Daily Current Affairs In Bengali | 27th & 28th April | Competitive Exam Based

Daily Current Affairs In Bengali on 27th & 28th April for Competitive Exam: Today Smart Knowledge is here to provide you with the most recent CA. Most of the highly ambitious participants who are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, CORPORATE SECTOR JOBS have to attain their PRELIMINARY MCQ Examination – Current Affairs along with General Knowledge or English or Mathematics, and the minimum number of such types of current affairs is 10-15 marks out of 100 overall.

So, if you start a little and read and collect CA questions then you can attain all CA without any negative marks. To think about those near and dear participants we are providing Bengali Current Affairs daily, you make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Current Affairs on the 27th and 28th of April.

   Daily Current Affairs In Bengali 

 

 

 

  (  27th April Current Affairs ) 

1. স্যার ডেভিড অ্যাটেনবরো জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ জিতেছেন।

2. ভারত হিসাবরক্ষকদের 21তম বিশ্ব কংগ্রেসের আয়োজন করবে।

  • ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া(ICAI) এর সভাপতি দেবাশিস মিত্রের মতে
  • ভারত 118 বছরে প্রথমবারের জন্য 21তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্ট্যান্টস(WCOA) হোস্ট করতে চলেছে ।
  • 130টি দেশের প্রায় 6000 জন শীর্ষ হিসাবরক্ষক এই কর্মসূচিতে শারীরিকভাবে অংশগ্রহণ করবেন ।
  • 18 থেকে 21 নভেম্বর পর্যন্ত এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
  • ইভেন্টটি মুম্বাইয়ের Jio ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে । 2022-এর থিম হবে `Building Trust Enabling Sustainability’।

27th April   (Daily Current Affairs In Bengali) 

3. আদিত্য বিড়লা ক্যাপিটালের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশাখা মুল্যেকে নিয়োগ করা হয়েছে ।

  • কোম্পানির স্টক ফাইলিংয়ে বলা হয়েছে যে, পরিচালনা পর্ষদ মনোনয়ন, পারিশ্রমিক এবং ক্ষতিপূরণ কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগের অনুমোদন করেছে ।
  • এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে তিনি অজয় ​​শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হন, যিনি গ্রুপের মধ্যে অন্যান্য দায়িত্ব নেবেন।
  • বর্তমানে ICICI ব্যাঙ্কের নির্বাহী পরিচালক হলেন বিশাখা মুল্যে |
  • তিনি 1 জুন, 2022-এ আদিত্য বিড়লা ক্যাপিটালে যোগ দেবেন এবং এক মাসের জন্য শ্রীনিবাসনের সাথে CEO হিসাবে কাজ করবেন৷
  • তিনি এই সময়ের পরে আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের CEO হিসাবে তার ভূমিকার দায়িত্ব নেবেন |

4. ভারতের হজ কমিটি এপি আবদুল্লাহকুট্টিকে চেয়ারপারসন নির্বাচিত করেছে

5. তামিলনাড়ু সরকার প্রতি বছর 18ই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস পালন করবে

27th April 

6. গ্রাম পল্লী: J&K-তে ভারতের প্রথম কার্বন-নিউট্রাল পঞ্চায়েত।

  •  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের সীমান্ত অঞ্চল সাম্বার পল্লীর একটি 500 কেভি সৌর প্ল্যান্ট দেশের উদ্দেশে উৎসর্গ করেছেন
  • এটিকে দেশের প্রথম ‘কার্বন নিউট্রাল পঞ্চায়েত‘ হিসাবে পরিণত করেছে।
গুরুত্বপূর্ণ দিক:·
  • প্রধানমন্ত্রীর মতে ‘পল্লী’ কার্বন নিউট্রাল হয়ে দেশকে পথ দেখিয়েছে।
  •  পল্লীর বাসিন্দারা প্রকল্পে সহযোগিতা করেছেন। যারা প্রকল্পে কাজ করছেন তাদেরও তারা খাবার খাইয়েছে।
  •  কর্মকর্তারা যোগ করেছেন যে, জাতীয় সরকারের ‘গ্রাম উর্জা স্বরাজ‘ কর্মসূচির অধীনে
  • মোট 6,408 বর্গ মিটার এলাকা সহ 1,500টি সোলার প্যানেল মডেল পঞ্চায়েতের 340টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করবে।
  • ভারতের প্রথম কার্বন- নিউট্রাল সৌর গ্রাম হিসাবে এই গ্রামটি ইতিহাস তৈরি করেছে৷
  •  কর্মকর্তারা বলেছেন যে প্রকল্পটি রেকর্ড সময়ের মধ্যে 2.75 কোটি টাকা ব্যয়ে শেষ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে ।
  • উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় পাওয়ার গ্রিড স্টেশনের মাধ্যমে গ্রামে বিতরণ করা হবে, যার দৈনিক প্রয়োজন 2,000 ইউনিট।

27th April 

(Daily Current Affairs In Bengali)

7.ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত হলো জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় অবস্থিত
পল্লী নামক পঞ্চায়েত

8.সম্প্রতি “Indian Out” শিরোনামে ভারত বিরোধী অভিযান দেখা গেলো মালদ্বীপে

9.88 বিলিয়ন ডলারে Twitter কোম্পানিকে কিনতে চলেছে এলোন মাস্ক

10.নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতা গড়তে “SAANS” ক্যাম্পেইন লঞ্চ করলো কর্ণাটক
রাজ্য সরকার

11.সম্প্রতি ১১৯ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবথেকে প্রবীণ মহিলা জাপানের
Kane Tanaka

12.প্রতিটি পঞ্চায়েতে লাইব্রেরী থাকা ভারতের প্রথম জেলা হলো ঝাড়খন্ডের জামতারা

13.সবথেকে বেশি পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো ভারত; জগদীশপুরে ৭৮,২২০টি ত্রিরঙ্গা পতাকা তোলা হলো

14. Laureus Sportsman & Sportswoman of the Year 2022 হিসাবে নামাঙ্কিত হলেন

  • বেলজিয়ান-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen এবং জ্যামাইকার অলিম্পিকজয়ী দৌড়বিদ Elaine Thompson Herah

 27th April 

 

 

                                     

15. Paris Book Festival 2022-এ Guest of Honour হিসাবে অংশগ্রহন করছে ভারত

16. উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের দ্বারা লঞ্চ করা “The Sikh History of
East India” শিরোনামে বইটির লেখক হলেন অবিনাশ মহাপাত্র।

17. দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ চলছে। বহু অংশেই তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। পাঁচ রাজ্যে জারি কমলা সতর্কতা।  (Daily Current Affairs In Bengali) 

18. চীনের বৃহত্তম শহর সাংহাই-এর কর্মকর্তারা স্বীকার করে নিচ্ছেন যে আড়াই কোটি মানুষকে কঠোর লকডাউনের মধ্যে রাখায় তাদের খাবার দাবার সরবরাহে হিমসিম খেতে হচ্ছে।

19. করোনাভাইরাসের নতুন নয়টি উপসর্গ যুক্ত আনুষ্ঠানিক তালিকায়। মহামারি দেখা দেয়ার দুই বছর পর এই উদ্যোগ নিলো সংস্থাটি।

  • যদিও এনএইচএস সতর্ক করে দিয়ে বলছে, নতুন উপসর্গের অনেকগুলোই ঠাণ্ডা ও ফ্লুর উপসর্গের সাথে ‘একেবারে মিলে যায়’।

27th April 

20. কোভিড মহামারির সময় বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বিমানভাড়া আকাশ ছুঁয়েছিল।

  • রবিবার থেকে ভারত নিয়মিত শিডিউলে ফিরেছে, ভাড়াও সাধারণ মানুষের নাগালে আসবে বলে ধারণা করা হচ্ছে।

21. বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সব ধরণের বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার।

  • গত দুবছরের ‘নিউ নর্মাল’ সময়ে ভিন্ন ধরণের জীবনে অভ্যস্ত হয়ে পড়া মানুষকে আবার ফিরে যেতে হচ্ছে আগের রুটিনে।

22. বিদেশে যাওয়ার সময় করোনাভাইরাসের নেগেটিভ সনদ পেতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন একজন অভিবাসী শ্রমিক।

  • এরপর কীভাবে তিনি নিজেই একই উপায়ে প্রতারণা শুরু করেন এবং হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা তা বেরিয়ে এসেছে রাবের জিজ্ঞাসাবাদে।

27th April 

23. ২ তারিখ থেকেই গরমের ছুটি বাংলার সরকারি স্কুলে! স্থগিত করা হল একাধিক পরীক্ষা ।

প্রবল দাবদাহে পুড়ছে বাংলা! প্রায় ৪০ ডিগ্রি’র কাছাকাছি কলকাতার তাপমাত্রা।

  • একাধিক জেলাতে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রিও। প্রবল গরমের সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে অস্বস্তিকর তাপপ্রবাহ।
  • এই অবস্থায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এমনকি প্রবল গরমে স্কুলে গিয়েও অনেক বাচ্চা’র অসুস্থ হওয়ার খবর সামনে আসছে।

27th April 

24. আইপিএলে এক অনবদ্য মাইলস্টোন স্পর্শ করলেন সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স ছাড়া তিনি কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি।

  • সেই কেকেআরের জার্সি গায়েই এবার তিনি স্পর্শ করলেন ১৫০ উইকেটের মাইলস্টোন। প্রথম বিদেশি স্পিনার হিসেবে।
  • দিল্লি ক্যাপিটালসের ললিত যাদবকে লেগ বিফোর করে তিনি এই অনন্য নজিরটি গড়লেন।

25. অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর দাবি মমতার, ফের একবার মোদী সরকারের সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • পেট্রোল-ডিজেলের দাম সহ একাধিক ইস্যুতে ফের একবার সরব তিনি।
  • পাশাপাশি আগামিদিনে জ্বালানির দাম আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

27th April  (Daily Current Affairs In Bengali) 

26. ১৭ লক্ষ ৩১ হাজার ২৪২ কোটি টাকা কর তুলেছে! তথ্য তুলে মোদীকে জবাব মমতার । গোটা দেশেই ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম!

  • ইতিমধ্যে ১১৫ টাকায় পৌঁছে গিয়েছে কলকাতায় পেট্রোলের দাম।
  • এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রীর।
  • জ্বালানির উপর থেকে ভ্যাট না কমানোয় মানুষের উপর চাপ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

  ( 28th April Current Affairs )

1. ডাঃ এস রাজু 01 এপ্রিল, 2022 থেকে কার্যকরীভাবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ।

  • তিনি আরএস গড়খালের স্থানে নিযুক্ত হন, যিনি 31 শে মার্চ, 2022-এ গ্রহণ করেন । এর আগে, ডাঃ রাজু এই পদে অতিরিক্ত মহাপরিচালক হিসাবে অধিষ্ঠিত ছিলেন |  (Daily Current Affairs In Bengali) 

2. Axis Bank Citibank-এর ইন্ডিয়া কনজিউমার ব্যবসাকে 12,325 কোটি টাকায় ক্রয় করে নিয়েছে ।

  • Citigroup ঘোষণা করেছে যে, Axis Bank Citibank-এর ইন্ডিয়ার কনজিউমার ব্যবসাকে USD 1.6 বিলিয়ন (12,325 কোটি টাকা) এর একটি নগদ চুক্তিতে অধিগ্রহণ করেছে |
  • এই লেনদেন Citibank India-এর কনজিউমার ব্যাঙ্কিং ব্যবসাগুলি সহ হবে, যার মধ্যে রিটেল ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ভোক্তা ঋণ এবং সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে ।
  • Axis Bank প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1993 সালে। এর সদর দফতর হলো মুম্বাই।
  • Axis Bank এর MD এবং CEO হলেন অমিতাভ চৌধুরী এবং চেয়ারপার্সন শ্রী রাকেশ মাখিজা।
  • অ্যাক্সিস ব্যাঙ্ক এর ট্যাগলাইন হলো – Badhti Ka Naam Zindagi ৷

28th April 

3. বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • সংবাদমাধ্যমের খবর, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ গ্রামে ঢুকে মানুষকে মারধোর করছে
  • আন্তর্জাতিক সীমান্তের বাইরে পাঠিয়ে দিচ্ছে!
  • তৃণমূল সুপ্রিমো কোচবিহার পুলিশকে নির্দেশও দিয়েছেন
  • যাতে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের বেশি ভেতরে বিএসএফকে কোনওরকম তদন্তের অনুমতি না দেওয়া হয়৷

28th April 

4. অ্যাপের মাধ্যমে স্বল্প সুদে লোনের টোপ, ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকে। স্যালারি স্লিপ দরকার নেই। লাগবে না আয়ের সার্টিফিকেটেও।

  • শুধু নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করলেই ০.৭২ শতাংশ সুদে লোন পাওয়া যাবে। পাঁচ থেকে ছ’মাসে লোন পরিশোধ করা যাবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো যাবে।
  • অনলাইনেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।এমনই আশ্বাস দিয়ে আমজনতাকে জালে জড়াচ্ছে প্রতারকরা। বিভিন্ন জেলার বাসিন্দারা তাদের ফাঁদে পা দিয়েছেন।
  • সম্প্রতি বর্ধমান সাইবার ক্রাইম থানাতেও এধরনের অভিযোগ জমা পড়েছে।
  • এখন অনেকেরই আর্থিক অবস্থা টালমাটাল। সেই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
  • অনেকেই তাদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন।
  • গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধীরা ১০ হাজার থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত লোনের প্রতিশ্রুতি দিচ্ছে।

 28th April 

5. বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতা বাঘের ছবি।

  • পুরুলিয়ার কোটশিলায় বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ফের ধরা পড়ল চিতা বাঘের ছবি।
  • এবার তাকে শিকাররত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার কবলে ছিল একটি গোরু।
  • হাড়হিম করা সেই ছবি দেখেই আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ায়।
  • ইতিমধ্যেই কোটশিলার সিমনি বিটে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সতর্কতা জারি করেছে বনদপ্তর।
  • প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারিও ট্র্যাপ ক্যামেরায় চিতা বাঘের ছবি ধরা পড়েছিল।
  • তাই ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ার ওই জঙ্গলে দু’টি চিতাবাঘ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বনদপ্তর।
  • দ্রুত সেখানে আরও প্রায় ১০টি ট্র্যাপ ক্যামেরা বসিয়ে কটি বাঘের উপস্থিতি রয়েছে, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

28th April 

(Daily Current Affairs In Bengali) 

6. অপারেশন পুষ্টি’তে মিলেছে সাফল্য। পুষ্টিকর খাবার খেয়ে অপুষ্ট শিশু ফিরেছে প্রায় স্বাভাবিক অবস্থায়।

  • তাই বৃহস্পতিবার বিষ্ণুপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদেরা বাঁকুড়ার জেলাশাসককে ফুল দিয়ে সংবর্ধনা দেয়। ঘটনায় আপ্লুত জেলাশাসক কে রাধিকা আইয়ার।
  • বিনিময়ে তিনিও শিশুদের কোলে বসিয়ে চকোলেট দেন।
  • এদিন বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালডাংরা কেন্দ্রে জেলাশাসককে কার্যত অন্য ভূমিকায় দেখা যায়।
  • কেন্দ্রের খেলনা নিয়ে শিশুদের সঙ্গে খেলায় মাতেন।
  • ওই কেন্দ্রেই অপুষ্ট থেকে স্বাভাবিকের দোরগোড়ায় পৌঁছনো একটি আদিবাসী শিশুর হাতে ফুল দিয়ে আশীর্বাদ করেন।
  • শুধু তাই নয়, তিনি কেন্দ্রে রান্না করা খিচুড়িও খান।

28th April 

7. কইমাছ মুখে নিয়ে নাতনিকে খেলা দেখাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল দাদুর। পুলিস জানিয়েছে, মৃতের নাম রতিকান্ত ভুঁইয়া(৪৭)।

8. মুর্শিদাবাদ জেলায় প্রথম স্ট্রবেরি চাষ করে সাড়া ফেলে দিয়েছেন লালবাগ মহকুমার মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের তেঁতুলিয়া পঞ্চায়েতের  সাবিরুল ইসলাম।

  • মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের পরামর্শ ও তত্ত্বাবধানে আতমা প্রকল্পে বিজ্ঞানসম্মত প্লাস্টিক আচ্ছাদন (মালচিং) পদ্ধতিতে চাষ শুরু করেন তিনি
  • গত বছরের অক্টোবর মাস থেকে ১০ কাঠা জমিতে ‘উইন্টার ডন’ প্রজাতির স্ট্রবেরি চাষ শুরু করেন তিনি।
  • ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ফলন হতে শুরু করে।
  • গত তিনমাস ধরে সদর শহর বহরমপুর সহ জেলার বিভিন্ন বাজারে স্ট্রবেরি সরবরাহ করছেন।
  • লক্ষ্মীলাভ ভালোই হচ্ছে। ফল ব্যবসায়ীদের অর্ডার অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছেন সাবিরুল।

9. তীব্র অস্বস্তিকর গরমে বাইরে বেরনোই দায়। তাই খুব প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বের হচ্ছেন না।

  • গরমের এই প্রভাব পড়েছে পরিবহণ শিল্পে। নবদ্বীপ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস চলাচল সংখ্যা কমে গিয়েছে।

28th April 

(Daily Current Affairs In Bengali) 

10. অন্ধ্রপ্রদেশ, গুজরাত আগেই করেছে। এবার রাজস্থান।

  • একের পর এক রাজ্যে শিল্প উৎপাদনের উপর আঘাত নেমে আসছে। কারণ বিদ্যুৎ সঙ্কট।
  • শীঘ্রই প্রতিটি ঘরে পানীয় জল এবং বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দাবি করা মোদি সরকারের কাছে
  • চরম অস্বস্তি নিয়ে হাজির হয়েছে কয়লা ও বিদ্যুৎ সঙ্কট।
  • বিদ্যুৎ সঙ্কট এতটাই চরমে পৌঁছেছে
  • গুজরাত, রাজস্থান, অন্ধ্রপ্রদেশে সরকারিভাবে কোথাও ৪ ঘন্টা, কোথাও ৬ ঘন্টা করে শিল্পোৎপাদন ইউনিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ওই সময়সীমায় বিদ্যুৎ ছাঁটাই করা হবে। বিশেষ করে কারখানাগুলিকে বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখতে বলা হচ্ছে।

11 . ভারতের হজ কমিটির চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হলেন এ.পি. আবদুল্লাহকুত্তী

12.UN ‘Champion of the Earth Lifetime Achievement Award’ পেলেন যুক্তরাজ্যের বায়োলজিস্ট স্যার ডেভিড অ্যাটেনবরোগ

13.ভারতের প্রথম “অমৃত সরোবর” প্রতিষ্ঠা করা হলো উত্তরপ্রদেশের রামপুরে

14.মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত Asian Wrestling Championships 2022-এ ভারত মোট ১৭টি মেডেল জিতেছে,

  • যার মধ্যে ১ ৫টি রুপোর এবং ১১টি ব্রোঞ্জের

15. Badminton Asia Championship 2022 হোস্ট করছে ফিলিপিন্স

 

 

 

 

 28th April 

16.সাম্প্রতিক SIPRI-এর রিপোর্ট Global Military Spending 2021 তালিকায় প্রথম স্থানে য়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে ভারত

17.পাঞ্জাব সরকারের নাথে নলেজ শেয়ারিং এগ্রিমেন্ট করলো দিল্লি সরকার

18. ২০২২-২৩ আর্থিক বর্ষে ৩২৮ মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদনের টার্গেট নিল ভারত সরকার

19. সম্প্রতি প্রথমবার মানুষের শরীরে H3N8 বার্ড ফ্লু সংক্রমণ দেখা গেল চীনে

20. মিডিয়া এবং ব্রডকাস্টিং ক্ষেত্রে সহযোগিতার জন্য আর্জেন্টিনার সাথে MoU স্বাক্ষর করলো ভারত।

21. বিয়ে করবেন বিএসএফ জওয়ান (BSF Jawan)। বাড়ি ওড়িষায়। কর্মসূত্রে থাকেন সেখান থেকে অনেক অনেক দূরে জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)।

  • নিয়ন্ত্রণ রেখা বরাবর মাচিল সেক্টরে। সমতল থেকে বহু ওপরে সীমান্ত পাহারা দেন ৩০ বছরের কনস্টেবল নারায়ণ বেহেরা।
  • প্রত্যন্ত, দুর্গম এলাকায় মৃত্যুভয় তাঁর সবসময়ের সঙ্গী।
  • নারায়ণ যাতে বিয়ের জন্য নির্বিঘ্নে সময়মতো বাড়ি পৌঁছতে পারেন, সেজন্য বিশেষ বিমানের ব্যবস্থা করল সীমান্ত রক্ষী বাহিনীর কর্তৃপক্ষ।

28th April 

22. গুজব রটানো হচ্ছে তিনি নাকি দেশের রাষ্ট্রপতি হবেন।

  • কিন্তু তিনি চান রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রী হতে। কেননা আরামের জীবন তাঁর পছন্দ নয়।
  • তাঁর লক্ষ্য পরিশ্রম ও সংগ্রামের জীবন। বৃহস্পতিবার এমনটাই জানালেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী

23 . দেখতে হবে কোথায় ভুল হচ্ছে, টানা ৫ ম্যাচ হেরেও KKR নাকি বুঝতে পারেনি সমস্যাটা ।

  • পরপর ম্যাচ হারের যথাযথ কারণ বিশ্লেষণ করা মুশকিল।
  • তবে কলকাতা নাইট রাইডার্সের দলনায়ক শ্রেয়স আইয়ার দলের এমন ধারাবাহিক ব্যর্থতার কারণ বর্ণনা করার চেষ্টা করলেন যথাসাধ্য। (Daily Current Affairs In Bengali) 
  • ওপেনিং জুটি, বোলিং লাইনআপ, টিম কম্বিনেশন, ধারাবাহিক ব্যর্থতার জন্য নাইট অধিনায়ক অজুহাত দিলেন ।

24 . মৃত্যুর ৪৩ বছর বাদে ভারতে ফিরল নাগা স্বাধীনতা সংগ্রামীর দেহ, শেষ শ্রদ্ধায় উপচে পড়ল ভিড়।

  • নাগা স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুর ৪৩ বছর পর ঘরে ফিরল তাঁর দেহ।
  • ভারতে তাঁর দেহ আসার পরই নাগাল্যান্ডের ছোট্ট গ্রাম থিপজুতে দেখা যায় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ভিড়।
  • প্রতিবেদন লিখেছেন অ্যালিস ইয়োশু।
   28th April 

25 . চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

  • এই পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ জুলাই।
  • বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

26. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছে।

  • আগামী ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে।
  •  উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

27. বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদ ও বেতন গ্রেডে পিছিয়ে থাকায় আক্ষেপ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

  • তিনি বলেন, ‘আমার কয়েকজন সরাসরি ছাত্র এখন যুগ্ম সচিব হয়ে গেছে।
  • অতিরিক্ত সচিবেরা আমাদের জুনিয়র। কিন্তু আমরা চতুর্থ গ্রেডের কর্মকর্তাই আছি।’
28th April 

(Daily Current Affairs In Bengali) 

28. প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে এপ্রিলে আপাতত বৃষ্টির দেখা নেই।

  • এই পরিস্থিতিতে খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে অফলাইন ক্লাস বন্ধ করল। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে সাউথ পয়েন্ট স্কুল।

29. উত্তর 24 পরগনার বাগদা থানার হেলেঞ্চা দত্তফুলীয়া সড়কে চোয়াটিয়া পাঁচমাইল এলাকায় রাস্তা অবরোধ করে কয়েকজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা।

  • রাস্তার উপর সবুজ সাথীর সাইকেল , বাঁশ, ইট ফেলে অবরোধ করে শুরু করে সোমবার।হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা।

30. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে।

  • গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ভাষণে তিনি এ কথা বলেন।

Read More:-  Environmental Science Study Materials | WB Primary TET 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles