Debit & Credit Card Tokenization | ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, না হলে সমস্যা

Debit & Credit Card Tokenization

Debit & Credit Card Tokenization | ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, না হলে সমস্যা: ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, না হলে সমস্যায় পড়তে পারেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন প্রক্রিয়া সময়সীমা শেষ হওয়ার আগেই সেরে ফেলতে হবে। ইতিমধ্যে আরবিআই অনলাইনে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের প্রচার অনলাইনে চালাতে শুরু করেছে।

Debit & Credit Card Tokenization: ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন

ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কি? কোনটার কি কাজ? ২ টার ভিতর পার্থক্য কি?  কিভাবে পেতে পারেন?

কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে টোকেনাইজেশনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর।

  • তারমধ্যে ব্যবহারকারীরা টোকেনাইজেশন না করলে অনলাইনে প্রতিটি লেনদেনর জন্য কার্ড নম্বর ও সিভিভি নম্বর ব্যবহার করতে হবে।

What is Debit & Credit Card Tokenization?

আরবিআইয়ের ওয়েবসাইট অনুসারে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড টোকেনাইজেনশনের মাধ্যমে আবেদনকারীরা একটি টোকেন নম্বর পান।

  • সাধারণত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে অনলাইনে পেমেন্টের সময় অনেক ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে হয় গ্রাহকদের।
  • তারই বিকল্প কোড হিসেবে টোকেন ব্যবহার করা হচ্ছে। ওই টোকেনে কোনও ব্যক্তিগত তথ্য নেই যা সরাসরি অ্যাক্সেস করা সম্ভব।
  • ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, এই টোকেনাইজেশন প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ।
  • এই টোকেনাইজেশনের পর গ্রাহককে শুধু টোকেন নম্বর ব্যবহার করতে হবে।
  • এরফলে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নম্বর, কার্ডের মেয়াদের শেষ তারিখ এবং কার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে হবে না।
  • ইতিমধ্যে ব্যাঙ্ক ও অনলাইন ব্যবসায়ীরা গ্রাহকদের কাছে টোকেনাইজেন প্রক্রিয়া করার জন্য আবেদন করছে।
  • এছাড়াও আরবিআই অনলাইনে টোকেনাইজেশনের প্রক্রিয়া চালু করেছে।

Is Tokenization Mandatory?

ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড টোকেনাইজেশন বাধ্যমূলক নয়। কোনও গ্রাহক চাইলে তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন নাও করাতে পারেন।

  • সেই বিষয়ে গ্রাহকের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করতে বেশ কিছুটা অতিরিক্ত সময় লাগবে।
  • সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে গ্রাহক টোকেননাইজেনশন না করলে অনলাইনে কিছু কেনার ক্ষেত্রে বা লেনদেনের সময় কার্ডের বিস্তারিত বিবরণ দিতে হবে।
  • কারণ ৩০ সেপ্টেম্বরের পর সমস্ত ইন্টারনেটে এই জাতীয় সমস্ত ডেটা মুছে ফেলা হবে।

How Debit & Credit Card Tokenization Is Possible?

গ্রাহককে প্রথমে ডেবিট বা ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের জন্য সংশ্লিষ্ট অ্যাপে যেতে হবে। সেখানে আবেদন করতে হবে টোকেনের জন্য।

  • এরপরেইDe নির্দিষ্ট কার্ডের ভিত্তিতে টোকেনাইজেশনের জন্য গ্রাহকের থেকে অনুমতি পাওয়া যাবে।
  • সবশেষে গ্রাহক ওই অ্যাপ থেকে টোকেন সংগ্রহ করতে পারবেন।
  • জুন মাসের শেষের দিকে গ্রাহক ডেবিট ও ক্রেডিট টোকেনাইজেশনের শেষ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করে।
  • প্রথমে ৩০ জুন ছিল।
  • বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

Read More:- Bihar TET Notification 2022 | Age Limit, Eligibility, Salary Details, Selection Processes, Application Fees Available Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles