WB Nabanna Scholarship 2022 | বিশেষ সুখবর, পশ্চিমবঙ্গে শুরু নতুন নবান্ন স্কলারশিপ, এক আবেদনই 10,000 টাকা

WB Nabanna Scholarship 2022

WB Nabanna Scholarship 2022 | বিশেষ সুখবর, পশ্চিমবঙ্গে শুরু নতুন নবান্ন স্কলারশিপ, এক আবেদনই 10,000 টাকা: আপনারা যারা পড়াশোনা করছেন কিংবা পড়াশুনা করার পাশাপশি সরকারি চাকরির (Govt Jobs 2022) প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ সুখবর। এবার রাজ্যে এ বছরের জন্য নতুন করে শুরু হলো নবান্ন স্কলারশিপ। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন স্কলারশিপ দিয়ে ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তারই মধ্যে অন্যতম এই নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship 2022)। ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই অনায়াসে এখানে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, দেখে নিন।

WB Nabanna Scholarship 2022: পশ্চিমবঙ্গে শুরু নতুন নবান্ন স্কলারশিপ

নবান্ন স্কলারশিপ ২০২১ | কি, যোগ্যতা, আবেদন পদ্ধতি বিস্তারিত - Nabanna Scholarship 2021 | Banglaprakalpa.in

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Govt of West Bengal) এর তত্ত্বাবধানে এই নবান্ন স্কলারশিপ এর উদ্ভব ঘটেছে। এর মধ্য দিয়ে প্রতি বছর রাজ্যের পড়ুয়া তথা ছাত্রছাত্রীদের আর্থিক দিক থেকে সহায়তা করা হয়। অনেক সময় দেখা গিয়েছে যে, অনেকে পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক্ষেত্রে চাকরির বইপত্র কিংবা অনেকে কোচিং সেন্টার জয়েন করেন যেখানে অর্থের প্রয়োজন পড়ে, যেটি জোগাড় করতে অনেকেই হিমশিম খায়। যাইহোক, এই স্কলারশিপ সেই সব পড়ুয়াদের জন্য খুব উপকারী এবং আশীর্বাদের মতো কাজ করে তাদের জন্য।

Total Amount of the Scholarship

এই নবান্ন স্কলারশিপ এর মধ্য দিয়ে ভালো অঙ্কের টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়ে থাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যক্তি কিছু 10,000/- টাকা করে দেওয়া এই স্কলারশিপ মারফর। সেক্ষেত্রে রাজ্যের বাসিন্দা হওয়ার পাশাপাশি মাধ্যমিক পাশ থেকেই আবেদন করা যেতে পারে।

আবেদন করতে যেসব যোগ্যতা প্রয়োজন:

বিশেষ কয়েকটি যোগ্যতা থাকা দরকার এই নবান্ন স্কলারশিপ এ আবেদন করার জন্য। নিচে সেগুলি বিস্তারে আলোচনা করা হলো,

1. সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা তথা অধিবাসী হতে হবে।

3. এই স্কলারশিপ এ আবেদন করার জন্য মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ করে থাকবে ।

4. সেক্ষেত্রে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/স্নাতক এদের মধ্যে যেকোনো একটি ক্ষেত্রে পাশ করার পর নতুন কোর্স এ ভর্তি হতে হবেই এখানে আবেদনের জন্য।

5. এখানে একাদশ দ্বাদশ কিংবা স্নাতক স্তরে এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে চাইলে আপনাকে অবশ্যই 50% থেকে 60% এর মধ্যে নম্বর ধারণ করে থাকতে হবে। অন্যদিকে স্নাতকোত্তর এর ক্ষেত্রে আবেদন করতে চাইলে 50% থেকে 53% এ মধ্যে নম্বর থাকতে হবে।

6. এক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজার টাকার মধ্যে হতে হবে, এর বেশি হলে আবেদন জানাতে পারবেন না।

আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট: ( Required Documents)

রাজ্যের সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর মতো এখানেও আবেদন করতে গেলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর প্রয়োজন পড়ে। নিচে ডকুমেন্ট এর লিস্ট দেওয়া হলো,

1. যোগাযোগের জন্য একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর

2. লাস্ট এক্সাম তথা শেষ তথা আগের পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট

3. একটি ইনকাম সার্টিফিকেট

4. যেই ব্যাংকে এই স্কলারশিপ এর টাকা পেতে চান তার পাসবুক এর প্রথম পেজ এর জেরক্স

5. নতুন ক্লাস তথা কোর্সে ভর্তির প্রমাণপত্র

6. Self Declaration তথা স্ব-ঘোষণার পত্র যেখানে আপনার এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সিগনেচার থাকবে

7. প্রধান কিংবা বিধায়ক কিংবা সরকারি উচ্চ পদস্থ যেকোনো ব্যক্তির সুপারিশ পত্র

কীভাবে আবেদন করবেন? ( How to Apply?)

রাজ্যের এই নবান্ন স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন মূলত অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,

1. সবার প্রথমে আপনাকে একটি আবেদনপত্র বানিয়ে নিতে হবে নিজের হাতে যেটি নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে নিতে হবে।

2. নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম, Gender, Address, Caste Status, মোবাইল নম্বর ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।

3. যাবতীয় ডকুমেন্ট গুলি ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।

4. সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

5. পোস্ট অফিসের মাধ্যমে আপনি আপনার আবেদন পাঠিয়ে দিতে পারেন। ঠিকানা নিচে উল্লেখ করা হয়েছে।

আবেদন পাঠানোর ঠিকানা:

“The Assistant Secretary,
Chief Minister’s Office,
‘Nabanna’
325, Sarat Chatterjee Road
Howrah – 711 102”

কীভাবে নির্বাচন করা হবে?

আবেদন জমা পড়ার পর সেগুলি ভালো করে ভেরিফাই করে নেওয়া হবে। সেক্ষেত্রে সরকারি উচ্চ পদস্থ অফিসার এই আবেদনপত্র গুলি ভালো করে পর্যবেক্ষণ করে সেগুলি যাচাই করার পর ফাইনাল সাবমিট করে দেবেন। সবার শেষে সরকারি তথা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল (WB Chief Minister Relief Fund) থেকে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে।

এই স্কলারশিপ এর জন্য আবেদন করছেন অনেকেই। আপনিও এখানে আবেদন জানাতে চাইলে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন এবং সেই ঠিকানায় আপনার আপনার আবেদনপত্র পাঠিয়ে দিন।

Read More:- BEL Recruitment 2022 | Notification Out For 100 Vacancies | B.E./B.Tech Pass Candidate Is Required | Apply Soon

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles