Deer In Bokkhali Sea-Beach | Astonished Villagers | Department of Forest and Police Rescued It

Deer In Bokkhali Sea-Beach

Deer In Bokkhali Sea-Beach | Astonished Villagers | Department of Forest and Police Rescued It:- Very Astonishing news of Deer in Bokkhali Sea Beach.

 

Deer In Bokkhali Sea-Beach: বকখালি সমুদ্র সৈকতের কাছে হরিণ!

বকখালি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা সিডি ব্লকের (সম্প্রদায় উন্নয়ন ব্লক) নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি একটি পর্যটন কেন্দ্র৷ বঙ্গোপসাগরের তীরবর্তী এখানকার সমুদ্র সৈকত লালকাঁকড়ার জন্যে বিখ্যাত, নির্জনতাপ্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে। নিকটবর্তী পর্যটন কেন্দ্র রূপে ফ্রেজারগঞ্জ প্রসিদ্ধি লাভ করেছে।


bakkhali zoo part-2,deer video. - YouTube

 


বকখালি সমুদ্র সৈকতের কাছে হরিণ ধরতে দৌড় লাগালেন গ্রামবাসীরা

হঠাৎ হরিণ দেখে চমকে যান অনেকে। কেউ কেউ তাকে ধরতে পিছু ধাওয়া করে। খবর পেয়ে ছুটে যান বনকর্মীরা।

  • বকখালি সমুদ্র সৈকতের পাশে একটি গ্রামে ঢুকে পড়ল একটি পূর্ণবয়স্ক হরিণ।
  • সোমবার সাত সকালে এই দৃশ্য দেখে কার্যত হতবাক নামখানার ফ্রেজারগঞ্জ উপকূল থানার উত্তর দেবনিবাস এলাকার মানুষজন।
  • খবর পেয়েই পুলিশ ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। পরে একটি পুকুরের পাশ থেকে হরিণটিকে উদ্ধার করেন বন কর্মীরা।
  • স্বাস্থ্য পরীক্ষার পর হরিণটিকে আবার ছেড়ে দেওয়া হয়।
  • বন দফতর জানিয়েছে, বকখালি সমুদ্র সৈকত লাগোয়া জঙ্গল থেকেই বেরিয়ে পড়েছিল হরিণটি।

Alarm call of spotted deer because of tiger or leopard - YouTube

স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে,

সোমবার সকাল ৮টা নাগাদ উত্তর দেবনিবাস গ্রামে গ্রামের বাসিন্দারা হরিণটিকে দেখতে পান।

  • তাকে ধরতে পিছু ধাওয়া করলে ছুটতে থাকে হরিণটি।
  • খবর পেয়ে বকখালির রেঞ্জ অফিসার বিমল মাইতির নির্দেশে বনকর্মীরা ঘটনাস্থলে যান।
  • ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে।
  • প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় গ্রামের একটি পুকুরের পাড় থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।
  • পরে স্বাস্থ্য পরীক্ষার পর বকখালি সমুদ্র সৈকত লাগোয়া জঙ্গলে হরিণটিকে ছেড়ে দেয় বন দফতর।

Axis Deer Photographs | Fine Art America

 


বন বিভাগ জানিয়েছে, বকখালি সমুদ্র সৈকত লাগোয়া বিশাল জঙ্গল আছে

কিছু হরিণ, শূকর-সহ বিভিন্ন বন্য প্রাণী রয়েছে ওই জঙ্গলে। তা ছাড়া বকখালিতে আগত পর্যটকদের জন্য ডিয়ার পার্ক ছিল। ঘেরাটোপের মাঝে হরিণ থাকত সেখানে। কিন্তু গত ইয়াস ঘূর্ণঝড়ের পর তছনছ হয়ে যায় বকখালি ডিয়ার পার্কের একাংশ। সে সময় হরিণগুলি পাশের জঙ্গলে পালিয়ে যায়। সেই জঙ্গল থেকেই একটি হরিণ বেরিয়ে দেব নিবাস গ্রমে ঢুকে পড়ে বলে মনে করছেন বনকর্মীরা।

Read More:- Latest 55+ Current Affairs 2022 | Daily Current Affairs (16th & 17th May) | Selective and Suggestive News

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles