World’s Shortest Flight 2022 | মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড এই পৌঁছে যাবেন গন্তব্যে! সামনে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রা

World's Shortest Flight 2022

World’s Shortest Flight 2022 | মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড এই পৌঁছে যাবেন গন্তব্যে! সামনে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রা: দীর্ঘ পথ দ্রুত পার করতে বিমানযাত্রার বিকল্প নেই। শুধু দেশের নয় বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সহজে পৌঁছনো যায় বিমানের মাধ্যমে। কিন্তু সম্প্রতি এক ট্রাভেল ব্লগার ইউটিউবে একটি ভিডিয়ো আপলোড করেছেন। সেই ভিডিয়োয় তিনি বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রার বিষয়টি তুলে ধরেছেন। সেই বিমানযাত্রার মেয়াদ মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড। দেড় মিনিটের কম সময়েই গন্তব্যে পৌঁছে যায় বিমান। যদিও এর জন্য খরচ করতে হয় ১৭ ইউরো। যা ভারতীয় মু্দ্রায় প্রায় ১ হাজার ৬৪৩ টাকা।

World’s Shortest Flight 2022: বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রা

What it's like to fly the world's shortest scheduled passenger flight | CNN  Travel

বিমানযাত্রার মেয়াদ মাত্র ১ মিনিট,

  • হ্যাঁ সম্প্রতি ট্র্যাভেল ব্লগারের ভিডিয়োতে উঠে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রার কথা।
  • পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজেই পৌঁছে যেতে একমাত্র ভরসা বিমান।
  • এবার সামনে এল বিশ্বের সব থেকে স্বল্প সময়ের বিমানযাত্রার বিষয়টি।
  • স্বল্প যাত্রার উড়ান নিয়ে রীতিমতো বিস্মিত নেটিজেনরা। জানেন বিশ্বের কোথায় রয়েছে এই স্বল্প যাত্রার উড়ান পরিষেবা?

বিমানযাত্রার মেয়াদ মাত্র ১ মিনিট

World's Shortest Scheduled Flight (Westray to Papa Westray) – Travel Facts  about Scotland - YouTube

 

নোয়েল ফিলিপস নামের এক ট্রাভেল ব্লগার স্বল্প দৈর্ঘ্যের বিমানযাত্রার বিষয়টি সামনে এনেছেন।

  • স্কটল্যান্ডের এক দ্বীপ থেকে অন্য দ্বীপের মধ্যে চালু রয়েছে এই পরিষেবা। স্কটল্যান্ডের অর্কনে দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে চলে এই উড়ান।
  • পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রের দ্বীপের মধ্যে এই উড়ান চলে। পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্টরে হয়ে কির্কওয়াল যায় বিমানটি।
  • দিনে ২ বার এই পথে যাতায়াত করে বিমান। সাধারণত নিত্যযাত্রী এবং পর্যটকরা এই বিমানে যাতায়াত করে।

নৌকায় যাতাতায় করলে ওই পথ যেতে সময় লাগে ২০ মিনিট।

  • বিমানে মাত্র এক মিনিটেই সেই পথ যাওয়া যায়। এই ভিডিয়ো আপলোড করার পর থেকে ইতিমধ্যেই তা দেখা হয়েছে ২০ লক্ষ বারেরও বেশি।
  • নেটিজেনরাও এই স্বল্প দৈর্ঘ্যের যাত্রাপথের ব্যাপারে জানতে পেরে উচ্ছ্বসিত।

ট্রাভেল ব্লগারের ভিডিয়ো

নেটমাধ্যমে সম্প্রতি ভাইরাল নোয়েল ফিলিপস নামে এক ট্রাভেল ব্লগারের ভিডিয়ো। এই ভিডিয়োয় তিনি স্বল্প দৈর্ঘ্যের বিমানযাত্রার বিষয়টি দেখিয়েছেন।

  • স্কটল্যান্ডের অর্কন দ্বিপপুঞ্জের এক দ্বিপ থেকে অন্য দ্বিপে পৌঁছতে সময় লাগে মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড। জাহাজে বা নৌকায় এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ২০ মিনিট।
  • সেখানে এক মিনিটেই বিমানে পৌঁছে যাওয়া যায় একই দূরত্ব।
  • আর তাতে খরচা হয় ১৭ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৪৩ টাকা।

স্কটল্যান্ডের পাপ ওয়েস্ট্রে থেকে কির্কওয়াল ওয়েস্ট্রে যায় বিমানটি

স্কটল্যান্ডের পাপ ওয়েস্ট্রে থেকে কির্কওয়াল ওয়েস্ট্রে যায় বিমানটি। দিনে দুবার এই পথ যাতায়াত করে বিমানটি।

  • নিত্যযাত্রীর থেকে পর্যটকরাই এই বিমান ব্যবহার করেন বেশি।
  • ভিডিয়োটি রীতিমত সারা ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যে নোয়েল ফিলিপসের ভিডিয়োটি দেখেছেন ২০ লক্ষ্য মানুষ।
  • নতুন রকমের এই বিমান যাত্রার কথা জেনে রীতি মত উচ্ছসিত পর্যটকরা।

Read More:- Har Ghar Tiranga Mission 15th August, 2022 |  সফল হর ঘর তেরঙ্গা অভিযান, মহাকাশেও উড়ল জাতীয় পতাকা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles