A Small Bird Inside Stones | Puzzling Image | Who Can Find The Bird Is a Matter Of Question

A Small Bird Inside Stones

A Small Bird Inside Stones | Puzzling Image | Who Can Find The Bird Is a Matter Of Question:- This is a Puzzle Image. But the Bird does exist really. this picture is viral on the net world. Everyone tries to find the Bird but in vain. This picture was Clicked by Laurence Debelul of Belgium. Even some take it as a challenge to find out about it.

A Small Bird Inside Stones: পাথরের মাঝে রয়েছে একটি পাখি! খুঁজে বের করতে পারবেন?

Viral Optical Illusion এর ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ছবি।

  • এই নিয়েই এখন শোরগোল পরে গিয়েছে নেটদুনিয়ায়।
  • এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি পাখি। কিন্তু, এখনও কেউ খুঁজে বের করতে পারেনি সেই পাখি।
  • এবার আপনার পালা। আপনি খুঁজে বের করতে পারবেন সেই পাখি?

(A Small Bird Inside Stones)

 


এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ছবি

এই ধরনের ছবি নয়েই মজে রয়েছে নেটিজেনরা। আসলে এই ছবিগুলো এমন ভাবে তৈরি করা হয় যা মানুষের চোখের পরীক্ষা নেয়।

  • কিন্তু, সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে যা মানুষের চোখের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পরীক্ষা নিয়ে চলেছে।
  • সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে বলা হয়েছে, এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি পাখি।
  • আপনি পারবেন সেই পাখির ছবি খুঁজে বের করতে। তাহলে ভালো করে দেখুন এই ছবি।

(A Small Bird Inside Stones)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়

  • কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে অনেক পাথরের ছবি এবং আশেপাশে রয়েছে পাহাড়ি এলাকা এবং গাছপালা।
  • কিন্তু, এই ছবি শেয়ার করে বলা হয়েছে এখানে লুকিয়ে রয়েছে একটি পাখি। অনেকেই এখনও খুঁজে বার করতে পারেনি সেই পাখির ছবি।
  • অনেকেই বলছেন এই ছবিতে কোনও পাখি নেই। কিন্তু, আসলে এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি পাখি।
  • এবার আপনার পালা, ভালো করে দেখুন এই ছবি।

 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে তা আপনার চোখের পরীক্ষা নিতে প্রস্তুত

  • কারণ আপনার চোখ যদি খুব ভালো হয় তাহলেই আপনি ধরতে পারবেন এই ছবিতে লুকিয়ে থাকা পাখি।
  • এই ছবি দেখে সহজেই বোঝা যাবে না, এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি পাখি।
  • কিন্তু, একটু ভালো করে দেখলেই দেখা যাবে সেই পাখির ছবি। এই ছবিতে সকলের চোখ প্রথমেই চলে যাচ্ছে ধূসর পাথরের দিকে।
  • এর ফলে তাঁরা আর লুকিয়ে থাকা পাখি খুঁজে বের করতে পারছে না।
  • কিন্তু, ভালো করে দেখুন সেই পাথরের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পাখি। (A Small Bird Inside Stones)

Optical Illusion এর ছবি মানুষের মস্তিষ্কের ও চোখের মধ্যে ধাঁধার সৃষ্টি করে

মানুষের মস্তিষ্ক এক রকম ভাবে কিন্তু, চোখে দেখা যায় অন্যরকম।

  • এর ফলে এর ফলে মানুষ সঠিকভাবে উত্তর দিতে পারে না। এবার আপনার পালা, ভালো করে দেখুন এই ছবি।
  • সেখানে একদম নীচের দিকে বাদিকে উল্টো দিক করে বসে রয়েছে একটি পাখি।
  • পাথরের রঙের হওয়ার তা কারও চোখে ধরা দিচ্ছে না।
  • অনেক পাথর নজরে আসছে এই ছবিতে। কিন্তু সেই অনেক পাথরের মধ্যে কি একটা পাখি খুঁজে পেলেন?
  • খুব ভাল করে ছবিটা একবার তাকিয়ে দেখুন তো।

 


নিজেকে বোকা ভাবেন,

এমন লোক এই দুনিয়ায় খুবই কম আছেন। কেউ বোকার ভান করে থাকলেও ক্ষেত্র বিশেষে নিজেকে স্মার্ট ও বুদ্ধিমান হিসেবেই তুলে ধরেন শেষমেশ।

  • আর কেউ তো সত্যিই খুব বুদ্ধিমান। যত কঠিন ধাঁধাই হোক না কেন, ঠিক তার সঠিক উত্তরটা দিয়ে দেন তাঁরা।
  • আর তাঁদেরই তো আমরা জিনিয়াস বলে থাকি। আজকাল দেখছেন তো, কীভাবে ছবির ধাঁধা বা অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলো ভাইরাল হচ্ছে।
  • দেখছেন এক, ভাবছেন এক, আর সেটা দাঁড়াচ্ছে অন্য কিছুতে। এমনই একটা অপ্টিক্যাল ইলিউশনের ছবি ফের ভাইরাল (Viral) হল।
  • অনেক পাথর রয়েছে এক জায়গায়। আর সেই পাথুরে ঢিপির মাঝেই লুকিয়ে রয়েছে একটি পাখি।
  • আপনাকে সেই পাখিটিকে খুঁজে বের করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে ছবিটি

প্রচুর মানুষ শেয়ার করছেন সেই ছবিটি। কিন্তু এক ঝলকে ছবিটা দেখার পরে অনেকেই সেই পাখিটিকে খুঁজতে ব্যর্থ হচ্ছেন।

এমনকী খুব খুঁটিয়ে লক্ষ্য করার পরেও সেই পাখিটিকে খুঁজে পাচ্ছেন না নেটপাড়ার লোকজন। অনেকে আবার ছবিটাকে চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছেন।

আর যাঁরা এই ধাঁধার উত্তর দিতে পারছেন না, তাঁরা পরিষ্কার আত্মসমর্পণ করে বলছেন,

“পাখিটিকে খুঁজে পেলে ধরে নিতে হবে আপনি মেধাবী ছাত্র।”

ছবিটি তুলেছে বেলজিয়ামের লরেন্স ডেবেলুল নামের এক ব্যক্তি

স্কটল্যান্ডের একটি পাহাড়ে ওযার সময় তাঁর নজর যায় পাখিটির দিকে।

  • তাঁকেও লক্ষ করে থাকতে হয়েছিল অনেক ক্ষণ। লরেন্স ভাবতেই পারেননি যে, এটি একটি পাখি।
  • প্রথমে তিনি এটিকে একটি পাথরই ভেবেছিলেন তিনি। তারপরে ওই পাখিটার চোখের দিকে নজর যাওয়ার পরই তাঁর খটকা লাগে।
  • আসলে পাথরের রং এবং ওই পাখিটির রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
  • আর সেই কারণেই পাখিটা অনেকের নজর এড়িয়ে যাচ্ছে। ঠিক যেমনটা লরেন্সের সঙ্গেও হয়েছিল।
  • লরেন্স জানিয়েছেন যে, পাখিটি যখন নড়াচড়া করে, তখনই তিনি নিশ্চিত হন যে, এটি আসলে একটি পাখি। তারপরই ছবিটা তিনি তোলেন এবং স্কটল্যান্ড ট্রিপ শেষ হতেই ছবিটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

আপনিও প্রথমে এই ছবিতে পাখিটাকে খুঁজে পাবেন না

খুব খুঁটিয়ে দেখার পরই আপনার নজরে আসতে পারে পাখিটা।

  • এখন পর্যন্ত আপনি যদি পাথরের মাঝখানে পাখিটিকে খুঁজে না পান, তাহলে উপরের লাল মার্ক করা অংশটা ভাল করে দেখে নিন।

Read More:- Best 230+ Life Science | WBCS Preliminary Exam 2022 | Most Selective Question Answer

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles