Jobs In Google 2022 | গুগলের ২০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত সুন্দর পিচাইয়ের

Jobs In Google 2022 | গুগলের ২০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত সুন্দর পিচাইয়ের: গুগলের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সুন্দর পিচাই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিলেন। তিনি কর্মীদের সতর্ক করে বলেন, পরবর্তী ত্রৈমাসিকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হলে বিপাকে পড়তে হতে পারে কর্মীদের। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও বেশি পরিশ্রম করতে হবে। না হলে সংস্থা ছেড়ে চলে যেতে হতে পারে বলে তিনি জানান। এই বিষয়ে তিনি একাধিকবার কর্মীদের ইমেল করেছেন বলে জানা গিয়েছে।

Jobs In Google 2022: গুগলের ২০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে

১৬ বছরের ভারতীয় কিশোরকে ১.৪৪ কোটি টাকা বেতনের চাকরি গুগলের | দেশ News in  Bengali

লস অ্যাঞ্জেলসে কোড কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় সুন্দর পিচাই বলেন, গুগলকে আরও বেশি দক্ষ করে তুলতে হবে।

  • সংস্থাটির উৎপাদন ক্ষমতা আরও ২০ শতাংশ বাড়াতে হবে। এই বিষয়ে গুগলের অভ্যন্তরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে।
  • কীভাবে সংস্থাটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে বিশদে আলোচনা করা হয়েছে।
  • তিনি মঙ্গলবার বলেন, সংস্থার মধ্যে একাধিক অর্থনৈতিক সমস্যা দেখতে পাওয়া গিয়েছে। সেগুলো বিজ্ঞাপন ও ক্রেতাদের সঙ্গে নানভাবে সম্পর্কিত।
  • সুন্দর পিচাই কার্যত স্বীকার করে নিয়েছে, যেহারে গুগল এগোচ্ছিল, তার গতি ক্রমশ ধীর হয়ে গিয়েছে। যার নেপথ্যে অর্থনৈতিক সমস্যা রয়েছে বলে তিনি মনে করছেন।

সংস্থার অভ্যন্তরে একাধিক বৈঠক

গুগলে চাকরি করার কিছু অবিশ্বাস্য সুবিধা

সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের উৎপাদন ক্ষমতা আরও ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

  • কোনও সংস্থার উৎপাদন ক্ষমতা তখনই বাড়বে যখন কর্মীদের মধ্যে সেই উৎপাদনশীলতা বাড়ে।
  • তাই কর্মীদের আগের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে।
  • কীভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায়, সেই বিষয়ে একটি উদাহরণ বক্তব্য রাখার সময় দেন।
  • তিনি বলেন, ইউটিউব মিউজিক ও গুগল প্লে মিউজিককে একত্রিত করলে উপকার পাওয়া যাবে।

কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা

গুগলের ২০ শতাংশ কর্মী অফিসে ফিরতে চান না

সুন্দর পিচাই কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাকে বাড়িয়ে বলেন, অনেক সময় চার পাঁচ জন মিলে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।

  • কিন্তু দুই বা একজনে সেই সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন। এটা বুঝতে হবে, কর্মী সংখ্যা কমিয়ে আনলে দক্ষতা ২০ শতাংশ বৃদ্ধি পায়।
  • যদিও অগাস্টেই একটি ইমেলের মাধ্যমে কর্মীদের সতর্ক করেছিলেন।
  • সেখানে তিনি বলেছিলেন, বিক্রয় ক্ষমতা না বাড়তে পারলে, পরবর্তী ত্রৈমাসিকে লক্ষ্যে পৌঁছতে না পারলে কর্মী ছাঁটাই হবে।
  • সংস্থার জন্য কর্মীদের পরিশ্রম বিফল হতে পারে।

একাধিক সতর্কবার্তা

গুগলের প্রধান নির্বাহীর বেতন সবেচেয়ে বেশী - BBC News বাংলা

যদিও অগাস্টে নয়, জুলাই মাসেও কর্মীদের সতর্ক করেছেন সুন্দর পিচাই।

  • চলতি অর্থ বর্ষে প্রথম ত্রৈমাসিকে গুগল একদম সুবিধাজনক অবস্থানে ছিল না।
  • তারপরেই সুন্দর পিচাই গুগলের কর্মীদের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন।
  • পরবর্তী ত্রৈমাসিকে পৌঁছতে না পারলে গুগল তাদের বিক্রয় দলের কর্মী সংখ্যা কমিয়ে আনতে পারে।

Read More:- Pearl Cultivation In India | ভারতের রাজস্থানে এক ফসল – মুক্তা চাষাবাদের বিশাল শিল্প হিসেবে যেভাবে গড়ে উঠছে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles