শেষ হলো গরমের ছুটি | খুলে গেল রাজ্যের সকল সরকারী স্কুলের তালা | বিজ্ঞপ্তিতে খুশি স্কুল পড়ুয়ারা

শেষ হলো গরমের ছুটি

শেষ হলো গরমের ছুটি | খুলে গেল রাজ্যের সকল সরকারী স্কুলের তালা | বিজ্ঞপ্তিতে খুশি স্কুল পড়ুয়ারা:- Big Breaking News Today! All the Govt School Has opened after a long-term Summer Vacation. Naturally happy all the School Students. Due to Covid 19 WB Govt. declared to close all the Schools. Now it’s the time to get relief temporarily. This will enhance the Schools’ Study programs and Students can make their preparation in a normal way.

শেষ হলো গরমের ছুটি: All West Bengal Govt. School Reopened Today 

All West Bengal Govt. School is opening today. This is really a good news for the students. After some tiresome days then can study, can smile, can play with their school mates properly. In this news then are very happy today.


খুলে গেল রাজ্যের সকল সরকারী স্কুলের তালা

টানা দেড় মাস গরমের ছুটির পরেও 26 শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল রাজ্যের সকল স্তরের সরকারি স্কুলের গ্রীষ্মকালীন অবকাশ।

  • পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি শেষ ।
  • তাই আজ 27 শে জুন খুলল সকল স্কুলের গেটের তালা ।
  • এই খবরে খুশি তে মাতোয়ারা হয়ে উঠেছে স্কুল পড়ুয়ারা ।

 

ঘোষণা হয়েছিল গ্রীষ্মকালীন ছুটি

  • রাজ্যের স্কুলগুলিতে 1 মে থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল ।
  • এরপর আবহাওয়ার অনুকূল পরিস্থিতি না থাকার কারণে আবারও সেই ছুটি বাড়ানো হলো 26 শে জুন পর্যন্ত
  • আর আজ 27শে জুন সেই ছুটির মেয়াদ শেষ । কাজে কাজেই খুলে গেল সকল সরকারি স্কুল ।
  • তবে সরকার নির্ধারিত গরমের ছুটি শেষ হওয়ার আগেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি বেসরকারি স্কুল ইতিমধ্যেই খুলে দিয়েছিল
  •  আজ সরকারি স্কুল গুলি সরকারের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণরূপে খুলে গেছে।

মহামারী করোনার প্রকোপ

মহামারী করোনার ভয়াবহ কবল থেকে বাঁচার জন্য দীর্ঘ দুই বছর সকল রাজ্যের এবং পশ্চিমবঙ্গের সকল জেলার সরকারি-বেসরকারি স্কুল গুলি বন্ধের নির্দেশিকা ঘোষণা হয়েছিল ।

  • আর এর ফলে যথেষ্ট বিপদে পড়েছিল স্কুল পড়ুয়ারা কখনো তাদের অনলাইন ক্লাস ।
  • এর মধ্য দিয়ে সিলেবাস কমপ্লিট করতে হয়েছিল
  • আবার কখনও সেই সুযোগও ঘটেনি কোন কোন স্কুলের শিক্ষার্থীদের
  • এর ফলস্বরূপ তাদের পড়াশোনার অগ্রগতি কমে গিয়েছিল অনেকখানি, যার জন্য তাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়েছে
  • তবে বেসরকারি স্কুল, উন্নত ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন স্কুলগুলোর থেকে অনলাইন শিক্ষার ব্যবস্থা করায় তাদের এই ঘাটতি কিছুটা হলেও পূরণ হয়েছিল
  • গত দুই বছর ধরে সমস্ত ধরনের পরীক্ষা গুলি যেমন মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ অন্যান্য শাখার বিভিন্ন পরীক্ষা গুলি অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছিল
  • তবে আশা করা যায় এ বছর পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং শিক্ষার্থীরা সুস্থ স্বাভাবিক পরিবেশ অফলাইনেই ক্লাস করতে পারবে
  • এবং পরীক্ষাও অফলাইনে দিতে পারবে বলে আশা করা যায়।

 

রোগ প্রতিরোধে বিধি নিষেধ সমূহ

কোভিড ১৯-এর পাশাপাশি অন্যান্য আরো অনেক ধরনের রোগের প্রকোপ দেখা দিয়েছিল গোটা বিশ্বজুড়ে।

  • যার ফলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল সমস্ত বিশ্ববাসী।
  • আর বর্তমানেও সেই কারণে কুল খোলা সত্বেও মেনে চলা হবে বিভিন্ন ধরনের কোভিড বিধি বা অন্যান্য ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিধি-নিষেধ আর এর জন্য প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সকল বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
  • স্কুল বন্ধ থাকা সত্বেও রাজ্যে চালু ছিল মিড ডে মিলের আয়োজন সেটা কখনো রান্না করা খাবার বা কখনো রান্না না করে গোটা উপকরণ বিতরণ করার মধ্য দিয়ে।

স্কুল খোলার খবরে বেজায় খুশি পড়ুয়ারা

তবে আজ থেকে স্থায়ীভাবে এবং স্বাভাবিক ভাবেই স্কুল গুলি খুলে যাচ্ছে বলে মনে করা হয়

  • তার সাথে মিড ডে মিলের ব্যবস্থাও স্বাভাবিকভাবেই চালু করা হচ্ছে
  • এই সিদ্ধান্তে যেমন খুশি হয়েছে রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়ারা
  • তেমনই তাদের সকল অভিভাবক রাজ্য শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে বেজায় খুশি ।

 

Read More:- শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ | WB Primary Tet, Upper Primary ও SLST এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles