General Knowledge WBCS 2022|Subject Wise| Special Stress on Dream WBCS

General Knowledge WBCS 2022: At present time Competition is getting tough to tougher to secure a single platform in life, to achieve the goal of life, to gain a govt. sector jobs. There are so many jobs all around our Districts, our states, our Countries, and out of countries. So, it’s our basic duty to attain those competitive examinations. All those exam Commissions are including a portion named “General Knowledge” subject – a topic I’m regularly. Most of these question papers are bearing 25 to 40 GK questions out of 100 questions But the thing is that it’s most of the candidates are avoiding this vital portion due to the lack of their collection.

But why?
I have the answer, as a reason they are saying that the syllabus is vast having no limitations, wherefrom the question will arise? Which types of preparation are enough to make a common from this category? To make a solution, from now we are posting subject-wise General Knowledge, suit for Job-based exams with completely new patterns of the possible question-answer sets. General Knowledge WBCS 2022
To think about these We are initiating publishing a huge quantity of ancient and recent General Knowledge to make the candidates recapitulate their memories. I think it’ll be helpful for all of you. Keep attached with Us, we will make your preparation easy easier.

                                 ****Thank You***

General Knowledge WBCS 2022 Questions ইতিহাস ( History- Ancient and modern):

1. সংস্কৃত , গ্রিক , ল্যাটিন , গথিক, জার্মান পারসিক, কেল্টিক ইত্যাদি ভাষা গুলি কে একত্রে বলে ——
ক। ইন্দো- ল্যাটিন
খ। ইন্দো- স্পানিশ
গ। ইন্দো -জার্মান
ঘ। ইন্দো-ইউরোপীয়
 (ঘ)

2. সৃষ্টি রহস্য চিকিৎসা বিদ্যা ও নানা প্রকার বশীকরণ মন্ত্রী রয়েছে—-

ক। ঋগ্বেদ
খ। সামবেদ
গ। যজুর্বেদ
ঘ। অথর্ববেদ

(ঘ)

4. পল্লব রাজাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলেন —-
ক। মিথিডেটিস
খ। আর্থডেস
গ। অভিট্রাস
ঘ। গন্ডোফার্নিস
 (ঘ)

5. অতীশ দীপঙ্কর-এর অতীশ কথার অর্থ হল—
ক। প্রজা
খ। রাজা
গ। প্রভু
ঘ। বৌদ্ধ
 (গ)

6. গণেশের পুত্র যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন —-
ক। সালাউদ্দিন
খ। ফকরুদ্দিন
গ। জালালুদ্দিন
ঘ। কামরুদ্দিন
 (গ)

7. নিচের কোন শাসন বাংলার ইতিহাসে অন্ধকার যুগ নামে পরিচিত ?

ক। ইলিয়াস শাহী বংশ
খ। হাবসি শাসন
গ। হোসেন শাহী শাসন
ঘ। দাস শাসন
 (খ)

8. অমরকোষ গ্রন্থের প্রণেতা কে?

ক। সোমেশ্বর মিশ্র
খ। মল্লিকার্জুন মিশ্র
গ। বৃহস্পতি মিশ্র
ঘ। কোনোটিই নয়

(গ)

9. মুঘল সম্রাট বাবর এর পিতার নাম কি?

ক। গুলাম শেখ মির্জা
খ। ওমর শেখ মির্জা
গ। হাসিম শেখ মির্জা
ঘ। সেলিম শেখ মির্জা
 (খ)

10. তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কি ?
ক। ব্যাঘ্র
খ। সিংহ
গ। ধূর্ত শৃগাল
ঘ। ক্ষুধার্ত নেকড়ে

 (খ)

11. কাকে ইন্ডোলজি( Indology) এর জনক বলা হয় ?

ক। রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ। দয়ারাম সাহানি
গ জেমস প্রিন্সেপ
ঘ। জন মার্শাল

(গ)

12. কে মহাবিদ্রোহ কে জাতীয় বিদ্রোহ নামে অভিহিত করেন?

ক। ডিসরেলি
খ। আউট্রাম
গ। বার্লস বল
ঘ। হোমস্

(ক)

13. 1995 খ্রিস্টাব্দে পর্যন্ত সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

ক। 78 বার
খ। 79 বার
গ। 80 বার
ঘ। 81 বার

(ক)

14. “The Quit India Movement ” — গ্রন্থের লেখক কে ?

ক। অরুণ চন্দ্র ভূঁইয়া
খ। জহরলাল নেহেরু
গ। রমেশচন্দ্র মজুমদার
ঘ। অম্বা প্রসাদ

 (ক)

15. কত তারিখে ভারতের মুক্তি দিবস পালিত হয় ?

ক। 20 ডিসেম্বর
খ। 22 ডিসেম্বর
গ। 24 ডিসেম্বর
ঘ। 26 ডিসেম্বর

 (খ)

16. প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়?

ক। মজাফ্ফর আহমেদ
খ। এস. এ. ডাঙ্গে
গ। সিঙ্গার ভ্যালু চ্যাত্তিয়ার
ঘ। সন্তোষ কুমারী গুপ্ত

 (গ)

17. রুম্পা আন্দোলনের নেতা কে ছিলেন ?

ক। আল্লুরি সীতারাম রাজু
খ। কৃষ্ণস্বামী অঙ্গার
গ। এন ডি রঙ্গ
ঘ। স্বামী সহজানন্দ সরস্বতী

(ক)

18. বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল?

ক। 1913 সালে
খ। 1914 সালে
গ। 1915 সালে
ঘ। 1916 সালে

 (গ)

19. উডের ডেসপ্যাচ ( Wood’s Despatch) কত সালে প্রকাশিত হয় ?

ক। 1851
খ। 1852
গ। 1853
ঘ। 1854

 (ঘ)

20. “Traditional Moderniser ” —- হিসেবে কে পরিচিত?

ক। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ। স্বামী বিবেকানন্দ
গ। রাজা রামমোহন রায়
ঘ। মহাদেব গোবিন্দ রানাডে

(ক)

21. সগৌলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

ক। 1815
খ। 1816
গ। 1817
ঘ। 1818

(ক)

22. বান্দা বাহাদুর নামে কে পরিচিত ছিল?

ক। রঞ্জিত সিং
খ। গুরু গোবিন্দ সিং
গ। ভগৎ সিং
ঘ। গোপালকৃষ্ণ গোখলে
(খ)

23. “Father of IAS” —- কাকে বলা হয়?

ক। বল্লভ ভাই প্যাটেল
খ। সুরেন্দ্রনাথ ব্যানার্জী
গ। অরবিন্দ ঘোষ
ঘ। সুভাষচন্দ্র বসু

 (ক)

24. অন্ধকূপ হত্যা কার সঙ্গে সম্পর্কিত?

ক। নবাব আলীবর্দী খাঁ
খ। মুর্শিদকুলি খান
গ। সিরাজউদ্দৌলা
ঘ। মীরজাফর

(গ)

25. ” Freedom is the very breath of our life , we want freedom ” —— এই উক্তিটি কার ?
ক। গান্ধীজী
খ। দাদাভাই নওরোজি
গ। বিবেকানন্দ
ঘ। জহরলাল নেহেরু

(খ)


General Knowledge WBCS 2022 Questions Geography ভূগোল :

1.কত সালে রাজ্য পুনর্গঠন আইন সংসদে গৃহীত হয়?

ক। 1956
খ। 1852
গ। 1948
ঘ। 1962

 (ক)

2. কত সালে মহীশুরের নাম পরিবর্তিত হয়ে কর্ণাটক হয়?

ক। 1973 সালে
খ। 1956 সালে
গ। 1960 সালে
ঘ। 1971 সালে

 (ক)

3. তিন বিঘা করিডর কত সালে বাংলাদেশকে লিজ দেওয়া হয়?

ক। 1990 সালে
খ। 1991 সালে
গ। 1992 সালে
ঘ। 1993 সালে

(গ)

4. এশিয়ার রোম কাকে বলা হয়?

ক। দিল্লী
খ। ব্যাঙ্গালোর
গ। হায়দ্রাবাদ
ঘ। আন্দামান

(ক)

5. সবুজ দ্বীপ নামে নিজের কোন জায়গাটি পরিচিত?
ক। চেন্নাই
খ। আন্দামান
গ। দার্জিলিং
ঘ। আসাম

(খ)

6. ভারতের সবথেকে পশ্চিমের জায়গা কোনটি?

ক। স্যার ক্যানাল
খ। দিফু পাস
গ। কিলিক ধাওয়ান
ঘ। ইন্দিরা পয়েন্ট

(ক)

8. ভারতের সবথেকে উত্তরের বিন্দু কোনটি ?

ক। স্যার ক্যানাল
খ। দিফু পাস
গ। কিলিক ধাওয়ান
ঘ। ইন্দিরা পয়েন্ট
 (গ)

9. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ?

ক। ব্যাঙ্গালোর
খ। কোয়েম্বাটোর
গ। ত্রিবান্দ্রম
ঘ। কোচিন
 (খ)

10.সংরক্ষিত অরণ্য ব্যবহৃত হয় —–

ক। শিকার ও পর্যটনে
খ। স্থানীয় মানুষের ব্যবহারের জন্য
গ। ঔষধি গাছের জন্য
ঘ। বানিজ্যের কাজে ও বন্যপ্রানীর জন্য

 (খ)

11. পললব্যজনীর উপরের অংশে যে ধরণের শিলাকনার প্রাধান্য দেখা যায় ——-
ক। কোবল ও স্থূলকনার
খ। বোল্ডার ও বৃহৎ শিলাখন্ডের
গ। বালু ও সূক্ষ্ম কনার
ঘ। পলি ও কাদা কনার

(ক)

12. বাংলাদেশের যমুনা নদী ভারতে যে নামে পরিচিত—-

ক। ব্রহ্মপুত্র
খ। তিস্তা
গ। গঙ্গা
ঘ। যমুনা

(ক)

13. নিচের কোনটি Geostationary স্যাটেলাইট নয় ?

ক। INSAT
খ। METEOSAT
গ। OCEANSAT
ঘ। EDUSAT

(গ)

14. গবেষণা ও আবিষ্কার যে ধরনের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্গত —–

ক। গৌন
খ। টার্সিয়ারি
গ। কোয়াটারনারি
ঘ। কুইনারি

 (গ)

15. শিল্পের অবস্থান সম্পর্কীত চাহিদা শঙ্কু ধারনাটি দেন ——

ক। ওয়েবার
খ। লস
গ। আইস্যাড
ঘ। মিড্রাল

(খ)

16. র‍্যাভেনস্টাইনের পরিব্রাজন তত্ত্ব অনুসারে অল্প দূরত্বে পরিব্রাজন বেশি দেখা যায়——

ক। মহিলাদের মধ্যে
খ। পুরুষ দের মধ্যে
গ। কোণ লিঙ্গ বৈষম্য নেই
ঘ। শ্রমিকদের মধ্যে

(ক)

17. কোণ একটি অঞ্চলের Relative Relief দেখানোর জন্য ব্যবহৃত হয় —–

ক। Isopleth map
খ। Choropleth map
গ। Contour map
ঘ। Spot heights

(গ)

18. নিম্নলিখিত কোণ ভূমিরূপটি গভীরভাবে আবহবিকারের ফলে সৃষ্ট হয়—–

ক। কোর স্টোন
খ। মৃত্তিকা
গ। বোনহার্ড
ঘ। ড্রিপ স্টোন

(গ)

19.Lebensraum শব্দটি প্রথম ব্যবহার করেন —-

ক। অস্কার প্যাসকেল
খ। ফ্রেডরিক র‍্যাটজেল
গ। হাউস্ফার
ঘ। কার্ল রিটার

(খ)

20. ফসফরাস চক্র সম্পর্কীত নিম্নলিখিত কোণ ধারনাটি সত্য ?

ক। বায়ুমণ্ডলে এটি প্রচুর পরিমানে রয়েছে
খ। গ্যাসীয় অবস্থায় এটি অনেক সময় থাকে
গ। পৃথিবীর স্থল ও জলভাগের মধ্যে ফসফরাস দ্রুত স্থানান্তরিত হয়
ঘ। ফসফরাসের বেশির ভাগ অংশ ফসফেট হিসাবে পাললিক শিলায় সঞ্চিত হয়

 (ঘ)

21. ২০১১ সালের জনগনা অনুসারে ভারতীয় জনসংখ্যার গড় বয়স
ক। ২০ বছর
খ। ২৪ বছর
গ। ২৮ বছর
ঘ। ৩২ বছর

(খ)

22. Explanation in Geography – এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন —–

ক। কার্ল ও সয়ার
খ। ডেভিড হার্ভে
গ। রিচার্ড হার্টশোন
ঘ। জে. এল. বেরি

 (খ)

23. নিম্নলিখিত কোনটি Buried Sunshine নামে পরিচিত —-

ক। কয়লা
খ। হিরা
গ। সোনা
ঘ। পেট্রোলিয়াম

(ক)

24. জলে দ্রবীভূত অবস্থায় মৃত্তিকার উপরের স্তর থেকে নিম্ন স্তরে মৃত্তিকা খনিজ কনার স্থানান্তর কে বলে —-

ক। লিচিং
খ। লেসিভেজ
গ। ইলুভিয়েশন
ঘ। খনিজীকরন
(ক)

25. pH 5 এবং pH 7 বিশিষ্ট দুই ধরণের মৃত্তিকার মধ্যে অম্লত্বের পার্থক্য
ক. ২ একক
খ. ২ গুন
গ. ১০ একক
ঘ. ১০০ গুন

(ঘ)

Read More: RBI Requirement Grade B 2022|General/DEPR/DSIM STREAMS|2022 Apply Online

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles