Indian National Movement Suggestion | Daily Gk Update 2022 | Important For Upcoming Competitive Exams

Indian National Movement Suggestion

Indian National Movement Suggestion | Daily Gk Update 2022 | Important For Upcoming Competitive Exams: Today in this Article Smart Knowledge is here to provide you with a bunch of History Questions – Answers which are the best selection for the upcoming WBCS Preliminary Exam and other Competitive Exams. This section is selected from Indian National Movement Suggestion

Indian National Movement Suggestion:

Hello, Participates welcome back to our channel “Smart Knowledge”. We are always here to help you. So, make your preparation more serious without any hesitation. Do learn freely and study attentively to crack the upcoming exams.

Indian National Movement - Freedom-Struggle - Punjab Govt. Exam Portal

1) তেলের বিনিময়ে খাদ্য প্রকল্পে দুর্নীতির তদন্তের জন্য কোন কমিটি গঠন করা হয় ?

ANS: ভোলকার

2) সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ 1976 সালের কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে ?

ANS: 42 তম

3) ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় প্রথম ঘাঁটি স্থাপন করেন ?

ANS: সুরাটে

4) বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়ক যন্ত্রের নাম কি ?

ANS: অ্যানিমোমিটার

5) কোন প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না ?

ANS: আরশোলা

6) রেন গেজ এর সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি ?

ANS: বৃষ্টিপাতের পরিমাণ

7) জন্ডিস মানবদেহের কোথায় হয় ?

ANS: যকৃৎ

8) পাঞ্জাবের ফতেবাদ মসজিদ কে নির্মাণ করেন ?

ANS: হুমায়ুন

9) মানুষের রক্ত হলো কি প্রকৃতির ?

ANS: মৃদু ক্ষারীয়

10) ফারেনহাইট স্কেলে 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পাঠ কত ?

ANS: 212 ডিগ্রী ফারেনহাইট

11) কাফি খাঁ কার ছদ্মনাম ?

ANS: প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর

12) রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর হওয়ার প্রয়োজন ?

ANS: 35 বছর

13) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

ANS: জয়নুল আবেদিন  (Indian National Movement Suggestion)

14) কোন মহাদেশের মধ্যে দিয়ে নিরক্ষরেখা মকরক্রান্তি কর্কটক্রান্তি রেখা বয়ে গিয়েছে ?

ANS: আফ্রিকা মহাদেশের

15) কোন প্রাণীর রক্তরসে শ্বাস রঞ্জক বর্তমান ?

ANS: চিংড়ি

16) জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তাকে ?

ANS: ইয়ান ফ্লেমিং

17) ‘ আরাম হারাম হে ‘ কার উক্তি ?

ANS: জহরলাল নেহেরু

18) কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?

ANS: বল্লাল সেন

19) কোন এসিডকে রসায়নের রাজা বলা হয় ?

ANS: সালফিউরিক অ্যাসিড

20) সংবিধান পরিষদের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল ?

ANS: 1946 সালে

21) হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?

ANS: কনৌজ

22) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় ?

ANS: গোদাবরী

23) বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছয় মারার রেকর্ড কে অর্জন করেন ?

ANS: ক্রিস গেইল

24) কোন উদ্ভিদ গমনে সক্ষম ?

ANS: ক্ল্যামাইডোমোনাস

25) কোন দিনটি এডস দিবস হিসেবে পালন করা হয় ?

ANS: 1 লা ডিসেম্বর

26) রাগবি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ?

ANS: 15 জন

27) কলিঙ্গরাজ খারবেল এর কথা কোন লিপিতে উল্লেখ আছে ?

ANS: হাতিগুম্ফা লিপি

28) ডলোরাইট কি ধরনের শিলার উদাহরণ ?

ANS: আগ্নেয় শিলা

29) ” By God’s Decree ” এই আত্মজীবনীটি কার রচনা ?

ANS: কপিল দেব (Indian National Movement Suggestion)

30) আর্টিকেল 360 এ কিসের কথা আলোচনা করা হয়েছে ?

ANS: অর্থনৈতিক জরুরি অবস্থা

31) 3,10,19,30,43, ?

ANS: 58

32) কোন বড়লাট সিমলাকে ভারতের সামার ক্যাপিটাল করেন ?

ANS: লর্ড ডালহৌসি

33) বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে ?

ANS: আয়নমন্ডল

34) সবাত শ্বসনে RQ এর মান কত ?

ANS: 1

35) ” কফি হাউজ ” এর আগে কি নাম ছিল ?

ANS: এ্যালবার্ট হল

36) রাইটার্স বিল্ডিং কত সালে তৈরি হয় ?

ANS: 1780 সালে

37) কোন ব্যক্তিকে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় ?

ANS: মহাদেব গোবিন্দ রানাডে

38) কোন রসটি লাল লিটমাসকে নীল করে দেয় ?

ANS: পাকরস

39) আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ?

ANS: ফ্লুরিন

40) ” ফাদার ট্রেসা ” কাকে বলা হয় ?

ANS: মৌলানা আব্দুস সাগর

41) ” লেভিয়াথান ” বইটির লেখক কে ?

ANS: হবস

42) কোন বড়লাট পাঞ্জাব রাজ্যটা কে গ্রাস করেন ?

ANS: লর্ড ডালহৌসি

43) ইন্দ্রাবতী, প্রাণহিতা, পূর্ণা প্রভৃতি নদী গুলি কোন নদীর উপনদী ও শাখানদী ?

ANS: গোদাবরী

44) হিমোসিল যুক্ত প্রাণী কোনটি ?

ANS: আরশোলা

45) টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায় ?

ANS: 1912 সালে

46) প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে কারা ভারতে আসেন ?

ANS: পর্তুগিজ

47) কোন প্রাণীর হৃদপিন্ডের মধ্যে দিয়ে সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় ?

ANS: পাখি

48) 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলের মান কত হবে ?

ANS: 400 K

49) পাকিস্তানের যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নামে দুটি রাস্তা আছে তিনি হলেন ?

ANS: লালা লাজপত রায়

50) ” ইয়েলো বুক ” এর সহিত কোন দেশটি সম্পর্ক আছে ?

ANS: ফ্রান্স

INDIAN NATIONAL MOVEMENT

Lesser-known Facts about Indian Independence Movement

1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা

উত্তর- 1885 খ্রি

2. বুং-ভাং আন্দোলন (স্বদেশী আন্দোলন)

উত্তর- 1905 খ্রি

3. মুসলিম লীগ প্রতিষ্ঠা

উত্তর- 1906 খ্রি

4. কংগ্রেসের বিভাজন

উত্তর- 1907 খ্রি  (Indian National Movement Suggestion)

5. হোম রুল আন্দোলন

উত্তর- 1916 খ্রি

6. লক্ষ্ণৌ চুক্তি

উত্তর-ডিসেম্বর 1916 খ্রি.

7. মন্টাগু ঘোষণা

Ans-20 আগস্ট 1917 খ্রি.

8. রাওলাট আইন

Ans-19 মার্চ 1919 খ্রি.

9. জালিয়ানওয়ালাবাগ গণহত্যা

Ans-13 এপ্রিল 1919 খ্রি.

10. খেলাফত আন্দোলন

Ans-1919 খ্রি

11. হান্টার কমিটির রিপোর্ট প্রকাশিত

Ans-18 মে 1920 খ্রি.

12. কংগ্রেসের নাগপুর অধিবেশন

উত্তর-ডিসেম্বর 1920 খ্রি.

13. অসহযোগ আন্দোলনের সূচনা

উত্তর- 1 আগস্ট 1920 খ্রি.

14. চৌরি-চৌরা কেলেঙ্কারি

Ans-5 ফেব্রুয়ারি 1922 খ্রি.

15. স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা

Ans-1 জানুয়ারী 1923 খ্রি.  (Indian National Movement Suggestion)

16. হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন

উত্তর- অক্টোবর 1924 খ্রি.

17. সাইমন কমিশন নিয়োগ

Ans-8 নভেম্বর 1927 খ্রি.

18. ভারতে সাইমন কমিশনের আগমন

Ans-3 ফেব্রুয়ারি 1928 খ্রি.

19. নেহেরু রিপোর্ট

উত্তর-আগস্ট 1928 খ্রি.

20. বারদৌলী সত্যাগ্রহ

উত্তর- অক্টোবর 1928 খ্রি.

21. লাহোর ষড়যন্ত্র মামলা

Ans-8 এপ্রিল 1929 খ্রি.

22. কংগ্রেসের লাহোর অধিবেশন

উত্তর ডিসেম্বর 1929 খ্রি.

23. স্বাধীনতা দিবসের ঘোষণা

Ans- 1 929 খ্রি.

24. লবণ সত্যাগ্রহ

উত্তর-১২ মার্চ ১৯৩০ খ্রিস্টাব্দ থেকে ৫ এপ্রিল ১৯৩০ খ্রি

25. আইন অমান্য আন্দোলন

Ans-6 এপ্রিল 1930 খ্রি.

26. প্রথম গোলটেবিল আন্দোলন

Ans-12 নভেম্বর 1930 খ্রি.

27. গান্ধী-আরউইন চুক্তি

Ans-8 মার্চ 1931 খ্রি.

28. দ্বিতীয় গোলটেবিল সম্মেলন

Ans-7 সেপ্টেম্বর 1931 খ্রি.

29. সাম্প্রদায়িক পুরস্কার (সাম্প্রদায়িক পুরস্কার)

Ans-16 আগস্ট 1932 খ্রি.  (Indian National Movement Suggestion)

30. পুনা চুক্তি

উত্তর-সেপ্টেম্বর 1932 খ্রি.

31. তৃতীয় গোলটেবিল সম্মেলন

Ans-17 নভেম্বর 1932 খ্রি.

32. কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন

উত্তর-মে 1934 খ্রি.

33. ফরওয়ার্ড ব্লক গঠন

Ans-1 মে 1939 খ্রি.

34. স্বাধীনতা দিবস

Ans-22 ডিসেম্বর 1939 খ্রি.

35. পাকিস্তানের দাবি

উত্তর-২৪ মার্চ ১৯৪০ খ্রি.

36. আগস্ট অফার

Ans-8 আগস্ট 1940 খ্রি.

37. ক্রিপস মিশনের জন্য প্রস্তাব

উত্তর- মার্চ 1942 খ্রি.

38. ভারত ছাড়ো রেজোলিউশন

Ans-8 আগস্ট 1942 খ্রি

39. সিমলা সম্মেলন

Ans-25 জুন 1945 খ্রি.

40. নৌ বিদ্রোহ
Ans-19 ফেব্রুয়ারি 1946 খ্রি.

41. প্রধানমন্ত্রী অ্যাটলির ঘোষণা

Ans-15 মার্চ 1946 খ্রি.

42. ক্যাবিনেট মিশনের আগমন

Ans-24 মার্চ 1946 খ্রি.

43. ডাইরেক্ট অ্যাকশন ডে
Ans-16 আগস্ট 1946 খ্রি.

44. অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা

Ans-2 সেপ্টেম্বর 1946 খ্রি.  (Indian National Movement Suggestion)

45. মাউন্টব্যাটেন পরিকল্পনা

Ans-3 জুন 1947 খ্রি.

46. ​​অর্জিত স্বাধীনতা

উত্তর-15 আগস্ট 1947 খ্রি.

47. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন।

48. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর:- লর্ড ক্যানিং।

49. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন?

উত্তর:- বিজয়লক্ষ্মী পণ্ডিত।

50. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি?

উত্তরঃ অপ্সরা।

51. ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন?

উত্তর:- প্রেমা মাথুর।

52. ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট?

উত্তর:- হরিতা কৌর দেওল।

53. ভারতীয় বিমান বাহিনীর প্রথম অফিসার কে পরম বীর চক্র প্রাপ্ত হন?

উত্তর:- নির্মলজিৎ সেখো।

54.ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার?

উত্তর:- মীরা কুমার।

55. ভারতের প্রথম কমিউনিস্ট লোকসভার স্পিকার কে ছিলেন?

উত্তর:- সোমনাথ চট্টোপাধ্যায়।

56.ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

উত্তরঃ- সুকুমার সেন।

57. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল।  (Indian National Movement Suggestion)

58. ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?

উত্তর:- সর্দার বলদেব সিং।

59.ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- আর.কে. শানমুখম চেট্টি।

60.ভারতের প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ মৌলানা আবুল কালাম আজাদ।

61. ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত হয়-

উত্তরঃ কিডনির চিকিৎসা

62. মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর – আন্দামান ও নিকোবর

63. কোন ঋতুতে কাজরি নৃত্য পরিবেশিত হয়?

উত্তর – বর্ষাকাল

64. DRDO ভারতের কোন রাজ্যে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে?

উত্তর-উত্তরপ্রদেশ

65. ভারতের কোন রাজ্যে মারুথি নৃত্য পরিবেশিত হয়?

উত্তর সিকিম

66. IISc-এর প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন?

উত্তর – স্যার সিভি রমন

67. কে ইকতিদার ব্যবস্থা চালু করেন?

উত্তর ইলতুৎমিশ

68. স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ জওহরলাল নেহেরু

69. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেন কে ?

উত্তর : সর্দার উধম সিং ।

70. পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরন্য কোথায় রয়েছে ?

উত্তর – সুন্দরবন

71. জাতীয় প্রতিরক্ষা একাডেমি অবস্থিত।

উত্তর – দেরাদুন

72. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর – স্বামী বিবেকানন্দ

73. ভারতীয় মান সময় ভিত্তিক।

উত্তর – 82° 30′ পূর্ব দ্রাঘিমাংশ

74. ভারতের পূর্ব দিকে কোন রাজ্যটি অবস্থিত?

উত্তর- অরুণাচল প্রদেশ

75. নাথুলা পাসের ওপারে কোন দেশটি অবস্থিত?

উত্তর চীন

76. পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল-

উত্তর ট্রপোস্ফিয়ার

77. ভারতীয় সেনাবাহিনীতে ‘বিজয়ন্ত’ নামটি হল-

উত্তর – একটি ট্যাঙ্কের

78.চীনা পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে ভারতে আসেন?

উত্তর- বিক্রমাদিত্য

79. প্রখ্যাত সিনে শিল্পী পৃথ্বীরাজ কাপুর এবং রাজ কাপুরের সম্পর্ক রয়েছে।

উত্তর- পিতা-পুত্র

80.ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য পরিচিত?

উত্তর- আসাম

81. ভারতের কোন রাজ্য সর্বাধিক ধান উৎপাদন করে –

উত্তর পশ্চিমবঙ্গ

82. যন্তর মন্তর ভারতের কোন শহরে অবস্থিত?

উত্তর দিল্লি

83.দার্জিলিং ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর পশ্চিমবঙ্গ

84. তেলেগু কোন রাজ্যের সরকারী ভাষা?

উত্তর- অন্ধ্রপ্রদেশ

85. হকি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে-

উত্তর – 11টি
86.  বাংলাদেশের মুদ্রা হল-

উত্তর – টাকা

87. নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তর – মিশরীয় সভ্যতা

88. মহাত্মা বুদ্ধ কোন স্থানে জ্ঞান লাভ করেন?

উত্তর – গয়া

89. বিখ্যাত নাটক ‘শকুন্তলা’ কে রচনা করেন?

উত্তর – মহাকবি কালিদাস

90. যখন জোয়ার সর্বোচ্চ হয়-

উত্তর – সূর্য ও চাঁদ যখন পৃথিবীর একই পাশে থাকে

91. ​​কোন রাজ্যটি ভারতের বৃহত্তর উপদ্বীপের মালভূমির অংশ নয়?

উত্তর – মধ্যপ্রদেশ

92. খাইবার পাস এখানে অবস্থিত-

উত্তর – আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে

93. কোন নদীটি উপদ্বীপের মালভূমি থেকে উৎপন্ন হয় না?

উত্তর – যমুনা

94. গঙ্গার তীরে কোন শহরটি অবস্থিত?

উত্তর- কানপুর

95. ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এর মানে-

উত্তর – ভারতের কোন রাষ্ট্রীয় ধর্ম নেই

96. জাতীয় সড়ক সংযোগ।

উত্তর – ব্যবসা কেন্দ্র এবং রাজ্যের রাজধানীতে

97. কোন শহর আঙ্গুর চাষের জন্য বিখ্যাত?

উত্তর – নাসিক

98. কয়না বাঁধ অবস্থিত-

উত্তর – মহারাষ্ট্র

99.  খরিফ ফসল কাটা হয়-

উত্তর- নভেম্বরের প্রথম দিকে

Read More:- Train Cancelled In Eastern Railways | ২ সপ্তাহ হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles