Queen Elizabeth II Died | ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ | জেনে নিন আরও বিস্তারিত খবর

Queen Elizabeth II Died

Queen Elizabeth II Died | ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ | জেনে নিন আরও বিস্তারিত খবর: চলে গেলেন ব্রিটেনের রানি Queen Elizabeth। এমনটাই জানানো হল বাকিংহোম প্যালেসের তরফে। আর এহেন ঘোষণার পরেই শোকের ছায়া বিশ্বজুড়ে। ৭০ বছর ধরে ব্রিটেনের রানি হিসাবে ছিলেন তিনি। ব্রিটিশ রাজ পরিবারের একটা অধ্যায় শেষ হল রানি Queen Elizabeth-এর প্রয়াণে।

Queen Elizabeth II Died: ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

Queen Elizabeth II | Obituary of queen Elizabeth II dgtl - Anandabazar

Scotland-এর Balmoral Castle-এ প্রয়াত হন রানি Queen Elizabeth। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

  • শেষবেলায় রানি Queen Elizabeth-এর পাশে বড় ছেলে প্রিন্স চার্লস সহ গোটা পরিবার উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে।
  • দীর্ঘদিন অন্তরালে ছিলেন রানি। সম্প্রতি তাঁর একটি ছবি সামনে আসে। যেখানে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী Liz Truss-ও ছিলেন।
  • রীতি মেনেই প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নেওয়ার আগে রানির সঙ্গে দেখা করেছিলেন Liz Truss।

দেহ লন্ডনে নিয়ে আসা হবে

৯৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ

রানি Queen Elizabeth-এর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রাজ পরিবারের অফিসিয়াল টুইটার থেকেও এই বিষয়ে জানানো হয়।

  • যেখানে বলা হয়, রানি আজ বিকেলে ( স্থানীয় সময়) বালমোরালে প্রয়াত হয়েছেন।
  • রাজা এবং রানী কনসোর্ট আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন বলেও টুইটারে জানানো হয়েছে।
  • রানির দেহ লন্ডনে নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই প্যালেসের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন।
  • কেউ চোখের জল ফেলছেন তো কেউ আবার শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রানিকে।

ক্রমশ অবনতি হতে থাকে

বাবার আদরের লিলিবেথ থেকে কীভাবে ব্রিটেনের রাজরানি হয়ে গেলেন দ্বিতীয়  এলিজাবেথ?

স্থানীয় সময় সকালে হঠাত করেই রানির শরীরের অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। ছুটে আসেন চিকিৎসকরা।

  • তাঁরাও রানির স্থাস্থ্য নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করে। আর এই অসুস্থতার খবর সামনে আসতেই ছুটে আসেন রাজ পরিবারের সদস্যরা।
  • ব্রিটেনের দীর্ঘতম দায়িত্ব পালনকারী রানী দ্বিতীয় এলিজাবেথ কিছু সময়ের জন্য বালমোরাল ক্যাসেলে ছিলেন।
  • বলে রাখা প্রয়োজন, শরীর ভাল যাচ্ছিল না রানির। গত বছর অক্টোবর থেকেই পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে।
  • হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গিয়েছল বলেও খবর।

এক নজরে Queen Elizabeth

Queen Elizabeth II: সাত দশক ধরে ব্রিটেনের রানী, দেশের প্রধানমন্ত্রী পদে  দেখেছেন ১৫ জনকে - Some lesser known facts about Britain's Beacon of  Stability Queen Elizabeth II sud - Aaj Tak Bangla

এলিজাবেথ 21শে এপ্রিল, 1926 সালে লন্ডনের 17 ব্রাটন সেন্টে জন্মগ্রহণ করেন। তিনি নৌ অফিসার ফিলিপ মাউন্টব্যাটেনকে বিয়ে করেছিলেন।

  • তাদের চার সন্তান রয়েছে- প্রিন্স চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ড। দীর্ঘ সময় একা কাটিয়েছেন রানি।
  • রানীর স্বামী রাজা ফিলিপ ২০২১ সালের এপ্রিলে ৯৯ বছর বয়সে প্রয়াত হন। এলিজাবেথ ১৯৫২ সালে তার পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন।
  • Queen Elizabeth অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য,   নিউজিল্যান্ড, জ্যামাইকা, অ্যান্টিগুয়া বারবুডা, বাহামা, বেলিজ, গ্রেনাডা, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস সহ ১৫ টি অঞ্চলের রানী হিসাবে দায়িত্ব সামলেছেন।

Read More:- CBI Recruitment 2022 | Notification Out For Various Posts | Eligibility Criteria, Selection Process, Salary Package

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles