Is It A Fancy, Or Phantasy! Turned Himself into a Dog! Such a type of Man Is Japanese Taco

Is It A Fancy ! Or Phantasy

Is It A Fancy, Or Phantasy! Turned Himself into a Dog! Such a type of Man Is Japanese Taco:  This is like to be an imaginary story of a Man. Human life is very upgrading life, but the Man Taco did not want that life, although he is belonging to this real world. In a turn of a high expanse, he fixed himself within a Dog’s costume, to feel the lifestyle of the Dog. So, let us come to listen to the story of Taco.

Is It A Fancy, Or Phantasy: এটা কি অভিনব প্রচেষ্টা নাকি উদ্ভট খামখেয়ালী

শখ কমবেশি সব মানুষেরই থাকে।

  • আর মানুষ সারা জীবনে কোনো না কোনো দিন নিশ্চয়ই সেই শখ পূরণের চেষ্টা করে ।
  • কিন্তু এমন অদ্ভুত শখ এর আগে কেউ কখনো শোনেনি!
  • নিজেকে এভাবে কুকুরের পোশাকে ঢেকে রাখা যেন মনে হয় আস্ত একটা কুকুর । সত্যি, অবিশ্বাস্য!
  • ভাবলে অবাক লাগে।
  • কিন্তু এটাই সত্যি এমন ই এক ঘটনা ঘটতে দেখা গেছে জাপানের এক যুবকের সাথে,
  • যে নাকি কুকুরপ্রেমী ছিল এবং তার সত্তা এমন ভাবে কুকুরের সাথে মিশে গেছিল যে নিজেকে শেষমেষ সে কুকুর বানিয়ে ছারলো।
  • সেই আশ্চর্য যুবকের নাম টাকো । (Is It A Fancy, Or Phantasy)
  • চলুন দেখা যাক, কিভাবে সেই ঘটনা ঘটলো।

 


শখপূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন

নিজের রূপ বদলে মানুষ থেকে উঠলেন ‘কুকুর’। কিন্তু কী ভাবে?

  • শখ মেটাতে মানুষ কী-ই না করে! কেউ সারা শরীরে ট্যাটু করেন।
  • কেউ আবার নিজেকে কদাকার বানানোর জন্য রূপই বদলে ফেলেন। মাঝেমধ্যেই এই ধরনের খবর শোনা যায়। (Is It A Fancy, Or Phantasy)
  • কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে জাপানের এক যুবকের শখ।
  • শখের বশে নিজেকে কুকুরের রূপ দিলেন তিনি।

অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি

টাকো নামে জাপানের এক যুবকের নাকি মানবজীবন ভাল লাগে না।

  • ছোটবেলা থেকেই তাঁর কুকুরের প্রতি আকর্ষণ।
  • আর তাই কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তাঁর ভাল লাগে।
  • সেই শখপূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন তিনি।
  • নিজের রূপ বদলে মানুষ থেকে উঠলেন ‘কুকুর’।
  • তবে, যে ভাবে অস্ত্রোপচার করে নিজের রূপ বদলে ফেলার মতো ঘটনা শোনা যায়, টাকো কিন্তু সে রাস্তায় হাঁটেননি।
  • বরং এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান।
  • যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা।
  • তবে টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও যেন কোনও ভাবে কেউ ধরতে না পারেন যে, এটা কোনও কুকুর নয়।
  • শখ পূরণ হল টাকোর।  (Is It A Fancy, Or Phantasy)
  • নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করলেন। কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন।
  • তাঁর এই নতুন শখের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছেন। যা নিয়ে বিপুল চর্চা চলছে।


শখ মেটাতে মানুষ কী-ই না করে!

কেউ সারা শরীরে ট্যাটু করেন।

  • কেউ আবার নিজেকে কদাকার বানানোর জন্য রূপই বদলে ফেলেন।
  • মাঝেমধ্যেই এই ধরনের খবর শোনা যায়।
  • কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে জাপানের এক যুবকের শখ।
  • শখের বশে নিজেকে কুকুরের রূপ দিলেন তিনি।  (Is It A Fancy ! Or Phantasy)

অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি।

  • টাকো নামে জাপানের এক যুবকের নাকি মানবজীবন ভাল লাগে না।
  • ছোটবেলা থেকেই তাঁর কুকুরের প্রতি আকর্ষণ।  (Is It A Fancy, Or Phantasy)
  • আর তাই কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তাঁর ভাল লাগে।
  • সেই শখপূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন তিনি।
  • নিজের রূপ বদলে মানুষ থেকে উঠলেন ‘কুকুর’।


প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব শখ থাকে

কেউ বেড়াতে ভালোবাসেন, কেউ আবার পুরোনো কয়েন সংগ্রহ করতে পছন্দ করেন আবার কেউ কেউ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোটাকেই নিজের শখ হিসেবে বেছে নেন।

  • মূলত, আমাদের চারপাশে এইরকম মানুষদেরই আমরা দেখতে পাই।
  • তবে, দিন যত এগোচ্ছে ততই মানুষের শখও ক্রমশ পাল্টে যাচ্ছে  (Is It A Fancy, Or Phantasy)

বর্তমান সময়ে অনেকেই শুধুমাত্র শখ মেটাতে সারা শরীরে ট্যাটু করে ফেলেন

অনেকে তো আবার সবকিছুর উর্ধ্বে উঠে নিজেকে কদাকার বানানোর জন্য রূপই বদলে ফেলেন।

  • এক কথায়, নেহাত শখ পূরণের জন্য কিছু মানুষ এখন কার্যত খরচের চিন্তা না করেই এমন সব কান্ড ঘটিয়ে ফেলেন যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় অন্যান্যদের।
  •  সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা শোনার পর কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে।
  • শুধু তাই নয়, শখ পূরণের জন্য যে একজন মানুষ এই ভাবনাও ভাবতে পারেন তা ভেবেই আরও চমকে গিয়েছেন সকলে। (Is It A Fancy, Or Phantasy)
  • এমনকি, এই সংক্রান্ত একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
  • মূলত, সম্প্রতি একজন ব্যক্তি শখপূরণের তাগিদে মানুষ থেকে কার্যত “কুকুর” বানিয়ে ফেলেছেন নিজেকে!

প্রথমে শুনলে সম্পূর্ণ অবিশ্বাস্য এবং অদ্ভুত মনে হলেও ঘটনাটি কিন্তু একদম সত্যি

অর্থাৎ, এইরকমই এক ঘটনা ঘটিয়েছেন জাপানের এক যুবক। শখের বশে নিজেকে কুকুরের রূপ দিয়েছেন তিনি।

  • জানা গিয়েছে যে, টাকো নামে ওই যুবকের নাকি মানবজীবন ভাল লাগে না।
  • পাশাপাশি, ছোটবেলা থেকেই তাঁর কুকুরের প্রতি তীব্র আকর্ষণ রয়েছে।
  • শুধু তাই নয়, কুকুরের মতো জীবনযাপন করতেও তাঁর ভাল লাগে।
  • আর সেই শখপূরণ করতেই অবশেষে নিজেকে “কুকুর” বানালেন তিনি।
  •  তাঁর এই নতুন ভোলবদলে তাঁকে কোনো অস্ত্রোপচার করতে হয়নি।
  •  একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করে সেখানেই তাঁদের সহযোগিতায় অবিকল কুকুরের মতো দেখতে একটি কস্টিউম বানান তিনি। (Is It A Fancy, Or Phantasy)
  • তবে, সেই কস্টিউমের দাম শুনলেও কার্যত চোখ কপালে উঠবে।

ভারতীয় মুদ্রায় ওই অভিনব পোশাকের দাম পড়েছে ১১ লক্ষ ৬৩ হাজার টাকা

কস্টিউম তৈরির সময়ে টাকো শর্ত দিয়েছিলেন, পোশাকটি এমন হতে হবে যাতে খুব ভাল করে দেখলেও যেন কোনোভাবেই কেউ ধরতে না পারেন যে, এটা আসল কুকুর নয়।

  • আর তাঁর এই শর্তকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই অভিনব পোশাক।
  • পাশাপাশি, এভাবেই নিজের শখও পূরণ করে ফেলেছেন টাকো।
  • এখন তিনি নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করেন। (Is It A Fancy, Or Phantasy)
  • এমনকি, জানা গিয়েছে কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন তিনি।
  • এমতাবস্থায়, তাঁর এই নতুন শখের ছবিও নেটমাধ্যমে সামনে এসেছে।
  • যা দেখে কার্যত হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

 

Read More:-Top 100 Chemistry Questions | Wbcs & Other Competitive Exams | With High Possibility

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles