24×7 Helpline Number for Asani | WBSEDCL is always with Us | Anyone can Contact to be safe

24×7 Helpline Number for Asani

24×7 Helpline Number for Asani | WBSEDCL is always with Us | Anyone can Contact to be safe:- Cyclone Asani is very thoughtful news today. It is said that cyclonic storm Asani is moving from the west-central Bay of Bengal towards the North Andhra coast, adding that as per estimation, the cyclone is likely to reach Kakinada on the Andhra coast Wednesday. So, everyone has to be much more careful about it. If we face any problem or can observe anyone be in danger, we will immediately contact WBSEDCL.

24×7 Helpline Number for Asani :ঝড়-বৃষ্টিতে আচমকা বিদ্যুতের সমস্যা হলে  যোগাযোগ করতে হেল্পলাইন নম্বর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যেই একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি।

  • তার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
  • সেকারণে জরুরি ভিত্তিতে হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতর।
  • ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের কোনও সমস্যা হলে এই নম্বরে ফোন করলেই পরিষেবা পাওয়া যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Cyclone Asani to recurve from tomorrow, Cyclone Asani to recurve from  tomorrow

 


স্থলভাগ থেকে বেশি দূরে নেই ঘূর্ণিঝড় অশনি

ধীরে ধীরে অন্ধ্রের দিকে এগোলেও অশনির ল্যাজের ঝাপটা পড়বে বঙ্গে।

  • সেকারণে কলকাতা সহ উপকূলবর্তী জেলা গুলিতে সকাল থেকেই বৃষ্টি চলছে।
  • ইতিমধ্যেই সমুদ্র উপকূবর্তী এলাকা গুলিতে মাইকিং শুরু হয়ে গিেয়ছে।
  • মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরসভা এবং উপকূলবর্তী জেলার সরকারি কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
  • জেলা প্রশাসনের আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদ্যুৎ সমস্যার শঙ্কা বিভিন্ন এলাকায়

প্রতিবারই রাজ্যে ঝড় বৃষ্টিতে বিদ্যুতের সমস্যা হয়।

  • কয়েক সপ্তাহ আগে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপটে উপড়ে পড়েছিল একাধিক বিদ্যুতের খুঁটি।
  • সেগুলি ঠিক করে সারাতে অনেকটা সময় লেগেছে। আবার আম্ফােনর সময় কলকাতা শহরেও প্রবল বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছিল।
  • প্রায় দিন সাতেক সময় লেগে গিয়েছিল কলকাতার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে। এই নিয়ে শহর জুড়ে বিক্ষোভ হয়েছিল বিভিন্ন এলাকায়।
  • আবার প্রবল বর্ষণে খোলা তার জলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে শহরে এই নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছে।

 


হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা হয়েছে

ঝড়-বৃষ্টির মরশুম শুরু হয়ে গিয়েছে। কাজেই এবার আগে থেকেই পদক্ষেপ করেছে রাজ্য বিদ্যুৎ দফতর।

  • মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ দফতর হেল্পলাইন চালু করার কথা ঘোষণা করেছেন। ১০ মে থেকে বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে।
  • ৫ নভেম্বর পর্যন্ত এই কন্ট্রোলরুম খোলা থাকবে বলে জানানো হয়েছে।
  • ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়,
  • পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয় তাহলে সরাসরি এই কন্ট্রোল রুমে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে।

Cyclone Asani to have partial effect in Jharkhand - Reporter Post
কন্ট্রোল রুমের নম্বর

বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার হেল্পলাইন নম্বর:-

  • 8900793503 / 8900793504
  • এখানে হোয়াটস অ্যাপ করেও অভিযোগ জানানো যাবে।
  • আগে থেকে সতর্ক থাকতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই কন্ট্রোলরুম খোলা হয়েছে।
  • পুজোর পরে এই কন্ট্রোলরুম বন্ধ হবে। কাজেই প্রায় বছরভরই খোলা থাকছে এই কন্ট্রোল রুম।
  • আজ দিনভর ঘূর্ণিঝড় অশনির দিকে নজর রেখেছে রাজ্য সরকার।

Read More:- SSC Recruitment 2022 Notification | For Assistant Teachers and Headmaster Post | Check Details Here

 


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone Asani)

দক্ষিণবঙ্গে এর বিশেষ প্রভাব পড়বে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে।
  • আর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের যেমন ঘুম ছুটেছে CESE থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL)।
  • তেমনই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। রাজ্যবাসীর স্মৃতিতে আমফানের ঘটনা যে এখনও তাজা।
  • তবে এবার যাতে সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে তৎপর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL)।
  • অশনি আসার প্রাক্কালে এবার কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর চালু করল WBSEDCL।
  • ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বা কোথাও কোনও বিদ্যুতের তার ছিড়ে পড়া,
  • ট্রান্সফর্মার বিকল হওয়ার মতো ঘটনা ঘটলে ওই হেল্পলাইন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

Severe cyclone Asani likely to weaken in next 24 hours

WBSEDCL সূত্রে খবর,

ঘূর্ণিঝড় ‘অশনি’-র (Cyclone Asani) জেরে WBSEDCL-এর উপভোক্তাদের যাতে বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর চালু করা হল।

  • ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
  • ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিড়ে পড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়,
  • তাহলে সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমস্যার কথা জানাতে পারবেন গ্রাহকেরা।
  • ২৪X৭ ঘণ্টা এই কন্ট্রোল রুম খোলা থাকছে।
  • কন্ট্রোল রুমের ফোন নম্বরটি হল- 8900793503/ 8900793504.
  • এই বিষয়টি জানিয়ে ইতিমধ্যে WBSEDCL বিজ্ঞপ্তিও জারি করেছে।
  •  সর্বদা গ্রাহকের পাশে WBSEDCL ২৪X৭ রয়েছে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তির নীচে।

asani - YouTube


২০২০ সালের ২১ মে দক্ষিণবঙ্গে ধেয়ে এসেছিল ভয়াবহ ঘূর্ণিঝড়’আমফান’

যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দক্ষিণবঙ্গে।

  • পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে গিয়ে, কোথাও বিদ্যুতের পোল পড়ে গিয়ে বা ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
  • যার ফলে CESC থেকে WBSEDCL অন্তর্ভুক্ত এলাকাগুলির কোথাও এক সপ্তাহ, আবার কোথাও একমাস টানা বিদ্যুৎ ছিল না।
  • চরম দুর্ভোগের শিকার হয়েছিল সাধারণ মানুষ।
  • তারপর গত বছর পুনরায় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আছড়ে পড়ার সময় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার ব্যাপারে আগাম প্রস্তুতি নিয়েছিল CESE থেকে WBSEDCL।
  • যদিও তার পরেও অনেক জায়গায় টানা তিন-চারদিন বিদ্যুৎ ছিল না।
  • অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবরই সময়মতো পায়নি বলে দাবি WBSEDCL-এর।
  • এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তৎপর WBSEDCL।
  • তাই অশনি আছড়ে পড়ার আগেই গ্রাহকদের জন্য কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর চালু করল WBSEDCL।

Cyclone Amphan seen from space - timelapse video - YouTube

মঙ্গলবার সকালের আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী,

ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone Asani) বিশাখাপত্তনম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রয়েছে।

  • রাতেই অশনি দিক পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে পৌঁছবে।
  • এরপর আবার গতিপথ বদলে উত্তর ও উত্তর-পূর্ব দিকে গিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এগোবে।
  • তবে আগামী ২৪ ঘণ্টায় ধীরে-ধীরে ‘অশনি’-র শক্তিক্ষয় হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

Read More:- Best 60 Current Affairs | Daily Current Affairs for 10th May, 2022 | Most recent Updates

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles