Take Leave As You Want | A New Policy for Experienced workers By a Private Agency

Take Leave As You Want

Take Leave As You Want | A New Policy for Experienced workers By a Private Agency:- This is very surprising news for the Old and Experienced Workers in a Private Agency. They Start the Tricks to retain the workers. In a normal time whenever a worker wants to leave this makes the Boss very furious. But the after Covid Situation is reverse. During Covid Most of the employees engaged in WFH. A group of workers makes a revolt and the result is such as.

Take Leave As You Want: যত খুশি ছুটি নাও’, অভিজ্ঞ কর্মীদের চাকরি ছাড়া রুখতে বার্তা ওয়াল স্ট্রিটের এই সংস্থার

বেসরকারি সংস্থায় ছুটির জন্য হাপিত্যেশ করে থাকেন কর্মীরা

ছুটির কথা বলতে গেলেই রেগে আগুন হন বস।

  • অনেকেই এই কারণে দ্রুত চাকরি বদলে ফেলার চেষ্টা করেন।
  • যাঁদের আর্থিক টানাটানি কম তাঁরা চাকরি ছেড়েও দেন। তবে এই ঘটনা সম্পূর্ণ উলটো।
  • কোম্পানি তরফে কর্মীদের উদ্দেশে বার্তা- নো পরোয়া, যত খুশি ছুটি (Unlimited Vacation Days) নাও।
  • ওয়াল স্ট্রিটের বিখ্যাত ব্যাংক গোল্ডম্যানের (Goldman Sachs Group Inc.) এই ঘটনা বিশ্বাস করা কঠিন। যদিও এটাই সত্যি।

 


 

অভিজ্ঞ কর্মচারীদের ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি

বলা হয়েছে, সংস্থার পুরনো কর্মীরা যত দিন খুশি বেড়ানোর জন্য ছুটি নিতে পারেন।

  • কিন্তু এর পিছনে রয়েছে মহামারী-সহ লকডাউনের প্রেক্ষাপটও।

কোভিডের কারণে অধিকাংশ সংস্থাই চালু করেছিল ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি

মহামারীর প্রকোপ কমায় আগের মতো ওয়ার্ক ফ্রম অফিসে ফিরতে চাইছে সংস্থাগুলি।

  • যদিও তা না পসন্দ বড় অংশের কর্মীদের। এমনকী শুরু হয়েছে গণ ইস্তফা।
  • এছাড়াও অফিসে এসে কাজ করায় অনিচ্ছুক কর্মীদের কাজের মান পড়েছে বলেও জানাচ্ছে কাজের বাজারে।
  • এই অবস্থায় নজিরবিহীন সিদ্ধান্ত নিল ওয়াল স্ট্রিটের বিখ্যাত ব্যাংক গোল্ডম্যান।
  • তারা জানিয়েছে, কোম্পানি পার্টনার, ম্যানেজিং ডিরেক্টরের মতো উচ্চপদস্থ কর্মীরা ঘুরতে যাওয়ার জন্য যত খুশি ছুটি নিতে পারেন।
  • এই ব্যবস্থা মূলত পুরনো কর্মীদের জন্য হলেও নতুনদেরও একেবারে বঞ্চিত করা হচ্ছে না।
  • তাঁরা ঘুরতে যাওয়ার জন্য অতিরিক্তি দুই দিন ছুটি নিতে পারবেন আপাতত। চলতি মাসের শুরুতেই এই নির্দেশিকা জারি হয়েছে।


বছর খানেক আগে গোল্ডম্যানের নীচুতলার কর্মীরা সপ্তাহে ১০০ ঘণ্টা কাজের প্রতিবাদ করেছিল

তারা দাবি করেন, এর ফলে কর্মীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

  • এমনকী এই কাজকে অমানবিকও বলেছিল তাঁরা। গোল্ডম্যানের নীচুতলার কর্মীদের এই অসন্তোষ ছড়িয়ে পড়েছিল ওয়াল স্ট্রিটের সর্বত্র।
  • এরপর মহামারী পরবর্তী সময়ে কর্মীদের অফিসে ফেরাতে একাধিক সুবিধা দেয় কোম্পানিটি।
  • কর্মচারীদের জন্য ব্যবস্থা হয়েছিল বিনামূল্যে জলখাবার ও মধ্যাহ্নভোজের।
  • কিছুদিন আগে যা তুলে দেওয়ার পর নতুন করে অসন্তোষ দানা বাঁধে। এরপরেই ঢালাও ছুটির কথা ঘোষণা করল সংস্থাটি।
  • যদিও গোল্ডম্যানের দাবি, কর্মীদের শরীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতেই এই সিদ্ধান্ত। যাতে আখেরে লাভ হবে কোম্পানির।

কর্মীদের গণ ইস্তফা ঠেকাতে বেতন প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল মাইক্রোসফট (Microsoft)

সম্প্রতি একথা জানিয়েছেন সংস্থার সিইও সত্য নাদেলা (Satya Nadella)।

  • কদিন আগেই উচ্চপদস্থ পুরনো কর্মীদের ধরে রাখতে আমাজন, গুগলের মতো সংস্থাও বিরাট পরিমাণ বেতন বৃদ্ধি করেছিল।

 

Read More:- Mineral Resources and Fossils | WBCS Preliminary Exam 2022 and Other Competitive Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles