Top 100 Chemistry Questions | Wbcs & Other Competitive Exams | With High Possibility

Top 100 Chemistry Questions

Top 100 Chemistry Questions | Wbcs & Other Competitive Exams | With High Possibility: 

One of the Respective Govt. jobs in Our State is the West Bengal Civil Service Executive Examination. To crack the Exam is due to the hard labor of each aspirant. And we are here to support you. Our Channel Smart Knowledge is ready every day with a huge quantity of qualitative Science Questions.

Dear friends today we are providing suggestive notes from Top 100 Chemistry Questions. We know very well that WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects ( each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is one subject topic from Physical science containing 25 marks.

Top 100 Chemistry Questions: এসিড-ক্ষার সমতা

To think about my dear WBCS Aspirants we are posting important Top 100 Chemistry Questions so that all of you can proceed with your preparation. We do have not much time as our Exam is coming soon. Today’s topic contains about 100 most important Physical Science Questions – Answer.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from Physical Science.

 


 

১. স্বর্ণের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-

(i) অভিজাত ও মল্যবান ধাতু
(ii) খনি থেকে এ ধাতু সংগ্রহ করা হয়
(iii) খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে ভারতীয়রা খনি থেকে স্বর্ণ আহরণ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?

ক) ক্ষারকীয়
খ) এসিডিক
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত অবস্থা

সঠিক উত্তর: (ক)

৩. রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?

ক) সচেতনতা
খ) পরিমিত ব্যবহার
গ) পদার্থের গুণাগুণ
ঘ) সুস্পষ্টজ্ঞান

সঠিক উত্তর: (খ)

৪. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়?

ক) NH3
খ) Ca(OH)2
গ) NaOH
ঘ) HCI

সঠিক উত্তর: (গ)

 


 

৫. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কত সালে প্রথম ব্যবহৃত হয়েছিল?

ক) ১৮৪৬
খ) ১৯৪৬
গ) ১৮৬৬
ঘ) ১৯৩৬

সঠিক উত্তর: (খ)

৬. কাপড় তৈরির মূল উপাদান কোনটি?

ক) সুতা
খ) তন্তু
গ) রঙ
ঘ) রেশম

সঠিক উত্তর: (খ)  (Top 100 Chemistry Questions)

৭. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের রাসায়নিক পরিবর্তন-

ক) তাপ
খ) চাপ
গ) অণুজীব
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

৮. মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত যৌগ?

ক) N2 ও H2
খ) S ও O2
গ) C ও H2
ঘ) O2 ও C

সঠিক উত্তর: (গ)

 


 

৯. জল বিশুদ্ধকরণ প্রক্রিয়াগুলো দেওয়া হল, তা লক্ষ্য কর-

i. ক্লোরিনেশন
ii. ফুটানো, থিতানো
iii. ছাঁকন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১০. বেকিং পাউডারের মিশ্রণে ক্ষার জাতীয় পদার্থ কোনটি?

ক) অ্যাসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) টারটারিক এসিড
ঘ) অক্সালিক এসিড

সঠিক উত্তর: (গ)

১১. কোনটি ভঙ্গুর?
ক) লোহা
খ) মরিচা
গ) রাবার
ঘ) স্বর্ণ

সঠিক উত্তর: (খ)

১২. বৃস্টি জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে?

ক) CO2
খ) NO2
গ) CO2 ও NO2
ঘ) CO

সঠিক উত্তর: (গ)

১৩. কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?

ক) তত্ত্বীয় জ্ঞানার্জন
খ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্ক
গ) পরমাণুর গঠন ব্যাখ্যা
ঘ) মূলনীতির ব্যাখ্যা

সঠিক উত্তর: (গ)

১৪. ক্ষণস্থায়ী এসিড কোনটি?

ক) HNO2
খ) HNO3
গ) H3PO4
ঘ) HCI

সঠিক উত্তর: (ক)  (Top 100 Chemistry Questions)

১৫. যে সকল পদার্থ এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে তাকে কি বলে?

ক) এসিড
খ) ক্ষারক
গ) লবণ
ঘ) pH

সঠিক উত্তর: (খ)

১৬. অম্লীয় লবণ কোনটি?

ক) FeCI2
খ) KCI
গ) MgO
ঘ) MgSO4

সঠিক উত্তর: (ক)

১৭. দেহ ত্বকের জন্য আদর্শ pH মান কত হওয়া প্রয়োজন?

ক) 6
খ) 5.5-6.35
গ) 5.5
ঘ) 4-6
সঠিক উত্তর: (গ)

১৮. ‘অনুমিত সিদ্ধান্ত’-এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক) Decision
খ) Inference
গ) Hypothesis
ঘ) Analysis
সঠিক উত্তর: (গ)

১৯. রসায়নের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-

(i) রসায়নের সাথে গণিত, পদার্থবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের যোগসূত্র রয়েছে
(ii) রসায়ন অন্যান্য বিজ্ঞানের ওপর নির্ভরশীল নয়
(iii) রসায়ন হলো প্রধান বিজ্ঞানগুলোর অন্যতম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২০. রাসায়নিক প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে-

(i) ফল পাকা
(ii) বরফ গলা
(iii) মোমের দহন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২১. গাঢ় নাইট্রিক এসিড কি রংয়ের বোতলে সংরক্ষণ করা হয়?

ক) সাদা
খ) হলুদ
গ) স্বচ্ছ
ঘ) বাদামি

সঠিক উত্তর: (ঘ)

২২. লেবুতে কোন ভিটামিন বেশি রয়েছে?

ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-সি
গ) ভিটামিন-বি
ঘ) ভিটামিন-ডি

সঠিক উত্তর: (খ)

২৩. ডিটারজেন্ট কী ধরনের পদার্থ?

ক) পরিষ্কারক
খ) জীবাণুনাশক
গ) রোগ-প্রতিরোধক
ঘ) বিস্ফোরক

সঠিক উত্তর: (খ)

২৪. HCI গ্যাস জলে দ্রবীভূত হলে কোনটি উৎপন্ন হয়?

ক) HCI এসিড
খ) H2SO4
গ) HNO3
ঘ) CH3COOH

সঠিক উত্তর: (ক)

২৫. নিচের কোনটি শক্তিশালী এসিড?

ক) এসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক এসিড
ঘ) নাইট্রিক এসিড

সঠিক উত্তর: (ঘ)  (Top 100 Chemistry Questions)

২৬. কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে উৎপন্ন হয়-

(i) CO
(ii) Heat
(iii) C কণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৭. এসিডের ধর্ম হলো-

(i) এসিড টক স্বাদযুক্ত
(ii) এসিড নীল লিটমাস পেপারকে লাল করে
(iii) এসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৮. মানুষের মুখে প্রচুর কি থাকে?

ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) শৈবাল
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (খ)

২৯. খাবার খেলে তা থেকে আমরা শক্তি পাই কোন প্রক্রিয়ার মাধ্যমে?

ক) শ্বসন প্রক্রিয়া
খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
গ) বিপাক প্রক্রিয়া
ঘ) তাপীয় প্রক্রিয়া

সঠিক উত্তর: (গ)

৩০. খাবার জলে কী থাকে?

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) খনিজ
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

৩১. নিচের কোনটি রাসায়নিক পদার্থ নয়?

ক) কীটনাশক
খ) আলো
গ) অজৈব সার
ঘ) অ্যারোসল

সঠিক উত্তর: (খ)

৩২. কখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়?

ক) গ্যাস পোড়ালে
খ) কারখানায়
গ) কাঠপোড়ালে
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

৩৩. লোহা+অক্সিজেন জলীয় বাষ্প?

ক) কার্বন ডাই অক্সাইড
খ) মরিচা
গ) ভেজা লোহা
ঘ) পারঅক্সাইড

সঠিক উত্তর: (খ)

৩৪. উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে 68g NH3 প্রস্তুত করতে কত গ্রাম H2 প্রয়োজন হবে?

ক) 6g
খ) 12g
গ) 24g
ঘ) 28g

সঠিক উত্তর: (খ)

৩৫. নিম্নের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান-

ক) খাদ্য লবণ
খ) সালফিউরিক এসিড
গ) কাঠ
ঘ) জল

সঠিক উত্তর: (গ)

৩৬. সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি মিশ্রিত হয়ে ঘন কুয়াশার মত অবস্থা সৃষ্টি করে?

ক) H2O
খ) NO
গ) NO2
ঘ) SO2

সঠিক উত্তর: (ক)

৩৭. লেড ও জিঙ্ক সালফেটের বিক্রিয়াতে-

ক) লেড জারিত হয়
খ) লেড বিজারিত হয়
গ) জিঙ্ক সালফেট তৈরি হয়
ঘ) কোনো উৎপাদ পাওয়া যায় না

সঠিক উত্তর: (ঘ)  (Top 100 Chemistry Questions)

৩৮. খর পানির ক্ষেত্রে-

i. আয়রন আয়ন একটি উপাদান
ii. সাবানের ফেনা উৎপন্ন হয় না
iii. বৃষ্টির জল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩৯. কাপড় তৈরির মূল উৎপাদন কোনটি?

ক) সুতা
খ) তন্তু
গ) রঙ
ঘ) রেশম

সঠিক উত্তর: (খ)

৪০. ব্যাকটেরিয়া যখন মানুষের মুখে লেগে থাকা খাবার খায় তখন কি উৎপন্ন হয়?

ক) ক্ষারক
খ) লবণ
গ) এসিড
ঘ) জীবাণু

সঠিক উত্তর: (গ)

৪১. অতিরিক্ত NaOH এ দ্রবীভূত হয় নিচের কোন আয়নগুলোর অধঃক্ষেপ?

i. অ্যালুমিনিয়াম আয়ন
ii. ফেরাস আয়ন
iii. কিউপ্রিক আয়ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪২. এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির pH কত হয়?

ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7

সঠিক উত্তর: (ক)

৪৩. আমাদের পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে কোনটি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত?

ক) পদার্থ
খ) গণিত
গ) জীববিজ্ঞান
ঘ) রাসায়নিক

সঠিক উত্তর: (ঘ)

৪৪. এসিড বৃষ্টির ফলে-

i. জলীয় ও মাটির pH মান 4 এর চেয়ে কমে যায়
ii.মাটি ও এসিডিক হয়
iii. জীব বিলুপ্ত হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৫. সমস্যা চিহ্নিতকরণ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) সর্বশেষ

সঠিক উত্তর: (ক)

৪৬. HNO2-

i. ক্ষণস্থায়ী
ii. NO2 ও H2O
iii. একটি এসিডীয় লবণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৭. বৃষ্টির জলে উপস্থিত থাকে?

ক) NaOH
খ) Ca(OH)2
গ) CaO
ঘ) H2CO3

সঠিক উত্তর: (ঘ)

৪৮. pH মানের সাথে লিটমাস পেপারের বর্ণ হচ্ছে-

i.pH < 7 হলে বর্ণ লাল
ii.pH > 7 হলে বর্ণ নীল
iii. pH = 7 হলে বর্ণ নীল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৯. ধাতু ও লঘু এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়?

ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) অক্সিজেন
ঘ) ক্লোরিন

সঠিক উত্তর: (খ)

৫০. পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?

ক) ৫০ বছরে
খ) ৫০০ বছরে
গ) ১০০ বছরে
ঘ) ২০০ বছরে

সঠিক উত্তর: (গ)

৫১. লঘু ক্ষার-

i. কটু স্বাদ ও গন্ধযুক্ত
ii. ধাতব আয়নের বিক্রিয়া হয়
iii. অ্যামোনিয়াম যৌগের বিক্রিয়ায় গ্যাস NH3 বিমুক্ত করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)  (Top 100 Chemistry Questions)

 

Read More:- 150 Child Psychology Pedagogy | WB Primary Tet 2022 | Most Selective MCQ Practice Set

 

৫২. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় এ বিক্রিয়াকে কি বলে?

ক) জলযোজন বিক্রিয়া
খ) প্রশমন বিক্রিয়া
গ) সংশ্লেষণ বিক্রিয়া
ঘ) সংশ্লেষণ বিক্রিয়া

সঠিক উত্তর: (খ)

৫৩. এসিডের ক্ষেত্রে-

i. যৌগের অণুতে প্রতিস্থাপনীয় H থাকে?
ii. হাইড্রোজেনকে ক্রিয়াশীলমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়
iii. উদাহরণ- H2SO4, HCI

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৪. গাঢ় HNO3 তে শতকরা কতভাগ HNO3 থাকে?

ক) 75%
খ) 70%
গ) 65%
ঘ) 60%

সঠিক উত্তর: (খ)

৫৫. কোন দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হলে দ্রবণটির pH মান কত?

ক) 7 এর বেশি
খ) 7 এর সমান
গ) 7 এর কম
ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (গ)

৫৬. অনুভবে পিচ্ছিল অনুভূত হয় কোনটির?

ক) এসিড
খ) ক্ষার
গ) লবণ
ঘ) জল

সঠিক উত্তর: (খ)

৫৭. COD এর পূর্ণরূপ কোনটি?

ক) Chemistrey Oxygen Demand
খ) Chemical Oxygen Demand
গ) Chemistry Organaiztion Development
ঘ) Chemical Oxygen Development

সঠিক উত্তর: (খ)

৫৮. আলকেমি শব্দটি?

ক) বাংলা
খ) ইংরেজি
গ) আরবী
ঘ) ফারসী

সঠিক উত্তর: (গ)

৫৯. Zn CI2 এর সাথে NaOH এর দ্রবণের বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে?

ক) Zn(OH)2
খ) NaCl
গ) ZnO
ঘ) Cl2O2

সঠিক উত্তর: (ক)

৬০. টারটারিক এসিডে কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা

ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4

সঠিক উত্তর: (খ)

৬১. রহমান সাহেবের বাজার করা মাছ, তরকারিতে কী মিশানো ছিল?

ক) ফরমালিন
খ) ম্যালামাইন
গ) প্রিজারভেটিভস্
ঘ) মেডিসিন

সঠিক উত্তর: (ক)

৬২. লবণের ক্ষেত্রে-

i. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ
ii. সাধারণত প্রশম বা নিরপেক্ষ পদার্থ
iii. উচ্চ গলনাঙ্ক ও স্ফটনাঙ্ক বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৬৩. লঘু-এসিডসমূহ কেমন স্বাদযুক্ত?

ক) জাল
খ) টক
গ) মিষ্টি
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (খ)

৬৪. কোন দ্রবণে pH মান এর মানের সীমা কত?

ক) 0-14
খ) 1-14
গ) 2-14
ঘ) 3-14

সঠিক উত্তর: (ক)

৬৫. কোনটি ক্ষার?

ক) CaO
খ) Fe(OH)2
গ) FeO
ঘ) Cu2O

সঠিক উত্তর: (ক)  (Top 100 Chemistry Questions)

৬৬. Fe(OH)2 অধঃক্ষেপের বর্ণ কেমন?

ক) সাদা
খ) নাীল
গ) লালচে
ঘ) সবুজ

সঠিক উত্তর: (ঘ)

৬৭. ‘আল-কেমী’ কোন জাতীয় শব্দ?

ক) মিসরীয়
খ) উর্দু
গ) আরবি
ঘ) ইংরেজি

সঠিক উত্তর: (গ)

৬৮. জলের বিশুদ্ধতা পরীক্ষার জন্য যে মানগুলো জানা দরকার-

i. জলের তাপমাত্রা
ii. জলের pH মান
iii. BOD মান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৬৯. ক্ষারক ও এসিডের প্রমমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

ক) এসিড
খ) ক্ষারক
গ) লবণ ও জল
ঘ) এস্টার

সঠিক উত্তর: (গ)

৭০. টারটারিক এসিডযুক্ত ফল হচ্ছে-

ক) লেবু
খ) আম
গ) তেতুল
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (গ)

৭১. লিল্প বর্জ্যের দূষক পদার্থগুলো দেওয়া হলো তা লক্ষ্য করো-

i. ম্যাঙ্গানিজ (Mn)
ii. ক্লোমিয়াম (Cr)
iii. ক্যাডমিয়াম (Cd)

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭২. মুখে রুচি আনে কোনটি?

ক) কার্বনিক এসিড
খ) লেবু
গ) টারটারিক এসিড
ঘ) ল্যাকটিক এসিড

সঠিক উত্তর: (গ)

৭৩. নিচের কোনটি সবচেয়ে বিষাক্ত এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর?

ক) CO2
খ) CO3
গ) CO
ঘ) C-কণা

সঠিক উত্তর: (গ)

৭৪. জলের খরতার জন্য দায়ী Ca, Mg, Fe ধাতুর-

i. ক্লোরাইড
ii. সালফেট
iii. বাই কার্বনেট লবণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭৫. H2 ও N2 অণুর সমষ্টিতে কোন গ্যাস উৎপন্ন হয়?

ক) অ্যামোনিয়া গ্যাস
খ) নাইট্রোজেন গ্যাস
গ) ক্লোরিন গ্যাস
ঘ) ফ্লোরিন গ্যাস

সঠিক উত্তর: (ক)

৭৬. রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে-

ক) তথ্য নির্ভর
খ) পরিকল্পনা নির্ভর
গ) পরীক্ষণ নির্ভর
ঘ) বিষয়বস্তু নির্ভর

সঠিক উত্তর: (গ)

৭৭. ভিটামিন সি পাওয়া যায় নিচের কোনগুলোতে?

i. আমলকি
ii. আলু
iii. কাঁচামরিচ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)  (Top 100 Chemistry Questions)

৭৮. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার?

ক) NH4 + আয়ন
খ) OH আয়ন
গ) NH2
ঘ) H2O

সঠিক উত্তর: (খ)

৭৯. আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে?

ক) প্রাচীন যুগ
খ) আধুনিক
গ) মধ্যযুগ
ঘ) প্রাচীন ও মধ্যযুগ

সঠিক উত্তর: (ঘ)

৮০. স্বাস্থ্য রক্ষার জন্য দরকার-

ক) শ্যাম্পু
খ) লোসন
গ) ঔষুধ
ঘ) সাবান

সঠিক উত্তর: (গ)

৮১. HCI এসিডে ভরের অনুপাতে শতকরা কত ভাগ হাইড্রোজেন ক্লোরাইড থাকে?

ক) 40%
খ) 45%
গ) 55%
ঘ) 35%

সঠিক উত্তর: (ঘ)

৮২. H2SO3 কি ধরনের যৌগ?

ক) দুর্বল ক্ষার
খ) দুর্বল এসিড
গ) শক্তিশালী এসিড
ঘ) শক্তিশালী ক্ষার

সঠিক উত্তর: (খ)

৮৩. ক্লোরিনের ক্ষেত্রে-

(i) ইহা একটি গ্যাস
(ii) বিজারণ পাত্রে রাখা ঠিক নয়
(iii) ব্যবহারের সময় কহাতে দস্তানা ব্যবহার করা উচিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৮৪. নাইট্রাস এসিড অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন হয়?

ক) নাইট্রিক এসিড
খ) হাইড্রোক্লোরিক এসিড
গ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
ঘ) নাইট্রিক অক্সাইড

সঠিক উত্তর: (ক)

৮৫. মাটি ক্ষারীয় হলে কোন আয়নটি মািট থেকে গাছের মূলে চলে যায়?

ক) AI2+
খ) AI3+
গ) AI+
ঘ) AI3

সঠিক উত্তর: (খ)

৮৬. অক্সিজেনের উৎস-

(i) প্রকৃতি
(ii) জল
(iii) বায়ু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৮৭. জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল-

(i) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা ভিত্তিতে রাসায়নিক পদার্থকে ভাগ করা
(ii) ঝুঁকির সতর্কতা সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা
(iii) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৮৮. ১ অনু Al2O3 এর সাথে কত অণু HCl বিক্রিয়া করে?

ক) 4
খ) 6
গ) 5
ঘ) 3

সঠিক উত্তর: (খ)  (Top 100 Chemistry Questions)

৮৯. শরীরে কোনটির অভাবে স্কার্ভি রোগ হয়?

ক) ভিটামিন-সি
খ) ভিটামিন-ডি
গ) ভিটামিন-এ
ঘ) ভিটামিন-বি

সঠিক উত্তর: (ক)

৯০. কোন প্রক্রিয়ায় কাচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?

ক) ভৌত প্রক্রিয়ায়
খ) রাসায়নিক প্রক্রিয়ায়
গ) জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
ঘ) ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়

সঠিক উত্তর: (গ)

৯১. রংধনু পরীক্ষায় টেস্টটিউবে ভিন্ন ভিন্ন বর্ণ সৃষ্টি হওয়ার কারণ-

ক) দ্রবণে ঘনমাত্রার পার্থক্য
খ) দ্রবণে H+ আয়নের উপস্থিতি
গ) দ্রবণে H- আয়নের উপস্থিতি
ঘ) দ্রবণে pH এর পার্থক্য

সঠিক উত্তর: (ঘ)

৯২. প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়-

i. পাকস্থলীর এসিড প্রশমিত করতে
ii. দাঁত ব্রাশের সময়
iii. কেক তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৯৩. সফট ড্রিকস এ কোন এসিড থাকে?

ক) কার্বনিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) সাইট্রিক এসিড

সঠিক উত্তর: (ক)

৯৪. পানি দূষণের জন্য দায়ী-

(i) সার ও কীটনাশক
(ii) সাবান ও শ্যাম্পু
(iii) আরোসল ও কয়েল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৯৫. টুথপেস্ট কী জাতীয় পদার্থ?

ক) ক্ষার জাতীয়
খ) এসিড জাতীয়
গ) লবণ জাতীয়
ঘ) জল জাতীয়

সঠিক উত্তর: (ক)

৯৬. রসায়নের সাথে যোগসূত্র রয়েছে-

(i) গণিতের
(ii) পরিবেশ বিজ্ঞানের
(iii) ভূগর্ভস্থ বিজ্ঞানের

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৯৭. প্রায় ৫০০০ বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার শুরু হয়?

ক) আরবে
খ) ভারতবর্ষে
গ) মিসরে
ঘ) গ্রিসে

সঠিক উত্তর: (খ)

৯৮. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মুখে কোন রং দিয়েছে?

ক) নীল
খ) সবুজ
গ) লাল
ঘ) সাদা

সঠিক উত্তর: (গ)  (Top 100 Chemistry Questions)

৯৯. জায়মান অক্সিজেন কিভাবে প্রকাশ করা হয়?

ক) O2
খ) O
গ) [O]
ঘ) O3

সঠিক উত্তর: (গ)

১০০. pH এর জন্য কোনটি সঠিক?

i. ত্বকের pH এর মান 5.5 থেকে 5.6
ii. রক্তের pH এর মান 7.35 থেকে 7.45
iii. কৃষি উৎপাদনে pH এর ভূমিকা নেই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

 

 

Read More:- Indian Modern History Questions | WBCS Preliminary Exam 2022 and other Competitive Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles