Voter List Update News | ১৭ বছর হলেই করা যাবে আবেদন | ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য নতুন ঘোষণা করল Election Commission

Voter List Update News

Voter List Update News | ১৭ বছর হলেই করা যাবে আবেদন | ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য নতুন ঘোষণা: A Big Breaking News To all the Netizen. The Minimum Age limit to enlist the names of young boys and girls on Voter List is not now 18. They need not wait for 18 Years of age but Only 17. That means they can apply for their job exams in 17 years of age.

Voter List Update News:

Age Limit To Enlist Names

Election EPIC Card How To Enroll Name In Voter List - Election Epic card: ভোটার  তালিকায় নাম নতুন ভোটার হিসেবে নিজের নাম তোলার বা এনরোল করার পদ্ধতি |  Eisamay

যুবক-যুবতীদের আর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার থেকে বয়স ১৭ বছর হলেই ভোটার কার্ডের (Voter Card) জন্য আগাম আবেদন করতে পারবে একজন ভারতীয় নাগরিক।

  • বৃহস্পতিবার এই ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যে নয়া নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকায় যুবক-যুবতীদের নাম নথিভুক্তকরণে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।

Constitution Rules

Webinar held on Constitutional Law

সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স ১৮ বছর। এতদিন ১ জানুয়ারিতে ১৮ বছর হলে তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যেত।

  • কমিশনের বৃহস্পতিবারের নির্দেশিকা অনুযায়ী এখন আর তার প্রয়োজন নেই। এক বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে,
  • “১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারে।”
  • জানানো হয়েছে, এক্ষেত্রে আগের মতো যোগ্যতার মাপকাঠি লাগু হবে না। “১ জানুয়ারিতে আবদেনকারীর বয়স ১৮ বছর হতে হবে না।”

National Election Commission

Election Commission wants people to run from one seat - The Hindu

ইতিমধ্যে মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের (সিইও/ইআরও/এইআরও) এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন।

  • এই বিষয়ে প্রযুক্তিগত দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

Election Laws (Amendment) Bill, 2021

উল্লেখ্য, গত বছর নির্বাচনী আইনে সংশোধন করে কেন্দ্র। সংসদের দুই কক্ষে পাস হয় নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১ (Election Laws (Amendment) Bill, 2021)।

  • এই বিলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনে বেশকিছু সংশোধনী আনা হয়েছে।
  • যার অন্যতম ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুবিধা।

তখনই কমিশন যুক্তি দিয়েছিল,

  • শুধুমাত্র একটি কাট-অফ তারিখের কারণে ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হচ্ছিল, তারা ভোটার তালিকায় নাম তুলতে পারছিল না।
  • নাম তুলতে গেলে তাদের আরও এক বছর অপেক্ষা করতে হচ্ছিল। কমিশনের নয়া নির্দেশিকার পর সেই পরিস্থিতি রইল না।

The Changes In Rules

এবার থেকে নিয়মে আসছে বদল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। কমিয়ে দেওয়া হল ভোটার কার্ডের জন্য আবেদনের বয়সসীমা।

  • বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে,
  • কোনও ভারতীয় নাগরিক ১৭ বছর বয়সেই ভোটার তালিকায় নাম নথিবদ্ধ করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন।
  • এর ফলে তরুণ-তরুণীদের আর ১৮ বছর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। একটি বিবৃতি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে,
  • ‘১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারে।
  • আগে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে না।’

Read More:- Air Pollution: Cause & Effect | Environmental Science Study Material | Important For WB Tet, SLST

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles