Russian President’s Announcement | ১০ সন্তানের জন্ম দিলেই সম্মান আর ১৩ লক্ষ টাকা, দেশের জনসংখ্যা বাড়াতে বড় ঘোষণা

Russian President's Announcement

Russian President’s Announcement | ১০ সন্তানের জন্ম দিলেই সম্মান আর ১৩ লক্ষ টাকা, দেশের জনসংখ্যা বাড়াতে বড় ঘোষণা: দেশের জনসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সঙ্গে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নয়ের নিয়ম ফিরিয়ে আনছেন তিনি। সম্প্রতি পুতিন রাশিয়ানদের সন্তান উৎপাদন করতে উৎসাহিত করেছেন। আর সেই কারণে তিনি মহিলাদের ‘মাদার হিরোইন ‘ খেতাব দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি যে সব মহিলা ১০ জন সন্তানের জন্মদেবেন তদের ১ মিলিয়ন রুবেল সম্মান হিসেবে প্রদান করার কথাও বলেছেন।

Russian President’s Announcement:10 জন সন্তানের জন্ম দিলেই সম্মান প্রদান করা হবে আর 13 লক্ষ টাকা

currency2-1598419472-1615806952-9.jpg

  • দেশের জনসংখ্যা বাড়াতে বড় ঘোষণা সম্প্রতি পুতিন রাশিয়ানদের সন্তান উৎপাদন করতে উৎসাহিত করেছেন।
  • আর সেই কারণে তিনি মহিলাদের ‘মাদার হিরোইন ‘ খেতাব দেওয়ার কথা ঘোষণা করেছেন।
  • পাশাপাশি যে সব মহিলা ১০ জন সন্তানের জন্ম দেবেন তদের ১ মিলিয়ন রুবেল সম্মান হিসেবে প্রদান করার কথাও বলেছেন।

Putin Is Encouraging People

পুতিন রাশিয়ানদের সন্তান উৎপাদন করতে উৎসাহিত করেছেন।

  • আর সেই কারণে তিনি মহিলাদের ‘মাদার হিরোইন ‘ খেতাব দেওয়ার কথা ঘোষণা করেছেন।
  • পাশাপাশি যে সব মহিলা ১০ জন সন্তানের জন্মদেবেন তদের ১ মিলিয়ন রুবেল সম্মান হিসেবে প্রদান করার কথাও বলেছেন।

Announcement Of Putin

ভ্রাদিমির পুতিন রাশিয়ানদের আরও বেশি করে সন্তান উৎপাদন উৎসহ দিতেই এজাতীয় ঘোষণা করেছেন।

  • আর এরই মাধ্যমে সোভিয়েত রাশিয়ার প্রধান জোসেফ স্ট্যালিনের তৈরি পুরষ্কার ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
  • যে মহিলারা ১০ সন্তানের জননী হবেন তাদের খেতাব ও অর্থ পুরষ্কার প্রদান করা হবে, রাশিয়াতে জন্মের হার বাড়াতে তিনি ঘোষণা করেছেন ।

Announcement Of Stalin 

রাশিয়ার ব্যাপক ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল।

  • আর সেইসময় অর্থাৎ ১৯৪৪ সালে দেশকে বিপর্যের হাত থেকে বাঁচাতে স্ট্যালিন সম্মানসূচক হিসেবে মহিলাদের জন্য ‘মাদার হিরোইন’ খেতাব চালু করেছিলেন।
  • দেশ জন্মের হার বাড়ানই তাঁর মূল উদ্দেশ্য ছিল। এই খেতাবটি সরাকরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সোভিয়েতের পতনের পর।
  • কিন্তু ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় দাঁড়িয়ে নতুন করে চালু করতে চলেছেন পুতিন সেই বন্ধ হয়ে যাওয়া খেতাব।

The Reward For the Women

সন্তান জন্ম দিলেই টাকা! | প্রথম আলো

যাঁরা ১০টিরও বেশি সন্তানের জন্ম দিয়েছিলেন বা সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন, সেই সময় এই খেতাব পেয়েছিলেন প্রায় ৪ লক্ষ রুশ মহিলা।

  • দেশের জনসংখ্যা কম, তাই জনসংখ্যা বৃদ্ধির জন্যই পুতিন এই পন্থা গ্রহণ করে এই পুরষ্কারটিকে নতুন করে চালু করতে চেয়েছেন

Conditions Of Putin

According to the Announcement, রাশিয়াতে যেসব মায়েরা ১০ সন্তানের জন্ম দেবেন সেই সন্তানের বয়স যখন ১ বছর পার করতে তখনই তাঁরা ১ মিলিয়ন রুবেল, ভারতীয় মূল্য ১৩ লক্ষ টাকা করে পাবেন।

  • পাশাপাশি আরও একটি শর্ত দেওয়া হয়েছে মহিলার বাকি ৯টি শিশুকেও বেঁচে থাকতে হবে। তবেই টাকা যাবে মহিলার হাতে।
  • নিয়মের ব্যক্তিক্রমও রয়েছে- সন্ত্রাসবাস বা সশস্ত্র সংঘাতে নিতহদের জন্য নিয়ম কিছু লঘু করা হয়েছে।

Population Measurement Of Russia

দ্য মস্কো টাইমস অনুসারে এই শিরোনামটি অন্যান্য রাষ্ট্রীয় আদেশ যেমন হিরো অফ লেবার এবং হিরো অফ রাশিয়ার সমান মর্যাদা বহন করে।

  • রাশিয়া সাম্প্রতিক বছরগুলিতে জন্মের হার গ্রাস পেয়েছে। ২০২২ সালে জনসংখ্যা ৪ লক্ষ কমে ১৪৫.১ মিলিয়মে এসে পৌঁছেছে।
  • ২০২১ সালে কোভিভ মহামারির কারণে জনসংখ্যার হ্রাস প্রায় দ্বিগুণ হয়েছে।
  • তবে কোভিড মহামারির প্রভাব কমায় চলতি বছর জনসংখ্যা বৃদ্ধি প্রায় তিন গুণ বেড়েছে।

Read More:- Train Cancelled In Eastern Railways | ২ সপ্তাহ হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles