  • তা সত্ত্বেও স্রেফ পেটের দায়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান মৎস্যজীবীরা।
  • মঙ্গলবার ভোরে স্ত্রী ও আরেক মৎস্যজীবীর সঙ্গে ঝিলার ২ নম্বর জঙ্গলে গিয়েছিলেন শিবপদ জোতদার নামে ওই মৎস্যজীবী।
  • সেই সময় আচমকা শিবপদের উপর চড়াও হয় দক্ষিণরায়। স্ত্রীর চোখের সামনে থেকে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে।
  • চেষ্টা করেও মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেননি তিনি।  (Daily Current Affairs (August))

13. এগিয়ে আসছে এশিয়া কাপ (Asia Cup)। তার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত (India)।

  • কিন্তু সেই জয়ের আনন্দের রেশ দ্রুতই কেটে গেল। কারণ এশিয়া কাপের বল গড়ানোর আগেই ভারতের জন্য দুঃসংবাদ।
  • কোভিড আক্রান্ত রাহুল দ্রাবিড়।
  • আর সেই কারণেই এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কোচ হয়ে যাওয়া হয়তো সম্ভব নয় ‘দ্য ওয়াল’-এর ক্ষেত্রে।

14. প্রথম ম্যাচে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া, নতুন প্রতিপক্ষের শক্তি কিংবা দুর্বলতা, দর্শকপূর্ণ যুবভারতীর আবহ, নতুন কোচের স্ট্র্যাটেজি- এই সবকিছুর উপর নির্ভর করছিল ইস্টবেঙ্গলের পারফরম্যান্স।

  • কিন্তু ৯০ মিনিট শেষে একরাশ হতাশা নিয়েই স্টেডিয়াম ছাড়তে হল লাল-হলুদ ফুটবলার এবং সমর্থকদের।
  • গোলের অজস্র সুযোগ হাতছাড়া আর ছন্নছাড়া ফুটবলের খেসারত দিল দল।
  • ইন্ডিয়ান নেভির (Indian Navy) কাছে আটকে গিয়ে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।

15. ফিফার (FIFA) নির্দেশ মতোই সিওএকে (COA) (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন) বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।

  • সোমবার শীর্ষ আদালতের (Supreme Court) রায়ে বলা হয়েছে, অবিলম্বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে।
  • ফেডারেশনের উপর থেকে সাসপেনশনের খাঁড়া উঠে গেলে তবেই ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন করা যাবে।
  • সেইসঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারবে ভারতীয় ক্লাব।
  • অর্থাৎ ফিফার নির্বাসন তোলার দিকে কিছুটা হলেও এগনো গেল।

Read More:- Bankura District Details Description | Know Your District, Population, Rivers, Temperature, Literacy… | বাঁকুড়া জেলার ইতিহাস

16. ইউনেস্কোর দ্বারা দুর্গাপূজাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 1 সেপ্টেম্বর এই বছরের দুর্গাপূজার শোভাযাত্রাকে সামনে রেখে রাজ্যের সমস্ত পূজা কমিটির সাথে বৈঠক করবেন।

  • অন‍্যদিকে তার আগে আজ 22শে আগস্ট বিকাল 4টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • কলকাতার 2706 টি পূজা কমিটির প্রতিনিধিরা পাশাপাশি জেলাগুলি থেকে প্রায় 32,000 পুজো কমিটির প্রতিনিধি ভার্চুয়ালে এই আলোচনা সভায় যোগ দেন।

17. কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছিল দার্জিলিং-এ। ক্রমাগত বৃষ্টিতে ভিজছে পার্বত্য জেলা।

  • বাতাসে আপেক্ষিক আর্দ্রতাই বলে দিচ্ছে হালকা বৃষ্টি চলতে পারে দিনভর।
  • আজ রোদের দেখা মিললই না শৈলশহরে । ঘুরতে গেলে কিন্তু এখন ছাতা নেওয়া আবশ্যক।
  • আজ দার্জিলিং-এ বৃষ্টিপাত: 15%,  আর্দ্রতা: 79%,  বাতাস: 3 কিমি/ঘন্টা

18. জ্বালানীর দাম বাড়লে প্রভাব পড়বে অনেক কিছুতেই। পরিবহণ ইস্যুতে প্রভাব পড়বে কাঁচামালের দরেও।

  • সবে কোভিড পরিস্থিতি থেকে একটু একটু করে মাথা তুলে দাড়াচ্ছে কলকাতা।
  • তাই নতুন করে জ্বালানীর দর নিয়ে উদ্বেগ কমবেশি থেকেই যাচ্ছে মধ্যবিত্তের সকালে।
  • প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম কমার অপেক্ষায় প্রহর গুনছে বাংলা।
  • জানুন এদিন কলকাতার পাশাপাশি এদিন সারাদেশে পেট্রোল ও ডিজেল কী দামে বিক্রি হচ্ছে।

19. এবার রাজ্য সরকারের পুজো অনুদান বেড়ে হল ৬০ হাজার টাকা।

  • ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে অনুদান পাবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
  • এবছর, ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর সরকারি কর্মচারীদের পুজোর ছুটি।

20. মালবাজার (malbazaar) ব্লকের বাগরাকোট চা বাগানের (tea garden) পর এ বার ডেঙ্গির (dengue) থাবা সাইলি চা বাগানে।

  • প্রশাসন জানিয়েছে, গত তিন সপ্তাহেই আক্রান্তের (infected) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আপাতত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন (treatment) তাঁরা।

21. সম্প্রতি ভারতে নকল কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে মেডিক্যাল অ্যালার্ট জারি করেছে – বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO)

22. সম্প্রতি, উত্তরপ্রদেশ সরকার পঞ্চায়েত বোর্ডের সভায় আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব করেছে 

23. সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব হিসেবে অপূর্ব চন্দ্র নিযুক্ত হয়েছেন 

24. জম্মু ও কাশ্মীর এর রাজ্য সরকার সাম্প্রতিক কারিগর এবং তাঁতিদের জন্য ‘কারখন্দর প্রকল্প’ উন্মোচন করেছে।

25. ভিয়েতনাম এর নৌবাহিনীর সঙ্গে সাম্প্রতিক ভারতীয় নৌবাহিনী সম্প্রতি দক্ষিণ চীন সাগরে একটি মহড়া করেছে ।

26. দেশের প্রথম স্মগ টাওয়ার কোথায় উদ্বোধন করা হবে ভারতের রাজধানী দিল্লি শহরে।

27. সম্প্রতি মারা গেছেন ওএম নাম্বিয়ার (OM Nambiar), তিনি একজন বিখ্যাত অ্যাথলেটিক্স ছিলেন।

28. সম্প্রতি চীন দেশে অনলাইন গোপনীয়তা আইন পাস হয়েছে ।

29. সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ক্রিপ্টো ( CRIPTO) গ্রহণের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় দেশ হলো ভারত।

30. ডিএ নিয়ে কার্যত একেবারে ল্যাজে গোবরে অবস্থা রাজ্য সরকার!

  • এবার এই মহার্ঘ ভাতা দেওয়া নিয়েই আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে। আজ সোমবার এই সংক্রান্ত মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।  (Daily Current Affairs (August))
  • ইউনিটি ফোরাম নামে একটি সংস্থার তরফে এই মামলা দায়ের কয়রা হয়েছে।
  • ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলাটি গ্রহণ করেছে বলেও জানা যাচ্ছে।
  • ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়া নিয়ে ফের একবার ধোঁয়াশা তৈরি হল।

31. দুর্গাপুজোর আগে কলকাতায় জমজমাট ক্রিকেট। ১৬ সেপ্টেম্বর ইন্ডিয়া মহারাজাসকে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্ব দেবেন ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে।

  • দুই দলেই থাকছেন একঝাঁক প্রাক্তন ক্রিকেট তারকা।
  • এরপর লেজেন্ডস লিগ ক্রিকেটের আরও দুটি ম্যাচ হবে ইডেনে।
  • এলএলসি এবার হবে দেশের ৬টি শহরে।

32.মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাপট বেড়েছে তার।

  • তুমুল বৃষ্টি শহর ও শহরতলীর একাধিক জায়গায়। আকাশে কালো মেঘ, সকাল ৮টাতেও চারদিন অন্ধকার, সঙ্গে বৃষ্টি।
  • আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।  (Daily Current Affairs (August))
  • সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত।

33. সপ্তাহ দুয়েক আগেও প্রায় সংক্রমণের আকারে শিশুদের মধ্যে ছড়াচ্ছিল ‘হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজ়িজ়’ বা টোম্যাটো Flu।

  • চিকিৎসকদের দাবি, বর্তমানে আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। যদিও আবারও তা বাড়তে পারে বলে অভিমত তাঁদের।
  • তবে এইরোগ হলে আতঙ্ক নয়, বরং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
  • তাঁদের বক্তব্য, এই রোগেও নিজেকে অন্যদের থেকে আলাদা করতেপারলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে না।  (Daily Current Affairs (August))
  • চিকিৎসকেরা জানান, এই রোগে মূলত হাতে-পায়ে-মুখে লালচে ফোস্কার মতো র‌্যাশ বেরোয়। যে কারণে অনেকে এটিকে Tomato Flu বলেন।
  • মূলত এতে আক্রান্ত হয় পাঁচ-ছয় কিংবা তার কম বয়সের শিশুরা। ফোস্কার মতো হওয়ায় চুলকানির চেয়েও ব্যথা বেশি হয় এতে।

34. রবিবার রাতে শিবপুর আইআইইএসটি-র ১১ নম্বর হস্টেলের ছাদ থেকে চাঙড় ভেঙে পড়েছিল।

  • আবাসিকদের অভিযোগ, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এক পড়ুয়া। যদিও একটি ল্যাপটপ ভেঙে গিয়েছে।
  • পড়ুয়ারা এর পরে রাতেই অধিকর্তা পার্থসারথি চক্রবর্তীর বাংলোর সামনে যান।
  • আবাসিকদের বক্তব্য, কেন্দ্রীয় প্রতিষ্ঠান হয়ে যাওয়ার পর থেকে আইআইইএসটি বড় অঙ্কের কেন্দ্রীয় সাহায্য পায়।
  • পড়ুয়ারাও হস্টেলে থাকার জন্য টাকা দেন। তার পরেও হস্টেলের এমন অবস্থা হবে কেন?
  • ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনসংযোগ আধিকারিক নির্মাল্য ভট্টাচার্য সোমবার জানিয়েছেন,
  • দু’দিনের মধ্যেই হস্টেলের ওই অংশ মেরামত করে দেওয়া হবে।

35. মোবাইল ও ল্যাপটপ-নির্ভর পড়াশোনা যত বাড়ছে, ততই বৃদ্ধি পাচ্ছে ‘ই-ওয়েস্ট’ (ইলেকট্রনিক ওয়েস্ট) বা বৈদ্যুতিন বর্জ্যের পরিমাণ।

  • বাড়ির পাশাপাশি স্কুল-কলেজগুলিতেও জমে যাচ্ছে পুরনো ল্যাপটপ, মোবাইল, চার্জার, সিডি, কিবোর্ডের মতো নানা সামগ্রী।  (Daily Current Affairs (August))
  • ঠিক মতো সেগুলির পুনর্ব্যবহারের (রিসাইকল) ব্যবস্থা না হলে তা থেকে দূষণ ছড়াতে পারে।
  • তাই শহরের স্কুলগুলি এখন বৈদ্যুতিন বর্জ্যের পুনর্ব্যবহারের বিষয়ে সচেতনতার পাঠ দিতে শুরু করেছে পড়ুয়াদের। শুরু হয়েছে পুনর্ব্যবহারের প্রক্রিয়াকরণও।

লা মার্টিনিয়ার ফর বয়েজ়ের শিক্ষিকা ইন্দ্রাণী চক্রবর্তী জানালেন, তাঁদের স্কুলে ৭৫ কেজি বৈদ্যুতিন বর্জ্য জমেছিল।

  • সম্প্রতি সেই বর্জ্য একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে, যারা সেগুলির পুনর্ব্যবহারের উপযুক্ত তৈরির কাজ করে।  (Daily Current Affairs (August))
  • ইন্দ্রাণী বলেন, ‘‘আজকাল পড়ুয়ারা প্রায় সকলেই ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে। সেগুলির কোনওটি বাতিল হয়ে গেলে তারা স্কুলে নিয়ে এসে জমা দিচ্ছে।
  • এ ভাবেই আমরা সম্প্রতি ৭৫ কেজি বৈদ্যুতিন বর্জ্য জমিয়েছিলাম, যা পুনর্ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।’’
  • সেই সঙ্গে ইন্দ্রাণী জানালেন, বৈদ্যুতিন বর্জ্য নিয়ে সচেতন করার জন্য পড়ুয়াদের একটি মডেল তৈরি করে দেখানো হয়েছে, কী কী জিনিস পুনর্ব্যবহারযোগ্য হতে পারে।
  • শুধু স্কুলের বৈদ্যুতিন বর্জ্যই নয়, পড়ুয়াদের বাড়িতে তৈরি হওয়া বৈদ্যুতিন বর্জ্যও স্কুলে নিয়ে এসে পুনর্ব্যবহারের জন্য দিতে বলা হয়েছে।

Read More:- Indian Bank Recruitment 2022 | Notification Out Interview Based Appointment | Apply Online Now

To Join Our Whatsapp Group: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles