Dollar To INR Updates | ডলারের তুলনায় আরো নিচে টাকার দাম | ১ মার্কিন ডলারের তুলনায় ৮০ টাকা হতে খুব একটা দেরি নেই

Dollar REPO Rate Updates

Dollar To INR Updates | ডলারের তুলনায় আরো নিচে টাকার দাম | ১ মার্কিন ডলারের তুলনায় ৮০ টাকা হতে খুব একটা দেরি নেই: ভারতের আর্থিক ব্যবস্থার জন্য ফের আরো একবার খারাপ ইঙ্গিত। চেনা গেছে আজ সকালের আন্তর্জাতিক বাণিজ্যে ফের একবার টাকার দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। এর ফলে আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। সাধারণ নাগরিত্বের এতে সামান্য হলেও দুর্ভোগ বাড়তে পারে। গতকাল সকালে আন্তর্জাতিক বাণিজ্যে ১ মার্কিন ডলারের তুলনায় টাকার দর ছিল ৭৯.৮৮। সপ্তাহের দ্বিতীয় দিনে টাকার দর পতন হয়েছে ৪ পয়সা।

Dollar To INR Updates: ডলারের তুলনায় আরো নিচে টাকার দাম

As Rupee breaches ₹75 mark, PM reminded of his jibes on the 'falling Rupee'  before 2014

দেশের অর্থনীতির করুণ হাল অব্যাহত। সোমবারও জারি রইল টাকার দামে পতন। ডলারের তুলনায় সর্বকালীন পতন দেখা দিল টাকায়।

  • এই প্রথমবার সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ডলারের তুলনায় টাকার দাম হল ৭৯.৭৭ টাকা।
  • প্রসঙ্গত, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি,
  • ডলারকে ক্ষমতায়িত করার চেষ্টা ও স্থানীয় বাজার থেকে বিদেশি তহবিলের ক্রমাগত বহিঃপ্রকাশ গত কয়েক সময় ধরে দেশীয় মুদ্রাকে চাপে ফেলে দিয়েছে।

আর্থিক সংকট তৈরি হতে পারে

Rupee hits fresh record low of 70.33 against US Dollar - The Economic Times  Video | ET Now

প্রথম সামান্য হলেও এই পতন সমস্যা তৈরি করতে পারে দেশের অর্থ ব্যবস্থার জন্য।

  • অর্থাৎ ১ মার্কিন ডলারের তুলনায় ৮০ টাকা হতে খুব একটা দেরি নেই এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহলের একটা অংশ।
  • এর ফলে আর্থিক সংকট তৈরি হতে পারে বলেই মনে পড়ছে এই সময় পত্রিকার একটি প্রতিবেদন।জুন মাসের হিসাবে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৫%।
  • জুলাই মাসের হিসাবে সেই মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৬.৭৫%।

রেপো দাওয়াইয়ের ফলে ১% কমছিল মুদ্রাস্ফীতি

রেপো দাওয়াইয়ের ফলে ১% কমছিল মুদ্রাস্ফীতি। টাকার দর ফের একবার পতনের ফলে সেই মুদ্রাস্ফীতি ফের একবার লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।

  • টাকার দরে পতন হওয়া মানে, দেশে মুদ্রাস্ফীতির সম্ভাবনা আরও বেড়ে যাওয়া। বাণিজ্যে ব্যাপক ঘাটতি তৈরি হওয়া।
  • চড় চড় করে আমদানি খরচ বৃদ্ধি পাওয়া। রফতানি থেকে লাভ বিপুল হ্রাস পাওয়া। এ সবই টাকার দামে পতনের ফলে হতে পারে।

মার্চ মাসে টাকার দাম

গত মার্চ মাসের শুরুতে ডলারের পরিবর্তে টাকার দাম পৌঁছায় ৭৭ টাকায়।

  • এরপর মে মাসের শেষে সেই দাম পৌঁছায় ৭৭ টাকা ৭৩ পয়সায়।

লগ্নিকারীরা রীতিমতো উদ্বিগ্ন

টাকার দাম পতনে লগ্নিকারীরা রীতিমতো উদ্বিগ্ন। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দালাল স্ট্রিটে শুরু হয় দোলাচল।

  • বাজার থেকে একাধিকবার গায়েব হয়েছে লক্ষ কোটি টাকা।
  • বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও।
  • পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে ব্যাপারে এখনই তারা কিছু বলতে পারছে না।

Read More:- IBPS PO Prelims Exam Date | Download MT XII Pre- Exam Training Admit Card | Check More Details Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles