50 Top Current affairs (MCQ)|Competitive Examination 2022

Competitive Examination 2022

50 Top Current affairs (MCQ)|Competitive Examination 2022:In this article smart knowledge are providing you with some important Current affairs questions(MCQ).

We are hopeful that our efforts are helping you to achieve your dreams.

50 Top Current affairs (MCQ):

1. সার্বিয়ার টেনিস খেলােয়াড় নােভাক জোকোভিচ সম্প্রতি তাঁর কেরিয়ারের কত গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করেছেন ?
A) 11th
B) 15th
C) 19th
D) 2nd
Ans :- C

2. নিম্নের কে সম্প্রতি ICC Men’s Player of the Month for May 2021 নির্বাচিত হলেন ?
A) মুশফিকুর রহিম
B) রুবেল হােসেন
c) সাকিব আল হাসান
D) তামিম ইকবাল
Ans :- A

3. ‘Beyond Here and Other Poems’ শীর্ষক পুস্তকটির লেখক হলেন ?
A) অনুপম খের
B) অরুন্ধতী রায়
C) বিষ্ণুপদ শেঠি
D) None
Ans :- C

4. সম্প্রতি প্রয়াত সঞ্চারী বিজয় নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন ?
A) আভিনয়
B) শিক্ষকতা
C) সাহিত্য
D) সাংবাদিকতা
Ans :- A

5. নিম্নের কে সম্প্রতি ICC Women’s Player of the Month for May 2021 নির্বাচিত হলেন ?
A) শেফালি ভার্মা
B) এলিশা হিলি
C) ক্যাথরিন ব্রাইস
D) লিজেল লি
Ans :- C

6. কোন রাজ্য সরকার সম্প্রতি কোভিডের কারণে পিতামাতা হারানাে শিশুদের জন্য স্কিম লঞ্চ করলাে ?
A) তামিলনাড়ু
B) উত্তরাখণ্ড
C) বিহার
D) ঝাড়খন্ড
Ans :- A

7. কোন রাজ্য সরকার ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে বিনা মূল্যে ৫০লক্ষ মেডিসিন কিট বিতরণ করতে চলেছে ?
A) উত্তরাখণ্ড
B) উত্তরপ্রদেশ
C) হিমাচলপ্রদেশ
D) রাজস্থান
Ans :- B

8. কোন রাজ্য থেকে সম্প্রতি জিআই সার্টিফাইড জারডালু আম যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে ?
A) পশ্চিমবঙ্গ
B) বিহার
C) আসাম
D) কেরলা
Ans :- B

9. কোন রাজ্য থেকে সম্প্রতি জিআই সার্টিফাইড জলগাঁও কলা দুবাইয়ে রপ্তানি করা হয়েছে ?
A) রাজস্থান
B) মহারাষ্ট্র
c) হিমাচলপ্রদেশ
D) মধ্যপ্রদেশ
Ans :- B
10. কোন রাজ্যের শিল্প করিডােরে পরিবহন সংযােগ স্থাপন ও শিল্প বিকাশের সুবিধার্থে ADB লােণ চুক্তি করলাে ?
A) তামিলনাড়ু
B) কেরলা
C) মধ্যপ্রদেশ
D) কর্ণাটক
Ans:- A

11.World Refugee Day পালন করা হয় কবে ?

A) ২০ শে জুন

B) ১৫ ই এপ্রিল

C) ২১ শে জুন

D) ২২ শে জুন

উত্তর: A) ২০ শে জুন

12. French Grand Prix 2021 -এর খেতাব কে জিতেছে ?

A) Sergio Pérez

B) Max Verstappen

C) Valtteri Bottas

D) Lewis Hamilton

উত্তর: B) Max Verstappen

13. কোন সংস্থা কোভিড -১৯ এর বিরুদ্ধে সচেতনতা ছড়ানাের জন্য ‘ Team masks force ‘ তৈরি করেছে ?

A) ICC

B) DRDO

C) BCCI

D) FIFA

উত্তর: C) BCCI

14. কোন সংস্হাপন ‘ Mission Anna Seva ‘ নামে বৃহত্তম খাবার বিতরণ কর্মসূচী চালু করল ?

A) Adani foundation

B) Reliance foundation

C) Tata Foundation

D) Birla Foundation

উত্তর:B) Reliance foundation

15. How does the onion gets its layers বইটির লেখক কে?

A) অরুন্ধতী রায়

B) রাস্কিন বন্ড

C) বাসুদেব কামাথ

D) সুধা মূর্তি

উত্তর : D) সুধা মূর্তি

16. জান হ্যায়তো জাহান হ্যায় – ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

A)অর্জুন মুন্ডা

B) নরেন্দ্র মোদি

C) মুক্তার আব্বাস নাকভি

D) ধর্মেন্দ্র প্রধান

উত্তর : C) মুক্তার আব্বাস নাকভি

17. জম্বু কাশ্মীর থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন কে?

A) শিবাঙ্গী সিং

B) চন্দনা মজুমদার

C) ময়না যাদব

D) মাওয়া সুদান

উত্তর : D) মাওয়া সুদান

18. বিশ্বের প্রথম জিন মডিফাইড রাবার গাছটি কোথায় লাগানো হলো?

A) চেন্নাই

B) কলকাতা

C) গুয়াহাটি

D) দিসপুর

উত্তর : C) গুয়াহাটি

19. সম্প্রতি কৃষি ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত কোন দেশের সঙ্গে MOU স্বাক্ষর করলো?

A) আর্জেন্টিনা ফিজি

B) ফিজি

C) ইজরায়েল

D) মালয়েশিয়া

উত্তর : B) ফিজি

20. টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং “লক্ষ তেরা সামনে হ্যায়” কে কম্পোজ করেছেন

A) সনু নিগম

B) মোহিত চৌহান

C) বিশাল শর্মা

D) অজয় শেঠ

উত্তর : B) মোহিত চৌহান

21. অলিম্পিকের জন্য জাতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে?

A) রানী রামপাল

B) লালরেম সিয়ামি

C) লিলিমা মিনজ

D) নিক্কি প্রধান

উত্তর : A) রানী রামপাল

22.”Habba Khatoon” শিরোনামে বই লিখলেন কে?

A) কাজল সুরি

B) মনিদিপা রঙ্গস্বামী

C) ঝুম্পা লাহিড়ী

D) তাহিরা কাশ্যপ

উত্তর : A) কাজল সুরি

23. ভারতকে হারিয়ে ICC World Test Championship জিতল কোন দেশ?

A) দক্ষিণ আফ্রিকা

B) নিউজিল্যান্ড

C) অস্ট্রেলিয়া

D) শ্রীলঙ্কা

উত্তর : B) নিউজিল্যান্ড

24. National Institute of Mental Health & Neuro Sciences ( NIMHANS) এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে

A) ড: প্রতিমা মুর্তি

B) কৃষ্ণ গোপীনাথ

C) অর্জুন শ্রীবাস্তব

D) গার্গী মুখার্জি

উত্তর : A) ড: প্রতিমা মুর্তি

25. অলিম্পিকের জন্য জাতীয় পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে ?

A) সুরেন্দার কুমার

B) বীরেন্দ্র লাকরা

C) হারমান প্রীত সিং

D) মানপ্রীত সিং

উত্তর : D) মানপ্রীত সিং

26. দিল্লীর পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব এর অবসর নেওয়ার পর দিল্লীর নতুন পুলিশ কমিশনার হলেন আই পি এস অফিসার বালাজি শ্রীবাস্তব ।

27. মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সরকার ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন অতুল কাশ্যপকে ।

28. ১৯ শে জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে । পুরো সংসদ অধিবেশনটিতে ২০ টি অধিবেশন অনুষ্ঠিত হবে ।

29. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকার মধ্যপ্রদেশের ইন্দোরের অন্তর্গত পিটামপুরে অবস্থিত এশিয়ার সবচেয়ে লম্বা এবং উচ্চগতির টেস্ট ট্রাকটির উদ্বোধন করলেন ।

30. উত্তরাখণ্ডে ভারতের প্রথম জীববৈচিত্রের উদ্যান ভারত বাটিকা উদ্বোধন করা হল ।

31. আন্তর্জাতিক সংসদীয় দিবস পালিত হল ৩০ শে জুন ।

32. সম্প্রতি IFUNA ( ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন ) এর সভাপতি হিসাবে নিযুক্ত হলেন শম্ভুনাথ শ্রীবাস্তব ।

33. ভুটান থেকে ভারতে লাইসেন্স ছাড়া আলু আমদানি করার ছাড়পত্র দিল ভারত সরকার ।

34. বার্মিস আঙুর আসাম থেকে দুবাইতে রপ্তানি করা হল ।

35. কম্বোডিয়া দেশের ভিরাচে ন্যাশনাল পার্কে লুপ্তপ্রায় গর্জনশিল হরিন দেখা গেল ।

37. ঊষা নাতেসন NITTTR ( ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং এবং রিসার্চের ) নতুন ডিরেক্টর হলেন ।

38. সম্প্রতি NITI Aayog এর CEO হলেন আমিতাভ কান্ত ।

39. জাতীয় চাটার্ড অ্যাকাউন্টেড দিবস পালিত হল ১ লা জুলাই ।

40. সম্প্রতি ব্রিটিশ সরকার প্রতিষ্ঠিত বিশিষ্ট “Diana Award – 2021” পেলেন ভারতের রাঘব কৃষ্ণা শেষাদ্রি সুমত ।

41. উত্তর প্রদেশ সরকার ঝাঁসি স্টেশনের নাম পরিবর্তন করে রানী লক্ষ্মী বাই স্টেশন নাম রাখার অনুমোদন দিল ।

42. অল ইন্ডিয়া রেডিও এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন এন ভেনুধর রেড্ডি ।

43. জাতীয় ডক্টরস দিবস পালিত হল ১ লা জুলাই ।

44. ভারতের বিশিষ্ট দাবাড়ু অভিমন্যু মিশ্র বিশ্বের সবচেয়ে যুব গ্র্যান্ডমাস্টার শিরোনাম পেলেন ।

45. সাইবার সিকুরিটি ইনডেক্স – এ ভারত দশম স্থান অর্জন করেছে ।

46. ভারতীয় বায়ু সেনার ( IAF ) নতুন উপপ্রধান হিসাবে নিযুক্ত হলেন বিবেক রাম চৌধুরী ।

50 Top Current affairs (MCQ)|Competitive Examination 2022:

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles