Primary TET WBBPE Chairman | প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে এলেন নতুন চেয়ারম্যান গৌতম পাল। তৈরী হল ১১ জন সদস্য

Primary TET WBBPE Chairman

Primary TET WBBPE Chairman | প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে এলেন নতুন চেয়ারম্যান গৌতম পাল। তৈরী হল ১১ জন সদস্য: এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে এলেন নতুন চেয়ারম্যান গৌতম পাল। তৈরী হল ১১ জন সদস্যদের নিয়ে বিশেষ কমিটি। অবশেষে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে ব্যাপক রদবদল ঘটানো হল। প্রাথমিক পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় মানিক ভট্টাচার্যকে। মানিকের জায়গায় সভাপতি হলেন গৌতম পাল। জানা গেছে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পরিবর্তন হয়ে গেল। এর আগে মানিক ভট্টাচার্যকে অপসারণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Primary TET WBBPE Chairman: নতুন চেয়ারম্যান গৌতম পাল

Primary TET: রায় স্বচ্ছতার পক্ষে! গৌতম পাল হচ্ছেন প্রাথমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান - NewsTrend360

 

নতুন চেয়ারম্যান হলেন গৌতম পাল । তাকে বদলে অন্য কাউকে সভাপতির পদে বসানোর সুপারিশ করেন তিনি। অবশেষে সেই সুপারিশ মেনে নিল রাজ্য।

  • ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি তৈরি করল সরকার।
  • নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলেই খবর।
  • বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি করল।

অ্যাড হক কমিটি

পর্ষদের অ্যাড হক কমিটি থেকে ইস্তফা দিব্যেন্দুর

শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ অন্যান্যরা রয়েছেন অ্যাড হক কমিটিতে।

  • প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থেকে এর আগে আদালতের নির্দেশে অপসারিত হয়েছিলেন মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট গত জুন মাসে তাঁকে পদ থেকে বরখাস্ত করে।
  • তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তারপর থেকেই তা নিয়ে জল্পনা চলছিল।

Rearrange Primary Education Board

রাজ্য সরকারএবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ঢেলে সাজাল, এলেন নয়া সভাপতি।

  • প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নাম জড়িয়ে ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে।
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এ বিষয়ে মানিক বাবুকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ।
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাক্তন পর্ষদ সভাপতির যাদবপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে ।
  • কলকাতা হাইকোর্ট একই সঙ্গে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ।
  • মানিক ভট্টাচার্য ওই নির্দেশের পরেই পর্ষদ সভাপতির পদ থেকে সরে দাঁড়ান ।
  • এবার নতুন সভাপতি নিয়োগ করল রাজ্য সরকার মানিক ভট্টাচার্যের জায়গায়।
  • মানিক ভট্টাচার্যের জায়গায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল।

11 New Members Added

বর্তমানে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে কর্মরত রয়েছেন।

  • এর পাশাপাশি সভাপতি পদে নতুন নিয়োগ ছাড়াও ঢেলে সাজানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কে। চারা গাছে এবার পর্ষদে সভাপতি ছাড়া থাকছেন আরো এগারো জন বিশেষ সদস্য।
  • এর পাশাপাশি বেশ কিছু অধ্যাপক এবং শিক্ষাবিদ এই কমিটিতে রয়েছেন ।
  • উল্লেখ্য এই কমিটির মেয়াদ এক বছরের।সরকার তৈরি করল ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি।
  • নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলেই খবর।

This May Be Effective To The Jobseekers

প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি হয়েছে।অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ অন্যান্যরা।

  • প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থেকে এর আগে আদালতের নির্দেশে অপসারিত হয়েছিলেন মানিক ভট্টাচার্য। গত জুন মাসে তাঁকে পদ থেকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট।
  • তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল তারপর থেকেই ।
  • চাকরিপ্রার্থীদের একটা অংশ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই রদবদলে আশার আলো দেখছেন।
  • অভিজ্ঞ মহলের ধারনা নতুন কলেবরে নিয়োগে জোর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Read More:- IBPS PO Prelims Exam Date | Download MT XII Pre- Exam Training Admit Card | Check More Details Her

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles