WBCS prelims general knowledge | very important question(MCQ)WBCS 2022

70 nos of questions based on general knowledge

WBCS prelims general knowledge: Through this article, we are providing 70nos of questions based on general knowledge. This type of question Will must be included in the upcoming WBCS prelims 2022.on behalf of your preparation, To think about all our Bcs crackers we are willing to upload this bunch of question information daily. So, You can take your Bcs guidance through our apps. Thank you.

WBCS prelims general knowledge:

1. এশিয়ার রোম কাকে বলা হয়?
দিল্লি

2. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?
রাজঘাট

3. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?

 1904 সালে

কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
76 বছর

5. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
চীন

6. চিনের প্রাচীর কে নির্মান করেন?
চিনের রাজা কিন শি হুয়াং

7. হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?
ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো

8. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
গ্রিক বিজ্ঞানীরা

9. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
 আনাইমুদি

10. ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?
দেরাদুন

11. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?
ইংল্যান্ড

12. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?
11 জুলাই

13. বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন?
90%

14. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?
আর্যভট্ট

15. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
অ্যানাবিনা, নস্টক

16. কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’?
সীসা

17. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?
ইস্পাত

18. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?

পলিভিনাইল ক্লোরাইড

19. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
শূন্য

20. দুর্গাপুর কী নামে পরিচিত?
ভারতের রুঢ়

21. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?

স্থিতি শক্তি

22. মুখ্য রং কোন তিনটি?
লাল, নীল, সবুজ

23. ‘Art of Living’ এর প্রবক্তা কে?
শ্রী শ্রী রবিশঙ্কর

24. ভারতের কোথায় ধান গবেষণাগার আছে?
ওডিশার কটক শহরে

25. চারমিনার কোন শহরে অবস্থিত?
হায়দ্রাবাদ

26. ‘বুল’ এবং ‘বিয়ার’ শব্দ দুটি কীসের সাথে জড়িত?
শেয়ার বাজার

27. ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
মুম্বাই

28. SAARC কবে প্রতিষ্ঠিত হয়?
 8 ডিসেম্বর, 1985

29. WHO এর সদর দফতর কোথায় অবস্থিত?
জেনিভা

30. PAN এর সম্পূর্ন রূপ লেখ ।
 পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার

31. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
নাব্রা উপত্যকা (কারাকোরাম)

32. কসমিক ইয়ার (Cosmic Year) কি?

যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে

33. ওড়িশা রাজ্যের State Animal কোনটি?
সম্বর হরিণ

34. শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী?
ত্বক

35. DNS বলতে কী বোঝায়?
ডোমেন নেম সিস্টেম


WBCS prelims general knowledge:

1. সবচেয়ে বড় ফুল হল – র‍্যাফ্লেসিয়া

2. শ্বেত হস্তী পাওয়া যায় – মালয়ে

3. জাহাজের গতিবেগ মাপার একক – নট

4. যে দর্পণ যানবাহনে ব্যবহৃত হয় – উত্তল

5. আধুনিক বিজ্ঞানীরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ আবিষ্কার করেছেন, তার নাম – কোয়ার্ক

6. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের লেখা কমিয়ে নিলে – অবশিষ্টাংশ পূবতীরতার সঙ্গে জ্বলবে

7. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে – অক্সিন

8. অপটিকত তন্তু যে নীতিতে কাজ করে – সামগ্রিক অভ্যন্তরীণ প্রতিফলন

9. যে স্নায়ু শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় সেটি হল – গ্লসোফ্যারিঞ্জিয়াল

10. টিস্যু প্রোটিন গঠনে যে অ্যাসিডটি গুরুত্বপূর্ণ – অ্যামাইনো অ্যাসিড

11. কোন প্রানীর চোখে পেকটিন থাকে – পায়রা

12. বাদুড় দিক নির্ণয় করে – আল্ট্রাসোনিক শব্দ তরঙ্গের সাহায্যে

13. হল্যান্ডের জাতীয় ফুল কী – টউলিপ

14. সার – এটি উদ্ভিদের পুষ্টি যোগায় এবং জমিতে pH এর মাত্রার সমতা বজায় রেখে শস্য উৎপাদন বৃদ্ধি করে

15. নাকের ছিদ্রে চুল ও মিউকাস মেমব্রেন থাকার কারণ – নাকে ধূলিকণা যুক্ত বাতাস যেন ঢুকতে পারে না

16. বোকারো স্টীলপ্লান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত – ঝারখন্ড

17. সবথেকে উৎকৃষ্ট লৌহ আকরিক – ম্যাগনেটাইট

18. ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় – CFC দ্বারা

19. কোনো জলাশয় থেকে শৈবাল হঠাৎ অদৃশ্য হলে – মাছ, চিংড়ি, প্রোটোজোয়া প্রভৃতি মারা যাবে খাদ্য ও অক্সিজেনের অভাবে

20. কাঁচ তৈরি হয় – বালি দিয়ে

21. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় – ওডিশা

22.অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী – বক্সাইট

23. জাপানিদের প্রিয় মদ ‘সেক’ তৈরি হয় – চাল থেকে

24. তারপেনটাইন তেল সংগৃহীত হয় – পাইন গাছ থেকে

25. সাধারণ মাকড়সার কতগুলো চোখ থাকে – 8 টি

26. যে সমস্ত জ্বালানি কম পরিবেশ দূষণ ঘটায় – হাইড্রোজেন জ্বালানি

27. জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর ক্ষেত্র হল রোগ প্রতিরোধ করা ও বৃদ্ধি ঘটানো

28. সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম কী –নিরক্ষরে খা

29. পায়রার বায়ুথলি – 9 টি

30. একটি পটকাবিহীন মাছের নাম – হাঙর

31. ইজরায়েলের সরকারি ভাষা – হিব্রু

32. সাইবেরিয়ার সরলবর্গীয় অরণ্য কী নামে পরিচিত – তৈগা

33. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধিতিকে কী বলে – পার্ল কালচার

34. পাইরোলুসাইট কী – ম্যাঙ্গানিজের আকরিক

35. শ্বেত অভ্রকে কী বলে – মাসকোভাইট

Read more: Basic Biology Questions Asking in Government Exam

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles