বড় রদবদল আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ | WB HS Exam Pattern 2023

WB HS Exam Pattern 2023

বড় রদবদল আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ | WB HS Exam Pattern 2023: বড় রদবদল আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ। বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। সব স্কুল কর্তৃপক্ষকে নোটিস দিয়ে জানাল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগে প্রশ্নপত্রের ‘পার্ট-এ’-তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হত। ছাত্রছাত্রীদের তাতে উত্তর লিখতে হত। আর ‘পার্ট-বি’ তে থাকত সংক্ষিপ্ত উত্তরের (অবজেকটিভ) প্রশ্ন।

WB HS Exam Pattern 2023:

‘পার্ট বি’ উত্তরপত্রের সঙ্গে যুক্ত করতে হত পরীক্ষার্থীদের। মূলত এই ‘পার্ট বি’ প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের অবজেকটিভ প্রশ্নপত্র থাকত। যেখানে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রের মধ্যেই উত্তর দিতেন। কিন্তু এ বার থেকে এই নিয়ম আর থাকছে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ছাত্র-ছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সেখানে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করতে হত। তার পর দুটি উত্তরপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হত। এই ব্যবস্থা আর থাকছে না। একটাই প্রশ্নপত্রে ‘অবজেক্টিভ’ এবং ‘সাবজেক্টিভ’ সমস্ত প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তরই আলাদা ভাবে দেওয়া খাতায় লিখতে হবে ছাত্রছাত্রীদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত এবং পরামর্শকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষকের উদ্দেশে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং উত্তরপত্রে পরিবর্তনের বিষয়টি। নতুন নির্দেশিকা নিয়ে শিক্ষা মহলের বড় অংশই খুশি। তাঁরা জানাচ্ছেন, প্রশ্নপত্রে অনেক বেশি ‘জটিলতা’ ছিল। এ বার তা সরল হবে বলে অনেকেই আশাবাদী।

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক বদল আনা হল। যা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটি করে প্রশ্নপত্র দিত পরীক্ষার্থীদের। কিন্তু এ বার থেকে সেই নিয়মে বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার থেকে দুটি নয়, একটিমাত্র প্রশ্নপত্র থাকবে উচ্চ মাধ্যমিকের জন্য। ওই প্রশ্নপত্রেই অবজেক্টিভ টাইপ প্রশ্নের পাশাপাশি সব ধরনের প্রশ্নই থাকবে। মূলত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে দীর্ঘ কয়েক বছর ধরে ‘পার্ট এ’ এবং ‘পার্ট বি’ এই দুটি প্রশ্নপত্র আকারে থাকত।

Read More:- Catholic Syrian Bank Recruitment 2022 | Notification Out For Various Posts | Age Limit, Eligibility, Selection Process & Other Details

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles