Top 160+Life Science GK | WBCS Preliminary Exam 2022 | Best Selected for Competitive Exams

Top 160+Life Science GK

Top 160+Life Science GK | WBCS Preliminary Exam 2022 | Best Selected for Competitive Exams:- In this Article  Smart Knowledge is providing the Top 160+Life Science GK with an answer from the General knowledge portion.

Today’s Topic is based on WBCS Preliminary Preparation Guide. We think that All of You’ve completed the online Application form up to the 5th of April. Now it’s high time to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims and secure them above the cut-off marks.

Life Science GK

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, smart knowledge is presented with a huge bunch of Study stuff from Science Portion. This is the general knowledge questions and answers section on “General Science” with an explanation for various interviews, competitive examinations and Daily Uses for Higher Class & Lower classes. Life Science GK


 

প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক

প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ

প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩

প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা

প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর: শ্বসন

প্রশ্ন: Photosynthesis takes place in –
উত্তর: Green parts of the plants

প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন

(Top 160+Life Science GK)


 

প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

প্রশ্ন: Dengue fever is spread by–
উত্তর: Aedes aegypti mosquito

প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি

প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে

প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস

প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর: গ্লাইকোজেন

প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর: জেনেটিক্স

প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: মসুর ডাল

প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?
উত্তর: খেসারী

প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ

প্রশ্ন: জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক

প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক

প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের

প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর: নিওমোনিয়া

প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর: ইভোলিওশন

প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন

প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে

প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?
উত্তর: পেনিসিলিন

প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর: যকৃত

প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গো-বসন্তের ভাইরাস

প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের

প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমোগ্লোবিন

প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আর্থ্রোপোডা

(Top 160+Life Science GK)


 

প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ

প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture

প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়োপ্ল্যাংকটন

প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১

প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ

প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক

প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ

প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬

প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২

প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য

প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়?
উত্তর: প্রানিকূল

প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন

প্রশ্ন: DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে

প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই

প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম

প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমোগ্লোবিন

প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS

প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা

প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায় (Top 160+Life Science GK)

প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩

প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট

প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়
উত্তর: HIV

প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?
উত্তর: রেডিও আইসোটোপ

প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: কচু

প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ?
উত্তর: এগারিকাস

প্রশ্ন: Pteris কে বলা হয়
উত্তর: সানফার্ন

প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?
উত্তর: ২

প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর

প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
উত্তর: জলজ

প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি
উত্তর: cycas

প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক

প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
উত্তর: নদী

প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তর: জ্বর  (Top 160+Life Science GK)

প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০

প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ?
উত্তর: ৩

প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৮৬৮

প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ?
উত্তর: ২

প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?
উত্তর: প্লাজমিড

প্রশ্ন: উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?
উত্তর: ৮

প্রশ্ন: কোনটি গৌন উপাদান না ?
উত্তর: Mg

প্রশ্ন: ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?
উত্তর: অ্যানোফিলিস মশা

প্রশ্ন: কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
উত্তর: ১৯২৭

প্রশ্ন: যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
উত্তর: B.C.G

প্রশ্ন: E.Coli মানবদেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে

প্রশ্ন: পচা রোগ হয় কোন সবজির?
উত্তর: আলু

প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICBN

প্রশ্ন: শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?
উত্তর: ৭টি (Top 160+Life Science GK)

প্রশ্ন: Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: মৌমাছি

প্রশ্ন: এক কোষী নয় কোনটি?
উত্তর: মেটাজোয়া

প্রশ্ন: বহুকোষী প্রাণী নয় কোনটি?
উত্তর: প্রোটোজোয়া

প্রশ্ন: ফলের কয়টি অংশ থাকে?
উত্তর: ২টি

প্রশ্ন: এপিগাইনাস ফুল–
উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।

প্রশ্ন: রক্তে PH এর মান কত?
উত্তর: ৭.২-৭.৪

প্রশ্ন: রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম

প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?
উত্তর: ধমনীতে

প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উত্তর: ৩

প্রশ্ন: মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিষ্কের

প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত
উত্তর: মধ্য মস্তিষ্ক

প্রশ্ন: খনিজ লবণ কি করে?
উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে

প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় জমা থাকে?
উত্তর: Liver

প্রশ্ন: দুধে থাকে-
উত্তর: ল্যাকটিক এসিড

প্রশ্ন: এন্টিবায়োটিকের কাজ-
উত্তর: জীবানু ধ্বংস করা

প্রশ্ন: মাশরুম এক ধরণের-
উত্তর: ফাঙ্গাস

প্রশ্ন: যকৃতের রোগ কোনটি?
উত্তর: জন্ডিস

প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
উত্তর: ক্রেসকোগ্রাফ

প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি

প্রশ্ন: পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: ফসফরাস

প্রশ্ন: মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর: এমপি (Top 160+Life Science GK)

প্রশ্ন: কোনটি উপকারী পোকা?
উত্তর: নেকড়ে মাকড়াসা

প্রশ্ন: কৃষকের লাঙল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো

প্রশ্ন: সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির?
উত্তর: পাথর কুচি

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট কোষ-
উত্তর: শ্বেত রক্তকণিকা

প্রশ্ন: জীবনের ভিত্তি বলা হয় কাকে?
উত্তর: প্রোটোপ্লাজম

প্রশ্ন: কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়?
উত্তর: ১৮৩১

প্রশ্ন: মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
উত্তর: ৭৩%

প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস কতগুলো?
উত্তর: ৪টি

প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়?
উত্তর: ২০০১

প্রশ্ন: কোন প্রাণী শব্দ করতে পারে না?
উত্তর: চিতাবাঘ

প্রশ্ন: সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?
উত্তর: বৃক্ষ

Read More:- Environmental Science Study Materials | WB Primary TET 2022

প্রশ্ন: ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ

প্রশ্ন: মস্তিষ্কের আবরণীর নাম-
উত্তর: মেনিনমেস

প্রশ্ন: স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?
উত্তর: পাকস্থলিতে

প্রশ্ন: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তর: জন্ডিস (Top 160+Life Science GK)

প্রশ্ন: রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?
উত্তর: ইনসুলিন

প্রশ্ন: ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?
উত্তর: ফ্ল্যাভি ভাইরাস

প্রশ্ন: সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?
উত্তর: ২২-৩৫

প্রশ্ন: জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে?
উত্তর: ভাইরাস

প্রশ্ন: হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে?
উত্তর: রক্ত

প্রশ্ন: তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর: ব্যাকটেরিয়া (Top 160+Life Science GK)

প্রশ্ন: টুন্ডু রোগ হয় কিসের?
উত্তর: গম

প্রশ্ন: বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রোগটি?
উত্তর: যক্ষ্মা

প্রশ্ন: মানুষের বৈজ্ঞানিক নাম –
উত্তর: Homo sapiens

প্রশ্ন: পর্বের পরে কোন ধাপ?
উত্তর: শ্রেণি

প্রশ্ন: গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে?
উত্তর: কিউলেক্স মশা

প্রশ্ন: ফল বীজকে কি করে?
উত্তর: সুরক্ষিত করে

প্রশ্ন: হাইপোগাইনাস ফুল নয় কোনটি?
উত্তর: লাউ

প্রশ্ন: হিমোগ্লোবিন কোথায় থাকে?
উত্তর: রক্তরসে

প্রশ্ন: Ca2+ কিসের ফ্যাক্টর?
উত্তর: রক্তের

প্রশ্ন: অ্যাক্সন কোথায় থাকে?
উত্তর: গুরুমস্তিস্কে

প্রশ্ন: মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়?
উত্তর: ফ্রুক্টোজ

প্রশ্ন: আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?
উত্তর: ১৫

প্রশ্ন: আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত?
উত্তর: ২৮

প্রশ্ন: প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি?
উত্তর: ডাল (Top 160+Life Science GK)

প্রশ্ন: ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: A

প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি

প্রশ্ন: ভিটামিন-ই পাওয়া যায় কোনটিতে?
উত্তর: ভিটামিন ‘ই’ এর উৎস হল উদ্ভিজ্জ তেলসমূহ।

প্রশ্ন: পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে?
উত্তর: K

প্রশ্ন: দস্তা সারের মূল উপাদান কি?
উত্তর: ZnSO4

প্রশ্ন: বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?
উত্তর: শিম

প্রশ্ন: পাতার সাহায্যে প্রজনন হয় –
উত্তর: পাথরকুচি

প্রশ্ন: সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?
উত্তর: সাইটোপ্লাজম

প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তর: নিউক্লিয়াস

প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?
উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে

প্রশ্ন: জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?
উত্তর: হলুদ

প্রশ্ন: সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে-
উত্তর: ক্লোরোপ্লাস্ট

প্রশ্ন: জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?
উত্তর: মেন্ডেল

প্রশ্ন: সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?
উত্তর: ফার্ণ (Top 160+Life Science GK)

প্রশ্ন: বংশ গতির ধারক ও বাহক কি?
উত্তর: ক্রোমোজোম

প্রশ্ন: ক্লোন কিভাবে করা হয়?
উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়

প্রশ্ন: RNA এর নাইট্রোজেন বেস কতটি?
উত্তর: ৪

প্রশ্ন: স্পিরুলিনা কি?
উত্তর: শৈবাল

প্রশ্ন: ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের?
উত্তর: বাংলাদেশের

প্রশ্ন: পরিবহন টিস্যু নেই কোনটির?
উত্তর: ছত্রাক

প্রশ্ন: মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?
উত্তর: ১২

প্রশ্ন: পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?
উত্তর: HCl

প্রশ্ন: পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?
উত্তর: যকৃতে

প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?
উত্তর: মুখে

প্রশ্ন: চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে
উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি

প্রশ্ন: সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট  (Top 160+Life Science GK)

প্রশ্ন: ভাইরাস অর্থ কী?
উত্তর: বিষ

প্রশ্ন: অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?
উত্তর: ব্যাকটেরিয়া

Read More:- Daily Current Affairs 2022 | For Competitive Exam (5th May) | Latest & Top Selected Bengali News

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles