WB Best Medical College| Santiniketan Medical College

BEST MEDICAL COLLEGE OF WEST BENGAL award from ASIA EDUCATION SUMMIT & AWARDS 2022.

WB Best Medical College: অভিনবত্বের ধারাবাহিক প্রয়াসে -রাজ্যের সেরা মেডিকেল কলেজ হিসাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ- এর অনন্য স্বীকৃতি| এই অভিনবত্বের স্বীকৃতি স্বরূপ, শান্তিনিকেতন মেডিকেল কলেজকে এশিয়া টু’ডে:রিসার্চ অ্যান্ড মিডিয়া তাদের বিশেষ সম্মান এশিয়া এডুকেশন সামিট এন্ড অ্যাওয়ার্ড,২০২২ প্রদান করেছে। গতকাল, ২৫ শে মার্চ, বেঙ্গালুরুতে একটি বিশেষ অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষে সি.ও.ও এবং রেডিওলজিস্ট ডা: অয়ন চক্রবর্তীর হাতে এই পুরস্কার তুলে দেন কর্নাটকের মাননীয় রাজ্যপাল মহোদয়।

ভারত সরকারের ন্যাশনাল মেডিকেল কমিশনের স্বীকৃতি ও অনুমোদন সাপেক্ষে চলতি শিক্ষাবর্ষ থেকে পি.পি.পি মোডে স্থাপিত প্রথম মেডিকেল কলেজ-শান্তিনিকেতন মেডিকেল কলেজে WB Best Medical College:ইতিমধ্যেই শুরু হয়েছে পঠনপাঠনের কাজ। অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগে, অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের যোগদানে ও উন্নত পরিকাঠামোগত দিক থেকে এটি একটি আদর্শ ক্যাম্পাসে পরিগণিত হয়েছে। শান্তিনিকেতন ডিজিটাল রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে টেলিমেডিসিন টেলিপ্যাথলজি, টেলি রেডিওলজি, টেলি-আই.সি.ইউ, রোবটিক সার্জারি ইত্যাদি নিয়ে চলছে নিরন্তর গবেষণা ও অত্যাধুনিক পরিকল্পনার কাজ, যা এই শিক্ষাপ্রতিষ্ঠানের এক অভিনব সংযোজন। এমবিবিএস পাঠক্রমে পড়াশোনার পাশাপাশি, সমান্তরালভাবে ছাত্র-ছাত্রীদের নিরন্তর গবেষণা ও অভিজ্ঞতা লাভের সুযোগ রয়েছে।

স্বাস্থ্যপরিষেবা ও চিকিৎসা-বিজ্ঞানে এই ডিজিটাল ধ্যানধারণা উপস্থিত মন্ত্রী ও অতিথিগণকে উচ্ছ্বসিত করেছে।
প্রখ্যাত সংস্থা কর্তৃক প্রদত্ত এই সম্মাননা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে অবশ্যই গৌরবময়।

বোলপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বীরভূমের দ্বিতীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে উঠেছে। বোলপুরে পিপিপি মডেলে জেলার দ্বিতীয় মেডিক্যাল কলেজ, ‘শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। শহরের অদূরেই দুশো বিঘা জমির উপর, দেড়শো আসন বিশিষ্ট এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোগত কাজ সম্পূর্ণ। শুরু হয়ে গিয়েছে প্রথম ব্যাচের ক্লাসও। সেই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে চুক্তির ফলে বোলপুর সিয়ানে অবস্থিত সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিক্যাল কলেজের হাসপাতাল হিসাবেই ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সভাপতি মলয় পিঠ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত এই সম্মাননা পেয়ে। আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে এই পুরস্কার আমাদের আরও উদ্বুদ্ধ করবে। আমরা আরও আনন্দিত যে আমরা বিখ্যাত চিকিৎসক তথা নারায়ানা গ্রুপের সভাপতি ডা দেবী শেঠির সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রুসু বৈঠক করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি ওনাদের সঙ্গে যৌথ ভাবে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা দেখাতে পারবো। তাছাড়াও আমরা বিখ্যাত লাইফ লাইন গ্রুপের সঙ্গে এগ্রিমেন্ট করেছি আমাদের মেডিক্যাল কলেজে অতি উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে।”

Read More: WBP New Recruitment 2022|Assistant Engineer(System) Post.| Apply Online

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles