Important Current Affairs 2022|Any type Competitive Examination

Important Current Affairs 2022

Important Current Affairs 2022: In this article smart knowledge is providing you with some important Current affairs questions.

We are hopeful that our efforts are helping you to achieve your dreams.

Important Current Affairs 2022:

  • ২০২১ রুডলফ ভি সিন্ডলার পুরষ্কার পেলেন ডঃ ডি নাগেশ্বর রেড্ডি। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই পুরষ্কার জয়ের বিশেষ নজির গড়লেন।
  • বর্তমান ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক গোলের নিরিখে আর্জেন্তিনার লিওনেল মেসি ও আমিরশাহির আলি মাবখউতকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসলেন সুনীল ছেত্রী।

তাঁর সামনে রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

  • কেন্দ্রীয় সরকার ২০২০ সালের স্মার্ট সিটি পুরষ্কার ঘোষণা করেছেঃ ইন্দোর (মধ্য প্রদেশ) এবং সুরত (গুজরাট) তাদের সামগ্রিক উন্নয়নের জন্য সম্মিলিতভাবে এই পুরষ্কার জিতেছে।

উত্তর প্রদেশ সকল রাজ্যের মধ্যে শীর্ষে উঠে এসেছে, তার পরে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু স্মার্ট সিটি পুরষ্কার, ২০২০ জিতেছে।

  • স্মার্ট সিটি পুরষ্কারগুলি সামাজিক দিক, প্রশাসন, সংস্কৃতি, নগর পরিবেশ, স্যানিটেশন, অর্থনীতি, ইত্যাদি এর ওপর নির্ভর করে।
  • আন্তর্জাতিক বুকার প্রাইজ ২০২০ পেলেন ফ্রান্সের ড্যভিড ডিওপ (At Night All Blood Is Black)
  • ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে “সেরা অভিনেতার” খেতাব পেলেন ভারতের তিলোত্তমা শোম। (চলচ্চিত্রঃ Raahgir: The Wayfarers.)
  • ‘Times 50 Most Desirable Women 2020’ এ শীর্ষস্থান দখল করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
  • ২০২১ সালের Nature TTL ফটোগ্রাফি পুরষ্কার পেলেন থমাস বিজয়ন। ছবিটির নাম- ‘The World is Going Upside Down’
  • ইউরোপিয়ন ইনভেন্টর পুরষ্কার পেলেন সুমিতা মিত্র।
  • ভারতের নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন অনুপ চন্দ্র পাণ্ডে।
  • প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ও নির্বাচন কমিশনার রাজীব কুমার প্যানেলের অপর দুই সদস্য।
  • অরুন কুমার মিশ্র জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) নতুন সভাপতি নিযুক্ত হলেন।
  • মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি দ্বারা NITI Aayog-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) অমিতাভ কান্ত-এর মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ৩০ শে জুন, ২০২২ করা হয়েছে।
  • জাতিসংঘের সিকিউরিটি-কাউন্সিলের সেক্রেটারি-জেনারেল হিসেবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন আন্তোনিও গুটেরেসকে।
  • বন্ধন ব্যাংকের মানাজিং ডিরেক্টর ও CEO পদে পুনঃনিযুক্ত হলেন চন্দ্রশেখর ঘোষ।
  • মাইক্রোসফট-এর নবনিযুক্ত চেয়ারম্যান হল সত্য নাদেলা।
  • জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নিযুক্ত হলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহীদ।
  • ১ জুলাই, ভারতের প্রাচীনতম চলমান সংবাদপত্র “মুম্বই সমাচার” ২০০ তম বছরে প্রবেশ করেছে। এই সংবাদপত্রটি গুজরাটি ভাষায় প্রকাশ করা হয়।
  • আয়ুশ মন্ত্রক ‘Namaste Yoga’ অ্যাপ্লিকেশন চালু করেছে।
  • ভারত-থাইল্যান্ড সমন্বিত অনুশীলনের ৩১ তম সংস্করণ (ইন্দো-থাই করপ্যাট) আন্দামান সাগরে আয়োজিত হল।
  • তিন বছরের মেয়াদে ভারত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ECOSOC– United Nations Economic and Social Council) সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে।
  • হুরুন রিপোর্ট ও এডেলগিভ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী জামসেদজী টাটা দানশীলতায় বিশ্বসেরা।

সেরা ৫০-এর তালিকায় নাম রয়েছে উইপ্রো চেয়ারম্যান অজ়িম প্রেমজি।

  • বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজগুলিতে মেয়েদের জন্য ৩৩% আসন সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছেন।
  • উড়িষ্যাতে পালিত হল বার্ষিক ৩ দিনের বর্ষার সূচনা উৎসব ‘রাজা পর্ব।‘
  • ২০২১ সালের North Atlantic Treaty Organization-NATO সম্মেলন আয়োজিত হল NATO-র সদর দফতর বেলজিয়ামের ব্রাসেলসে।
  • প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট পদ যোগ দেবেন আইস্যাক হার্জোগ।
  • বিটকয়েনকে (Bitcoin) বিনিময় মুদ্রা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এল সালভাদর। ডিজিটাল মুদ্রা বিটকয়েনকে রাষ্ট্রীয়ভাবে বিনিময় মুদ্রা হিসেবে বৈধতার ঘটনা বিশ্বে এটিই প্রথম।
  • ২০২১ টোকিও অলিম্পিক গেমসের আগে, ভারতীয় দলটির অফিশিয়াল অলিম্পিক থিম সং চালু হয়েছিল। গানটির নাম হল “Lakshya Tera Samne Hai”এবং গানটি গেয়েছেন মোহিত চৌহান।
  • উদ্বোধনী আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওমানে।
  • ক্যারিয়ারে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন টেনিস শিরোপা (২০২১) জিতলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ।
  • প্যারিসে আয়োজিত তীরন্দাজি (Archery) বিস্বকাপে স্বর্ণপদক জিতলেন ঝাড়খণ্ডের দীপিকা কুমারী। বর্তমানে তিনি বিশ্বের সেরা মহিলা তীরন্দাজ।
  • প্রকৃতির গুরুত্ব বোঝাতে ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবসের ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা’ (Ecosystem Restoration)।
  • উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। তিরথ সিং রাওয়াত শপথ নেওয়ার মাত্র ১১৫ দিনের মাথায় ইস্তফা দেন।
  • গুজরাতের অ্যাথলিট মানা প্যাটেল শুক্রবার ইতিহাস গড়লেন ভারতের হয়ে।

তিনি টোকিও ২০২০ অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হয়েছেন।

  • এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরা স্থানে ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ হবেন।
  • ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার, দাবার ইতিহাসে রেকর্ড গড়লেন অভিমন্যু মিশ্র। ভারতীয়-আমেরিকান দাবা খেলোয়াড় অভিমন্যু সর্বকনিষ্ঠ হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন।
  • ‘প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন সজন প্রকাশ।

২০০ মিটার বাটারফ্লাই বিভাগে আসন্ন অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

  • রাবার বোর্ড আসাম রাজ্যে বিশ্বের প্রথম GM (জিনগতভাবে সংশোধিত) রাবারের ফিল্ড ট্রায়াল শুরু করেছে।
  • ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বেই মহা সমারহে পালিত হয় এই বিশেষ দিন।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী ২০১৪ সালে ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময়ই ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

  • প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান, সুরেশ রায়না তাঁর আত্মজীবনী প্রকাশ করেছেন ‘Believe’ – What Life and Cricket Taught Me’’।
  • আসাম সরকার রায়মোনা রিজার্ভ ফরেস্টকে ষষ্ঠ জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে।

Important Current Affairs 2022:

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles