The Mad Man Randy | Moving Aircraft | Opened Emergency Window to Walk on the Wings

The Mad Man Randy

The Mad Man Randy | Moving Aircraft |Opened Emergency Window to Walk on the Wings:- A very heart beating story is the Man Randy. Who opened the Emergency Window of a Plain and jumped on the Wings to Walk. This is very Dangerous News. It may be the cause of some accident. These types of Acts should be stopped by Law. It is known that he was returning from Sun Diago to Chicago on the Flight 2478 of United Airlines.

The Mad Man Randy: চলন্ত বিমানের জরুরি দরজা খুলে ডানায় পৌঁছলেন যাত্রী

চলন্ত বিমান এমনিতেই সকলের কাছে ভয়ের কারণ । তার উপর আবার সেখান থেকে ঝাঁপ দিয়ে ডানায় ওঠা এই ধরনের ঘটনা দুঃসাহসিক ই নয় বরং অস্বাভাবিকও।

ঠিক সেরকমই একটি ঘটনা আজ ঘটতে দেখা গেছে আমেরিকার শিকাগো বিমানবন্দরের এক ব্যক্তির সঙ্গে নাম তার রেন্ডি বয়স 57 বছর ।

এই ধরনের অস্বাভাবিক ক্রিয়া-কলাপ অনেকেই পাগলামি বলে মনে করেছেন তার বিরুদ্ধে পুলিশের খাতায় নাম উঠেছে । বর্তমানে তাকে আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে সাতাশে জুন তাকে আদালতে তোলা হবে।রেন্ডির উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো এই ধরনের কাজ চূড়ান্ত আইন বিরোধী এবং অযৌক্তিক ।

 


বিমান তখন রানওয়ে ধরে ক্রমশ গতি কমিয়ে থামতে চলেছে,

যাত্রীরাও যে যার লটবহর তুলে গা ঝাড়া দিয়ে বেরনোর অপেক্ষায়। এই বিমানেই ছিলেন ক্যালিফর্নিয়ার বাসিন্দা ৫৭ বছরের র‌্যান্ডি ফ্র্যাঙ্ক দাভিলাও। আচমকাই দেখা গেল, বিমানের জরুরি দরজা খুলে গটগট করে হাঁটতে হাঁটতে ডানায় চলে গেলেন তিনি! মুহূর্তে হইচই।

(The Mad Man Randy)

জরুরি ব্রেক কষে থামাতে হল প্লেন

শিকাগো বিমানবন্দরে হুলস্থুল। র‌্যান্ডিকে আটক করেছে পুলিশ। তাকে ২৭ জুন আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২৪৭৮-এ সান দিয়েগো থেকে শিকাগো ফিরছিলেন ফ্র্যাঙ্ক। শিকাগো বিমানবন্দরে অবতরণের পর, যখন যাত্রীরা মালপত্র নিয়ে নামার অপেক্ষা মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই আচমকা জরুরি দরজা খুলে ফেলেন র‌্যান্ডি। তার পর সোজা হাঁটতে হাঁটতে ডানায় পৌঁছে যান। বিমান তখনও চলছে। একই সঙ্গে চলছে ডানায় র‌্যান্ডির পায়চারিও!  (The Mad Man Randy)

 


কিন্তু কেন এমন করলেন র‌্যান্ডি?

আমেরিকার এক শহর বা প্রদেশ থেকে অন্য প্রদেশ বা শহরে যাতায়াত করেন যারা, তাদের একটি অংশ বলছেন, বিমান থামার পর নামার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। মূল ফটকের সামনে ব্যাপক ভিড়ও থাকে। সময় ও ঠেলাঠেলা এড়াতেই কি র‌্যান্ডি জরুরি দরজা খুলে নীচে নেমে এলেন? অনেকেই তেমনটা মনে করছেন।

তবে আমেরিকার বিমানে এমন অদ্ভুতুড়ে ঘটনা নতুন নয়। কেবল গত বছরই অভদ্র ব্যবহারের কারণে সাড়ে পাঁচ হাজার মানুষকে নিষিদ্ধ তালিকা (এই তালিকায় নাম উঠলে বিমানযাত্রা করা যায় না।) পাঠানো হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে সহযাত্রীকে বেধড়ক মারধর, তেমনই রয়েছে মাঝ আকাশে দরজা খুলে ফেলার চেষ্টাও। এ বার সেই তালিকা যুক্ত হল জরুরি দরজা খুলে ডানায় পায়চারির ঘটনাও।

(The Mad Man Randy)
গত বছর অভদ্র আচরণের জন্য সাড়ে পাঁচ হাজার মানুষকে নিষিদ্ধ তালিকায় পাঠানো হয়েছে। সেই তালিকায় যুক্ত হল জরুরি দরজা খুলে ডানায় পায়চারির ঘটনা।

এই দৃশ্য দেখে চোখ কপালে সকলের,

এহ বাহ্য, র‌্যান্ডি ডানা থেকে লাফিয়ে নীচেও নেমে পড়েন। তাঁকে আটক করেছে শিকাগো পুলিশ। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘ওই ব্যক্তি বিমানের জরুরি দরজা খুলে চলন্ত বিমানের ডানায় পৌঁছে যান। তার পর লাফিয়ে নীচে নেমে আসেন। গ্রাউন্ড ক্রুরা তাঁকে আটক করেছেন।’

তবে আমেরিকার বিমানে এমন অদ্ভুতুড়ে ঘটনা নতুন নয়। কেবল গত বছরই অভদ্র ব্যবহারের কারণে সাড়ে পাঁচ হাজার মানুষকে নিষিদ্ধ তালিকা (এই তালিকায় নাম উঠলে বিমানযাত্রা করা যায় না।) পাঠানো হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে সহযাত্রীকে বেধড়ক মারধর, তেমনই রয়েছে মাঝ আকাশে দরজা খুলে ফেলার চেষ্টাও। এ বার সেই তালিকা যুক্ত হল জরুরি দরজা খুলে ডানায় পায়চারির ঘটনাও।

(The Mad Man Randy)

 


 

Read More:- Best 230+ Life Science | WBCS Preliminary Exam 2022 | Most Selective Question Answer

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles